কোন স্থানেই প্রচার-প্রচারনা করতে দিচ্ছে না পুলিশ-সরোয়ার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর (৫) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীর্ষের প্রার্থী সাবেক জাতীয় সংসদের হুইপ এ্যাড.মজিবর রহমান সরোয়ার গনমাধ্যম কর্মীদেরকে বলেন মাঠে সেনা বাহিনী আসার পরও নির্বাচনী মাঠের পরিস্থিতি একটুও বদলাই নাই।
কোন স্থানেই নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারনা করতে নামলেই পুলিশ বিনা গ্রেপতারী পরোয়ানা ছাড়াই আমি সরোয়ার একজন প্রার্থী হয়ে হওয়ার পরও আমাকে ধাক্কা দিয়ে কর্মী ও সমর্থকদের পুলিশ গ্রেফতার করে নিয়ে সাধারন জনগনের মাঝে ভীতি আতংক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করে যাচ্ছে।
তিনি আরো বলেন এখনো দিন-রাত পুলিশ ধানের শীর্ষের সমর্থক কর্মীদের গন গ্রেফতার করে চলছে।
জনগন আশা করেছিল সেনা বাহিনী মাঠে আসলে হয়ত এবারের মত একটি ভোট তারা কেন্দ্রে গিয়ে দিতে পারবে এখনো যেভাবে পুলিশ আমাদের দলীয় লোকদের হয়রানী নির্বিচারে গ্রেপতার করে যাচ্ছে তাতে আমরা সুষ্ঠ নির্বাচন ও জনগন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে বলে মনে হয় না।
সরোয়ার আরো বলেন আমার নৌকা প্রতীক প্রার্থী প্রশাসনকে ব্যবহার করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে।
আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত ভোঠের মাঠেই থাকব এতে আমাকে সহ আমার সকল নেতা-কর্মী ও সমর্থকদের পুলিশ গ্রেফতার করুক।
এসময় তিনি বরিশাল সদর আসনের সকল জনগনের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের ভোটের ন্যায্য অধিকার কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে দিবেন কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট ভাবে ভোট দেয়ার জন্য আহবান জানান।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার নগরীর রুপাতলী সোনার গাঁও টেক্সটাইল মিল সহ বিভিন্ন স্থানে তার দেহ রক্ষি মিজান সহ এ্যাড.পলাশ নামের এক কর্মী নিয়ে অসহায়ের মত প্রচার-প্রচারনা ও গন সংযোগ করেন।
এর পরপরই তিনি বরিশাল শহরতলী ১০নং চন্দ্রমোহন ইউনিয়নে গন সংযোগ করে স্পীডবোট যোগে বরিশালে ফিরে আসার পথে সাহেবের হাট নামকস্থানের নদী পথে বন্দর থানার একদল সিভিল ড্রেসের পুলিশ স্পীডবোট আটকাবার চেষ্টা করে ব্যার্থ হলে তারা পিছু ধাওয়া করে।
মজিবর রহমান সরোয়ার এসময় তার স্পীডবোটটি বিশ্বাসের হাট চরমোনাইর ৫নং ইউনিয়ন পরিষদের সামনের নদীর ঘাটলায় থামানোর সাথে সাথে পুলিশ সদস্যরা কোন কথা না বলে মজিবর রহমান সরোয়ারকে ধাক্কা দিয়ে সড়িয়ে হাতে ধানের শীষের লিফলেট থাকার অপরাধে টেনে-হিছড়ে পুলিশের স্পীডবোট উঠিয়ে নিয়ে এ্যাড. পলাশ নামের এক কর্মীকে।
এসময় মজিবর রহমান সরোয়ার আটকের কারন ও পলাশকে ছাড়িয়ে রাখার জন্য অনেক অনুরোধ করার পরও পলাশকে নিয়ে বন্দর থানার দিকে চলে যায়।
এর আগে পুলিশ চলে আসা দেখে চন্দ্রমোহন ইউনিয়নের প্রবীন বিএনপি নেতা ইসরাইল পন্ডিত ও সরোয়ারের নির্বাচনী সাথী মিজান পালিয়ে নিজেদের রক্ষা করেন।
অপরদিকে সরোয়ার বরিশালে ফিরে নগরীর বেলতলা ফেরী ঘাট এলাকায় আসলে সেখানে কাউনিয়া থানার ওসি তদন্ত গোলাম কবীর সহ একাধিক পুলিশ অবিফিসার সরোয়ারের সাথে থাকা কর্মীদের আটকের জন্য অবস্থান নেয়। পরে সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারেন একজনকে বন্দর থানা আটক করে নিয়ে গেছেন।

একবার হাতপাখাকে সুযোগ দিন- চরমোনাই পীর

বরিশাল অবজারভার ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, ইতিপূর্বে ভোট দিয়ে যাদের বিজয়ী করেছেন তাদের উন্নয়নমূলক কার্যক্রম আপনারা প্রত্যক্ষ করেছেন। এবার হাতপাখাকে সুযোগ দিয়ে দেখেন, উন্নয়নের প্রকৃত রূপ দেখাতে চাই। আমরা যদি আপনাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারি তবে আর কখনো ভোট চাইতে আসবোনা।

শায়েখে চরমোনাই আরো বলেন, দেশে প্রতি অর্থ বছরে বিশাল বাজেট হয়ে থাকে। বাজেটের শতভাগ নয় যদি ৫০% উন্নয়নের কাজে ব্যয় করা হতো তবে দেশের চেহারা পাল্টে যেত। আমরা আপনাদের আশ^স্থ করে বলতে পারি যে, বরিশাল সদরের জন্য বরাদ্ধের যে অর্থ আমরা পাবো তার শতভাগ আপনাদের জন্যই ব্যয় করবো ইনশাআল্লাহ।

আজ ২৬-১২-২০১৮ ইং বুধবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন, আমাদের রাজনীতি হলো দেশ, জাতি ও মানবতার কল্যাণের জন্য। আমরা নিজেদের পকেট ভারী কাের জন্য রাজনীতি করিনা। সুতরাং দেশে টেকশই উন্নয়ন ও স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য হাতপাখার বিকল্প নেই।

পথসভায় উপস্থিত অন্যান্ন বক্তারা বলেন, দেশে এখন সৎ ও যোগ্য নেতার খুবই অভাব। শায়েখে চরমোনাই এমন একজন নেতা, যার মাঝে একাধারে সততা, ন্যায়নিষ্ঠা, শিক্ষাগত ও সার্বিক যোগ্যতা এবং সৃজনশীল চিন্তাধারা সমাবেশ রয়েছে। সুতরাং বরিশালবাসীর উন্নয়ন ও সংসদে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হলে তাকেই বিজয়ী করতে হবে। তাই বরিশালবাসী এবার দল-ভেদাভেদ সব ভুলে শায়েখে চরমোনাইকে বিজয়ী করুন।

এছাড়াও শায়েখে চরমোনাই আজ শায়েস্তাবাদ, বুখাইনগর ও চাঁদমারী এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্স সেন্টার ঢাকা এর পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, যুবনেতা এইচ এম সানাউল্লাহ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক বদরুজ্জামান সহ কলরব টীমের সদস্যবৃন্দ।

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা আজ বরিশাল নগরীর জনবহুল স্থানগুলোতে মুফতী ফয়জুল করীম ও তার নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে ব্যতিক্রম গজল পরিবেশনের মাধ্যমে জনতাকে আকৃষ্ট করে। প্রতিটি স্থানেই শিল্পীদের ঘিরে দাঁড়াতে দেখা যায় উৎসুক পথচারী ও স্থানীয় লোকজনকে।

বরিশালে লুসি হল্টের কাছে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সরোয়ার

আকিব মাহমুদ: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রচার-প্রচারনা ও গনসংযোগ লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদেরকে আজ মঙ্গলবার (২৫ই ডিসেম্বর) দুপুরে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মালিক জনগন আওয়ামী লীগ তা মনে করেনা।
তারা জনগনকে ভোটের মাঠের বাহিরে রেখে নির্বাচন করার চিন্তা করছে। সেজন্য তারা পুলিশ ব্যবহার করে আমাদের নেতা-কর্মীদের দিনে রাতে দু বেলায় গন গ্রেফতার করছে।
তিনি আরো বলেন ভোটের মাঠে নির্বাচনী প্রতিদ্বন্দ্বি করার সাহস নেই বলেই তারা আজ আমাদের প্রচার-প্রচারনায় হামলা করে ভাংচুর করছে।
তারা ইতিমধ্যে পুলিশ দিয়ে আমাদের শতাধিক নেতা-কর্মীদের গ্রেফতার করিয়েছে। প্রতিপক্ষ মাঠে না থাকলে ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে।
সরোয়ার আরো বলেন বরিশালে সেনা বাহিনী আসার সাথে সাথে আমাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দেশের মানুষ এখনো বিশ্বাষ করে মাঠে সেনা বাহিনী ঠিকমত দায়ীত্ব পালন করলে অন্তত সাধারন মানুষ তাদের ভোটটি দিতে পারবেন
আমরা সেনাবাহিনীকে কোনভাবেই কলংকিত করতে চাইনা।
এসময় তিনি বলেন আমরা নির্বাচিত হলে দেশের গনতন্ত্র উদ্ধারের মাধ্যমে আইনের শাসন কায়েম করব।
দেশের মানুষের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেয়া হবে যার ভোট তার মত করে তিনি দেবেন।
সরোয়ার এসময় বলেন দেখেন কিভাবে নির্বাচন করব আমাদের লোকজনদেরকে গায়েবী মামলায় গন গ্রেফতার করে যাচ্ছে আমরা রিটানিং অফিসারের কাছে অভিযোগ দেয়ার পরও এখনো তার কাছ থেকে কোন কাংক্ষিত কোন ফলাফল পাইনি।
আমি আশা করি সেনাবাহিনী তাদের সম্মান মর্যদা অক্ষুন্ন রেখে জনসাধারনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কাজ করে আরো সম্মান বৃদ্ধি করবে বলে তিনি আশা করেন।
তিনি নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তের কাছে এসে একা একা নগরীর বিসিক,ট্রেক্সটাইল,কাউনিয়া খ্রীষ্টান কলোনীতে গনসংযোগ করেন এসময় সরোয়ার সদ্য বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া সাবেক ব্রিটিশ নাগরিক লুসি হল্ট সহ কলোনীর সকলের কাছে ধানের শীষে ভোট দেয়ার প্রার্থনা করেন।
বিকালে আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন।
অন্যদিকে সেনাবাহিনী বরিশালে চলে আসায় পুলিশ বাহিনীর সদস্যরা যেন বেপরোয়া হয়ে উঠেছে বাসা-বাড়ি ও রাস্তা-ঘাটে অভিযান চালিয়ে বিএনপি সহ সমমনা চিন্তা চেতনার সকলকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাকেরগঞ্জে মহাজোটের প্রার্থীর সমর্থনে গণমিছিল

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী রত্না আমিনের সমর্থনে কবাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গনমিছিল বের করা হয়। গন মিছিলে কয়েক সহস্রাধিক সাধারন জনতা অংশগ্রহন করে মহাজোটের প্রার্থীর পক্ষে ভোট চান তারা। এসময় কবাই ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নৌকা প্রতীকের সমর্থনে মাঠে সরব জেবুন্নেছা আফরোজ

আকিব মাহমুদ,বরিশাল: নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক। এ দেশের সকল উন্নয়নে এই আওয়ামী লীগের নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গতকাল বরিশালের চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভায় এ আহ্বান জানান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নয়নেরর ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিমকে জয়যুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, বিগত দিনে এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। গনসংযোগকালে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পৌছে গেছে। কাচাঁ রাস্তা পাকাঁ হয়েছে। গ্রামে গ্রামে এখন সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে শহর যেমন সুযোগ সুবিধা পায়, গ্রামেও সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ আর নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এজন্য আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে বেগবান করতে হবে। তিনি বলেন, জনগণ এখন আর স্বাধীনতা বিরোধী, খুনি ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায়না। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বরিশাল অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য হাতপাখায় ভোট দিন- শায়েখে চরমোনাই

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, যে দীপ্ত ঘোষণার প্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিল সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজো প্রতিষ্ঠিত হয়নি। নীতিহীন রাজনীতিকদের মাধ্যমে কখনোই তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন- আপনারা হাতপাখাকে বিজয়ী করুন, আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাই আরো বলেন, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজন নীতিবান নেতা। তাই আমরা শুধু নেতা পরিবর্তনের শ্লোগান নয়, একই সাথে নেতা ও নীতি পরিবর্তনের শ্লোগান দেই। তাই আসুন হাতপাখাকে বিজয়ী করে ভাল নেতা ও নীতিকে বিজয়ী করে স্থায়ী শান্তি ও মুক্তি নিশ্চিত করি।

আজ ২৪-১২-২০১৮ ইং সোমবার বিকাল ৩ টায় বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বন্দরে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন, এদেশের মানুষ এতদিন নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তির মরিচিকা খুজে বেড়িয়েছে। এখন আর মরিচিকা নয়, স্থায়ী শান্তির নীড় খুজে হাতপাখাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত অন্যান্ন বক্তারা বলেন, বরিশালের উন্নয়ন ও সার্বিক কল্যাণের জন্য আপনারা এমন একজন নেতাকে নির্বাচিত করুন, যে ব্যক্তি সংসদে গেলে আপনাদের কথা ভুলে যাবেনা। যে ব্যক্তি আপনাদের কল্যাণ ও সার্বিক উন্নয়ন ও ইসলাম-দেশ এবং মানবতার পক্ষে কথা বলতে পারবে। আমাদের বিশ^াস বরিশাল-৫ আসনে যারা প্রতিদ্বন্দীতা করছেন, তাদের মধ্যে সর্ববিষয়ে যোগ্য, সৎ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী একমাত্র মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সুতরাং আমরা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাইর সাথে আরো উপস্থিত ছিলেন, গত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবেরহাট বন্দর থানা সভাপতি মাওলানা কাজী রুহুল আমীন, চরকাউয়া ইউনিয়ন সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আব্দুল্লাহ আল মামুন টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ভোলা-৩ এর আ’লীগ মনোনীত প্রার্থী এমপি শাওনের নির্বাচনী ইশতেহার

 

ভোলা প্রতিনিধি-লালমোহন-তজুমদ্দিন উপজেলাকে শিল্প এলাকা হিসেবে গড়ে তুলে করে শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষিত ১৭ দফা ইশতেহারে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এমপি শাওন বলেন, নির্বাচিত হতে পারলে ভোলার গ্যাস ও বিদ্যুৎ কাজে লাগিয়ে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করবো। লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি ইউপিতে আইসিটিতে ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি স্কুল স্থাপন করবো।

নুরুন্নবী চৌধুরী শাওনের ইশতেহারে আরো রয়েছে- প্রতিমাসে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা, লালমোহন পৌরসভাকে আধুনিক ও অন্যতম শহর হিসেবে গড়ে তোলা, ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সরবরাহ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশেন, মশক নিধন, স্বল্প মূল্যে চ্যারিটেবল ডিসপেনসারী, বর্জ্য নিষ্কাশনসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইশতেহারে।

এছাড়া নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ড্রেজিং, লালমোহন-তজুমদ্দিনের প্রধান সড়ক, জনবহুল সড়ক, লিংক রোড, সেতু, কালভার্ট নির্মাণ, প্রকৃত ভূমিহীন কৃষিজীবীদের মধ্যে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে খাস জমি বন্টন, জেলেদের দাদন সমস্যা দূর করা, শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

ভোট কেন্দ্র দখল করে আমি এমপি হতে চাই না -আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান,বাউফল: আমার নেত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন চায়। যাতে সাধারান মানুষ তাদের মূল্যবান ভোট দিতে পারে। আমিও চাই বাউফলের সর্বস্তরের মানুষ ভোট কেন্দ্র যাবে এবং ভোট দিবে। আমি ভোট কেন্দ্র দখল করে এমপি হতে চাই না। সোমবার (২৪ শে ডিসেম্বর) ১১২পটুয়াখালী-২ (বাউফল) নির্বাচনী এলাকার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় নওমালা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: রতন আলী মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আলহাজ্ব আ.স.ম ফিরোজ।
তিনি আরো বলেন, গত ১০বছরে এই সরকারের যে উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।
জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাং, নওমালা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বিশ্বাস, দশমিনা উপজেলা আ’লীগের সভাপতি আ: আজিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ আন্তর্জাতিক বিষায়ক উপ-কমিটির সদস্য, চীফ হুইপের বড় ছেলে রায়হান সাকিব, কনিষ্ট ছেলে আশকার সিহাব, কন্যা সাবরিনা সান প্রমুখ।

বরিশালে নৌকা প্রতীকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নৌকা প্রতিকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহে আলম বলেন দেশে এখন দু’টি শক্তি বিরাজমান একটি হচ্ছে দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ও অপরটি দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি। আর এই অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ১৯৭১ সালের মতো এবারের জাতীয় সংসদ নির্বাচনের যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নেতৃত্বের অগ্রভাগে থেকে অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণুর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ,মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন মল্লিক,হায়দার কাজী,মীর সাইদুর রহমান শাহজাহান ও জগন্নাথ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধারা শাহে আলমের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতিক নৌকা তুলে দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এমএ জব্বার,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা মিঠু হাজারী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিসুর রহমান মিলন,সম্পাদক কামরুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক কাওসার হোসেন প্রমুখ। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহে আলম রবিবার বিকালে উপজেলা বিশারকান্দি,সন্ধ্যায় ইলুহার ও রাতে সৈয়দকাঠি ইউনিয়ন ও পৌর শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড়ে নৌকা প্রতিকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।

বরিশাল এবারও সেরা জেএসসিতে, জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা

আকিব মাহমুদ,বরিশাল: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।