বরিশালে ১৯ জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:

আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত অনুদানের, চেক বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক , এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌইিদুজ্জামান পাভেল,প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ চেকগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রদত্ত ১৯।জন অসহায়-দুস্থ ব্যক্তিকে শিক্ষা ও চিকিৎসা সহায়তা হিসেবে ৭১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

প্রয়াত যুবলীগ নেতা সাঈদের পরিবারের পাশে মেয়র সাদিক আব্দুল্লাহ

নিউজ ডেস্ক:

গতকাল রবিবার যুবলীগ নেতা সাঈদের বাসভবনে গিয়ে তার পরিবাবের সদস্যদের খোঁজখবর এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এর আগে যুবলীগ নেতা সাঈদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ নেতা ও নগরীর ১৩ নং ওয়ার্ডের নুরিয়া স্কুল সংলগ্ন ডেংগু সড়কের বাসিন্দা আবদুল বাসেদ মিয়ার ছেলে মুরাদুল ইসলাম সাঈদ।

 

 

শেবাচিমে ৩৬ বেডের ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নেয় ৩শ’ রোগী

অনলাইন ডেস্ক:

সরকারি কর্মচারী শারমিন আক্তার। বরগুনা থেকে এনে তার এক স্বজনকে ভর্তি করিয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে। তিনদিন চিকিৎসাধীন থাকার পর ভোগান্তি আর যন্ত্রণার তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষে শুক্রবার স্বজনকে ভর্তি করিয়েছেন নগরীর বেসরকারি একটি হাসপাতালে।

শারমিন আক্তার অভিযোগ করে, যে ওয়ার্ডে থাকার কথা সর্বোচ্চ ৬০ জন রোগী, সেখানে প্রতিদিন রোগী রয়েছে কয়েকশ’। বেশিরভাগ রোগীই বেড না পেয়ে চিকিৎসার তাগিদে অবস্থান নেয় ওয়ার্ডের বারান্দায় নতুবা ওয়ার্ডের মধ্যে মেঝেতে। শুধু তাই নয় এখানকার বাথরুম, টয়লেটের অবস্থাও খুব খারাপ। পানি থাকে না বেশির ভাগ সময়। এ রকম একটি হাসপাতাল চলতে পারে না। কর্তৃপক্ষের কোনো তদারকি নেই, শুধুই অব্যবস্থাপনা। কথা হয় এই ওয়ার্ডের বারান্দার মেঝেতে ৬ দিন ধরে চিকিৎসাধীন রোগী সাহেরা খাতুনের সঙ্গে। তিনি বলেন, মাথায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এখানে ভর্তি হয়েছি। ডাক্তারদের পা ধরেও আনতে পারি না। তাছাড়া তাদের দেখা মেলাই ভার।

জানা গেছে, শেবাচিম হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডের মধ্যে চারটি ইউনিটের কার্যক্রম চলে থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই ওয়ার্ডটিতে পা ফেলারও জায়গা নেই রোগীদের। তারপর এক রোগীর সঙ্গে আরেক রোগী ঠাসাঠাসি করে থাকছেন এখানে। ওয়ার্ডের বারান্দায়ও খালি নেই কোনো স্থান। এখানেও ঠাসাঠাসি ওয়ার্ডের মতো। প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসক-নার্স হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। শুধু এই ওয়ার্ডটিতেই নয়, তৃতীয় তলার গাইনি ওয়ার্ড, প্রসূতি বিভাগ, মহিলা সার্জারি ওয়ার্ড এবং দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডেও একই অবস্থা। তবে এর মধ্যে মহিলা মেডিসিন ও মহিলা সার্জারি ওয়ার্ডের মধ্যে চারটি করে মোট আটটি ইউনিটের কার্যক্রম চলে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে জানা গেছে, ৩৬ বেডের এই ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩শ’ থেকে ৪শ’ রোগী চিকিৎসাধীন থাকেন। হিজিবিজি অবস্থায় এখানে চিকিৎসাসেবা দিতে হয় বলে জানিয়েছেন এখানে কর্মরত এক নার্স।

প্রসূতি বিভাগের চিকিৎসাধীন রোগীর স্বামী মেহেন্দিগঞ্জের বাসিন্দা আবুল ফজল জানান, এখানে রোগীরা সুস্থ হওয়ার আশা নিয়ে এলেও পরিবেশের কারণে আরও অসুস্থ হয়ে পড়ে। অপরিচ্ছন্ন পরিবেশে দম ফেলাও যেন কষ্টের ব্যাপার। প্রতিদিন অন্তত যদি হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো তাহলেও একটু স্বস্তি মিলতো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অবকাঠামোগত দিক দিয়ে হাসপাতালটি ৫শ’ শয্যার হলেও কাগজে কলমে ১ হাজার শয্যার হাসপাতাল এটি। এখানে ১ হাজার শয্যার জনবল তো দূরের কথা, এখানে ৫শ’ শয্যার জন্যও পর্যাপ্ত জনবল নেই। ৫শ’ শয্যার জন্য ১২৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ৯৯ জন। এছাড়া সব মিলিয়ে অন্য ৩২১টি পদ শূন্য রয়েছে এখানে এবং ১ হাজার শয্যার হিসেব করতে গেলে ১৯০১টি পদ শূন্য রয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র এই হাসপাতালে। যে কারণে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে দাবি কর্তৃপক্ষের।

বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৌরভ সুতার বলেন, আউটডোরে তেমন কোনো সমস্যা না হলেও ইনডোরে সমস্যা অনেক। চিকিৎসক পর্যাপ্ত না থাকায় সমস্যা হচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, আমাদের এখানে চিকিৎসকসহ স্টাফ সংকট রয়েছে। আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি। আর তাছাড়া আমাদের অপর ভবনের কাজটিও শেষ পর্যায়ে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে জায়গা সংকটের সমস্যাও নিরসন হবে। পরিচালক আরও বলেন, আমরা আরও ভবন করার জন্য চেষ্টা করছি। সেগুলো সম্পন্ন হলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না।

সূত্র: যুগান্তর

সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি : সাদিক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, হিন্দু-মুসলমান এরকম কোন ব্যবধান আমি দেখি না। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নিরলস ভাবে কাজ করছে। আর আমি তার একজন কর্মী হিসেবে সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি। আমি ঈদেও যেমন সবাইকে নিয়ে উৎসব পালন করেছি, তেমনি পুজোতেও সবাই নিয়ে উৎসব পালন করতে চাই।

রোববার বরিশাল নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরের ৪২ টি পূজামন্ডপে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন মেয়র।

পূজায় শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, কোন কিছু দেখে সন্দেহ হলে কিংবা কোন কিছু সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন । আর আমি আপনাদের পাশি আছি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারন সম্পাদক মানিক মুখার্জি কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের নারয়ান চন্দ্র দে, সাধারন সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ।

বক্তব্য প্রদান শেষে মেয়র ও ‍উপস্থিত অতিথিরা বরিশাল নগরের ৫ টি ব্যক্তিগতসহ ৪২ টি পূজা মন্ডপের নেতৃবন্দর হাতে অনুদানের চেক বিতরণ করেন। উল্লেখ্য এবারই প্রথম অনুদানের পরিমান বাড়ানো হয়েছে।

গত বছর সার্বজনীন পূজা মন্ডপের নেতৃবৃন্দকে ১২ হাজার টাকা দেয়া হলেও এ বছর তা ২০ হাজার এবং ব্যক্তিগত পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দকে ৬ হাজার টাকার স্থলে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

বরিশালে ৫ দফা দাবীতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের উদ্যোগে বরিশালে জেলা প্রশাসন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসনের সামনে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মচারিরা, বার্ষিক ইনক্রিমেন্ট ২০ ভাগ করা, টাইম স্কেলের সিলেকশন গ্রেড পুর্ণবহাল, আউট সোর্সিংএ নিয়োগকৃতদের নিয়মিত করা সহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করে।

এসময় জেলা শাখার সভাপতি মানিক মৃধার সভাপতিত্বে বক্তরা আর্থিক ও প্রশাসানিক সকল বৈষম্য নিরসনের দাবী জানান।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসের কাছে স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্দ সরকারি কর্মচারিরা।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্ত্রী হাসানাত আব্দুল্লাহ’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার পূজা উদযাপন কমিটি, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

আজ রবিবার ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মোনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র ‎মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি শারদীয় দূর্গাপূজার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি

(বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই)

মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স কোসের্র শিক্ষক। আমি ২০১৫ সালের দৈনিক জাতীয় পত্রিকায় সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করি। পরবর্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে রাষ্ট্রবিজ্ঞান  বিভাগে অনার্স কোর্সের একজন সম্মানিত এবং গর্বিত শিক্ষক হিসেবে ২০১৫ সালের নভেম্বর মাসে কলেজে যোগদান করি। সেই থেকে আজ পর্যন্ত ০৫ বছর অতিবাহিত হয়ে গেল শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি। আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের  লেখাপড়া করিয়ে থাকি। যারা লেখা পড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে পরিবার পরিজনের ভরণ পোষনের দায়িত্ব নিয়ে থাকে এবং দেশ সেবায় আত্মনিয়োগ করে। তারা কর্মজীবনে প্রবেশ করার পর বেতন ভাতা পায় অথচ আমরা পাইনা। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখা‌নে  শিক্ষকেরা বেতন পায়না।
মাননীয় প্রধানমন্ত্রী   সারাদেশের নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসার  শিক্ষকরা আপনার জন্য অধীর আগ্রহে আছেন, আপনি জাতিসংঘের অধিবেশনে  শেষে  দেশে ফিরে এসে তাদের এমপিওর ঘোষনা দিবেন।এটা তাদের জন্য এক প্রকার ঈদ আনন্দ। তারা নতুন প্রতিষ্ঠান তৈরি করে সেখানে চাকরি করছে। কিন্তু আমরা নতুন কলেজ তৈরি করে চাকরি করতে আসি নাই, আমাদের জাতীয় পত্রিকায় সার্কুলার দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে,আমাদের প্রতিষ্ঠান পুরাতন এবং এমপিও ভুক্ত। বর্তমানে আমাদের কোন ঈদ নেই, কোন পূজা নেই ,কোন আনন্দ নেই। পিতামাতার ভরন পোষন তো দুরের কথা নিজের জীবন নিয়েই চলতে পারছি না,পরিবার পরিজন নিয়ে। বছরের পর বছর চলে যায় অথচ আমাদের মত শিক্ষকদের জীবনে ঈদ আসে।কলেজ থেকে যে দু-চার হাজার টাকা পোষাক এবং যাতায়াত বাবদ যেটা পেতাম সেটাও দীর্ঘ দিন বন্ধ। এখন পরিবার পরিজন নিয়ে এক অসহনীয় দূর্বিসহ জীবন যাপন করছি। শুধু আমি একা নই আমার মত বাংলাদেশ আওয়ামী লীগ,যুব লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগের শতশত নেতাকর্মী সহ প্রায় ৩৫০০ মেধাবী বেতনবিহীন শিক্ষক,যারা অনার্স মাস্টার্স শিক্ষক হিসেবে কর্মরত আছেন।এদের এমপিও ভুক্ত করতে বছরে মাত্র একশত কোটি টাকা খরচ হবে। যেটা দেশের জন্য বোঝা নয় বরং বিনিয়োগকৃত সম্পদ।
মাননীয় প্রধানমন্ত্রী,
মধ্যযুগে সম্পদশালী লোকেরা কৃত দাস দাসী ক্রয় করে তাদের দিয়ে সংসারের যাবতীয় কাজ করানো হত। তাদের কোন চাওয়া পাওয়া ছিল না,কোন অধিকার ছিলনা।রোহিঙ্গারা মিয়ানমারের কোন মৌলিক অধিকার না পাওয়ার কারনে (খাদ্য,বস্ত্র,বাসস্থান শিক্ষা,চিকিৎসা) তাদের মধ্যে কোন শিক্ষা সংস্কৃতি কিছুই ছিল না,ফলে তারা বিশৃংখল জীবন যাপন করতে বাধ্য হত।যার কারনে তাদের দেশ থেকে তারিয়ে দিয়েছে।নিন্দিত জাতি হিসেবে পৃথিবিতে তারা পরিচিতি পেয়েছে। বর্তমানে আপনি তাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে মহানুভবতার পরিচয় দিয়ে “মানবতার মা” উপাধি পেয়েছেন।যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
আজ আমরাও এই উন্নয়নশীল সভ্য দেশে বাস করে সেই মধ্যযুগের বিনা বেতনের কৃতদাসীতে পরিনত হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় , কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের ক্রয় করে নয় বরং নিয়োগ দিয়ে কৃতদাস বানিয়ে রেখেছে, রোহিঙ্গা বানিয়ে রেখেছে।এখানে আমাদের মান,মর্যাদা,সম্মান কিছুই নেই। আমাদের ও কোন চাওয়া পাওয়ার অধিকার নেই।পৃথিবীর কোন দেশে এমন নজির নেই যে, চাকরি দেবে, কাজ দেবে কিন্তু বেতন দেবে না। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের সরকারি বেসরকারি এমন কোন প্রতিষ্ঠান নেই ,যেখানে জাতীয় পত্রিকায় সার্কুলার দিয়ে লোক নিয়োগ করবেন, আর তারা বিনা বেতনে, স্বেচ্ছা শ্রমে একমাস কাজ করে সেবা দিয়ে যাবে। এক জনও পাওয়া যাবে না। অথচ আমরা দির্ঘ ২৭ বছর বিনাবেতনে দেশের সেবা দিয়ে যাচ্ছি।  এখন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জানা গেল এখানে শিক্ষার মান খারাপ। কাজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কোর্স  রাখা যাবে না। আঞ্চলিক বিশ্বিদ্যালয়ের সংযুক্ত করতে হবে।  রোহিঙ্গাদের মতো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেয়ার পরিকল্পনা হচ্ছে ! যেমনটি মধ্যযুগের বিনা বেতনের কৃতদাসীদের সাথে করা হত। মধ্যযুগের কৃতদাসীদের যেভাবে মূল্যায়ন করা  হত আমাদের ও সেই একইভাবে মূল্যায়ন করা হচ্ছে। অনেকেই এসকল প্রতিষ্ঠানে চাকরি করতে এসে বিনা বেতনে খালি হাতে অবসরে চলে যাচ্ছেন,আবার অনেকেই অন্যত্র চাকরি খুজে চলে যাচ্ছেন।সকল যোগ্যতা থাকা সত্বেও জনবল কাঠামোতে আমাদের অর্ন্তভুক্ত না থাকার কারনে চাকরি জীবনে বেতন (এমপিও) বঞ্চিত হওয়ার সাথে সাথে সহকারি অধ্যাপক,অধ্যাপক এবং অধ্যক্ষ পদ লাভ করার কোন সুযোগ আমাদের নেই। বিষয়টি অত্যন্ত অমানবিক।
জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট কমাতে গিয়ে শিক্ষার মান কিছুটা কমে গিয়েছে। কাম্য সংখ্যক আসনের বিপরিতে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির কারনে সরকারি কলেজ গুলোতে ঠিকমতো সকল ছাত্র/ছাত্রী ক্লাশ করার সুযোগ পায় না। আমাদের মন্ত্রী,এমপি,রাজনীতিবিদ,আমলাদের পরামর্শে তাদের এলাকায় অপ্রয়োজনীয় কলেজ গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স অধিভুক্তি দিয়েছে।এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে বন্ধ করা উচিত। সকল কলেজে আসন সংখ্যা (ভৌত অবকাঠামো অনুযায়ী) সীমিত করে সর্বোচ্চ একশত আসনে নামিয়ে আনা উচিত। যেহেতু বর্তমানে সেশনজট নেই সেহেতু বিশ্ববিদ্যালয়কে  অতীতের গৌরব ফিরিয়ে এনে লেখাপড়ার মানের দিকে নজর দেয়া উচিত।
 মাননীয় প্রধানমন্ত্রী ,
আপনার কাছে বিনীত অনুরোধ করি বঙ্গবন্ধুর কন্যা হয়ে সারা পৃথিবীর মানুষ আজ আপনাকে মানবতার মা বলে ডাকেন, সেই মানবতার ছোঁয়ায় দেশের নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিও ভুক্তির সাথে আমাদের বেসরকারি কলেজে দীর্ঘদিন বঞ্চিত অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও ঘোষনা দিন। এমপিও ঘোসনা দিলে এখন বেতন না পেলেও এক সময় পাবো এই মনে করেই আপাতত ঈদের আনন্দ উপভোগ করব, এটাই মনে করব আমাদের জন্য ঈদ বোনাস। আপনি ছাড়া আর কোথাও আমাদের বলার জায়গা নেই। আমাদের কেউ দায়িত্ব নিতে চায় না। মন্ত্রি, সচিব, আমলা,এমনকি ভিসি না। আপনি আমাদের এমপিও দিন, পরিবার নিয়ে মাথা উচু করে বাঁচার অধিকার দিন।
মোকলেসুর রাহমান মনি 
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বাবুগঞ্জ  কলেজ, বরিশাল।
সাংগঠনিক সম্পাদক
বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে খোলা চিঠি

(বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই)

মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স কোসের্র শিক্ষক। আমি ২০১৫ সালের দৈনিক জাতীয় পত্রিকায় সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করি। পরবর্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে রাষ্ট্রবিজ্ঞান  বিভাগে অনার্স কোর্সের একজন সম্মানিত এবং গর্বিত শিক্ষক হিসেবে ২০১৫ সালের নভেম্বর মাসে কলেজে যোগদান করি। সেই থেকে আজ পর্যন্ত ০৫ বছর অতিবাহিত হয়ে গেল শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি। আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের  লেখাপড়া করিয়ে থাকি। যারা লেখা পড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে পরিবার পরিজনের ভরণ পোষনের দায়িত্ব নিয়ে থাকে এবং দেশ সেবায় আত্মনিয়োগ করে। তারা কর্মজীবনে প্রবেশ করার পর বেতন ভাতা পায় অথচ আমরা পাইনা। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখা‌নে  শিক্ষকেরা বেতন পায়না।
মাননীয় প্রধানমন্ত্রী   সারাদেশের নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসার  শিক্ষকরা আপনার জন্য অধীর আগ্রহে আছেন, আপনি জাতিসংঘের অধিবেশনে  শেষে  দেশে ফিরে এসে তাদের এমপিওর ঘোষনা দিবেন।এটা তাদের জন্য এক প্রকার ঈদ আনন্দ। তারা নতুন প্রতিষ্ঠান তৈরি করে সেখানে চাকরি করছে। কিন্তু আমরা নতুন কলেজ তৈরি করে চাকরি করতে আসি নাই, আমাদের জাতীয় পত্রিকায় সার্কুলার দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে,আমাদের প্রতিষ্ঠান পুরাতন এবং এমপিও ভুক্ত। বর্তমানে আমাদের কোন ঈদ নেই, কোন পূজা নেই ,কোন আনন্দ নেই। পিতামাতার ভরন পোষন তো দুরের কথা নিজের জীবন নিয়েই চলতে পারছি না,পরিবার পরিজন নিয়ে। বছরের পর বছর চলে যায় অথচ আমাদের মত শিক্ষকদের জীবনে ঈদ আসে।কলেজ থেকে যে দু-চার হাজার টাকা পোষাক এবং যাতায়াত বাবদ যেটা পেতাম সেটাও দীর্ঘ দিন বন্ধ। এখন পরিবার পরিজন নিয়ে এক অসহনীয় দূর্বিসহ জীবন জাপন করছি। শুধু আমি একা নই আমার মত বাংলাদেশ আওয়ামী লীগ,যুব লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগের শতশত নেতাকর্মী সহ প্রায় ৩৫০০ মেধাবী বেতনবিহীন শিক্ষক,যারা অনার্স মাস্টার্স শিক্ষক হিসেবে কর্মরত আছেন।এদের এমপিও ভুক্ত করতে বছরে মাত্র একশত কোটি টাকা খরচ হবে। যেটা দেশের জন্য বোঝা নয় বরং বিনিয়োগকৃত সম্পদ।
মাননীয় প্রধানমন্ত্রী,
মধ্যযুগে সম্পদশালী লোকেরা কৃত দাস দাসী ক্রয় করে তাদের দিয়ে সংসারের জাবতীয় কাজ করানো হত। তাদের কোন চাওয়া পাওয়া ছিল না,কোন অধিকার ছিলনা।রহিঙ্গারা মিয়ানমারের কোন মৌলিক অধিকার না পাওয়ার কারনে (খাদ্য,বস্ত্র,বাসস্থান শিক্ষা,চিকিৎসা) তাদের মধ্যে কোন শিক্ষা সংস্কৃতি কিছুই ছিল না,ফলে তারা বিশৃংখল জীবন যাপন করতে বাধ্য হত।যার কারনে তাদের দেশ থেকে তারিয়ে দিয়েছে।নিন্দিত জাতী হিসেবে পৃথিবিতে তারা পরিচিতি পেয়েছে। বর্তমানে আপনি তাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে মহানুভবতার পরিচয় দিয়ে “মানবতার মা” উপাধি পেয়েছেন।যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
আজ আমরাও এই উন্নয়নশীল সভ্য দেশে বাস করে সেই মধ্যযুগের বিনা বেতনের কৃতদাসীতে পরিনত হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় , কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের ক্রয় করে নয় বরং নিয়োগ দিয়ে কৃতদাস বানিয়ে রেখেছে, রহিঙ্গা বানিয়ে রেখেছে।এখানে আমাদের মান,মর্যাদা,সম্মান কিছুই নেই। আমাদের ও কোন চাওয়া পাওয়ার অধিকার নেই।পৃথিবীর কোন দেশে এমন নজির নেই যে, চাকরি দেবে, কাজ দেবে কিন্তু বেতন দেবে না। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের সরকারি বেসরকারি এমন কোন প্রতিষ্ঠান নেই ,যেখানে জাতীয় প্রত্রিকায় সার্কুলার দিয়ে লোক নিয়োগ করবেন, আর তারা বিনা বেতনে, স্বেচ্ছা শ্রমে একমাস কাজ করে সেবা দিয়ে যাবে। এক জনও পাওয়া যাবে না। অথচ আমরা দির্ঘ ২৭ বছর বিনাবেতনে দেশের সেবা দিয়ে যাচ্ছি।  এখন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জানা গেল এখানে শিক্ষার মাান খারাপ। কাজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কোর্স  রাখা যাবে না। আঞ্চলিক বিশ্বিদ্যালয়ের সংযুক্ত করতে হবে।  রোহিঙ্গাদের মতো এখন জাতীয় বিশ্বিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেয়ার পরিকল্পনা হচ্ছে ! যেমনটি মধ্যযুগের বিনা বেতনের কৃতদাসীদের সাথে করা হত। মধ্যযুগের কৃতদাসীদের যেভাবে মূল্যায়ন করা  হত আমাদের ও সেই একইভাবে মূল্যায়ন করা হচ্ছে। অনেকেই এসকল প্রতিষ্ঠানে চাকরি করতে এসে বিনা বেতনে খালি হাতে অবসরে চলে যাচ্ছেন,আবার অনেকেই অন্যত্র চাকরি খঁজে চলে যাচ্ছেন।সকল যোগ্যতা থাকা সত্বেও জনবল কাঠামোতে আমাদের অর্ন্তভুক্ত না থাকার কারনে চাকরি জীবনে বেতন (এমপিও) বঞ্চিত হওয়ার সাথে সাথে সহকারি অধ্যাপক,অধ্যাপক এবং অধ্যক্ষ পদ লাভ করার কোন সুযোগ আমাদের নেই। বিষয়টি অত্যন্ত অমানবিক।
জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট কমাতে গিয়ে শিক্ষার মান কিছুটা কমে গিয়েছে। কাম্য সংখ্যক আসনের বিপরিতে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির কারনে সরকারি কলেজ গুলোতে ঠিকমতো সকল ছাত্র/ছাত্রী ক্লাশ করার সুযোগ পায় না। আমাদের মন্ত্রী,এমপি,রাজনীতিবিদ,আমলাদের পরামর্শে তাদের এলাকায় অপ্রয়োজনীয় কলেজ গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স অধিভুক্তি দিয়েছে।এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে বন্ধ করা উচিত। সকল কলেজে আসন সংখ্যা (ভৌত অবকাঠামো অনুযায়ী) সীমিত করে সর্বোচ্চ একশত আসনে নামিয়ে আনা উচিত। যেহেতু বর্তমানে সেশনজট নেই সেহেতু বিশ্ববিদ্যালয়কে  অতীতের গৌরব ফিরিয়ে এনে লেখাপড়ার মানের দিকে নজর দেয়া উচিত।
 মাননীয় প্রধানমন্ত্রী ,
আপনার কাছে বিনীত অনুরোধ করি বঙ্গবন্ধুর কন্যা হয়ে সারা পৃথিবীর মানুষ আজ আপনাকে মানবতার মা বলে ডাকেন, সেই মানবতার ছোঁয়ায় দেশের নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিও ভুক্তির সাথে আমাদের বেসরকারি কলেজে দীর্ঘদিন বঞ্চিত অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিও ঘোষনা দিন। এমপিও ঘোসনা দিলে এখন বেতন না পেলেও এক সময় পাবো এই মনে করেই আপাতত ঈদের আনন্দ উপভোগ করব, এটাই মনে করব আমাদের জন্য ঈদ বোনাস। আপনি ছাড়া আর কোথাও আমাদের বলার জায়গা নেই। আমাদের কেউ দায়িত্ব নিতে চায় না। মন্ত্রি, সচিব, আমলা,এমনকি ভিসি না। আপনি আমাদের এমপিও দিন, পরিবার নিয়ে মাথা উচু করে বাঁচার অধিকার দিন।
মোকলেসুর রাহমান মনি 
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বাবুগঞ্জ  কলেজ, বরিশাল।
সাংগঠনিক সম্পাদক
বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন

মোঃ শাহাজাদা হীরা:

“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে এবারের এ প্রতিপ্যাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০১৯ পালন উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হলে, বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগীতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিব, বরিশাল মেট্রোপলিটন (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার, আকরামুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সুধিজন এ্যাড. এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি, কাজল ঘোষসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন কর্মকর্তা ও ট্যুরিষ্ট পুলিশ অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিমনার, জাকারিয়া সহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভ উদ্বোধন করেন। পরে প্রজেক্টরের মাধ্যমে বরিশালের আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন স্থানের বিভিন্ন চিত্র ভিডিও ডকুমেন্টারি মাধ্যমে প্রদর্শন করা হয়, যাদেখে অনুষ্ঠানের অতিথিরা মুগ্ধ হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পর্যটন দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় পরিশেষে টুরিস্ট পুলিশের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন বরিশালের দূর্গাসাগর, সাতলার লাল শাপলার বিলকে আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন এলাকায় পরিনত করা হবে। পর্যটন এলাকা শুধু শিল্প নয় এখান থেকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে অণ্যদিকে পর্যটনের অর্থে দেশ হবে অর্থনৈতিক স্বাভলম্ভি। ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দূর্গাসাগর সহ শাপলা বিল এলাকায় রেস্টহাউজ ও গেস্টহাউজ নির্মাণ করা সহ বরিশালের গুঠিয়া জামে মসজিদ,শেরে বাংলার যাদুঘড় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা আগামী বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। বরিশালের অপরুপ সৌন্দয্য আকর্ষনীয় ও দর্শনীয় নিলাভূমি গড়ে তোলার ক্ষেত্রে শুধু জেলা প্রশাসকের একার পক্ষে সম্ভব নয় এখানে সকলের সহযোগীতায় হাত বাড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে দূর্গাসাগর আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ার জন্য সরকারের পক্ষথেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে যা দিয়ে শিঘ্রই দর্শনীয় উন্নয়নমূলক কাজ করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য জেলা প্রশাসক আহবান জানান। তিনি আরো বলেন, এখানে যাতে করে কোন ধরনের পর্যটক ভ্রমন পিপাসুরা কোন প্রকার বখাটেধারা চলাফেরায় বাধাগ্রস্থ না হয় সেজন্য এখানে নিয়মিত দায়ীত্ব পালন করবে ট্যুরিষ্ট পুলিশ।

বিএম কলেজে শেখ কামাল আইটি ট্রেনিং এর উদ্বোধন

বিএম কলেজ প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গনিত বিভাগের আইসিটি ল্যাবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টার প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক গৌরী শঙ্কর ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, শিক্ষক পরিষদ সম্পাদক আলামিন সরোয়ার, গনিত বিভাগের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন।উক্ত কোর্সের কো- অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আলামিন হোসেন,ব্যাবিলন রির্সোস।এই কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৩ শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করা হবে।