আমতলীতে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির সাড়ে ৩’শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আমতলী উপজেলা বিএনপির সাড়ে ৩’শ নেতা কর্মীর নামে মামলা দেয়া হয়েছে। পুলিশের এসআই মোঃ ইউনুস আলী ফকির বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিকেলে একে স্কুল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ তরে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশের এস আই ইউনুস আলী ফবির বাদী হয়ে আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল আহম্মেদ ফকিরকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জন অজ্ঞাত আসামী করে সাড়ে ৩’শ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। পুলিশ গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মৃধা বলেন, পুলিশ বিএনপির নেতা কর্মীদের মারধরও করেছে আমার মিথ্যা মামলাও দিয়েছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ৩২ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩’শ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত বিএনপির ১৩ নেতাকে আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আমতলীতে অজ্ঞান করে দুই বাড়ীতে দুধর্ষ চুরি জ্ঞান হারিয়ে ৭ জন হাসপাতালে

আমতলী প্রতিনিধি ।
কাইয়ুম তালুকদার ও সাইদুর রহমান খাঁন পরিবারের সদস্যদের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে দুই লক্ষাধীক টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এতে দুই পরিবারের সাতজন অসুস্থ্য হয়ে পরেছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কাইয়ুম তালুকদার ও সাইদুর রহমান খাঁন পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ওই দুই পরিবারের ঘরের দরজা খোলা থাকলেও লোকজনের সারা শব্দ পায়নি প্রতিবেশীরা। এতে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ওই দুই পরিবারের সদস্যদের অজ্ঞান অবস্থায় দেখতে পায়। অজ্ঞান ব্যাক্তিরা হলেন মেহেরুন্নেছা হিরু (৬৫), জাকির হোসেন (৫৫), সাইদ (৪৭), হাফিজা আক্তার মুন্নি (৪০), মনোয়ারা বেগম (৬৬), নাঈম (১৩) ও রিফাত (১২)। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাওসার হোসাইন তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি। চোর চক্র কাইয়ুম তালুকদারের ঘর থেকে এক লক্ষ টাকা ও এক ভরি স্বর্নাংলকার এবং সাইদুর রহমান খাঁনের ঘর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ও সাত ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে চোর চক্র মঙ্গলবার সন্ধ্যা রাতেই ঘরে লুকিয়ে ছিল। পরে তারা খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে পরিবারের সদস্যরা জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাইয়ুম তালুকদারের বড় ভাই মোঃ মোর্শ্বেদ তালুকদার বলেন, ধারনা করা হচ্ছে সন্ধ্যা রাতেই চোর চক্র ঘরের মধ্যে লুকিয়ে ছিল। পরে তারা খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে ঘরের সবাই জ্ঞান হারিয়ে ফেলে। পরে চোর চক্র নিরাপদে চুরি করে স্বর্নালংকার ও টাকা নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়। অসুস্থ্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মালিক সমিতির দ্বন্ধ নিরসন হলেও বরগুনা মালিক সমিতির বাস চলাচল বন্ধ

আমতলী প্রতিনিধি।
১১ দিন পর বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির দ্বন্ধ নিরসন হলেও একদিন পর আবার মহাসড়কে বরগুনা মালিক সমিতির বাস চলাচল বন্ধ রয়েছে। বরগুনা বাস মালিক সমিতি কর্তৃপক্ষের অভিযোগ বরগুনা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা বাস চলাচলে প্লাই দিচ্ছে না। ফলে সোমবার থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। দ্রুত প্রশাসনকে সমস্যার সমাধানের দাবী জানিয়েছেন যাত্রীরা।
জানাগেছে, আমতলী-তালতলী সড়কে খানাখ›ন্দের কারনে গত দুই বছর ধরে তালতলী-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ছিল। গত ১৫ মে থেকে তালতলী সড়কে বাস চলাচল শুরু হয়। ওই সময়ে পটুয়াখালী বাস মালিক সমিতি কর্তৃপক্ষ ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় এবং ওই সড়কের গাড়ীগুলো বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কে চালান। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রুটেশনে সমস্যা দেখা দেয় বলে। এ নিয়ে বরগুনা বাস মালিক সমিতি ও পটুয়াখালী বাস মালিক সমিতির দ্বন্ধে গত ১৮ মে থেকে দশ দিন বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। গত রবিবার পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির, বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফয়সাল মাহমুদ, বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক অ্যাড, আরিফুজ্জামান, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা কিসলু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সগির হোসেন দ্বন্ধ নিরসনে বৈঠকে বসেন। ওই বৈঠকে সিধান্ত হয় আগামী জুন মাস পর্যন্ত অর্থ্যাৎ তালতলী সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত দুই জেলার সমান সংখ্যক গাড়ী চলাচল করবে। ওই বৈঠকের সিধান্তের পরপরই সড়কে গাড়ী চলাচল শুরু হয়। কিন্তু দ্বন্ধ নিরসনের এক দিন পর সোমবার সকাল থেকে সড়কে বরগুনা মালিক সমিতির বাস চলাচল বন্ধ রয়েছে। বরগুনা মালিক সমিতির অভিযোগ পটুয়াখালী মালিক সমিতি কর্তৃপক্ষ বরগুনা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধাকে আমতলী বাস স্ট্যান্ডের কাউন্টার ইনচার্জ করেছেন। সোমবার থেকে খোকন মৃধা বরিশাল-পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী বরগুনা বাস মালিক সমিতির ১৭ টি গাড়ীর প্লাই বন্ধ করে দিয়েছেন। তারা আরো অভিযোগ করেন, খোকন মৃধা বরগুনা বাস মালিক সমিতির গাড়ী চালককে গাড়ী চালাতে নিষেধ করছেন। তার কথার অবাধ্য হয়ে গাড়ী চালালে চালকদের হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিচ্ছেন। ভয়ে চালকরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। এতে সড়কে কম সংখ্যক গাড়ী চলাচল করছে। ফলে দুর্ভোগে পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
বাস চালক আব্দুস সালাম মিয়া বলেন, এক প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন নেতা আমাকে বাস নিয়ে আমতলী যেতে নিষেধ করেছে, তাই আমি বাস নিয়ে আমতলী যাইনি। তিনি আরো বলেন, বরিশাল-পটুয়াখালী- কুয়াকাটা সড়কে বরগুনা মালিক সমিতির সকল বাস চলাচল বন্ধ রয়েছে।
যাত্রী মোঃ খাইরুল ইসলাম বলেন, বরিশাল যেতে সড়কে এক ঘন্টা দাড়িয়ে আছি কোন বাস পাচ্ছি না। শুনেছি সড়কে কম গাড়ী চলছে।
বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক মোঃ সজল মৃধা বলেন, পটুয়াখালী বাস মালিক সমিতি কর্তৃপক্ষ আমতলী বাস স্ট্যান্ডে মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধাকে কাউন্টার ইনচার্জ করেছেন। যা সম্পুর্ণ অবৈধ। খোকন মৃধা সোমবার সকাল থেকে বরগুনা মালিক সমিতির গাড়ীর প্লাই দিচ্ছে না। ফলে বরিশাল-পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, খোকন মৃধা চালকদের বাস চালাতে নিষেধ করছেন। চালকরা তার ভয়ে বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
আমতলী বাস স্ট্যান্ডের কাউন্টার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা চালকদের বাস চালাতে নিষেধ এবং হুমকির কথা অস্বীকার করে বলেন, এগুলো অসত্য কথা। বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্ধ রয়েছে।
বরগুনা বাস মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা কিসলু বলেন, বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কে ঝামেলা চলছে। জহিরুল ইসলাম খোকন মৃধা প্লাই দিচ্ছে না। তাই সড়কে বাস চলছে না।
বরগুনা অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মহরম আলী বলেন, গতকাল মালিক সমিতির দ্বন্ধ নিরসন করে দেয়া হয়েছে। তারপর কি হয়েছে তা আমার জানা নেই। খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা, ধানের দাম ভালো থাকায় আবাদে ঝুঁকছে কৃষকরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বোরো ধান কর্তন শেষ হতে না হতেই আমতলী উপজেলার কৃষকরা আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর আমতলীতে ৯ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশী চাষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম। উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে ৩ হাজার ৫’শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা বেশী আউশ ধানের চাষ করছেন। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে আমতলী উপজেলার আউশ ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া ও আমতলী পৌরসভার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তারা জমি প্রস্তুত করন ও বীজ রোপনে ব্যস্ত সময় পার করেছেন। একটু ফুরসত নেই কৃষকের মাঝে।
পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা, বাহাউদ্দিন ও শাহীন মৃধা বলেন, আউশ ধানের চারা রোপন করতে জমি প্রস্তুত শেষ করেছি। দ্রুত রোপন শুরু করবো।
মানিকঝুঁড়ি গ্রামের আদর্শ কৃষক আব্দুল মান্নান হাওলাদার বলেন, ৫ একর জমিতে আউশ ধানের চারা রোপন করেছি। উপজেলা কৃষি অফিস থেকে আউশ ধান চাষ করতে সার ও বীজ পেয়েছি।
চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এক একর জমিতে আউশ ধানের চারা রোপন করেছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ৯ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। আশা করি ওই লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে ৩ হাজার ৫’শ কৃষককে সার ও বীজ দেয়া হয়েছে।

আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কার্যক্রম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে কার্যক্রম। শিক্ষক সংঙ্কট চরমে। শিক্ষক সংঙ্কট থাকায় কলেজের পাঠদান ব্যহত হচ্ছে। ২২ বিষয়ের ৮ বিষয়ে শিক্ষক নেই। ৮ বিষয়ের শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। কলেজে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও অফিস সহায়কসহ ৪৪ জনের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২২ জন। অর্ধেক পদ অর্থাৎ ২২ জনের পদ শুন্য। অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেও প্রতিকার পাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের পাঠদান ও কলেজের কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানাগেছে, ১৯৬৯ সালে আমতলী উপজেলার প্রাণ কেন্দ্রে শিক্ষানুরাগী সাবেক এমপিএ আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন তালুকদার কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে অল্প শিক্ষার্থী দিয়ে কলেজের পাঠদান শুরু হলেও বেশী দিন তা অব্যহত থাকেনি। দিন দিন প্রসার ঘটতে থাকে কলেজের। মানসম্মত পাঠদান দেওয়ার ২০১৬ সালের ৭ এপ্রিল কলেজটিকে জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণ হওয়ার পরপরই শিক্ষকরা অবসরে যান। ওই সময় থেকেই শিক্ষক সংঙ্কট দেখা দেয়। বর্তমানে কলেজটি চরম শিক্ষক সংঙ্কট রয়েছে। বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগে কলেজে স্নাতক, একাদ্বশ ও দ্বাদশ শ্রেনীতে দুই হাজার সাত’শ ৩৬ জন শিক্ষার্থী রয়েছে। কলেজের ২২ টি বিষয়ের পাঠদান হয়। জাতীয়করণের পর থেকে এ ২২ বিষয়ের মধ্যে ৮ টি বিষয়ের শিক্ষক অবসরে যান। শিক্ষক না থাকায় ৮ বিষয়ে পাঠদান বন্ধ রয়েছে। আবশ্যিক বিষয় বাংলার শিক্ষক মোসাঃ রেহেনা খানম ২০১৬ সালে অবসরে গেছেন। ওই সময়ে থেকে এ বিষয়ের শিক্ষক নেই। গত বছর ১ অক্টোবর আইসিটি বিষয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম তালুকদার অবসরে যান। এক বছর ধরে আইসিটি বিষয়ের শিক্ষক পদ শুন্য। গত ১৫ বছর ধরে ফিন্যান্স ও মার্কেটিং বিষয়ের শিক্ষক নেই। ২০১৯ সাল থেকে ইসলামের ইতিহাস, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নেই। লাইব্রেরীয়ান ও শারীরিক শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। তিনজন কারনিকের আছে একজন। ৫ জন প্রদর্শক শিক্ষকের বিপরীতে আছে দুই জন। ১১ জনের অফিস সহায়ক পদের স্থানে কর্মরত আছে মাত্র ৫ জন। ৬ জনের পদ শুন্য। শুন্য পদের অধ্যক্ষ, শিক্ষক, কারনিক ও অফিস সহায়করা অবসরে গেছেন। কলেজে শুধুই নেই আর নেই এমন দাবী কর্মরত শিক্ষকদের। এদিকে গত বছর ১৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান অবসরে যান। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষ পদও শুন্য। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের কার্যক্রম। জাতীয়করণের পর থেকে পর্যায়ক্রমে শিক্ষক অবসরে যাওয়ায় শিক্ষক সঙ্কট চরম আকার ধারন করছে। গত ছয় বছর ধরে শিক্ষক অবসরে গেলেও শিক্ষা মন্ত্রনালয় শিক্ষক দিচ্ছেন না এমন অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদের। এতে পাঠদান বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী দেয়ার দাবী জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বানিজ্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমতলী সরকারী কলেজে বানিজ্য বিভাগে ভর্তি হওয়া মানে শিক্ষা জীবনকে বিপদে ঠেলে দেয়া। দীর্ঘদিন ধরে ওই বিভাগে ফিন্যান্স ও মার্কেটিং বিষয়ের শিক্ষক নেই।
ইতিহাস বিষয়ের ছাত্র সাইফুল বলেন, শিক্ষক না থাকায় ক্লাস হচ্ছে না। এতে চরম ভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত শিক্ষক দেয়ার দাবী জানান তিনি।
অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, শিক্ষক না থাকায় অর্থনীতি বিষয়ের ক্লাস হয় না। এমন একটি জটিল বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা চরম বিপদে পরছে।
শিক্ষার্থী নাঈম, ইমরান ও হাবিবা সুলতান রুম্মান বলেন, কলেজে আবশ্যিক বিষয় বাংলা, তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষক নেই। এতে আমরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত কলেজে আবশ্যিক বিষয়সহ সকল বিষয়ের শিক্ষক দেয়ার দাবী জানান তারা।
অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদ (ভারপ্রাপ্ত) বলেন, কজেলের ২২ টি বিষয়ের ৮ টি বিষয়ের শিক্ষক নেই। অবসরে যাওয়ার পর থেকে ৮ বিষয়ের শিক্ষক পদ শুন্য। সংশ্লিষ্ট দফতরে শিক্ষক চেয়ে আবেদন করেছি কিন্তু পাচ্ছি না। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কারনিক ও অফিস সহায়কসহ ৪৪ জনের পদ রয়েছে। কিন্তু কর্মরত আছে মাত্র ২২ জন। ২২ জনের পদ শুন্য রয়েছে। দ্রুত চাহিদামত শিক্ষক, কারনিক ও অফিস সহায়ক না থাকায় কলেজের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।

আমতলীতে ভুমি সেবা সপ্তাহ উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রান্তিক মানুষকে ভুমি বিষয়ে সচেতন করতে আমতলী উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভুমি সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ভুমি সপ্তাহ উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, কানুনগো মোঃ সেলিম হোসেন ও আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল প্রমুখ। এ সেবা সপ্তাহে প্রান্তিক মানুষের মাঝে ভুমি বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক দিক নিদর্শন তুলে ধরা এবং মানুষ যাতে নিজের জমি নিজে বুঝে দেখভাল করতে পারে সেই শিক্ষা দেয়াই ভুমি সপ্তাহের মুল লক্ষ্য বলে জানান বক্তারা।

বরগুনায় কারাগার-হাসপাতাল-শিশু পরিবারে উন্নতমানের খাদ্য পরিবেশন

ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করেছে কারা কর্তৃপক্ষ। আজ সকাল ৯টায় কারা অভ্যন্তরে ঈদের জামাত শেষে কারাধ্যক্ষ আবু ইউসুফ বন্দীদের সাথে কুশল বিনিময় করেন। সকালে ফিরনি ও মুড়ি পরিবেশন করা হয়। দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কারাধ্যক্ষ আবু ইউসুফ বলেন, উন্নতমানের খাদ্য ছাড়াও ঈদ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যেও উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।
বরগুনা শিশু পরিবার, শেখ রাসেল শিশু-কিশোর কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধী একাডেমীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আমতলী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস, চাওড়া কারিগড়ি কলেজের অধ্যক্ষ মোঃ সুজা উদ্দিন মাহমুদ ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, নাশির মাহমুদ, গাজী মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও জসিম হাওলাদার প্রমুখ।

ঈদ আনন্দ বঞ্চিত আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ঈদ আনন্দ থেকে বঞ্চিত আমতলী উপজেলার ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার। সম্মানী ও উৎসব ভাতা না পাওয়ায় এবার তাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। দ্রুত ভাতা দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা।
জানাগেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকাভুক্ত আমতলী উপজেলার ১৬৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। ওই মুক্তিযোদ্ধারা নিয়মিত সম্মানী ও উৎসব ভাতা পেয়ে আসছেন। গত ফ্রেব্রুয়ারী মাসে মোঃ সামসুদ্দিন আহম্মেদ, ডা. আঃ মন্নান হাওলাদার, আবুল বাশার সিদ্দিক ও মোঃ শাহ আলমের সম্মানীভাতা বন্ধ হয়ে যায়। আবার গত মার্চ মাসে মোঃ আনোয়ার হোসেন, মালেক আকন ও বুলবুল নাহারের সম্মানী ভাতা বন্ধ করে দেয় মন্ত্রনালয়। ৭ জনের সম্মানী ভাতাসহ ১৯ জনের ঈদুল ফিতরের উৎসব ভাতা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বন্ধ করে দিয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও উৎসব ভাতা পেতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে তালিকা পাঠিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধা ঈদুল ফিতরের উৎসব ভাতা আসেনি। এতে ওই মুক্তিযোদ্ধা পরিবারের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। দ্রুত সম্মানী ও উৎসব ভাতা দেয়ার দাবী জানান তিনি।
মুক্তিযোদ্ধা আনোয়ার তালুকদারের মেয়ে বুলবুল নাহার বলেন, গত মার্চ মাসে আমার বাবার সম্মানী ভাতা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে তা আমার জানা নেই? দ্রুত সমস্যা সমাধান করে সম্মানী ভাতা দেয়ার দাবী জানান তিনি।
আমতলী সোনালী ব্যাংক লিমিটেড ব্যাবস্থাপক মোঃ কাওসার মোল্লা বলেন, তালিকা অনুসারে ভাতা দেয়া হয়েছে। তবে ১৯ জন মুক্তিযোদ্ধার উৎসব ভাতা আসেনি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ৭ জন মুক্তিযোদ্ধার সম্মানীসহ ১৯ জনের উৎসব ভাতা আসেনি। তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

জমজমাট আমতলীর ঈদ বাজার ক্রেতাদের দৃষ্টি এবার পাকিস্তানী দিনহামিদ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর আসন্ন। আর মাত্র পাঁচ দিন বাকী। বিত্তরানদের ঈদের বাজার শেষে হলেও পিছিয়ে রয়েছেন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো। তাদের আগমনে ঈদ বাজার জমজমাট। শিশু, নারী-পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। সবচেয়ে কদর বেশী ইন্ডিয়ান-পাকিস্তানী পোষাকের। ক্রেতারা তাদের পছন্দ মত জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি ঈদপন্য কিনে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভীড়ও তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগড়রা। রাত জেগে কাজ করছেন তারা। গত বছরের চেয়ে এ বছর পোশাক তৈরি বেশি হচ্ছে বলে দাবী করেন টেইলার্স মোঃ জাফর মিয়া। গত বছরের তুলনায় এ বছর ঈদ বাজার অনেক জমজমাট।
জানাগেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই বাজারমুখী হচ্ছে। বিত্তরানদের ঈদের বাজার শেষ হলেও পিছিয়ে রয়েছেন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো। তাদের আগমনে ঈদ বাজার জমজমাট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তানী পোশাকের চাহিদা বেশী। পাকিস্তানী দিনহামিদ প্রকারভেদে ৫ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আমতলীতে পাকিস্তানী দিনহামিদ মানেই ঈদ আনন্দ।
নিউ মাতৃছোয়া বস্ত্রালয়ের সেলসম্যান বাসুদেব নাথ ও বাবুল মিয়া বলেন, পাকিস্তানী দিনহামিদ ও পোশাক, ইন্ডিয়ান গঙ্গা, ও ভিপুল থ্রিপিস বেশী বিক্রি হচ্ছে।
আমতলী বাজার ঘুরে দেখাগেছে, পাকিস্তানী দিনহামিদ- ৮ হাজার পাচ’শ, লং ফ্রোক ভিওলেট-১২ হাজার , তাওয়াক্কাল-৭ হাজার পাচ’শ, ইন্ডিয়ান গঙ্গা-৩ হাজার পাচ’শ থেকে ৮ হাজার, ভিপুল-৪ হাজার পাচ’শ থেকে ৭ হাজার পাচ’শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শাড়ী কাশমিরী-৫ হাজার পাচ’শ থেকে ৮ হাজার পাচ’শ, ইন্ডিয়ান সিল্ক- ২ হাজার পাচ’শ থেকে ৬ হাজার পাচ’শ, জামদানী ৪ হাজার থেকে ১৫ হাজার ও ডিজিটাল প্রিন্ট সিল্ক -৮ হাজার পাচ’শ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে দামী পোশাক বিক্রি অনেকটা কমে গেছে বলে জানান বিক্রেতারা। এখন কম মুল্যের পোশাক বেশী বিক্রি হচ্ছে।
ক্রেতা সুলতান মাহমুদ বলেন, এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী।
ক্রেতা সিনথিয়া আক্তার বলেন, ৬ হাজার টাকায় পাকিস্তানী দিনহামিদ একটি থ্রিপিস ক্রয় করেছি। দাম একটু বেশী হলেও পোশাকের মান ভালো।
ইসরাত জাহান লিনা বলেন, নিউ মাতৃছোয়া বস্ত্রালয় থেকে কেনাকাটা করেছি। চাহিদামত মালামাল পাওয়া যায়।
নিউ মাতৃছোয়া বস্ত্রালয়ের পরিচালক জিএম মুছা বলেন, ঈদকে সামনে রেখে বিক্রি অনেক ভালো। সেলসম্যানদের ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
সিরাজ উদ্দিন বস্ত্রালয়ের মালিক কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা বলেন, পাকিস্তানী ও ইন্ডিয়ান পোশাক বেশী বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর বিক্রয় ভালো।
আকন বস্ত্রালয়ের মালিক মোঃ কামাল আকন বলেন, বিক্রি ভালোই হচ্ছে। দামও সাধ্যের মধ্যে থাকায় মানুষ সাচ্ছন্দে কিনে নিচ্ছে।
বুধবার আমতলী পৌর শহরের আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয়, মাসফি চয়েজ ও সারমিন ফ্যাসন হাউস ঘুরে দেখা ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছে। এ সকল বিপণি বিতানগুলোতে পাকিস্তানী পোশাক, দিন হামিদ, লং ফ্রোক ভিওলেট, তাওয়াক্কাল, ইন্ডিয়ান ও ভিপুল বেশী বিক্রি হচ্ছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহামন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরে যেতে পারে। তিনি আরো বলেন, পৌর শহরের বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে।