২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ফের বাড়লো ডলারের দাম

ডেস্ক রিপোর্ট:

দেশে মার্কিন ডলারের দাম ফের বেড়েছে। তাতে টাকার মান আরও ৩০ পয়সা কমেছে। টাকার বিপরীতে আরও বাড়লো ডলারের দর।

মঙ্গলবার (১৪ জুন) প্রতি ডলারে আরও ৩০ পয়সা বাড়িয়ে আন্ত:ব্যাংক দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৮০ পয়সা।

মঙ্গলবারে এ দামে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে ডলার বিক্রির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৪৪ বিলিন ডলারে নেমেছে। জানা গেছে, চলতি অর্থ বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিত্রক্র করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক।

প্রচুর ডলার বিক্রির কারণে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।

ফের বাড়ল ডলারের দাম

ডেস্ক রিপোর্ট:

মার্কিন ডলারের দাম আরেক দফা বেড়েছে। নতুন রেট অনুযায়ী ৯২ টাকা ৫০ পয়সা লাগবে ১ ডলার ক্রয় করতে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে চড়া ডলারের মান। আজ সোমবার ডলারের বিপরীতে টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দামে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৯২ টাকা।

গত মঙ্গলবার ডলারের দাম সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ঠিক একদিন পরই বুধবার হঠাৎ করে ডলারের দাম উল্টো ৫০ পয়সা কমে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়। এর ঠিক তিনদিন যেতে না যেতে আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়ে আবারও ৯২ টাকায় দাঁড়ায়।

এর একদিন পরই আবারও দাম বাড়ল ডলারের। এর বিপরীতে একদিনের ব্যবধানে ৫০ পয়সা দর হারালো টাকা।

খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুর উদ্বোধনকালে অনুষ্ঠেয় আড়ম্বরপূর্ণ কর্মসূচি বাতিল করে সে অর্থে কুরবানির ঈদে দরিদ্র পরিবারকে ঈদ খরচের জন্য বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি আইনের অজুহাত না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে কুরবানির ঈদে দরিদ্র পরিবারের জন্য খাদ্য সাহায্যের আবেদন জানিয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের খরচ কতটা যৌক্তিক হবে, এটা নিয়ে প্রশ্ন রাখতে চাই। পদ্মা সেতু উদ্বোধনের জন্য যে টাকা খরচ হবে, সেই টাকা এইসব গরিব ও অসহায় মানুষের ঈদের খরচের জন্য দিলে সব থেকে বেশি ভালো হবে। এতে দশ লাখ মানুষের জমায়েতের থেকে বেশি প্রচারণা হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঊর্ধ্বগতির কারণে এবার দেশের দরিদ্র মানুষ কুরবানির ঈদে কোনো ধরনের আনন্দ করতে পারবে না। অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, দরিদ্র ও অসহায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায়, ঈদের দিনে এসব মানুষের চোখে থাকবে পানি। প্রায় তিন কোটি মানুষ এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে। উদ্যোগ নিলে তিন কোটি মানুষকে হয়তো খাবার দেওয়া যাবে না। তবে কয়েক লাখ মানুষকে দেওয়া যাবে। তাই আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, সারা দেশ থেকে ৫৩ হাজার মানুষ মক্কায় গেছেন হজ করতে। তারা যদি ১০ হাজার টাকা করে দান করেন, তাহলে ছয় লাখ পরিবার ঈদের তিনটা দিন ভালোভাবে অতিবাহিত করতে পারবে। এতে আমার মনে হয়, আল্লাহ বেশি খুশি হবেন। দেশের বিত্তবান ও ব্যবসায়ীসহ বিকাশ ব্যবহারকারীদের কাছেও সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, আমাদের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরাও তাদের বেতন থেকে শতকরা ৫ টাকা করে অনুদান দিয়েছেন। এতে প্রায় ৫০ লাখ টাকা হয়েছে। কিন্তু ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে দরকার আরও দেড় কোটি টাকা। বাকি টাকা সমাজের নানা স্তরের মানুষের থেকে সংগ্রহের আশাবাদ ব্যক্ত করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, পদ্মা সেতু নির্মাণে যে টাকা ব্যয় হয়েছে সেটা তুলতে টোল ধরা হয়েছে। এটা ভালো সিদ্ধান্ত। তবে এই সেতুর উপর দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ ফ্রি করে দিলে সব থেকে বেশি ভালো হবে। আর এই সেতুর উপর দিয়ে যেসব বিদেশি ট্রাক চলাচল করবে, সেসব পরিবহণ থেকে বেশি টাকা টোল আদায় করতে হবে।

পদ্মা সেতু থেকে আয় হওয়া এই অতিরিক্ত টাকা শ্রমিকদের ন্যূনতম ২০ হাজার টাকা মজুরিতে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সংবিধানের ধারা ১৫ ও ২৬- এ জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। সুতরাং আমি যেটা মনে করি, এই পদ্মা সেতু উপলক্ষ্য করে, এমনকি ঈদে খালেদা জিয়াকে যেন মুক্তি দেওয়া হয়। কাজেই এটাকে উপলক্ষ্য করে খালেদা জিয়াকে ঈদে জামিনে মুক্তি দেন। আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না। জামিনের কথা বলেছি।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গণস্বাস্থ্য স্বাধীনতার সেই ৭১ পর থেকেই গরিব অসহায়দের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তা দিয়ে আসছে। বিত্তবানদের উচিৎ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে দরিদ্র জনগোষ্ঠীর সেবায় এগিয়ে আসা। গত রোজার ঈদেও গণস্বাস্থ্যকেন্দ্র দশ হাজার দরিদ্র পরিবারকে ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে। আশা করি এ মহতী কর্মসূচি অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

রোববার (১২ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএমইটি জানিয়েছে, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আরও জানায়, জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী, বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

বিএমইটি’র আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরৎযোগ্য) পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) বা টিটিসি’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক ও অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০ টাকার সঙ্গে অতিরিক্ত ‘আমি প্রবাসী’ অ্যাপের সার্ভিস চার্জ করসহ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকরিতা নিবন্ধনের তারিখ থেকে ২ বছর বহাল থাকবে। ইতিমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন।

পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে), দক্ষতা সনদ (যদি থাকে) এসব কাগজপত্র লাগবে।

নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রসঙ্গে যা বললেন সাবেক সিইসি নুরুল হুদা

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দরকার নেই, নির্বাচন পরিচালনায় তারা কোনো কাজে আসে না—এমন মন্তব্য করেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সময় একথা বলেন কে এম নূরুল হুদা। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়।

সংলাপে সাবেক সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন একেবারে দরকার নেই। কারণ, নির্বাচন পরিচালনায় তারা কোনো কাজে আসে না। এমনকি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনেরও প্রয়োজন নেই।’

নূরুল হুদা বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দরকার। আমি জিতব, অবশ্যই জিতব—এই মানসিকতা থেকে বের হতে হবে।’

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এই সংলাপের আয়োজন করা হয়।

আজকের সংলাপে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, শামসুল হুদা, মাহবুব তালুকদার প্রমুখ।

সংলাপে শামসুল হুদা বলেন, ‘এবারের নির্বাচনে সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপির বক্তব্যে বোঝা যাচ্ছে, তারা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না। তাদের নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা পালন করতে হবে। একটি রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক দেশে বেশি দিন নির্বাচনের বাইরে থাকতে পারে না। উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট (সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে)।’

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। স্বাধীনভাবে কাজ করতে হবে উল্লেখ করে শামসুল হুদা বলেন, ‘কোনো পর্যায়ে সাবেক কমিশনারদের সহযোগিতা দরকার হলে কমিশনকে সহযোগিতা করা হবে।’

এ সময় সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, ‘ব্যালট পেপারেও তো সিল মারা যায়। এ জন্য ইভিএমকে দোষারোপ করে লাভ নেই। ইসিতে যে ডাকাত দাঁড়িয়ে থাকার কথাটি বলা হয়, এটা আসলে সত্যি। এই বিষয়টি শক্তভাবে দেখতে হবে। ডাকাত সরাতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।’

সংলাপে মাহবুব তালুকদার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা না করে নিজস্ব জনবল নিয়োগ দিতে হবে। ইভিএম বা ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে সরকার ও ইসিকে বসতে হবে। সংবিধান সংশোধন না হলে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করা যাবে না।’

কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না – শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ একটি আদর্শ নিয়ে রাজনীতি করে, যা প্রতিটি নেতাকর্মীর মনে রাখতে হবে এবং কোনো লোভের জন্য দেশকে কারও হাতে তাঁরা তুলে দিতে পারে না। আমি পরিবার থেকে, বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু) কাছ থেকে এটা শিখেছি যে, কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১৪তম বার্ষিকী উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়ন ও অর্জনকে কিছু মানুষ মেনে নিতে না পারায় বিস্ময় প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলেই চলতে হয়েছে। জনগণই হলো আমাদের শক্তি। তাই কারও কাছে কোনদিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে, বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু) কাছ থেকে এটা শিখেছি যে, কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’

‘এক/এগারো’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগারে থাকার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি।’

দলের দুঃসময়ে তৃণমূল নেতারা ঠিক থাকে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তাঁদের আন্দোলন ও চাপে আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। সে সময়ে মাত্র ১৫ দিনে মুক্তির জন্য ২৫ লাখ সই সংগ্রহ করা হয়। এতে সে সময়কার সরকারও অবাক হয়।’

শেখ হাসিনা বলেন, ‘এটাই আওয়ামী লীগ, জনগণই এর শক্তি। আর বিএনপির ক্ষেত্রে তাদের জন্মই হল আজন্ম পাপ। জনগণ বিএনপির শক্তি না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগকে সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কারণ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আওয়ামী লীগ ও শেখ হাসিনা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সর্বদাই তৎপর রয়েছে।’

বাংলাদেশের কোনো উন্নয়ন ও অর্জনকে দেশের কিছু মানুষ কেন মেনে নিতে পারছে না, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে কেন একদল মানুষ মনে কষ্ট পায়? কেন তারা কোনো অর্জনকে বাংলাদেশের অর্জন বলে মেনে নিতে পারছে না?’ গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে এত বাধা, তবুও নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি। তারপরও কিছু মানুষ এটিকে অর্জন হিসেবে নিতে পারে না। কেন তাদের এই দৈন্যতা? কোথায় তাদের সমস্যা?’ সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক উন্নত দেশে প্রবৃদ্ধি যখন নেতিবাচক, তখন আওয়ামী লীগের কারণে বাংলাদেশ মহামারির সময় জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশের বেশি অর্জিত হয়েছে এবং তাঁর সরকার ২০২২-২৩ অর্থবছরের বাজেটও দিয়েছে।’

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আজ শনিবারের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আজ দুপুর পৌনে ১২টায় কারামুক্তি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রথমে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

খেলাপি ঋণকে করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:

খেলাপি ঋণকে করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব নীতি সংস্কারের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা আনতে এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

এই সংস্কারের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে খেলাপি ঋণ মওকুফ করা হলে ব্যক্তি করদাতা ছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে তা করযোগ্য আয় হিসেবে গণ্য করার প্রস্তাব দেন তিনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি সংস্কারের মাধ্যমে সরকারের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেসরকারি খাতের করহার যৌক্তিকীকরণ অর্থনীতির বিভিন্ন সূচকে উন্নতি সুসংহত করবে বলে আশা করা যায়।

বর্তমানে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক খেলাপি ঋণ মওকুফ করা হলে তা সব করদাতার জন্য করমুক্ত রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারি সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি আয় করমুক্ত রয়েছে। এ আয়কে অন্যান্য সিকিউরিটিজের মতো করযোগ্য করার প্রস্তাব করছি। বেসরকারি খাতের করহার যৌক্তিকীকরণ নীতির আওতায় বেভারেজ কনসেনট্রেট থেকে আমদানি পর্যায়ে সংগৃহীত কর, সার্ভিস রপ্তানি থেকে সংগৃহীত কর, অভ্যন্তরীণ নৌযান পরিচালনা এবং বাণিজ্যিকভাবে পরিচালিত যানবাহন থেকে সংগৃহীত কর ন্যূনতম কর হিসেবে গণ্য করার প্রস্তাব করছি।’

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবারের বাজেটে আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

লিটারে ৭ টাকা বাড়ল ভোজ্য তেলের দাম

ডেস্ক রিপোর্ট:

আগামী অর্থবছরের জন্য বাজেট পেশের দিন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াল ২০৫ টাকা। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের মিলগেট, পরিবেশক ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে বাড়ে ৩৮ টাকা। নতুন দাম হয় ১৯৮ টাকা।

এক বছর আগেও বোতলজাত তেলের লিটার ছিল ১৩৪ টাকা করে। গত ৬ ফেব্রুয়ারি তা নির্ধারণ করা হয় ১৬৮ টাকা। ব্যবসায়ীরা মার্চ থেকে লিটারে আরও ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করতে চেয়েছিল। কিন্তু সরকার রাজি না হলে সেদিন থেকে বাজারে সরবরাহে দেখা দেয় ঘাটতি। এরপর সরকার ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর থেকে ভ্যাট পুরোপুরি আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহার করে নেয়। পরে গত ২০ মার্চ লিটারে ৮ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৬০ টাকা।

সেদিন পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা থেকে কমিয়ে ৭৬০ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা থেকে কমিয়ে ১৩৭ টাকা নির্ধারণ করা হয়। নতুন দর অনুযায়ী এখন থেকে খোলা সয়াবিন তেল এক লিটার মিলগেটে ১৮০ টাকা, পরিবেশক পর্যায়ে ১৮২ টাকা ও খুচরায় ১৮৫ টাকা দরে বিক্রি হবে। এক লিটার বোতলজাত সয়াবিনের নতুন দর মিলগেটে ১৯৫ টাকা, পরিবেশক পর্যায়ে ১৯৯ টাকা ও খুচরায় ২০৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৯৫২ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৭২ টাকা ও খুচরায় ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এক লিটার পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে মিলগেটে ১৫৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১৫৫ টাকা ও খুচরায় ১৫৮ টাকা। নির্ধারিত মূল্যের বেশি দরে বিক্রি হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেট সংসদে পেশ শুরু

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

করোনাভাইরাস পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম করা হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন কার্যক্রম শুরু হয়।

এর আগে এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। এরপর আগামী অর্থবছরের এই বাজেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেন।