সাগরে নেই ইলিশ: হতাশায় পটুয়াখালীর জেলেরা

এম এ হান্নানঃ প্রতিবছর বর্ষা মওসুম এলেই জেলে পল্লী গুলোতে ফুঁটে ওঠে খুশির ঝলক। তাঁজা ইলিশের গন্ধে মুখরিত হয়ে উঠে গোটা সাগরকূলীয় চরাঞ্চল। পাল্টে যায় জেলে পরিবারের দূর্দশার চিত্র। স্বচ্ছলতা ফিরে আসে জেলে পরিবার গুলোতে।

কিন্তু এ বছর জেলে পল্লীতে ভিন্নরূপ দেখা গেছে। চলমান বর্ষা তথা ইলিশ মওসুমে সাগর থেকে শুন্যহাতে ফিরছে জেলেরা। ইলিশের বদলে দাদনের দায় নিয়ে তীরে ফিরছে একাধিক জেলে। ফলে উপকূলের জেলে পল্লী গুলোতে নেমে এসেছে হতাশার কালো আবাস।

চলমান বর্ষা মৌসুম পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনাসহ বঙ্গোপসাগর ঘিরে কয়েক হাজার জেলের বসবাস। অন্যান্য পেশার তুলনায় এই অঞ্চলে জেলে, জেলে শ্রমিক তথা মৎস্য ব্যবসায় মানুষ প্রসারিত হয়। বলতে গেলে এই অঞ্চলটি ইলিশ তথা মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত। প্রতিবছর কোটি কোটি টাকার ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এই উপজেলা থেকে রপ্তানী হয়ে থাকে দেশের বিভিন্ন এলাকায়।

গোটা ইলিশ মওসুমে উপজেলার বেশ কয়েকটি মৎস্য পয়েন্টে চলে ইলিশ কেনা-বেচার কর্মযজ্ঞ। সাধারন মানুষ অন্যন্য কাজকর্ম বাদ দিয়ে এই কাজে নিয়োজিত হয়ে থাকে। প্রতিবছরের মত এবার তেমনটাই হয়েছে। কিন্তু জেলেদের আশা নিরাস করে দিয়েছে ইলিশ শূন্য সাগর।

জেলেরা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে মাছ শিকারের আশায় সাগরে গমন করলেও মাছ না নিয়ে ফিরছে তারা। ইলিশ মওসুমে ইলিশের আকাল জেলেদেরকে হতাশ করে দিয়েছে। একদিকে মহাজনের কাছ থেকে নেয়া দাদন টাকা পরিশোধের চিন্তা আরেক দিকে পরিবারকে দেখভাল করা প্রয়াস।

এই দুই দুঃচিন্তা জেলে পল্লীতে অশনীর আবাস নিয়ে এসেছে। এই মওসুমে জেলে পল্লী গুলোতে ইলিশ নিয়ে মহাকর্মযজ্ঞের রূপ এবার ভিন্ন রূপে পরিনত হয়েছে। এমনটাই জানায় রাঙ্গাবালী উপজেলার একাধিক জেলেরা। এপ্রসঙ্গে কথা হয় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইসঘাট এলাকার জেলে আইয়ুব দফাদারের সাথে। তিনি জানান, জাটকা নিধন বন্ধ করার জন্য সরকার অবরোধ ঘোষণা করে।

কিন্তু অবরোধের সময় মৎস অফিস ও কোষ্টগার্ডের লোকদের টাকা দিয়া জাটকা শিকার করছে প্রভাবশালীরা। যার ফলে এবছর জেলেরা সাগরে গিয়ে ইলিশ পচ্ছেনা। আগামী দিন গুলোতেও পর্যাপ্ত মাছের আসা করা যাচ্ছেনা। তিনি আরো বলেন, মহাজনের কাছ থেকে ১০ লাখ টাকা দাদন এনে জালের সাবার করেছি। জালে মাছ না পরলে ঋণের টাকা পরিশোধ করবো কি করে! উপজেলার কোড়ালিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কাওছার মৃধা জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুমে সাগরে ইলিশের আকাল চলছে।

জেলেরা সাগর থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ নিয়ে ফিরতে পারছেনা। প্রতিদিনই তাদের লোকসান গুনতে হচ্ছে। যার ফলে আমাদের ব্যবসায়ও ভাঁটা পারছে। গত ৯/১০ দিন ধরে গদিতে পর্যাপ্ত পরিমাণ মাছও আসেনি। তাই গদি ফেলে ঘোরা ফোরা করছি। ঋণ নিয়ে জেলেদের দাদন দেয়া হয়েছে। সাগরে জেলেদের জালে মাছ না পরায় ঋণের বোঝা বইতে হবে। এমনকি পেশা ছাড়তে বাধ্য হবে অনেক জেলে।

রাঙ্গাবালী উপজেলার গঙ্গীপাড়া এলাকার জেলে জসিম কাজী জানান, ১৫ লাখ টাকা ব্যায় করে ইলিশের সাবার করছি। এরমধ্যে ১০ লাখ টাকা আমার নিজের ছিল, বাকি ৫ লাখ টাকা ঢাকার এক দাদনদারের কাছ থেকে ঋণ নিয়ে ইলিশের বোট সাগরে নামাইছি। ভাবছিলাম মৌসুমের শুরুতে সাগরে অনেক মাছ পরবে।

সে আশায় ট্রলার নিয়ে সাগরে জাল ফেলে, যে মাছ পেয়েছি তাতে ট্রলারের খরচই উঠেনি। সাগরে তিন-চারদিন ব্যপি একটি খেও দিতে ৬০ হাজার টাকার মত খরচ হয়, অথচ ২০ হাজার টাকার মাছ নিয়েও ঘাঁটে আসা যায়না। এভাবে আর কয়েক দিন চলতে থাকলে সাগরে একটা জেলেকেও খুঁজে পাওয়া যাবেনা। নয়াচর এলাকার আলমগীর মাঝি বলেন মোরা মহাজনের কাছে গোনে দাদন আইন্না জালসহ মাছ ধরার বিভিন্ন মাল সামানা কিন্না নদীতে ইলিশ মাছ ধরি।

জলদস্যু আইয়া আমাগো টাহা-পয়সা হগোল লইয়া যায়। এ্যাহন সাগরে এমনেতেই মাছ পরেনা, এর মধ্যে যদি জলদস্যুগোরে টাহা-পয়সা দেওয়া লাগে হ্যালে ক্যামন করমু।

রাঙ্গাবালী উপজেলা মৎস কর্মকর্তা মো: মোসলেম উদ্দিন খাঁন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের মওসুম পাল্টিয়েছে। তাই এখন সাগরে মাছ কম পরছে। আসা করছি আগমী মাসের শুরুর দিকেই ইলিশের দেখা মিলবে।

 

মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে পালাল শাশুরি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের বহুল আলোচিত চাঞ্চল্যকর ঘটনা নিজ মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে পলায়ন করার ঘটনায় অভিযুক্ত শাশুরি নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩মে -১৮ইং পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে নিজ মায়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলে মেয়ে মালা (২০)। এরপর মেয়ে মালাকে বিষ পান করিয়ে হত্যা করে স্বামী ও নিজ মা। অবস্থা বেগতিক দেখে মা নার্গিস বেগম এবং স্বামী মামুন একত্রে পলায়ন করে। এই ঘটনায় মৃতার (মালা) বোন লিপি আক্তার বাদী হইয়া বাউফল থানায় মামলা দায়ের করে। বুধবার (৪ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রিপন হালদার অভিযুক্ত শাশুরি নার্গিস বেগমকে গ্রেফতার করে। এসময় মৃতার একমাত্র পূত্র সন্তান মোস্তাফিজ (২) কে উদ্ধার করা হয় বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত নার্গিস বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামী মামুন এখনও পলাতক।তাকে গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে।

 

বাউফলে স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৫৫নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়ন উপলক্ষে মায়ের হাতে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান-২০১৮  অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেনী পযর্ন্ত মোট ১৩২ জন ছাত্র-ছাত্রীর মাঝে টিফিন বক্স বিতরন করা হয় ।

টিফিন বক্স বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়-এর সভাপতি একেএম আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালাইয়া ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল অাহম্মেদ ।

বিশেষ অতিথি ছিলেনে বিদ্যালয়-এর প্রধান শিক্ষিকা রেহেনা বেগম। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মৃধা ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু তাহের ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও ছাত্র- ছাত্রীদের মায়েরা উপস্থিতি ছিলেন ।

 

বাউফলে মা’কে বিবস্ত্র করে পিটিয়ে হত্যাচেষ্টাকারী সন্তান আটক

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল ইউনিয়নের বিলবিলাস (বাঁশবাড়িয়া) গ্রামে ভরণপোষণ চাওয়ায় মাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যা চেষ্টাকারী সন্তান মো: জালাল সিকদার (৪৫) কে আটক করেছে বাউফল থানা পুলিশ।
জানা যায়, গত কাল (শনিবার) বিলবিলাস গ্রামে ৭০বছর বৃদ্ধা মাকে বিবস্ত্র করে পিটিয় সন্তান ও পূত্র বধু। বৃদ্ধার সন্তান তার মাথা ইট দিয়ে আঘাত করে এবং দাঁ দিয়ে হত্যা করার চেষ্টা করে।
পরে স্থানীয়রা বাউফল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর আহত জামিলা বেগম বাউফল থানায় অভিযোগ করে। ঘটনার ৮ঘন্টার মাথা ঘাতক জালাল-কে আটক করে বাউফল থানা পুলিশ।
এব্যাপারে বাউফল থানা ওসি মনিরুল ইসলাম জানান, বৃদ্ধা মহিলার অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক এস আই মো: আনোয়ার হোসেনকে পাঠিয়ে আভিযুক্ত জালালকে আটক করা হয়।
উল্লেখ্য, শনিবার বাংলার বানী২৪ সহ বিভিন্ন পত্রিকায় ” পটুয়াখালীতে ভরণপোষণ চাওয়া বিবস্ত্র করে পিটিয়ে মাকে হত্যা চেষ্টা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ।