পায়ে হেঁটে ১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন রোহান

ডেস্ক রিপোর্ট :

প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় যুবক রোহান আগারওয়াল (২০)। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের যুবক রোহান বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে চাঁদপুরে আসেন।

জানা যায়, প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে বিশ্বের ১৫টি দেশে যেতে চান রোহান। ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তরপ্রদেশ বারানসির গঙ্গার তীর থেকে হাঁটা শুরু হয় রোহানের। ৮১০ দিন আগে যাত্রা শুরু করে এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৫ হাজার কিলোমিটার। এরমধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চন্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, কেরালা ও গোয়া হয়ে মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন এই যুবক। এরপর পার্বত্য চট্টগ্রাম ঘুরে ১০ নভেম্বর চাঁদপুরে আসেন। পরে জেলা প্রশাসক, পৌর মেয়র ও চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোহান। এ ছাড়া শিক্ষার্থীদের প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য দেন।

রোহান আগারওয়াল বলেন, ‘এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়—প্রাণি ও উদ্ভিদেরও। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্লাস্টিক থেকে বাঁচতেই আমার এই যাত্রা। তাই ভারত থেকে বাংলাদেশে এসেছি। আমি ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার থাকে নাগপুরে। বাংলাদেশের পর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেখানেই গিয়েছি, সেখানকার স্কুলকলেজসহ বিভিন্ন জনসমাগমস্থলে মানুষের সঙ্গে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছি।’

চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে এসে কয়েকটি জেলা ঘুরে চাঁদপুরে আসেন রোহান। তিনি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে চমৎকারভাবে কথা বলেছেন। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন তিনি।’

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, ‘২০ বছর বয়সে পরিবেশের জন্য কাজ করছেন রোহান। আমি মনে করি এটি অন্যদের জন্য অনুপ্রেরণা। বিষয়টি জানার পর তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি। এই পথচলায় আশা করি সবাই সহযোগিতা করবে।’

গৌরনদীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

শামীম আহমেদ ॥

অপহরনের করে বিভিন্নস্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ অবশেষে পালিয়ে আসা নির্যাতিতা স্কুল ছাত্রীর বাবার দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামি বখাটে শহিদুল সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল জেলার গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে শনিবার দিবাগত মধ্যরাতে ধর্ষক শহিদুল সিকদারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শহিদুল গৌরনদীর বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের মৃত গিয়াস উদ্দিন সিকদারের ছেলে।
এজাহারে জানা গেছে, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে (১৬) দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো বখাটে শহিদুল। বিষয়টি স্কুল ছাত্রী তার বাবাকে জানালে সে শহিদুলকে শ্বাসিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল গত ২৭ আগস্ট স্কুল ছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে প্রথমে অপহৃতাকে উপজেলার আশোকাঠী, পরে খুলনা ও সবশেষ ঢাকায় নিয়ে যায়। এসময় স্কুল ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে অপহৃতা স্কুল ছাত্রী কৌশলে ১ সেপ্টেম্বর পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন। এ ঘটনায় বড়দুলালী গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বখাটে শহিদুল সিকদার আত্মগোপনে ছিলেন।

ডেঙ্গুর ভয়াবহ ভ্যারিয়েন্টে আক্রান্তরা ৩ দিনেই মারা যাচ্ছে

হেলথ ডেস্ক :
ডেঙ্গু রোগীর সংখ্যা গত অক্টোবরের শুরু থেকেই বিপজ্জনক হারে বাড়ছে। এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; মৃত্যু হয়েছে দুই শতাধিক। ডেঙ্গুর ভয়াবহ ভ্যারিয়েন্ট ডেন-৪-এর কারণে আক্রান্তরা তিন দিনের মধ্যেই মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৩ নভেম্বর) সকালে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালগুলোতে নষ্ট হয়ে থাকা পরীক্ষা করার মেশিনগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দিয়ে বলেন, রোগীদের যাতে পরীক্ষা করতে বাইরে যেতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে।ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো অবহেলা নয়; সে জন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার মফস্বল এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা না করে রোগীদের ঢাকায় পাঠাবেন না। রাজধানীর হাসপাতালগুলোতে বাইরে থেকে আসা রোগীদের কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

তিনি বলেন, গ্রামাঞ্চল ও মফস্বল এলাকায় শিক্ষার্থীরা স্কুল ও কলেজে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এডিস মশা বংশবিস্তার না করে সে দায়িত্ব কর্তৃপক্ষকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা ২০২২ সালের ডেঙ্গু প্রাদুর্ভাব  ও চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণাপত্রের ফলাফলে জানান, ২০১৯ সালের তুলনায় এ বছর সংক্রমণ কম হলেও প্রাণহানি বেশি। মাল্টিপল অর্গান ফেইলরই রোগীদের মৃত্যুর মূল কারণ।গবেষণাপত্রে বলা হয়, আক্রান্তদের দেরিতে ডেঙ্গু নির্ণয় ও হাসপাতালে নিতে দেরিসহ বিভিন্ন কারণে পরিস্থিতির অবনতি ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু দেশের একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন।

 

ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে। বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।

গতকাল স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দেয়। সম্মেলনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। শুধু তাই নয়, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগস্টের শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে সুইস ব্যাংকে জমা করেছে, সেই অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এতিমের টাকা মেরে খালেদা জিয়া মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। এরা খুনি। স্বাধীনতা বিরোধী। খুনিদের সঙ্গে কোনো আপস নেই। তিনি বলেন, ১/১১ সরকারের কাছে তারেক মুচলেকা দিয়ে গেছে। ল-নে থাকে, বিরাট বড় বাসা। তার ইনকাম কী? তিনি বলেন, আমরাই তো লন্ডন সরকারকে বলেছি তাকে আমাদের কাছে দাও। কিন্তু তারা দিচ্ছে না। এ দেশের টাকা পাচার করায় ৩৭ বছরের জেল হয়েছে তার। দেশে এলে ৩৭ বছরের জেল খাটার ব্যবস্থা করে দিব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। আর বিএনপি-জামায়াত বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন দলীয় সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর ও কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

 

নতুন কমিটি : সম্মেলনে মোক্তাদির চৌধুরীকে সভাপতি ও আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মন্টু। এ সময় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে ডিসেম্বরে খেলা হবে

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে ডিসেম্বরে খেলা হবে। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। শুধু তাই নয়, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগস্টের শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় আট বছর পর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ শনিবার বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধকের বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা ওড়ে। আকাশে-বাতাসে টাকা ওড়ে। কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। বাংলার ইতিহাস বীরের ইতিহাস। পাশাপাশি বিশ্বাসঘাতকতার ইতিহাস। জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন। হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে সুইস ব্যাংকে জমা করেছে। অর্থ পাচারকারী তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাসে শেখ হাসিনার ডাকে খেলা হবে।’

প্রধান বক্তা মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আমাদের বর্তমান যে অর্থনৈতিক মুক্তি সেটাও হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশ ছিল চরম দরিদ্র রাষ্ট্র। চরম হতাশার রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করে। আজকে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। শতভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। ২০৪১ সালে আমাদের বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু। ৭৫ এ ১৫ আগস্ট থেকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানি ধ্যান ধারণা কায়েম করতে চেয়েছিল। খুনিরা ইনডেমনিটি বিলের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে খুনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এতিমের টাকা মেরে খালেদা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়েছে। এরা খুনি সংগঠন। স্বাধীনতাবিরোধী। খুনিদের সঙ্গে কোনো আপস নেই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধান বক্তা মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নাম পুনরায় ঘোষণা করা হয়। এ ছাড়াও সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী মন্টুর নাম ঘোষণা করা হয়।

বরিশালে লঞ্চের কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

শামীম আহমেদ ॥
বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী লঞ্চের কেবিন থেকে গাঁজার বড় একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। ঢাকা থেকে আসা এমভি সুরভী-৭ নামক লঞ্চটি শনিবার ভোর রাতে বরিশাল নৌবন্দরে পৌছলে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করে। সেই সাথে রমজান নামের এক যুবকে গ্রেপ্তার করেন। বরিশাল কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান ২০ কেজির এই গাঁজার চালানটি বরিশাল শহরের রসুলপুরের বাসিন্দার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাকে লঞ্চের কেবিন থেকে গ্রেপ্তারসহ গাঁজার চালানটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড বরিশাল জোনের শীর্ষ কর্মকর্তা লে. আতাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সুরভী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় কেবিন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি হাতেনাতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ড আরো জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান এর আগে বরিশালে একাধিকবার মাদকের চালান নিয়ে এসেছিল। ওই সময় সে নিরাপদে মাদক বহন করলেও এবার আর শেষরক্ষা হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

 

বাংলাদেশকে তরুণরাই এগিয়ে নেবে

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন,  ‘মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তরুণরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

আজ শনিবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার উদ্যোগে দেশের তরুণ সংগঠকদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে মন্তব্য করে জয় বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমান বিশ্বে যে সংকট সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের তরুণরা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় বলেন, ‘এই বিশ্বাসটা আছে যে বাংলার মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি। আপনারা জানেন, এখন সারা বিশ্বেই অনেক সংকট চলছে, যুদ্ধ চলছে, সমস্যা চলছে। এই দুবছর আগে কোভিড মোকাবিলা করলাম আমরা। কোভিড যেতে না যেতে এখন যুদ্ধ, সন্ত্রাসের কারণে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপ পড়ছে।’

তিনি প্রশ্ন তোলেন, অনেকেই এখন ভয়ে ভয়ে থাকে যে, এই সমস্যা আমাদের দেশ কীভাবে মোকাবিলা করবে? উত্তরে সজীব ওয়াজেদ বলেন, ‘এই কথাটা কেন বলছি এখানে। আপনারাই (তরুণ উদ্যোক্তারা) সেই সমস্যা সমাধানের উদাহরণ। দেখেন সমস্যার কোনোদিন শেষ থাকে না। এই ১৪ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায়, এর মধ্যে আমরা কী কী সমস্যা দেখেছি? প্রথমেই ছিল বিদ্যুতের সমস্যা। এই যে লোডশেডিং হয়, এটা আমরা কীভাবে সমাধান করবো? এত মানুষকে কীভাবে খাওয়ানো হবে। অর্থনীতিকে কীভাবে এগুনো যায়? এগুলো আমরা সমাধান করে দেখিয়েছি।

২০২০ সালে সারা বিশ্বে কোভিড মহামারির কথা উল্লেখ করে জয় বলেন, ‘কোভিড নিয়ে সবাই ভয়ে ছিল। সারা বিশ্বেই আতঙ্ক। তবে কী দেখা গেল? আমরা বাংলাদেশে, নিজেদের মতো করে, নিজেদের পরিকল্পনায়, এই কেভিডকে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় এমনকি সব থেকে ধনী দেশের চাইতেও ভালোভাবে মোকাবিলা করেছি।’

প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আমার নিজেরই আনন্দ লাগে যে, যখন দেখি আমাদেরই দেশে আপনারা (তরুণরা) রোবটিক হাব বানাচ্ছেন, এটা অসাধারণ। আমাদের দেশ থেকে আপনারা ক্লাইমেট চেঞ্জ-এর জন্য দাবি করতে ইউএনে প্রতিনিধি পাঠাচ্ছেন, এটা অসাধারণ।’

সবাই অসাধারণ কাজ করছেন মন্তব্য করে জয় বলেন, ‘আপনারা অসাধারণ। আমাদের দেশটি একটি অসাধারণ দেশ। নিজেরা লড়াই করে, রক্ত দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। এই ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে সক্ষম হয়েছি। এই ১৬ কোটি মানুষের দেশকে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি।’

তরুণরা দেশের ভবিষ্যত উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, ‘আর এই তরুণ-তরুণীরা, এই ইয়াং বাংলার পুরস্কারজয়ীরা- আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে, আপনারাই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে একটি উন্নত দেশে পরিণত করবেন।’

তরুণরা ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন- এ আশা ব্যক্ত করে জয় বলেন, ‘আজকে একটি শব্দেই অনুভূতি জানাতে চাই যে, অসাধারণ। আজকে যারা পুরস্কৃত হয়েছে শুধু তারাই নন, যারা ফাইনালিস্ট এবং এই যে ৬০০ জন অংশ নিয়েছেন, আপনারা সবাই আজকে বিজয়ী।’

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নিঃসন্দেহে আপনারা দেশের ও মানুষের জন্য যেভাবে সেবা করছেন, এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের জন্য একটা উদাহরণ। আপনাদের মতো তরুণ-তরুণীরা নিজের প্রচেষ্টায় কারও কাছে হাত না পেতে নিজের মেধায়, নিজের চিন্তাধারায় কাজ শুরু করে দিয়েছেন, আপনারা কারও জন্য বসে নেই, এটাই হলো আমাদের চেতনা। এটাই আমাদের বিশ্বাস।’

আজ দুপুর ৩টার দেকে জাতীয় সংগীতের মাধ্যমে ষষ্ঠবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ইয়াং বাংলার কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এবারের পুরস্কারের জন্য প্রায় ছয় শতাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। তাদের মধ্য থেকে ২৮ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। পাঁচটি ক্যাটগরিতে পুরস্কৃত করা হয় ১০ প্রতিষ্ঠানকে। এ ছাড়া দুজনকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ বিপু।

খাদ্যশস্য মজুত করে সংকট তৈরি না করতে বলেন খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।

আজ শনিবার বেলা ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্ৰাম এলাকায় আকস্মিকভাবে ধানের মাঠ ও পাকা ধান কাটা মাড়াই পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় চাষিদের সঙ্গেও কথা বলেন তিনি। চলতি মৌসুমের ফসল, দরদাম ছাড়াও অন্যান্য চাষাবাদ এবং গ্রামীণ অর্থনীতির খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, আমন ধান ছাড়াও সামনে ইরি মৌসুম আসছে। তাই দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই। এজন্য আতঙ্কিত হয়ে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।

সাধন‌ চন্দ্র মজুমদার বলেন, মাঠে ৪৯ জাতের একটি ধান দেখলাম। এটি একটি চিকন জাতের ধান। কৃষকদের সঙ্গে কথা বলে জানলাম, এই ধান তারা বিঘাপ্রতি ২৪ মণ হারে পাচ্ছেন। এ বছর সরকার কৃষককে ন্যায্যমূল্য দিতে ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। আমরা আশা করছি, কেউ সিন্ডিকেট করে কোনোভাবেই কৃষককে ঠকাতে পারবে না। বাজার মনিটরিং ও ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মজুত পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি গুদামে রেকর্ড মজুদ আছে। তারপরও কৃষকেরা যেন ধানের ন্যায্যমূল্য পায়, ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তারা যেন ন্যায্যমূল্যে চাল পায় এজন্য প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে ধান কেনা আরও বাড়ানো হতে পারে।

ফসলের মাঠ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রীর একান্ত সচিব শহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল খালেকসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

চিনির উৎপাদন খরচ কত?

ডেস্ক রিপোর্ট :
বেসরকারি প্রতিষ্ঠানের দাবি, আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত চিনি আমদানি করে প্যাকেটজাত পর্যন্ত খরচ হয় ১০৩ টাকা। অথচ ভ্যাট, ট্যাক্সসহ টিসিবির আমদানি করা পরিশোধিত চিনির দাম পড়ছে ৮৯ টাকা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, চিনির উৎপাদন খরচ আসলে কত?

চিনি নিয়ে চলছে নানা লুকোচুরি। সরবরাহ ঘাটতি কিংবা মৃল্যবৃদ্ধির জন্য কখনও ডলার ও জ্বালানি সংকট; কখনও বিশ্ববাজারকে সামনে আনছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি কেজিতে ১৪ টাকা বাড়িয়ে প্যাকেটজাত চিনির দাম ৯৯ টাকা করে সরকার। তবে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ভোক্তাকে প্রতিকেজি চিনি ১২০ টাকায় কিনতে হচ্ছে।

বাজারে চিনি সংকটের বিষয়ে কারওয়ান বাজারে খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে অনেক দিন ধরে চিনি নেই। এখন নেই দেখে আমরা বিক্রি করছি না। চিনি এলে আবার বিক্রি করব।

এই পরিস্থিতিতে কম দামে সরাসরি চিনি আমদানির ঘোষণা দিয়েছে ট্রেডিং কররেপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ব্রাজিল থেকে সাড়ে ১২ হাজার টন পরিশোধিত চিনি আনছে সংস্থাটি। প্রতি টন চিনির দাম পড়ছে ৫২ হাজার ৪১৬ টাকা। বন্দরে ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে প্রতি টনে খরচ হবে আরও ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮৮ থেকে ৮৯ টাকা।

এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, আমরা বেশ সাশ্রয় মূল্যেই ব্রাজিল থেকে চিনি কিনছি।

এদিকে বেসরকারি চিনি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান বলছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে আমদানি করা প্রতি টন অপরিশোধিত চিনির দাম পড়েছে ৫০৬ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫২ হাজার ৬২৪ টাকা। বন্দরে ভ্যাট-ট্যাক্স মিলিয়ে খরচ আরও ৩১ হাজার ৭০০ টাকা। এতে প্রতি কেজিতে খরচ পড়ে ৮৩ টাকা। এর সঙ্গে পরিশোধনে খরচ পড়ছে ৮ টাকা এবং পরিবহন ও প্যাকেটজাতে আরও ৫ টাকা মিলিয়ে মোট খরচ ১৩ টাকা। সবমিলিয়ে প্রতি কেজি চিনি মিলগেটে পড়ে ৯৬ টাকা। তারপরও সরকার নির্ধারিত দামে চিনি মিলছে না।

আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের বিপণন প্রধান মনিরজ্জুমান বলেন, টিসিবির খরচ কম পড়বে। তারা সরকারি ডলারে রেটে অর্থ পরিশোধ করবেন। তাদের বাড়তি ডলার রেটে পরিশোধ করতে হবে না। কিন্তু আমাদের তো খোলা বাজার থেকে ডলার সংগ্রহ করে অর্থ পরিশোধ করতে হচ্ছে। আমরা প্রতি ডলার ১১২ থেকে ১১৩ টাকা গুনছি।

উৎপাদকরা বলছে, বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন পরিশোধিত চিনির দাম ৫২৪ ডলার বা ৫২ হাজার টাকা। আর অপরিশোধিত চিনির দাম প্রতি টন সবোর্চ্চ ৪৯০ ডলার বা ৫১ হাজার টাকা। পরিশোধিত চিনিতে ভ্যাট-ট্যাক্স অপরিশোধিত এর চেয়ে ৫ হাজার টাকা বেশি। আবার অপরিশোধিত চিনি পরিশোধনে প্রতি টনে খরচ ৮ হাজার টাকা। তাই বর্তমান হিসেবে পরিশোধিত চিনি আমদানি করলে টনে ৩ হাজার টাকা এবং কেজিতে ৩ টাকা সাশ্রয় হবে।

ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে উল্লেখ করে অর্থনীতিবিদ মাহফুজ কবীর বলেন, বেসরকারি খাতে আমদানির এলসি বন্ধ করে যদি সরকারের নিজস্ব সংস্থা টিসিবির মাধ্যমে এলসি খোলা হয় এবং চিনি আমদানি করা হয়, অত্যন্ত দুই থেকে ৩ মাসের জন্য, তাহলে ব্যবসায়ীরা বুঝতে পারবেন যে বাজারে জনগণের জন্য সমস্যা তৈরি করার বিষয়টি সহ্য করা হবে না।

বর্তমানে দেশে বছরে প্রায় ২০ লাখ টন চিনি চাহিদা রয়েছে। এর মধ্যে মাত্র এক লাখ টন চিনির চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেয়া হয়।

 

গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে

হেলথ ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ।