দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

ডেস্ক রিপোর্ট :
গত এক সপ্তাহে দিনাজপুরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, গতকাল রবিবার দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল গতকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩, শুক্রবার (২৬ জানুয়ারি) ৭ দশমিক ৩, শনিবার (২৭ জানুয়ারি) ৮ দশমিক ২ , রবিবার (২৮ জানুয়ারি) ৫ দশমিক ৫ এবং সোমবার (২৯ জানুয়ারি) ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দিনাজপুরের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। কয়েকদিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহে কনকনে শীত

ডেস্ক রিপোর্ট :
দিনাজপুরে টানা শৈত্যপ্রবাহে হিমেল হাওয়ার সাথে কুয়াশায় কারণে কনকনে শীতে জবুথবু মানুষ। গত কয়েকদিন থেকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। তবে বেলা ১০টার দিকে সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। কিন্তু হিমেল বাতাসের কারণে কনকনে শীতের কমতি নেই। বিকালের পর থেকে আবারও শীতের তীব্রতা বেড়ে যায়।

সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যেটি দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। তীব্র শীত আর টানা শৈত্যপ্রবাহের মাঝে রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফেরে সাধারণ মানুষের মাঝে।

দিনাজপুর শহরের অনন্ত কুমার বলেন, কয়েকদিন থেকে ঠান্ডায় মনে হয় জমে গেছি। আজ সূর্য ওঠায় ভালো লাগছে। কাজকর্ম করতে স্বস্তি লাগছে। কৃষক আব্দুর রহিম বলেন, আলু আর ধানের বীজতলা নিয়ে খুব টেনশনে আছি। রোদ ওঠায় টেনশন কিছুটা কমেছে।

ইজিবাইক চালক ফারুক বলেন, কয়েকদিন থেকে আয়-রোজগার একেবারে নাই বললেই চলে। রোদ ওঠায় শহরে মানুষজনের চলাচল বেড়েছে। আয় কিছুটা বাড়বে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। বাতাসের গতি ২ নটস। তিনি আরও জানান, জানুয়ারি মাসজুড়েই জেলায় তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়

উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
দেশের উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এছাড়া সাতটি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তবে এ অবস্থা কিছুটা প্রশমিত হয়ে বাড়তে পারে তাপমাত্রা। রবিবার (২৮ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সোমবার (২৯ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

কুমিল্লা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

বুধবার (৩১ জানুয়ারি) খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

কুষ্টিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
কুষ্টিয়ায় এবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। তবে ভোগান্তি কমেনি শিক্ষার্থীদের।

আজ রবিবারও ঘোষণার পূর্বেই স্কুলে চলে আসেন অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা। চলমান শৈত্য প্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়ায় স্কুল বন্ধ রাখা হয়।

স্কুল বন্ধের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার নিশ্চিত করেছেন।

তারা জানান, আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার তথ্য পাওয়ার পর বিভিন্ন গ্রুপে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে গেলে এ নির্দেশ উঠে যাবে।

কুমারখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন আর রশিদ বলেন, আজ (রবিবার) কুষ্টিয়ায় তাপমাত্রা কমে ৮.৫ ডিগ্রিতে নেমেছে।
এদিকে, যথারীতি কুষ্টিয়া জিলা স্কুলসহ বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের চলে আসতে দেখা গেছে।

বরিশাল অবজারভার / হৃদয়

২১ জেলায় শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
দেশের ২১ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

কুড়িগ্রামে শীতে মানুষের দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট :
কুড়িগ্রামে শীতের প্রভাবে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতে কাঁপছে এ জেলার মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা বিরাজ করছে। ব্যাহত হচ্ছে সাধারণ জীবনযাত্রা। শুক্রবার সকাল ৯টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস তাপমাত্রা রেকর্ড করে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ জেলায় মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বইছে। ফলে জেলার ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমিক শ্রেণির লোকজন রয়েছেন বিপাকে। এদিকে, শীতে নিম্ন আয়ের ও সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করতে দেখা যায়। আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে এবং গরম পানি করতে গিয়ে দগ্ধের ঘটনা ঘটলেও মানুষ আগুনের তাপ নিচ্ছে। দুপুরের পর সুর্যের মুখ দেখা গেলেও তাপমাত্রা তেমনটা বাড়েনি।

শীতের প্রকোপে জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগী। এদের অধিকাংশ শিশু ও বৃদ্ধ। তবে হাসপাতালে বেডের চেয়ে রোগী বেশি হওয়ায় গাদাগাদি করে রোগী থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় শীত কষ্টে পড়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমরসহ ১৬টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন। নদী পাড়ে হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন এখানকার মানুষ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ জানান, ইতোমধ্যে ৬৭ হাজার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আরো শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই সেগুলো বণ্টন করা হবে।

বরিশাল অবজারভার / হৃদয়

১২ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
দেশের ১২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা আরও বিস্তার লাভ করতে পারে।

এদিকে আজ শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বনিম্ন।

আজ সকালে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি।

এছাড়া নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি, সৈয়দপুরে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়- রাজশাহী, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী লালমনিরহাট জেলা) ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা রেকর্ড ৫.৮ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট :
উত্তরের হিমালয়ের কোলঘেঁষা পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার রাত থেকে উত্তর দিক হতে বয়ে আসা হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় পুরো অঞ্চলে তীব্র শীত অনুভূত হয়। বিপদসংকুল আবহাওয়ায় সবকিছু ঠান্ডায় জড়োসড়ো হয়ে গেছে, লোকজন বাড়িতে অবস্থান করছেন, রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূন্য। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। চারিদিকে নীরবতা, আর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ।

টানা গত কয়েকদিনের প্রচণ্ড শীতে খেটে খাওয়া ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের জীবন মারাত্মক দুর্বিসহ হয়ে পড়েছে। কাজে যোগ দিতে না পারায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় জবুথবু অবস্থা তাদের। নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেশি ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতে কাবু হওয়া মানুষ কম দামের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহা বলেন, ‘যেহেতু উত্তর দিক থেকে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, এ কারণে তাপমাত্রা কমে যাচ্ছে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কম। রাত ও সকালে ঠান্ডার পরিমাণ বাড়ে।’

বরিশাল অবজারভার / হৃদয়

দুই বিভাগে বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে। তাতে মাঘের শীতে ভোগান্তি বেড়েছে মানুষের। বৃহস্পতিবারও (২৫ জানুয়ারি) দুই বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

সারা দেশে ঘন কুয়াশা হতে পারে

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের বাকি অংশে প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস থাকলেও অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পুরো দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা ঢেকে যেতে পারে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহণ এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। ফলে ভ্রমণকারী এবং যাত্রীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদনের সঙ্গে আপডেট থাকতে এবং ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

বরিশাল অবজারভার / হৃদয়