ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থানায় বসছে মেশিনগান

ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থানায় এলএমজি চৌকি বা হালকা মেশিনগানসহ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিভিন্ন সহিংস ও ধ্বংসাত্মক কর্মসূচির প্রেক্ষাপটে জেলা পুলিশ সুপারের কার্যালয়, থানা, পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে বালির বস্তা ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারসহ জনবল বৃদ্ধি ও এলএমজি চেকপোষ্ট স্থাপন করাসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

থানাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, বিজয়নগর থানা, নবীনগর থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানা, নাসিরনগর থানা, কসবা থানা, আখাউড়া থানা ও বাঞ্চারামপুর থানা।

পুলিশ ক্যাম্পগুলো হচ্ছে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্প, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (পিডিবি) পুলিশ ক্যাম্প, আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা পুলিশ ক্যাম্প, নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ক্যাম্প ও ছলিমগঞ্জ পুলিশ ক্যাম্প, বিজয়নগর উপজেলার চম্পনগর পুলিশ ক্যাম্প, জেলা পুলিশ লাইন্সে ৪ টি এবং পুলিশ সুপারের কার্যালয়ে ১টি সহ মোট ২৭টি এলএমজি চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।

পুলিশ ফাঁড়িগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ১ নং শহর পুলিশ ফাঁড়ি, ২ নং শহর পুলিশ ফাঁড়ি, বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ি। তদন্ত কেন্দ্রগুলো হচ্ছে নাসিরনগর উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্র ও বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশ ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। এইসব পুলিশি স্থাপনাগুলোতে বালির বস্তা ফেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশিক্ষিত পুলিশ অফিসার নিয়োগসহ লোকবল বৃদ্ধি করা হয়েছে ও তাদেরকে আধুনিক ও ভারী অস্ত্র সরবরাহ করা হয়েছে।

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত তিমি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির মৃত তিমির দেহ। তিমিটি বেশ কিছুদিন আগে মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ, উপজেলা প্রশাসক, পরিবেশ মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ। আজ শুক্রবার (৯এপ্রিল) কক্সবাজারের দরিয়া নগর এবং হিমছড়ি এলাকার মাঝামাঝি সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে এই তিমিটি।

তিমিটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বিশাল দেহী এই জলজ প্রাণীর দেহের প্রস্থ ২৬ ফিট এবং লম্বায় ৪৪ ফিট। ওজন আড়াই টনের বেশি। তিমিটির লেজ পচে গিয়েছে। শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ছে। মুখের অংশ একেবারে পচে গিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তিমিটির মৃত্যু হয়েছে। তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে।

তাই স্থানীয়দের ভাষ্য লকডাউনের কারণে জনমানবহীন সমুদ্র সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। আবার অনেকে বলছেন সাগরের মাঝে অন্য কারণেও এর মৃত্যু হতে পারে।সাগরের মাঝে হয়ত কোন শিকারি তিমিটিকে হত্যা করেছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটন স্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি তিমি মাছ, অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুড়ি কিছুই নেই। মৃত তিমিটি থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মারা যাবার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

সাংবাদিক মঞ্জুর মোর্শেদ খান আর নেই

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর বিশেষ প্রতিবেদক ঈশ্বরদীর মঞ্জুর মোর্শেদ রিয়েন খান (৩৫) আর নেই।  শুক্রবার (৯ এপ্রিল) বাদ আসর বিকেল সোয়া ৫টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে, সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি বাবা-মা স্ত্রী, ভাই-বোন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঞ্জুর মোর্শেদ ঈশ্বরদী শহরের পূর্ব টেংরি (আমবাগান) এলাকার বাসিন্দা ভাষা সৈনিক মাহাবুব আহমেদ খানের নাতি জাতীয় পার্টির (জাপা) নেতা জেম খানের বড় ছেলে। ২০১৩ সালে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। তারপর থেকে তিনি অসুস্থ হয়ে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। তার চিকিৎসার জন্য কয়েকবার আর্থিক সহায়তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্জুর মোর্শেদের অকাল মৃত্যুতে ঈশ্বরদীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের সব নেতারা গভীর প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নিয়ে চলমান বিতর্কের মাঝে তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। বহিষ্কৃত দুই নেতা হলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলাল এবং ছাতক উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, এই দুই নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘোষিত তফসিলের সব নির্বাচন স্থগিত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে ঘোষিত তফসিলের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৯ এপ্রিল) ইসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এ আদেশ দেয়।

এরই মধ্যে আদেশের একটি চিঠি স্থানীয় সরকার বিভাগকে পাঠিয়েছে ইসি। এতে স্থানীয় সরকার বিভাগকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসির আদেশে জানানো হয়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনার সংক্রমণ বেড়ে গেছে। তাই জনসমাগম এড়ানোর লক্ষে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নম্বর সাধারণ ওয়ার্ডেও শূন্য সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২৯(৩) অনুসারে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৯(৫) ধারা অনুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা এবং প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি অবহিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে গত ২৯ মার্চ নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ বন্ধ করে দেয় ইসি। করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে কমিশনের কর্মকর্তারা ৫০ শতাংশ অফিস করবে বলেও সিদ্ধান্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৩ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন নয় হাজার ৫৮৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭৪৬২ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

ঘাতক জাহাজসহ ১৪ কর্মচারীকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া কার্গো জাহাজ এবং এর চালকসহ ১৪ কর্মচারীকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাছে জাহাজসহ তাদেরকে হস্তান্তর করা হয়। শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামে লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া এসকেএল-৩ কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ার একটি ডকইয়ার্ড থেকে আটক করে কোস্টগার্ড। এ সময় জাহাজের চালকসহ ১৪ কর্মচারীকে আটক করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে নৌ-পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জাহাজের মাস্টার ওহিদুজ্জামান, চালক মজনু মেল্লা, সুকানি আনোয়ার মল্লিক, নাজমুল মোল্লা, গ্রিজার ফারহান মোল্লা, হৃদয় হাওলাদার, ডেক টেন্টাইল মে.আব্দুল্লাহ, লস্কর রাজিবুল ইসলাম, নূর ইসলাম, মো. সাগর, সাকিব সরদার, মো. আফসার, আলিম শেখ ও বাবুর্চি বাশার শেখ।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা বলেন, বিআইডব্লিউটিএর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এমভি এসকেএল-৩ নামে জাহাজটি জব্দ করা হয়েছে।

পঞ্চমবারেও করোনা পজিটিভ রিজভীর

স্টাফ রিপোর্টার:

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চমবারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জ্বর নেই, কাশিও কমেছে।তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। এখনো তিনি আইসিউতেই আছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে স্কয়ারের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মধ্যে। বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে গত ১ এপ্রিল রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল রয়েছে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে স্যাচুরেশন লেভেল ঠিক রাখা হচ্ছে। শ্বাসকষ্ট নেই।

এদিকে রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাতে কার কী: মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন,  ইসলামে চারটি বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। দেশের আইনেও একাধিক বিয়েতে বাধা নেই। কাজেই আমি দ্বিতীয় বিয়ে করেছি এতে কার কী?

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে আজ ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, যদি আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে?

তিনি বলেন, আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে আমার ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন করা হয়েছে। এটি যেমন দেশের আইনেও অপরাধ তেমনি ইসলামী বিধানেও চরম গুণাহের কাজ। সুতরাং আমার ব্যক্তিগত ফোনালাপ যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, আমি সেদিন নারায়নগঞ্জের রয়াল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আমি কেন এই পরিস্তিতিতে রিসোর্টে গেলাম। হ্যাঁ আমি স্বীকার করছি যে এমন অসাবধানতাবশত সেখানে আমার যাওয়া সমীচীন হয়নি। তবে আমি জানতাম না যে দেশের মানুষের ব্যক্তিগত নিরপাত্তা চরমভাবে ভেঙ্গে পড়েছে।

কারাগারে রফিকুল ইসলাম মাদানী

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন মাদানী। ওই ঘটনায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় মামলা হয়েছে। র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন। পরে রফিকুল ইসলাম মাদানিকে জিএমপির গাছা থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১।

এদিকে, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে মাদানীকে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ ও র‌্যাবের সদস্যদের প্রহরায় গাজীপুর জেলা কারাগার নেওয়া হয় মাদানীকে।

গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আকন্দ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে মাদানীকে কারাগারে বুঝে পেয়েছেন তারা।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে গাছা থানায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরে তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। একই দিন দুপুরে তাকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।