করোনা সারবে উঁকুন নাশক ওষুধে

অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনার ভয়াল আঘাতে মৃত্যুপুরী হয়ে উঠছে বিশ্বের একের পর এক দেশ। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৬১ হাজার। আক্রান্ত প্রায় ১২ লাখ। করোনা যেন ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে পৃথিবী। একে রুখার উপায় অজানা। কার্যকর কোন প্রতিষেধক নেই। তাই আপাতত কিভাবে এটার সংক্রমণ রুখা যায় সেটার সন্ধান করতেই ব্যস্ত ডাক্তাররা। বিভিন্ন রকম ওষুধ দিয়ে ঠেকানোর চেষ্টা চলছে।

একটি গবেষণায় দেখা গেছে, উঁকুন নাশক একটি ওষুধ করোনভাইরাসকে আটকে দিতে কাজ করছে। এটা খুবই চমৎকার হবে যদি সত্যিই এটা করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ অর্গানাইজেশন এই নাশক দিয়ে করোনা মোকাবেলার উপায় খুঁজছেন। ওষুধটি মূলত উঁকুন নাশক হিসাবে ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ায় গবেষকরাও বিশ্বাস করেন যে এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর হতে পারে।

পরীক্ষায় দেখা গেছে উঁকুন নাশকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসটির মাত্রা ৯৯ দশমিক ৮ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এটি তিনদিন পরে ভাইরাসটি সম্পূর্ণরূপে নির্মূল করতে পরেছে।

সূত্র- ডেইলি মেইল।

‘হোম কোয়ারেন্টিন’ নৌকায়

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এমতাবস্থায় বিপাকে পড়েছেন দেশটির ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের ফুটপাতের বাসিন্দারা এখন কোথায় গিয়ে দাঁড়াবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা কীর্তনিয়া নিরঞ্জন হালদারের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হোম কোয়ারেন্টিনে থাকতে নৌকায় আবাস গেড়েছেন নিরঞ্জন হালদার। আগামী ১৪ দিন তাকে নৌকাতেই দিন কাটাতে হবে।

জানা গেছে, গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে অর্থ উপার্জন করেন নিরঞ্জন হালদার। মার্চের শেষ দিকে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। অন্য এলাকা থেকে আসায় তার স্বাস্থ্য পরীক্ষার দাবি তোলেন গ্রামবাসী। তা না করলে এ গ্রামে থাকতে দেয়া হবে না নিরঞ্জনকে। উপায় না দেখে স্বাস্থ্য পরীক্ষা করাতে স্থানীয় স্বাস্থ্যকর্মীর দারস্থ হন তিনি। স্বাস্থ্যকর্মীরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। কিন্তু আত্মীয়ের বাড়িতে বাড়তি ঘর না থাকায় নৌকায় থাকতে শুরু করেন নিরঞ্জন।

বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ডুবাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙন নদীর ঘাটে বাঁধা একটি নৌকাকে নিজের ঘর বানিয়েছেন নিরঞ্জন।

নিরঞ্জন জানান, ‘ভাগ্নির বাড়িতে থাকার জায়গা নেই। আমার জ্বর, সর্দিও নেই। তবু একাকী একটি ঘরে থাকতে বলেছেন স্বাস্থ্যকর্মীরা। তাই নৌকায় বসবাস শুরু করেছি।’

নিরঞ্জনের নাতি রঞ্জিত হালদার বলেন, ‘ছোট্ট একটি ঘরে কোনোমতে থাকি আমরা। দাদাকে কীভাবে আলাদা রাখব! তাই এই বুদ্ধি বের করতে হয়েছে।’

এ বিষয়ে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সিংহ বলেন, ‘বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। হোম কোয়ারেন্টিনের জন্য বিভিন্ন স্কুল বেছে নেয়া হচ্ছে। কোনো একটি স্কুলকক্ষে নিরঞ্জনের ঠাঁই হবে বলে আশা করছি।’

অসহায় মায়ের করুন আকুতি ও আমাদের চিকিৎসা সেবা

পাঠকের কথা :
ভাবিনি সব থাকা সত্ত্বেও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পরতে হবে।
দেশটা হুজুগে চলে সে জানতাম কিন্তু সচেতন মানুষ এত হুজুগে বিশ্বাসী তা বুঝতে পারলাম গতকাল যখন নিজ পরিবারের একজন এ্যালার্জীতে আক্রান্ত হয়।
আমি চাই না এই করোনা নামক ভাইরাসে এই সময় কোন স্বজন বা কারও পরিবারের কোনো সদস্য নূন্যতম অসুস্থ হোক।
বিশ্বাস করেন, এই দেশের কিছু মানুষ আপনাকে করোনা সন্দেহে ট্রিটমেন্ট তো দিবেই না বরং জোর করে আপনার মেন্টালিটি কে দুমরে মুচরে দিবে।
আমার সাবিদ (বড় আপুর ছেলে) তিনদিন আগে থেকে অসুস্থ। তাৎক্ষণিক দেখে বাসার সবাই ভাবলাম চিকেন পক্স হয়েছে।এরপর খুব জ্বর উঠল। দেশের এমন পরিস্থিতি এখন,টাকা আছে, সামর্থ আছে কিন্তু কোথাও তেমন ডাক্তার নেই,সমস্ত চেম্বার প্রায় বন্ধ।
অনেক খুঁজে ফেয়ার ক্লিনিকে এক শিশু বিশেষজ্ঞ (ডাক্তার রাসেল)ডাক্তার পেলাম।আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ই উনি বুঝতে পারল খাবারের কারনে এলার্জি হয়ে ইনফেকশন হয়েছে।
খুব দ্রুত কোথাও এডমিট করে চিকিৎসা শুরু করতে বললেন।কিন্তু বরিশালের এ টু জেড সব ক্লিনিক গুলো যাওয়া হলো কোথাও ভর্তি নিবে না।আমরা অসহায় হয়ে পড়লাম।ভাবছিলাম বোধহয় ওর চিকিৎসাটাই করাতে পারব না।এরপর ডাক্তার রাসেলের এর সুপারিশে গেলাম রাহাত আনোয়ার হসপিটালে😔।তাদের অনেক সিকিউরিটি শেষে রিসেপশন রুমে ঢুকতে পারলাম😔।সাবিদ বাচ্চা(৭ বছর) মানুষ,ও ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল।আমরা নিরুপায়ের মত বসে ছিলাম প্রায় ৪৫মিনিটের মত।কিন্তু রিসেপশনে দুজন মহিলা ছিলো তাদের ব্যবহারে আমরা বিষন্ন হয়ে পড়ছিলাম।তারা জোর করে বুঝাতে চাচ্ছিল আমরা করোনা রোগী নিয়ে এসেছি।আমরা পাগল হয়ে যাচ্ছি কিন্ত রিসেপশনে থাকা মহিলা প্রচন্ড তালবাহানা করতে লাগলো।তাদেরকে ডাক্তার রাসেলের প্রিসকিপশন দেখানোর পরও তারা আমলেই নিচ্ছে না।এরপর ডা. আনোয়ার আসলেন অনেক সময় পর।এত দুর্বব্যহার যে মনে হচ্ছিলো রাস্তায় পঁচে থাকা কোনো কুকুর ধরে নিয়ে এসেছি।আমরা ওনাদের কথায় ভেঙে পরছিলাম।আমার বোন খুব রিকুয়েষ্ট করছিল যেন ভর্তিটা নিয়ে ট্রিটমেন্টটা শুরু করে,আমার বাবা সে    যেন পারলে হাত জোর করে বলছিল,কিন্তু তাদের দুর্বব্যহার দেখে মনে হচ্ছিলো এই করোনার রুগী শেরে বাংলায় না নিয়ে তাদের এখানের পরিবেশ নষ্ট করতে কেনো এসেছি।তৎক্ষনাৎ শুধু একটা কথা মনে আসছিলো আজকে যদি আমাদের একটা ক্লিনিক থাকতো,আজকে যদি মামু খালুর জোর থাকতো,কোনো আত্মীয় মেয়র, এমপি থাকতো।কান্নায় ভেঙে পরছিলাম আমরা।রাত ১২ টা বাজে।আমরা ওকে নিয়ে নিয়ে পাগলের মত ঘুরছি।আমরা যখন চলে আসছিলাম শুনতে পাচ্ছিলাম ডা. আনোয়ার বলতেছিলেন যে, এরা যেখান থেকে যেখান থেকে এসেছে সেখানে দ্রুত ডিসেনফেকশন স্প্রে করুন।আরো দুটো ঘন্টা টোটাল লস করলাম।যেখানে ডাক্তার খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালু করতে বলেছিলো।
দেখুন তারা যে সচেতনতা অবলম্বন করেছে সেটা খুব ভাল।কিন্তু তাদের এত বেশি সচেতনতার ফলে নরমাল রোগীকে তারা করোনার রুগী বানিয়ে অর্ধেকটা মেরে ফেলে এরপর বাকিটা মারে চিকিৎসা না দিয়ে।এরপর সবশেষে বাধ্য হয়ে শেরে বাংলায় নিয়ে গেলাম।রাত অনেক দেড়টা দুইটা। আল্লাহর রহমতে দ্রুত ভর্তি হলো,একটা ইনজেকশন দেয়ার পরই অনেকটা প্রায় ৭০% সুস্থ হয়ে  যায়।
তাই আমি প্রশাসন ও সরকারের কাছে  রিকুয়েষ্ট করি,যেন কোনো ক্লিনিক হসপিটালে নরমাল রোগীকে করোনা সন্দেহে বিনা চিকিৎসায় এভাবে পরে না থাকতে হয়, দয়া করে সেই ব্যবস্থা করুন।
আরেকটা রিকুয়েষ্ট সবার কাছে যেকদিন হোম কোয়ারান্টাইনে আছেন সেকদিন দয়া করে বাহিরের রেডিমেড প্যাকেটজাত খাবার খাওয়া বন্ধ করবেন,আর স্পেশাল স্পেশাল রেসিপি ট্রাই করা টা  অফ রাখবেন।বাসায় আট দশটাদিন যেভাবে খাবার খেতেন সেভাবে খাবার খান।আপনি সামান্য অসুস্থ হলে এদেশের মানুষ আপনাকে জোর করে করোনা রুগী বানিয়ে ছাড়বে।আপনি সামান্য অসুস্থ হলে আপনার অর্ধেক ক্ষতি করবে জোরপূর্বক করোনা রুগী বানিয়ে আর বাকি অর্ধেক ক্ষতি করবে চিকিৎসা না করে।
আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই ডা. রাসেলকে।যিনি নিঃস্বার্থ ভাবে চিকিৎসা করার পরও আজ সকালে কল করে বলেছেন আপনাদের জন্য আমি কিছুই করতে পারিনি।মহৎ মানুষটাকে জানাই কৃতজ্ঞতা।
আর দোআ করি সেসকল চিকিৎসককে যারা নিঃস্বার্থ ভাবে এসময় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক এই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নছিব করুন।

আয়েশা শারমিন গৃহিনী, বরিশাল 

পুলিশের বিরুদ্ধে গুজব ও মিথ্যা না ছড়িয়ে পুলিশকে সহযোগিতা করুন

সংবাদ বিজ্ঞপ্তি:
করোনার বিস্তার রোধে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে শুরু থেকেই বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য বিভিন্ন প্লাটফর্মে নিরলসভাবে কাজ করে চলেছে। করোনার বিস্তাররোধে সারাদেশে লক্ষ কোটি মানুষের সাথে পুলিশের ইন্টারঅ্যাকশন বা সাক্ষাত হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গুটিকয় ঘটনা বা ইন্টারঅ্যাকশনের সময় পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাঙ্খিত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো নিউজ মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো উপায়ে পুলিশ সদস দপ্তরের দৃষ্টিতে আসা মাত্রই মাঠ পর্যায়ে ইউনিট কমান্ডারদেরকে তাৎক্ষনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় এবং মোবাইল ফোনে অপারেশনাল সকল কমান্ডারের সাথে কথা বলেছেন। অপারেশনাল ইউনিট কমান্ডারগণও মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদেরকে একইভাবে নির্দেশনা দিয়েছেন। এর ফলে, একই ধরণের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টিতে পড়েনি কিংবা জনপ্রিয় ও নির্ভরযোগ্য কোনো প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় এমন কোনো সংবাদ আমাদের চোখে পড়েনি। কিন্তুু, তারপরও কিছু নিউজ মিডিয়ায় নতুন করে পুরাতন অভিযোগগুলো নিয়ে এমনভাবে নিউজ ছাপা হচ্ছে যাতে মনে হচ্ছে এখনও বলপ্রয়োগ অব্যাহত রয়েছে।

 

এছাড়া, একটি দুষ্ট চক্র অতীতের বিভিন্ন সময়ের পুরাতন ছবি ও ভিডিও যে গুলোর বিষয়ে তদন্ত করে সেই সময়েই ব্যবস্থা নেয়া হয়েছিল তা এডিট করে বা কৌশলে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে পোস্ট দিচ্ছেন। এমনকি ২০১১ সালে পুলিশ কর্তৃক বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস দমনের ছবিও ফটোশপ করে ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষ সেগুলো সহজেই বিশ্বাস করে তার বিপরীতে তাদের উষ্মা প্রকাশ করছেনএবং তা শেয়ার করছেন।

 

এ ধরণের মিথ্যাচারের ফলে পুলিশের প্রায় শতভাগ সদস্য যারা দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েও করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারসহ নানা উপায়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে চলেছেন, তারা মানসিকভাবে ডিমোটিভেটেড হচ্ছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হচ্ছে।

 

অন্যথায়, গুজব ছড়িয়ে ও মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাইবার টিমগুলো গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করতে কাজ করছে। ধন্যবাদ।

 

মো. সোহেল রানা
এআইজি (মিডিয়া এন্ড পিআর)
বাংলাদেশ পুলিশ

বৃষ্টিতে কমবে করোনার প্রকোপ: জানালো গবেষণা

গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এটিতে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় লাখের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৩১ হাজারের অধিক। এদিকে ভাইরাসটি শনাক্তের তিন মাস পেরিয়ে গেলেও এখনো আবিষ্কার হয়নি কোনো প্রতিষেধক বা টিকা। এ নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। ফলে কীভাবে এ থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে চলছে নানা গবেষণা। এমনই এক গবেষণা জানালো- করোনার প্রাদুর্ভাব কমতে পারে বর্ষায়।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি (এমআইটি) সম্প্রতি এই গবেষণাটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকরা মনে করছেন, উষ্ণ আবহাওয়া ও বৃষ্টি তথা আদ্রতার কারণে এশিয়ার দেশগুলোতে কমতে পারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব।

গবেষণায় অংশ নেয়া এক দল গবেষক বলছেন, করোনাভাইরাস যে গতিতে ছড়িয়ে পড়ছে, সেই গতি কেবল থামাতে পারে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোভিড-১৯ আক্রান্তের সব তথ্য, তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়টি বিশ্লেষণ করে ওই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।

তারা বলছেন, এশিয়ার যেসব দেশে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অথবা সম্ভাবনা রয়েছে, সেই সব দেশে করোনা সংক্রমণের আশঙ্কা তুলনামূলকভাবে কম।

সোশ্যল সাইন্স রিসার্চ নেটওয়ার্কে (এসএসআরএন) প্রকাশ হওয়া ওই গবেষণায় বলা হয়েছে, ২২ মার্চ পর্যন্ত যেসব অঞ্চলে তাপমাত্রা ৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল সেখানে ৯০ শতাংশ SARS-CoV-2 ট্রান্সমিশন হয়েছে। সেইসঙ্গে এও বলা হয়েছে, ওই সব জায়গায় অ্যাবসোলিউট হিউমিডিটি ছিল ৪-৯ গ্রাম প্রতি কিউবিক মিটার।

এমআইটির গবেষকদের দাবি, যেসব দেশে জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল এবং অ্যাবসোলিউট হিউমিডিটি ৯ গ্রাম প্রতি কিউবিক মিটারের বেশি ছিল, সেই সব দেশে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৬ শতাংশেরও কম। এই সবের ভিত্তিতেই তারা অনুমান করছেন যে, যেহেতু সব এশীয় দেশে বর্ষা এসে গেছে সেহেতু ট্রান্সমিশন রেট কমে যাবে।

বউয়ের ঘ্যানঘ্যানানি শুনে কান বড় হয়ে গেছে হাফিজের!

গোটা বিশ্বে কোথাও কোনও খেলা নেই। লকডাউনে অনুশীলনেরও সুযোগ নেই। একেবারে গৃহবন্দি বিশ্বের তাবৎ খেলোয়াড়রা। এসময়ে অবশ্য কেউ পাকা রন্ধনশিল্পী হয়ে উঠছেন। কেউবা অলস সময় কাটাচ্ছেন। অনেকে আবার মানুষকে বাসার বাইরে না যাওয়া পরামর্ দিচ্ছেন।

স্টে সেফ, স্টে অ্যাট হোম-চ্যালেঞ্জের অংশ হিসেবে টয়লেট পেপার দিয়ে ফুটবল-ক্রিকেট খেলেছেন লিওনেল মেসি, ইয়ান বেল, ড্যারেন স্যামিরা। সারা ক্রীড়াবিশ্বই চলে গেছে ছুটিতে।

করোনাভাইরাস প্রকোপ শুরু হওয়ার পর প্রথমদিকে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বিভিন্ন টুর্ামেন্ট কর্তৃপক্ষ। কিন্তু অগত্যা তাও বন্ধ করতে বাধ্য হয় তারা। এখন বিশ্বের বহু দেশ লকডাউন। ফলে কোথাও আর কোনওরকম ম্যাচ হচ্ছে না।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ অবশ্য বাড়িতে বসে কোনও চ্যালেঞ্জে অংশ নেননি। টানা ৫ দিন ধরে শুধু বউয়ের কথা শুনছেন। আর তাতেই ত্যক্ত-বিরক্ত তিনি।

অবশ্য গুরুতর কিছু ঘটেনি। তবে ঘরে বসে সারাদিন স্ত্রীর ঘ্যান ঘ্যান শুনে বিরক্ত মিস্টার প্রফেসর। তার কানই নাকি বড় হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়া টুইটারে একটি পোস্ট করেছেন হাফিজ। সেখানে বড় আকৃতির কানের একজন মানুষের ছবি দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ৫ দিন ধরে ঘরে বসে স্ত্রীর কথা শুনতে শুনতে আমার বর্তমান অবস্থা এখন এমন হয়েছে।

এরপর অনেকে তাকে বলেছেন, সবে তো ৫ দিন। এখনও অনেক দিন এভাবেই থাকতে হবে। তা হলে লকডাউন শেষে ডানহাতি পাক ক্রিকেটারের কানের অবস্থা কী হবে?

তথ্যসূত্র: জি নিউজ।

জেনে নিন করোনাভাইরাস কী কেন কীভাবে এলো?

অনলাইন ডেস্ক:

‘নোভেল করোনাভাইরাস’ নিঃসন্দেহে এ শতাব্দীতে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম। কোনো ধরনের সামরিক যুদ্ধ নয়, নয় কোনো ধরনের পারমাণবিক অস্ত্র কিংবা নয় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ। সামান্য কয়েক ন্যানোমিটারের ক্ষুদ্র এক মাইক্রোঅর্গানিজমের কাছে আজ গোটা পৃথিবী অসহায়। খালি চোখে দেখা যায় না অথচ কোনো এক অদৃশ্য শক্তি রূপেই গোটা পৃথিবীকে সে অচল করে দিচ্ছে এবং বিশ্বের প্রায় সব দেশ এক হয়েও রীতিমতো হিমশিম খাচ্ছে এ ক্ষুদ্র অণুজীবটির কাছে।

সমগ্র পৃথিবী যেন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শুধু এই একটি ভাইরাসের কারণে। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া এ ভাইরাসটি আজ অ্যান্টার্টিকা ছাড়া গোটা পৃথিবীতেই বিস্তার লাভ করেছে এবং প্রতিনিয়ত মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে।

কী সেই নোভেল করোনাভাইরাস, যা আসলে মানুষের ঘুম কেড়ে নিয়েছে? করোনা শব্দটি এসেছে ইংরেজি শব্দ ‘ক্রনিক’ থেকে। যার সরল বাংলা অনুবাদ করলে দাঁড়ায়- দীর্ঘস্থায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিকসের পরিভাষায়– ক্রনিক বলতে সেই সব রোগকে বোঝায়, যার প্রভাবে কোনো একজন রোগী দীর্ঘ মেয়াদে (ন্যূনতম) কোনো ধরনের শারীরিক জটিলতা ভোগ করে থাকেন। কিন্তু আদৌ তার সুচিকিৎসার ব্যবস্থা করা যায় না।ক্রনিক ডিজিস প্রতিরোধে কোনো ধরনের ভ্যাকসিনও নেই। উদাহরণস্বরূপ আর্থ্রাইটিসকে আমরা ক্রনিক ডিজিসের সঙ্গে তুলনা করতে পারি। কেননা আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদি জটিলতা এবং এখন পর্যন্ত সে অর্থে আর্থ্রাইটিসের সে রকম কার্যকরী চিকিৎসাও নেই কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি ভিন্ন। করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমণের সঙ্গে সঙ্গে খুব দ্রুত বিস্তার লাভ করে এবং মানুষের শরীরের ফুসফুস এবং অনেক সময় পাকস্থলীতেও বিশেষ ধরনের প্রদাহ সৃষ্টি করে।

করোনাভাইরাসে সংক্রমণে সৃষ্ট রোগের নাম কোভিড-১৯, যার সঠিক চিকিৎসা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। এমনকি করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকরী কোনো ভ্যাকসিনও আবিষ্কৃত হয়নি। তাই কোভিড-১৯কে আমরা বিশেষ ধরনের করোনিক ডিজিস বলতে পারি, যা খুব দ্রুত সংক্রমিত হয়। যেহেতু এ ভাইরাস টাইপটি আমাদের সবার কাছে নতুন, তাই এ ভাইরাসকে ‘নোভেল করোনাভাইরাস’ অভিহিত করা হয়।

আবার যেহেতু এ ভাইরাসটি মানুষের শরীরের শ্বাসতন্ত্রে তীব্রভাবে প্রদাহের সৃষ্টি করে, তাই অনেককে একে ‘Severe Acute Respiratory Syndrome’ বা সংক্ষেপে সার্স-২ ভাইরাস নামে অভিহিত করে থাকেন। অন্যভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, করোনাভাইরাসের নামকরণ করা হয়েছে ইংরেজি শব্দ ‘ক্রাউন’ থেকে, যার বাংলা প্রতিশব্দ ‘মুকুট’। ইলেকট্রন মাইক্রোস্কোপে এ ভাইরাসটি অনেকটা মুকুটের মতো দেখায় বলে এ রকম নামকরণ করা হয়েছে।

আমাদের শরীরে যখন জ্বর আসে, তখনই আমরা ধরে নেই যে আমাদের শরীরে কোনো একটি ইনফেকশন ধরা পড়েছে এবং তাই সাধারণভাবে এ ভাইরাসও যখন মানুষের শরীরে আক্রমণ করে, তখন জ্বর আসাটা স্বাভাবিক এবং একই সঙ্গে সর্দি ও কাশির উপসর্গও দেখা যায়। এ কারণে অনেকে এ নোভেল করোনাভাইরাসকে সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে তুলনা করেন, কিন্তু বাস্তবিকতা সম্পূর্ণ ভিন্ন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, সাধারণ কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি সর্বোচ্চ মানের ছোঁয়াচেও হয়, তবু একজন মানুষ থেকে সর্বোচ্চ ১২ জন সংক্রমিত হতে পারে।কিন্তু এ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি একসঙ্গে ২৭ কিংবা ২৮– এমনকি একসঙ্গে ৫৭ জনকেও সংক্রমিত করতে পারে। জার্মানির একটি বিখ্যাত ইউটিউব চ্যানেল ‘কুর্জটজগেসাগট-ইন অ্যা নাটশেল’ যারা মূলত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ভিডিও সম্প্রচার করে, তাদের প্রকাশিত ভিডিও অনুযায়ী করোনাভাইরাস মূলত ছড়ায় হাঁচি-কাশি অথবা পারস্পারিক সংস্পর্শের মাধ্যমে। কোনো পৃষ্ঠতলে এ ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি।

বায়ুবাহিত কোনো মাধ্যমে এ ভাইরাসের জীবনকাল সম্পর্কে বিজ্ঞানীরা সঠিকভাবে কোনো তথ্য না দিলেও ধারণা করা হয় যে আমাদের নাসিকা রন্ধ্রের ভেতর দিয়ে এ ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারে। পাশাপাশি এ ভাইরাস দ্বারা সংক্রমিত কোনো রোগীর সংস্পর্শে আসার পর যদি আমরা আমাদের শরীরের কোনো অংশ বিশেষ করে চোখ কিংবা নাক অথবা আমাদের মুখ স্পর্শ করি, তখনও সংক্রমণ হতে পারে। করোনাভাইরাস মূলত আমাদের শরীরের শ্বাসতন্ত্র বিশেষ করে অন্ত্র, প্লিহা কিংবা ফুসফুসের ওপর বিশেষভাবে সংবেদনশীল।

তবে সম্প্রতি অস্ট্রিয়ার গ্রাজে এক মেডিকেল ইনস্টিটিউশনের গবেষণায় দেখা গেছে যে, এ ভাইরাস আমাদের পাকস্থলীকে সংক্রমিত করতে পারে এবং সে ক্ষেত্রে জ্বর কিংবা সর্দি-কাশি এ ধরনের কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত ব্যক্তি সরাসরি পেটে ব্যথা এবং পরিপাক্বজনিত জটিলতার শিকার হতে পারেন। নির্দিষ্ট পোষকদেহের বাইরে ভাইরাস জড় ও নিষ্ক্রিয়। তাই কেবল একটি জীবিত কোষে প্রবেশ করলেই ভাইরাস সংক্রমণ সৃষ্টি করতে পারে। আমাদের ফুসফুস কয়েক মিলিয়ন অ্যাপিথিলিয়াল কোষ দ্বারা গঠিত, অ্যাপিথিলিয়াল কোষ মূলত আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ ও মিউকাসের বহিরাবরণ হিসেবে কাজ করে।

করোনাভাইরাস এই আবরণের একটি নির্দিষ্ট গ্রাহক কোষের সঙ্গে যুক্ত হয় এবং অন্যান্য ভাইরাসের মতো গতানুগতিক ধারায় তার জেনেটিক উপাদান প্রবেশ করায় যার প্রভাবে কোষটির অভ্যন্তরে এ জেনেটিক উপাদানের অনুলিপি সৃষ্টি হয় ও তা পূর্ণবিন্যাসিত হতে থাকে। অচিরেই এ কোষটি মূল ভাইরাসের অসংখ্য অনুলিপিতে ভরে ওঠে এবং অচিরেই তা একটি ক্রান্তি পর্যায়ে এসে মূল কোষকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসে এবং আশপাশের কোষগুলোকে একইভাবে আক্রান্ত করে। এ প্রক্রিয়াকে রেপ্লিকেশন প্রক্রিয়া বলা হয়। আক্রান্ত কোষের সংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে।দেখা যায় যে, এক সপ্তাহ কিংবা ১০ দিনেই এ ভাইরাস আমাদের ফুসফুসের কয়েক মিলিয়ন কোষকে আক্রান্ত করতে পারে। যার প্রভাবে আমাদের ফুসফুস কয়েক কোটি ভাইরাসে পূর্ণ হয়ে উঠতে পারে। যদিও অনেক সময় এ মুহূর্তে এসে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ বলে মনে হতে পারে; কিন্তু তা তার ইউমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর বিশেষ প্রভাব ফেলে। যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধক কোষগুলো কিংবা আমাদের রক্তে থাকা লিম্ফোসাইট শরীরের ফুসফুসে এসে পৌঁছায়, তখন করোনাভাইরাসে সব কিছু কোষকে সংক্রমিত করতে পারে।

গোটা পৃথিবী যেমনিভাবে ইন্টারনেট দ্বারা একে-অপরের সঙ্গে সংযুক্ত ঠিক, তেমনি আমাদের শরীরের বিভিন্ন কোষও সাইটোকাইনস নামক এক ক্ষুদ্র প্রোটিনের মাধ্যমে একে-অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রক্রিয়াই এর প্রভাবে নিয়ন্ত্রিত হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের ফলে আমাদের এ রোগ প্রতিরোধ কোষগুলো অতিপ্রতিক্রিয়া দেখাতে থাকে। ফলে কোষগুলোর মাঝে অতিরিক্ত উদ্দীপনার সৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ কোষগুলোকে লড়াইয়ের উন্মাদনায় ফেলে দেয়।

কিছু কিছু বিজ্ঞানীর মতে, এ উন্মাদনার ফলে মানব মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণকারী অংশটি অর্থাৎ হাইপোথ্যালামাস অংশটি উদ্দীপ্ত হয়, যার প্রভাবে জ্বর আসে। দুই ধরনের কোষ এ ধরনের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যথা নিউট্রোফিলস যারা মূলত একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যায় আক্রান্ত কোষের দিকে অগ্রসর হতে থাকে এবং এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এই এনজাইমের প্রভাবে আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়, যদিও কিছু সুস্থ কোষও এর ফলে ক্ষতিগ্রস্ত হয়।

আরেক ধরনের প্রতিরক্ষা কোষ হচ্ছে কিলার টি-সেল, যারা মূলত অটোফেগি প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস হওয়ার নির্দেশ দেয়; কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের ফলে এরা এত বেশি উত্তেজিত হয়ে দাঁড়ায় যে, তারা আশপাশের সুস্থ কোষগুলোকেও আত্মহত্যার জন্য নির্দেশ দেয়। যত বেশি প্রতিরোধক কোষ ছুটে আসে, ক্ষতির পরিমাণ ততই বৃদ্ধি পায়, আর তত বেশি সুস্থ ফুসফুস টিস্যু তারা মেরে ফেলে। এ প্রক্রিয়াটি এতটাই গুরুতর হতে পারে যে, মাঝেমধ্যে ফুসফুসে স্থায়ী ক্ষতি হতে পারে, যা ফাইব্রোসিস নামে পরিচিত।

বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আবার তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে পেতে আরম্ভ করে, যার প্রভাবে সংক্রমিত কোষগুলো মারা যেতে থাকে এবং ভাইরাসের নতুন করে সংক্রমণের সম্ভাবনা নস্যাৎ হতে শুরু করে। যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত শক্তিশালী তাদের অনেকে এ পর্যায়ে এসে সুস্থ হয়ে গেলেও যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম। বিশেষ করে কারও যদি ডায়াবেটিসের সমস্যা থাকে অথবা কারও যদি শ্বাসজনিত কোনো সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে।তখন লাখ লাখ অ্যাপিথ্যালিয়াল কোষ মারা যায় এবং একই সঙ্গে ফুসফুসের সুরক্ষাকারী আস্তরণটিও ক্ষতিগ্রস্ত হয়। ফলে অ্যালভিওলাই অর্থাৎ বাতাসের যে থলির মাধ্যমে আমরা শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে থাকি তা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এতে রোগীরা নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়েন এবং তাদের শ্বাসকার্যে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় শ্বাসকার্য বন্ধ হয়ে যেতে পারে এবং তখন কৃত্ৰিম শ্বাস-প্রশ্বাস বা ভেন্টিলেশনের প্রয়োজন হয়।

ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির শরীর হাজার হাজার ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত, এমন সময় লাখো ব্যাকটেরিয়ার সংক্রমণ ও বংশবিস্তার তার শরীরে নতুন করে জটিলতার সৃষ্টি করে। অনেক সময় এসব ব্যাকটেরিয়া ফুসফুসের প্রাচীরকে ছিন্ন করে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে। এমনটি ঘটলে মৃত্যু অনেকটাই অনিবার্য। অস্ট্রিয়ার গ্রাজে অবস্থিত এক মেডিকেল ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী কোনো কোনো সময় ফুসফুসের কোষে এ ভাইরাসটি কাঙ্ক্ষিতভাবে বংশ বিস্তার ঘটাতে না পারলে তারা পাকস্থলীতে চলে আসে এবং পাকস্থলী কোষে একইভাবে সংক্রমণ ঘটায়, যার প্রভাবে ডায়রিয়া কিংবা পাকস্থলীতে বড় কোনো ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।

তাই অনেক সময় কোনো ধরনের জ্বর, গলাব্যথা কিংবা সর্দি-কাশি ছাড়াই সরাসরি ডায়রিয়া কিংবা পাকস্থলীর কোনো জটিলতাও হতে পারে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ। সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশি কিংবা গলাব্যথার পাশাপাশি অন্য কোনো উপসর্গ তেমনিভাবে পরিলক্ষিত হয় না। আর করোনাভাইরাস যেহেতু একটি আরএনএ ভাইরাস, তাই এর মিউটেশনের হারও অনেক বেশি। এ কারণে এই ভাইরাসটি দ্রুত তার টাইপ পরিবর্তন করতে পারে। যদিও সবসময়ই যে মিউটেশন অর্থাৎ আরএনএর জিনোমের সিকুয়েন্সের পরিবর্তন আমাদের জন্য ক্ষতিকারক হবে তেমনটি নয়; আর যেহেতু এ ভাইরাসটি আমাদের সবার নিকট নতুন, তাই এ জন্য এ ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় এখন পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ তৈরি করা যায়নি।

যদিও অ্যান্টিবায়োটিক ভাইরাসের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তবু অনেকে কোভিড ১৯-এর চিকিৎসায় অ্যাজিথ্রোমাইসিনের কথা বললেও সুনির্দিষ্টভাবে এ ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। যেহেতু কোভিড ১৯-এর সংক্রমণের সঙ্গে ব্যাকটেরিয়াঘটিত নিউমোনিয়া। তাই সেকেন্ডারি হিসেবে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা গেলেও একটা ঝুঁকি থেকেই যায়। কেননা অ্যাজিথ্রোমাইসিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং অনেকের শরীরই এ ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণে সক্ষম নয়। ক্লোরোকুইনিনের কার্যকারিতা নিয়ে এখনও বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত।

করোনাভাইরাস নিয়ে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। যেমন– অনেকেই বলে থাকেন যে, আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েক দিন এ ভাইরাস কেবল কণ্ঠনালি কিংবা গলায় আক্রমণ করে এবং এ সময় লেবুর রস, ভিনেগারসহ অ্যাসিডসমৃদ্ধ খাবার এ ভাইরাসের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে পারে; কিন্তু এ ধারণাটি ভুল। এটি ঠিক যে লেবুর রস কিংবা ভিনেগারের জীবাণুনাশক ক্ষমতা রয়েছে কিন্তু ভাইরাসের লক্ষ্য হলো– বংশবৃদ্ধি করা; আর সে কারণে সে চাইবে তার বংশবিস্তারের জন্য উপযুক্ত মাধ্যম।অর্থাৎ করোনাভাইরাসের ক্ষেত্রে যদি বলি তা হলে ফুসফুস, প্লীহা কিংবা অন্ত্রে যতটা দ্রুত সম্ভব সংক্রমণ ঘটানো। আবার অনেকে ধারণা করে থাকেন যে, ৮০.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এ ভাইরাসটি জীবিত থাকতে পারেনি কিন্তু এ ধারণাটি ভুল। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। যদি তাদের এ দাবি ধারণা হতো তা হলে কোনো মানুষই করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হতো না। পাশাপাশি আরও একটি ধারণা, আমাদের অনেকের মাঝে প্রচলিত রয়েছে যে কেবল ষাট কিংবা সত্তরের ঊর্ধ্বদেরই এ ভাইরাসে সংক্রমণের সম্ভাবনা বেশি।

ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ২৫ মার্চ স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৮ জন এবং এদের একটি বড় অংশের মানুষের বয়স ২৫ থেকে ৩০। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসের সংক্রমণে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের একটি অংশের মানুষও মধ্য বয়সী। কারও শরীরে কোভিড-১৯ ধরা পড়লে তাকে নিয়মিত পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তবে যেটি করা যেতে পারে, সেটি হলো নির্দিষ্ট সময় অন্তর তার শরীরে লিম্ফোসাইট এবং ইএসআর পরীক্ষা করা। কেননা কোনো ব্যক্তি কোনো ধরনের ইনফেকশন দ্বারা আক্রান্ত হলে তার শরীরে এমনিতে লিম্ফোসাইট এবং ইএসআর অস্বাভাবিক হারে বেড়ে যায়।এর পর যখন আবার তার শরীরে লিম্ফোসাইট এবং ইএসআরের মাত্রা স্বাভাবিক রেঞ্জে নেমে আসবে সে সময় হয়তোবা আবারও তাকে কোভিড ১৯-এর জন্য পরীক্ষা করা যেতে পারে। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে শুরু করে একজন রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে বিভিন্ন গবেষণা দাবি করছে। যেমন– স্লোভেনিয়াতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়, এ মাসের ৪ তারিখে। কিন্তু ২৬ মার্চ অর্থাৎ এ পর্যন্ত এখনও কেউ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তেমনটি কিন্তু নিশ্চিত করে বলা হয়নি।

একই চিত্র পার্শ্ববর্তী রাষ্ট্র অস্ট্রিয়া কিংবা ইতালির দিকে লক্ষ্য করেন, তা হলে এ বিষয়ে আরও স্পষ্ট প্রমাণ পাবেন। যদি আপনি লক্ষ্য করেন যে, দেশ দুটিতে প্রথম কবে কোভিড ১৯-এর রোগী শনাক্ত করা হয়েছিল এবং পাশাপাশি প্রত্যেক দিন নতুন করে কতজন এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং কতজনকে বা পূর্ণাঙ্গভাবে সুস্থ ঘোষণা করা হচ্ছে। তবে এ দীর্ঘ সময় যেহেতু আমাদের শরীরের অ্যান্টিবডি ভাইরাস এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ফলে আমাদের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই আপাতদৃষ্টিতে সুস্থ মনে হওয়ার পরও একটি লম্বা সময় পর্যন্ত তাকে অন্য কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াঘটিত রোগ কিংবা দ্বিতীয়বার করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

আমরা জানি, যে কোনো ভাইরাসের বহিরাবরণ ক্যাপসিড লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত যৌগ লিপোপ্রোটিন দ্বারা নির্মিত হয়ে থাকে, যা মূলত একটি অ্যাসিডিক যৌগ। তাই এ ধরনের ভাইরাসের মোকাবেলায় সাবান দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করা একটি কার্যকরী সমাধান হতে পারে। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, যা সহজে ভাইরাসের বহিরাবরণকে ধ্বংস করে দিতে পারে। পাশাপাশি কোনো ব্যক্তি যদি মনে করেন যে, তিনি করোনাভাইরাস দ্বারা সংক্রমিত, তাকে তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলতে হবে এবং বেশি করে ভিটামিন-সি সমৃদ্ধ খাবার ও ভিনেগার গ্রহণ করতে হবে।

নির্দিষ্ট কিছু ওষুধ এ সময় আমাদের সবাইকে সঙ্গে রাখতে হবে। যেমন– প্যারাসিটামল অথবা কারও যদি শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা থাকে, তা হলে সবসময় তার সঙ্গে নেবুলাইজার রাখতে হবে। খুব বেশি জরুরি প্রয়োজন না থাকলে এ সময় কারও বাসা থেকে বাইরে বের না হওয়া উত্তম। যেহেতু এ ভাইরাস হাঁচি-কাশি কিংবা বায়ুবাহিত মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায়, তাই বাইরে গেলে সবসময় মাস্ক পরিধান করতে হবে। সদা পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তখন নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে রোগীর অবস্থা যখন গুরুতর পর্যায়ে পৌঁছায় এবং রোগী নিজের থেকে নিঃশ্বাস গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কৃত্রিম শ্বাস অথবা ভেন্টিলেশনের প্রয়োজন হয়। যে হারে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে, সে হারে কোনো দেশে আইসিইউ কিংবা ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে না। এক গবেষণায় দেখা যাচ্ছে যে, জার্মানির মতো দেশ যেখানে প্রায় আট কোটির মতো লোক বসবাস করে, সেখানে সব মিলিয়ে ভ্যান্টিলেশনের ব্যবস্থা রয়েছে মাত্র ৪৮ হাজারের মতো। অস্ট্রিয়াতে এ সংখ্যাটি ৮ হাজারের কাছাকাছি। অর্থাৎ প্রয়োজন অনুপাতে আইসিউ কিংবা ভেন্টিলেশনের ব্যবস্থা কোনো দেশেই নেই। এ কারণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তেকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে, সব রোগীকে চিকিৎসাসেবা দেয়ার সামর্থ্য তার দেশের নেই!

একমাত্র সচেতনতাই পারে আমাদের সবাইকে এ রোগের বিস্তার থেকে রক্ষা করতে। তাই আমাদের সচেতন হতে হবে এবং পাশাপাশি অন্যদেরও এ ব্যাপারে সচেতন করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সবসময় সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করতে হবে।লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া

ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক:

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। জিনের গঠন বদলে প্রতিনিয়ত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। বিশ্বজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন সবার দৃষ্টি এর প্রতিষেধক এবং ওষুধের দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই সংক্রমণের কার্যকর ওষুধ বা প্রতিষেধক এখন পর্যন্ত উদ্ভাবিত হয়নি। তবে আশার কথা এটাই যে- যুক্তরাষ্ট্র, চীন, হংকং, অস্ট্রেলিয়া, ইজরায়েল এমনকি ভারতেও এই মারণ ভাইরাসকে প্রতিরোধ করার উপায় আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানী-গবেষকরা। কাজও এগোচ্ছে তরতরিয়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনে মানবদেহে করোনা প্রতিষেধক টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে।

এবার যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী করোনাভাইরাসের অ্যান্টিবডি বাসায় বসে নিজেই পরীক্ষা করা যায় এমন একটি টেস্ট কিট তৈরি করেছে বলে জানিয়েছে। কয়েক দিনের মধ্যেই এটা জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলেও জানিয়েছেন তারা। তাদের এই দাবি যদি সঠিক হয় তাহলে করোনা যুদ্ধে এটা মাইলফলক হবে।

এটা সফল হলে জনগণ কয়েক দিনের মধ্যে বাড়িতে বসে করোনভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করতে সক্ষম হবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের এই বিজ্ঞানীরা।

ন্যাশনাল ইনফেকশন সার্ভিস ও পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এর পরিচালক প্রফেসর শ্যারন পিকক বিজ্ঞান ও প্রযুক্তি কমিটিকে বলেছেন, এটি দোকানে সরবরাহ করার জন্য প্রস্তুত করা হবে। প্রস্তুতি শেষ পর্যায়ে, কয়েক দিনের মধ্যে মানুষ ঘরে বসেই করোনা পরীক্ষা করতে পারবেন। প্রাথমিকভাবে ৩৫ লাখ টেস্ট কিট তৈরি করা হবে এবং এটা খুব দ্রুতই বাজারে আসবে।

তিনি বলেছিলেন যে, পরীক্ষাগুলি চিকিৎসক ও নার্সদের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মীদের জন্য খুবই উপকারি হবে। তার যদি নিজেরাই ঘরে বসে জানতে পারে তাদের করোনা আছে কি-না এবং তাদের মাঝে যদি অ্যান্টিবডিগুলি তৈরি করে তবে তারা কাজে ফিরে যেতে পারবেন।

কোভিড-১৯ রোগ আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য লোকদের এই পরীক্ষাগুলিতে আঙুলে একটি ছোট্ট ছিদ্র করতে হবে। এটা খুবই ছোট একটা কাজ।

প্রফেসর পিকক বলেন, অক্সফোর্ডের পরীক্ষাগারে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, এবং সফল হলে ফার্মেসি এবং অ্যামাজনের মতো কোনও অনলাইন প্লাটফর্মে খুচরা বিক্রেতার মাধ্যমে এগুলো বিক্রি করা যেতে পারে।

তিনি আরও যোগ করেছেন, আমাদের মনে হচ্ছে এটা কাজ করবে। আশা করি এটা কাজ করবে। এটা পরীক্ষা করা খুব ছোট একটি বিষয় এবং আমি আশা করি এটি এই সপ্তাহের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারে আসবে।

অদূর ভবিষ্যতে লোকেরা এমন কোনও পরীক্ষার অর্ডার করতে সক্ষম হবে যা তারা নিজেরাই পরীক্ষা করতে পারে বা পরিচালনা করতে পারে। এটা জাস্ট তাদের হাতের আঙুলে ছোট্ট একটা ছিদ্র করেই করা সম্ভব। এবই খুবই সহজ।

এটা কয় দিনের মধ্যে বাজারে পাওয়া যেতে পারে এমন প্রশ্নের জবাবে বলেন, এটা কয়েক দিনের মধ্যে বাজারে আসতে পারে। আবার এক সপ্তাহ কিংবা এক মাসও লাগতে পারে।

সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। ক্রমশই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বাংলাদেশেও ৪ জনের মৃত্যু হয়েছে। সবাই যখন মৃত্যুভয়ে কাঁপছে; তখন পৃথিবীতে এলো নতুন অতিথি। বাবা-মা সদ্য জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখলেন ‘করোনা’।

জানা যায়, এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে। সেখানে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে করোনা। বিষয়টি ছড়িয়ে পরার পর হতবাক হয়েছেন অনেকেই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা।

স্থানীয়রা জানান, ভারতে ‘লকডাউন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন।

ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কেননা এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’।

শিশু কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।’

নভেল করোনায় হুমকিতে বিশ্ব অর্থনীতি

পার্থ প্রতীম:
বিশ্বে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের হার প্রায় ১০ দশমিক ৫ শতাংশ মানুষ। বিশ্বের প্রায় ১৯০ টি দেশের প্রায় ৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে নভেল করোনাভাইরাসে, মারা গেছে ১৬ হাজারের অধিক । ইতিমধ্যেই বিশ্ব মহামারী হিসেবে ভাইরাসটিকে চিহ্নিত করে বিশ্ব মহামারী হিসেবে ঘোষনা করেছে বিভিন্ন সংস্থা।

 

তবে এই মহামারী অর্থাৎ নভেল করোনা ভাইরাসে বিশ্ব অর্থনীতি ধাবিত হচ্ছে হুমকির মুখে। অন্তত বিশ্ব অর্থনীতির মন্দাভাব দেখা যাবে এক থেকে দুবছর অথবা তার চেয়ে বেশি সময় ধরে। মুলত ভাইরাসের প্রভাব কতদিন কাজ করে তার উপর নির্ভর করতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের অধিকাংশ দেশ করোনা ভাইরাসে আক্তান্ত হওয়ায় বিশ্ব বানিজ্য প্রায় বন্ধ হওয়ার উপক্রম। যার ফলস্বরূপ বিশ্ব বানিজ্য আজ হুমকির মুখে।

 

ভাইরাসের প্রভাবে খাদ্যপণ্য ব্যতিত বিশ্বব্যাপী প্রতিটি সেক্টরে ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় উৎপাদন ব্যবস্থা ব্যহত হচ্ছে চরম ভাবে। এছাড়াও ভাইরাসের প্রাদুর্ভাবে উৎপাদন ব্যবস্থা প্রতিদিন হ্রাস পাচ্ছে। যার ফলে দিন দিন সংঙ্কটাপন্ন বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতির উরতি চালিকা শক্তি চিন থেকে মহামারী শুরু হয় নভেল করোনা ভাইরাসে। বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসে চিন মৃত্যুতে রয়েছে দ্বিতীয় অবস্থানে ও প্রথম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি এছাড়াও পৃথিবীর অর্থনীতির মূল চালিকা শক্তির প্রত্যেক দেশই সংক্রামিত, চিনে সংক্রামন ও মৃত্যের সংখ্যা কমে আসলেও অর্থনীতির উচ্চতর শক্তিশালী দেশ গুলোর অবস্থা প্রতিদিনই খারাপ হচ্ছে। যার ফলে নিম্ন আয়ের দেশ গুলোর ক্রেতা শুন্য হচ্ছে প্রতিদিন যার ফলে অর্থনৈতিক ভাবে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের দেশগুলো। যার ফলে অর্থনৈতিক মন্দা ভাব দেখা দেবে নিম্ম আয়ের দেশগুলোতে। এক কথায় বলা যায় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পরতে পারে নিম্ন আয়ের দেশগুলো।

 

 

তবে নিম্ন আয়ের দেশগুলোতে যদি ভাইরাসের চরম প্রাদুর্ভাব দেখা দেয় তাতে যদি খাদ্যশস্য উৎপাদন ব্যবস্থা ব্যহত হয় তাহলে নিম্ন আয়ের দেশ গুলোতে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। যার প্রস্তুতি সরূপ নিম্ন আয়ের দেশ গুলোর প্রতিকারে ব্যবস্থা এখনি নেয়া প্রয়োজন। যেহেতু উচ্চ আয়ের দেশ গুলোর অবস্থা ভাইরাসে নাজেহাল তাদের প্রতিরোধ ব্যবস্থায় কমেছে ক্রয় ক্ষমতা ও উৎপাদন ক্ষমতা এর ফলে বিশ্ব বানিজ্য তাদের কমে যাওয়ার দেখা দিবে অর্থনৈতিক মন্দাভাব। যদিও তারা অর্থনৈতিক ভাবে সয়ংসম্পুর্ন দেশ তাদের খাদ্যশস্যে ঘাটতি দেখা দিলে তারা তা অর্থনৈতিক ভাবে মোকাবেলা করতে পারবে।

 

তবে যদি চিনের উহান বা ইতালির লমবার্দির মত প্রতিটি দেশের প্রতিটি রাজ্যের অবস্থা এমন হয় তবে খাদ্য সংকটে তারাও পরতে পারে ফলে দেখা দেবে অর্থনৈতিক সংকট। এর ব্যবস্থা সরূপ পৃথিবীতে জুড়ে প্রয়োজনে লক ডাউন করে খাদ্যশস্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। নতুবা ভাইরাসের সংকট মোকাবেলার পর বিশ্বে তৈরি হবে নতুন এক সংকট। সোজা কথায় ভাইরাসে বিশ্বে থাকবে যেমন অর্থনৈতিক সংকট তেমনি সাথে থাকবে খাদ্য সংকট। এই সংকটে বিশ্ব অর্থনীতিতে বিরাজ করবে মন্দাভাব সাথে প্রায় প্রতিটি দেশেরই অর্থনৈতিক অবস্থা থাকবে হুমকিতে।

 

মুলত বিশ্বে ক্রয়ক্ষমতা কমে যাওয়া উৎপাদন ক্ষমতা কমে যাওয়া,কৃষি উৎপাদন ব্যহত হওয়া ,আমদানি ও রফতানি চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব অর্থনীতি হুমকিতে পরতে যাচ্ছে। তবে এর উত্তরনে ভেদাভেদ ভুলে একযোগে বিশ্ব কাজ করলে বিশ্ব অর্থনীতির ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে।