বরিশালে বৃক্ষরোপন করল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

আকিব মাহমুদ,বরিশাল: ‘সবুজ পৃথিবীই আমাদের ঠিকানা’ এই স্লোগান নিয়ে আজ শনিবার সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেন। আজ সকাল ১০টায়  সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। উদ্বোধন শেষে নগরীর সরকারি বরিশাল কলেজ, বিএম স্কুল, সরকারি জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রাঙ্গণে বনজ, ওষধি এবং ফলদ প্রজাতির ১২৫টি বৃক্ষ রোপন করেন তারা। বৃক্ষগুলোর পরিচিতির জন্য বৃক্ষের নাম এবং বৈজ্ঞানিম নাম সহ পরিচিতি এঁটে দেন তারা।  বৃক্ষরোপন প্রসংগে রেদোয়ান বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে পরিবেশ, তাই আমাদের পরিকল্পনা বৃক্ষরোপনের মাধ্যমে দেশ, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা। মাহাদী নামের আরেকজন জানান, আমরা আমাদের কর্মপরিকল্পনা পুরো বরিশাল বিভাগব্যাপী ছড়িয়ে দিতে চাই। লোকজনকে উদ্বুদ্ধকরনের মাধ্যমে আমরা গড়তে চাই সবুজ বাংলাদেশ। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিক বলেন, আমরা জানি কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে সেটা নেই। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বনায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। এছাড়া বৃক্ষরোপন সহশিক্ষা কার্যক্রমের একটি অংশ। আমাদের বিভাগীয় শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, কারন এসব দেখে কলেজের অনেক শিক্ষার্থী উদ্বুদ্ধ হলে সবুজে সবুজে ভরে যাবে গোটা পৃথিবী। শিক্ষার্থীদের এমন ভালো যেকোনো উদ্যোগের পৃষ্ঠপোষকতা করতে বিভাগ সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য বৃক্ষরোপন কর্মসূচী ২০১৯ এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান মোঃ গাউস মোসাদ্দিক, সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ খান, সহকারী অধ্যাপক বিদিতা বেগ,সহকারী অধ্যাপক এম.এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক সেকেন্দার হাওলাদার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভাগীয় শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাউল উৎসব

মোঃ শাহাজাদা হীরা: বাংলার ঐতিহ্য বাউল সঙ্গীত বাঁচিয়ে রাখার প্রত্যয়ে এগিয়ে আসুন এই স্লোগান নিয়ে আজ ৩১ জুলাই বুধবার দুপুর ১২ টায়। বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের আয়োজনে, অশ্বিনী কুমার হলে। বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাউল উৎসব ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, শহিদ সরকার। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি বরিশাল, হাসান রশীদ মাকসুদ, প্রতিষ্ঠাতা বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, জামাল গাজী, সাধারন সম্পাদক বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, শাহাজালালসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে দিনভর অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তলন করেন। অতিথিদের অংশগ্রহণে বাউলদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর সমাপনী

মোঃ শাহাজাদা হীরা:

লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগান নিয়ে গতকাল ৩০ জুলাই মঙ্গলবার রাত ৮ টায় জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতার, বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে, অশ্বিনী কুমার হলে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এবং অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেম জেলা প্রশাসক। দুইদিন ব্যাপি মেলায় ছিল শিশু সমাবেশ ও প্রদর্শনী উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সুশান্ত সভাপতি মিথুন সম্পাদক

নিজেস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির ২০১৯-২০ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুশান্ত ঘোষ (ডেইলি স্টার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিথুন সাহা (বৈশাখী টেলিভিশন)। শনিবার বিকালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ৭ সদস্যর নির্বাচন কমিশন প্যানেল সদস্যদের সমর্থনে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। এই কমিটি অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি কামরুল আহসান (বরিশাল সময়), যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ বশির আহম্মেদ এবং দপ্তর সম্পাদক রাসেল হোসেন (দখিণের সময়)। এছাড়াও সদস্য নির্বাচন করা হয়েছে, আনিসুর রহমান স্বপন,বিদায়ী সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার। এর আগে সংগঠনের কার্যালয়ে সসভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক আয় ব্যয়ের হিসেব পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ।সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, বাপ্পি মজুমদার, আনিসুর রহমান (রেহমান আনিস) মোকলেসুর রাহমান মনি, আরিফুল ইসলাম, পারভেজ রাসেল, রবিউল ইসলাম, প্রমুখ। পরে সাধারণ সভা শেষে ২০১৮-২০১৯ সালের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

 

মোঃ শাহাজাদা হীরা: মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ২৩ জুলাই সকাল ১০ল টায়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে।প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন২ খামার কাশিপুর বরিশাল এর সম্মেলন কক্ষে। জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, মোঃ আজিজুল হকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্য চাষি, খামারিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করেন।

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া লুসি হল্টকে দেখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: আজ ২২ জুলাই বিকাল ৫ টায়, অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে অক্সফোর্ড মিশন চার্চে যান। বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব রাম চন্দ্র দাস এবং জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল, ডঃ মনোয়ার হোসেন, পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, ডঃ মোঃ বাকির হোসেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর সাথে দেখা করেন, এসময় বিভাগীয় কমিশনার বরিশাল তার সার্বিক খোজ খবর নেন তার সাথে একান্তে কথা বলেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। বিভাগীয় কমিশনার লুসির হাতে ফলের ঝুরি তুলে দেন। তার চিকিৎসার জন্য তাকে অর্থ সহায়তায় করেন। ডাক্তার তার শরির প্রাথমিক ভাবে চোকাব করেন। বিভাগীয় কমিশনার অক্সফোর্ড মিশন চার্চের ফাদার জনকে লুসি হল্টকে সার্বক্ষনিক দেখবাল করার জন্য একজন সিস্টারকে রাখার অনুরোধ জানান। পাশাপাশি লুসি হল্ট এর সবধরনের প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলেন।৫৭ বছর ধরে এ দেশে মানুষের সেবা করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন। মানবদরদি এই ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। ৮৭ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি। তাঁর বড় বোন রুত অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। লুসি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন। এরপর ২০০৪ সালে অবসর নেওয়ার পর তিনি আর দেশে ফিরে যাননি। বর্তমানে বরিশাল অক্সফোর্ড মিশনের প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিশুদের ইংরেজি পড়ান। এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। শিশুদের জন্য তহবিল সংগ্রহেরও কাজ করছেন তিনি। ৫৭ বছর ধরে ঘুরে ফিরে তিনি কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। এখন এই দেশের মাটিতেই তিনি সমাহিত হতে চান। এটাই তাঁর শেষ ইচ্ছা বলে জানিয়ে ছিলেন।

মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

বরগুনা প্রতিনিধিঃরিফাত হত্যা মামলায় ১ নম্বর সাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুলাই) বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে জামিন আবেদন করেন এ মামলায় মিন্নির আইনজীবীরা।

এ মামলার প্রধান আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিফাত হত্যা মামলায় মিন্নি পক্ষে বিস্তারিত শুনানি হয়েছে। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের ৪ জন প্রতিনিধি, ব্লাস্টে পটুয়াখালী ও বরিশাল প্রতিনিধিসহ বরগুনা আদালতের ৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।

মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হত্যা মামলায় আজকে আমরা বিস্তারিত শুনানি করেছি। যেহেতু মিন্নি এখনো রিমান্ডে ও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং রাব্বি-রিফাত ফরাজি দাবি করছে যে মিন্নি এর সঙ্গে জড়িত সে কারণে আদালত জামিন না মঞ্জুর করেছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মাহবুবুল বারী আসলাম বলেন, কাল রাত ৯টা ৪৫ মিনিটে আমি বরগুনার এমপির চেম্বারে যাই। তিনি কিন্তু একজন আইনজীবীও বটে। আমার সঙ্গে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, সেখানে বাদী পক্ষের কেউ ছিল না। তবে অতিরিক্ত পিপি আকতারুজ্জামান বাহাদুর ছিলেন। সেখানে আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত কথা হয়েছে।

এ মামলার বিষয়ে কোনো হুমকি রয়েছি কি না এমন প্রশ্নে মিন্নির আইনজীবী বলেন, আসলে আজকে আপনার কোর্টে উপস্থিত থেকে থাকলে বুঝতে পারছেন, আমার মধ্যে এরকম কোনো জড়তা ছিল কি না, আর এরক কোনো চাপ থাকলে আমি আসতাম না।

এ বিষয়ে দ্রুত জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী মামলা করা হবে বলে জানান এ আইনজীবী।###

বিএম কলেজের নতুন উপাধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার সকাল ১০ টায় সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ।তাকে ফুল দিয়ে বরন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলামিন সরোয়ার। যোগদানের পূর্বে অধ্যক্ষের কক্ষে এক সংক্ষিপ্ত বরন অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো:আলামিন সরোয়ারের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ।এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।যোগদানের পর তাকে সব বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উউল্লেখ্য তিনি ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পিরোজপুর সরকারি সোহরায়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।তিনি বিএম কলেজের মান বজায় রেখে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

বরিশালে সন্ধ্যা নদীর ভাঙ্গন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মধ্যদিয়ে বহমান রাক্ষুসী সন্ধা নদীর ভয়াবহ ভাঙ্গনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী শত শত ঘরবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে শত শত পরিবার। নদী ভাঙ্গনে প্রতিনিয়তই বিনিদ্র রাত কাটাচ্ছেন ভাঙ্গন কবলিত পরিবারের সদস্যরা। গতকাল পূর্ব ভুতের দিয়া গ্রামের কয়েকটি বসতঘর সন্ধ্যা নদীতে বিলীন হয়ে যায়। পাশাপাশি বেশ কিছু স্থাপনা, দোকান ঘরসহ ফলন্ত বৃক্ষ। এছাড়া ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে একটি মসজিদ। আজ ১৮ জুলাই বিকাল ৬ টাশ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, নুসরাত জাহান, বরিশাল ডিআরআরও মোঃ আবদুল লতিফ, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান, নুরে আলম ব্যাপারি, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, পিআইও বাবুগঞ্জ, আরিফুর রহমানসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার সামগ্রিক বিতরণ করেন। এবং তাদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে অচিরেই ভাঙ্গন কবলিত এলকায় প্রতিরোধে কাজ শুরু না করলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী অসংখ্য গ্রাম।