কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান , বাউফল: নির্বাচন আসবে , নিবার্চন হবে, এই নিবার্চনে জনগণ ভোট দিয়ে নেতা নিবার্চন করবে। কোন বাহিনীর নিয়ন্ত্রনে বা কোন বাহিনীর ইঙ্গিতে আমরা নিবার্চিত হতে চাই না। অমি রাজনীতিবিদ , আমি চাই- যদি আমি ভাল কাজ করে থাকি তাহলে জনগণ আমাকে ভোট দিবে এবং আওয়ামীলীগকে ভোট দিবে।
‘কোন বাহিনীর নিয়ন্ত্রনে ভোট নয়, জনগনই আমাদের বাহিনী ’।
জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুলাই) , সকাল ১১টার দিকে বাউফল উপজেলা চত্ত্বরে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় তিনি জেলেদের অবরোধ চলাকালীন সময় মাছ শিকারের জন্য নিষেধ করেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ রেহেনা মোতালেব। সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম । চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ইব্যাহিম ফারুক। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ।

আলোচনা সভায় নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক তার বক্তাব্যে বলেন, অবরোধের সময় আমাদের জেলেরা মাছ ধরার জন্য উম্মাদ হয়ে যায। যার জন্য আজ নদীতে মাছ নেই, ইলিশের জন্য হাহাকার। এর সাথে কিছু উসৃংখল মৎস্য ব্যবসায়ীরা জড়িত।
মহিলা ভাইস- চেয়ারম্যান রেহনো মোতালেব বলেন, নেতা ( আ.স.ম ফিরোজ) আপনি নেত্রীর আস্থাভাজন, আপনি নেত্রীকে বলবেন কারেন্ট জাল না পুড়িয়ে কারখানা যেনো বন্ধ করে দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন , উপজেলার কালাইয়া ইনিয়নের সফল মৎস্য চাষী মোঃ শহিদুল ইসলাম ও মদনপুরা ইউনিয়নের নারী মৎস্য চাষী নাইমা ইসলাম । তারা তাদের সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন এবং সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করেন ।

কলাপাড়ায় ১৮২ শিক্ষা প্রতিষ্ঠনে ২১ হাজার ৫০০ বৃক্ষচারা রোপন

কলাপাড়া প্রতিনিধি: সারা দেশে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১০টায় এক যোগে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১ হাজার পাঁচ শ’ গাছের চারা রোপন করা হয়েছে। খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় অঙ্গনে একটি চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানসহ আ’লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতন

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় যৌতুকের দাবীতে দুদিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে হাবিবা আক্তার কলি (২৭) নামের এক গৃহবধুকে। ১৭ জুলাই সাংবাদিকদের সহযোগিতায় তার ভাই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। গৃহবধুকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তেতে মঙ্গলবার সংবাদ কর্মিরা হাজির হয় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের রিফিউজি পাড়ার আঃ রহমানের বাড়িতে। সরেজমিনে গিয়ে কলি কোথায় আছে জানতে চাইলে তোপের মুখে পরে উপস্থিত সংবাদকর্মিরা। কলির শ্বাশুরি জায়েদা বেগম জানায় মঙ্গলবার সকাল ১১ টায় তিনি নিজে তার নাতিসহ পুত্রবধুকে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছেন। কিছু সময় পরেই হোন্ডাযোগে কলির আড়াই বছরের একমাত্র শিশুপুত্র তুষারকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামী মো.জামাল হোসেন (২৮)। এরপরেই বদলে যেতে থাকে দৃশ্যপট, কার পারমিশন নিয়ে সংবাদকর্মিরা এখানে এসেছে এমন প্রশ্ন করে দুর্ব্যবহার করতে থাকেন জামাল। মোবাইল ফোনের মাধ্যমে একে একে ডেকে আনা হয় তার পিতা আঃ রহমান ও আপন ছোট ভাই আবুবকরসহ আরো কয়েকজনকে। সংবাদ কর্মিদের ক্যামেরা বন্ধ রেখে বিভিন্ন হুমকি ধামকি প্রদানের পর পুলিশ প্রশাসনকে অবহিত করার কথা জানালে পার্শ্ববর্তী এক বাড়িতে খোজ মেলে আহত হাবিবা আক্তার কলির। সেখানে নির্যাতিতা জানায়, দুইজনার দীর্ঘদিনের ভবালবাসার সম্পর্ক থাকায় ২০১৩ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদেও, এবং দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তানেরও জন্ম হয়। এরই মাঝে কিছুদিন ধরে কলাপাড়া পৌরশহরের ৮ নং ওয়ার্ডে তার বাবার স¤পত্তি বন্ধক রেখে জামাল হোসেনকে টাকা না দেয়ায় কিছুদিন ধরে তার উপর নির্যাতন চালানো হচ্ছে। একাধিকবার মারধরের পর পিত্রালয়ে যেতে চাইলে তাকে টাকা পয়সা স্বর্ণলংঙ্কার নিয়ে পালিয়ে গেছে বলে চুরি মামলার হুমকিও দেয়া হতো। এমনকি খয়রাতির বাচ্চা বলে সংবাকর্মিদের সামনেই কলিকে গালমন্দ করে তার শশুর আঃ রহমান। এছাড়াও কলিকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে স্বামী জামাল জানায়, ওর এলার্জি সমস্যা আছে তাই মাথা ও মুখমন্ডল ফুলে গেছে। তবে যৌতুকের বিষয়ে জামাল জানায় ওদের কাছে এমনিতেই টাকা চেয়েছি সেটাকি যৌতুক হয় আপনারাই বলেন। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান,সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীতে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

এম.এ হান্নান, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি-২০১৮ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
বুধবার (১৮জুলাই), বেলা ১১.৩০ মিনিটের সময় ‘বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ’ এ কমসূচির উদ্ভোধন করেন তিনি।
এসময় নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ্য শহিদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ্য বৃক্ষ রোপন কর্মসুচি’র উদ্ভোধন করেন। তারই অংশ হিসাবে বাউফলে ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম। বাউফল আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম।

বাউফল উপজেলা বনবিভাগ কর্মকর্তা বেলায়েত হোসেন জানায়, বাউফলে প্র্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে (বনজ, ফলজ ও ঔষাধি) ৮১০০টি বৃক্ষ রোপন করা হবে।

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাউফল প্রতিনিধিঃ পটুযাখালীর বাউফলে হত্যা মামলার অন্যতম আসামী খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকনকে (২৪) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১৪জুলাই) সকাল ১০.৩০ মিনিটের সময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার অন্যতম আসামী খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকনকে গ্রেফতার করেন বাউফল থানার এস.আই মৃনাল ও এ.এস.আই মোঃ মাইনুল।

খোকন উপজেলার নওমালা ইউনিয়নের মৃত আদুল মজিদরে ছেলে। সে ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার ফেরারী আসামী। মামলা নং ৩(১)/২০০৯।

এব্যাপারে এস. আই মৃনাল বলেন, খোকন প্রকাশ ওরফে পিচ্চি খোকন ঢাকার কদমতলী থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।তাকে আটকের চেষ্টা চলছিলো, আজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকনকে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মনিরুর ইসলাম।

পটুয়াখালীতে চুরির অপবাদে শিশু নির্যাতন

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে চুরির অপবাদে ৭ম শ্রেনীতে পড়ুয়া শিশুকে নির্যাতন করলেন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন খাঁন।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড শৌলা গ্রামে। নির্যাতনকারী আবুল হোসেন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার। নির্যাতিত শিশু একই গ্রামের মোঃ জাকির মাতব্বরের ছেলে মোঃ জাহিদ (১২)। জাহিদ পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষর্দশী সূত্র জানায় , বুধবার (১১ জুলাই) শৌলা (কালাইয়া) স্বপ্নচূড়া পার্কের সামনে সেলিমের চা পান দোকানের টাকা চুরি করেছেন এমন অপবাদে জাহিদকে বেধরক মারপিট করে আবুল হোসেন খাঁন। এসময় স্থানীরা জাহিদকে ছাড়াতে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয় ঐ সাবেক ইউপি মেম্বার। দোকানি সেলিম সর্ম্পকে আবুল হোসেন আত্মীয় ।
পরে স্থানীয়রা জাহিদের চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এ ভর্তি করেন।
আজ বৃহস্পতিবার (১২ জুলাই) আবুল হোসেন খাঁনের ছোট ভাই স্থানীয় যুবদল নেতা বাদল খাঁন বাউফল হাসপাতাল থেকে জাহিদকে নিয়ে আসেন।

এসময় সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হন যুবদল নেতা বাদল।
তিনি উচ্চবাক্যে বলেন , দেশে এত মার্ডার হয় তখন সাংবাদিকেরা কই থাকে! তখন তো কোনো পত্রিকায় নিউজ দেখিনা। এটা আমাদের পারিবারিক ব্যাপার।

স্থানীরা বলেন , আবুল হোসেন খাঁ জাহিদকে চুরির অভিযোগে প্রকাশ্য কিল ঘুসি লাথি দেয়। কেউ ছাড়াতে গেলে তাদের উপরও ক্ষিপ্ত হয়। জাহিদ চুরি করার মত ছেলে না।

জাহিদ সাংবাদিকদের বলেন, আমি টাকা চুরি করি নাই। কে টাকা চুরি করছে তাও জানি না।

এব্যাপারে জানতে চাইলে কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছি। জহিদের পরিবারের লোকেরা আমার কাছে এসেছিল, আমি জাহিদকে চিকিৎসা করাতে বলছি।
তিনি আরো বলেন, তার ( আবুল হোসেন খাঁন) মত মানুষের কাছ থেকে এটা আশা করা যায় না। জাহিদ যদি চুরি করেও থাকে তাহলে তার (জাহিদ) মা-বাবাকে জানানো উচিত ছিলো। এভাবে মারাটা ঠিক হয়নি।

পটুয়াখালীতে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার হস্তান্তর করলেন জেলা প্রশাসক

বাউফল প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ‘বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামের কাছে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি (২) আধুনিক কম্পিউটার হস্তান্তর করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান।
মঙ্গলবার (১০ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আধুনিক কম্পিউটার দুটি হস্তান্তর করা হয়।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার প্রসারের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এই উন্নত মানের কম্পিউটার দুটি বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান। বাউফল থানা ওসি (তদন্ত) শাহ আহম মুরাদ।

পটুয়াখালীতে হাজারো রহস্যঘেরা বৃক্ষ!

এম.এ হান্নান, বাউফলঃ প্রায় ৫’শ বছর দাঁড়িয়ে আছে বৃক্ষটি। চারদিকে ছড়িয়ে আছে শাখা-প্রশাখা। আজও তাজা, তরুণ আর চিরসবুজ। বৃক্ষটির বার্ধকের ছাপও পড়েনি। মনে হয় এখন তার যৌবন কাল।
জন শ্রুতি রয়েছে, বৃক্ষটির ডাল-পালা কাটলে রক্ত বের হয়। ৭০ সালের প্রলয়নকারী ঝড়, ৭ সালের সিডর,আয়লা সহ ছোট বড় কোনো ঝড়ে বৃক্ষটির পাতা বা ডাল ভেঙ্গে পড়তে দেখেনি কেউ।
এতদিন দাঁড়িয়ে থাকা বৃক্ষটি ঘিরে হাজারো রহস্যময় কাহিনী রহেছে।
এই রহস্যময় শিমুল (তুলা গাছ) বৃক্ষটির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শেষ সিমান্ত দশমিনা উপজেলার পাশে বগী  বাশবাঁড়িয়া খালের পাশে প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
তবে বৃক্ষটির বয়স নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীন ব্যক্তিরা বলেন, তাদের বাপ দাদার মুখ থেকে এই তুলা গাছটির গল্প শুনে আসছে। তারা (বাপ-দাদা) যেরকম বলেছেন এখন সেরকমই আছে। তারা মনে করেন গাছটির বয়স ৫’শ বছরের বেশি হবে।
গাছটির নাম অনুসারে এই জায়গাটি তুলাতলা হিসাবে পরিচিতি পায়।

বৃক্ষটিকে ঘিরে রয়েছে হাজারো অজানা রহস্য। স্থানীয় বাসিন্দা খায়ের হাওলাদার জানায়, আমার দাদার মুখ থেকে অনেক রহস্যময় গল্প শুনেছি গাছটি সর্ম্পকে।
তিনি বলেন ৭ বছর আগে এই গাছটিকে নিয়ে একটা রহস্যজনক ঘটনা ঘটে।
সেই ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ‘গাছটি কাটার জন্য বিভিন্ন সময় অনেক গাছের ব্যাপারীরা আসছে গাছটি কাটার জন্য কিন্তু কেঊ কাটতে পারেনি।
গত ৭বছর আগে আমার বোন জামাই গাছটি কাটার জন্য শ্রমিক নিয়ে কাটতে যায়। শ্রমিকরা গাছটি কাটার জন্য দু- একটা কোপ দিয়ে গাছ কাটতে অসম্মতি জানায়। শ্রমিকরা জানায় গাছে কোপ দিলে তাদের মাথা ঘুরায়। পরক্ষণে আমার বোন জামাই খলিল গাছটি কাটার জন্য গাছে উঠে । একটি ডাল কেটে নেমে যায়।
দুই ঘন্টা ব্যবধানে তার রহস্যজনক ভাবে মৃত্যু হয়’।
স্থানীয় জেলেরা জানান, ‘আমরা নদীতে মাছ ধরি। অনকে রাতে গাছের দিয়ে চলাচল করি। বিভিন্ন সময় এই গাছটির নিচে সাদা শাড়ি পড়ে কেউ একজন বসে আছে এমনটা দেখতে পাই।
আবার কখনো কখনো গাছের উপরে বসে কেউ কান্না করে। তবে কখনো আমাদের ক্ষতি করে না’।
স্থানীয় আরেক বাসিন্দা লাভু জানান, ‘আমি আমার বাবার কাছে শুনছি, অনেক বছর আগে নেদারল্যান্ড থেকে একটি জাহাজ এসে গাছটির পাশে নোঙ্গর করে। সে সময় জাহাজের আঙ্গিনার সাথে ধাক্কা লেগে গাছের ছাল উঠে যায়। সেই রাতে জাহাজের চালকে স্বপ্নে বলা হয় যাবার আগে গাছের নামে মিলাদ দিতে হবে কিন্তু তারা মিলাদ দেয়নি। পরের দিন রওনা হলে জাহাজের ইঞ্জিন চালু হয়না। জাহাজের মিস্ত্রী ইঞ্জিনে কোনো সমস্যা ধরতে পারেনি।
সেদিন রাতে আবার জাহাজের চালককে স্বপ্নে বলা হয় মিলাদ পড়াতে অন্যথায় বড় ধরনের সমস্যা হবে।
পরের দিন গাছের নামে মিলাদ পড়ানো হলে জাহাজের ইঞ্জিন চালু হয়।
এছাড়াও অনেক অলৌকিক ঘটনা রয়েছে বৃক্ষটি ঘিরে।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জানান, ‘তুলা গাছটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দুর-দুরান্ত থেকে অনেকে গাছটি দেখতে আসেন। গাছটির বয়স সর্ম্পকে আমার সুস্পষ্ট ধারনা নাই, আনুমানিক ৫’শ বছর হবে গাছটির বয়স’।

বাউফলে জলাবদ্ধতা: সপ্তাহে ক্ষতি লক্ষাধিক টাকা

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার কারনে হাট-বাজার ইজারাদারের প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় দুই লক্ষ্য টাকা এমনটাই জানিয়েছেন কালাইয়া হাট-বাজার অ ইজারা আদায় সংশ্লষ্টরা।
তারা জানায়, হাটে পানি জমে থাকায় স্থানীয় এবং নোয়াখালী, শরীয়াতপুর সহ দুরের ব্যবসায়ীরা কেনা-বেচা করতে আসছে না। বেচা -কেনা কম হওয়ায় প্রতি সপ্তাহে দুই লক্ষ্য টাকার মত ক্ষতি হচ্ছে। দিনদিন ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করে দিয়েছেন।
সোমবার (৯জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু- ছাগল- মহিষ হাটের এক-তৃতীয়াংশ পানির নিচে। পানি নিষ্কাষন ব্যবস্থা না থাকায় দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কারনে কচুরিপানায় ভরে গেছে।
জমে থাকা পানির মধ্যে গরু মহিষ কেনা বেচা হচ্ছে।
হাটের এই অবস্থা থাকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানায়,গত বছর হাটের দক্ষিণ পাশ্বে কালাইয়া – শৌলা সড়কের উপর কালাইয়া বান্দরের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কালর্ভাট আটকিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম (জাপান ফিরোজ) তার নিজস্ব জমি ভরাট করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কালর্ভাট বন্ধ হওয়ায় গনি প্যাদা রোড, কাঠপট্টি রোড, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, আলী আকবর স্কুলের মাঠ, হল পট্টি এবং গোরস্থান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাম মাত্র বৃষ্টি হলেই দুর্ভোগে পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা আরো জানায়, জমির মালিকের সাথে ইজারাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে টানাপোড়া চলে আসছে, যার জন্যই হয়তো তরিগড়ি করে পানি চলাচলের কালর্ভাট বন্ধ করে জমি ভরাট করা হয়েছে।

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জলাবদ্ধতার জন্য দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অতি দ্রুত বিকল্প ড্রেন ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে।
এব্যাপারে বাঊফল উপজেলা হাট  বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঊপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়ায় অবৈধ স্থাপনা অপসারণে মতবিনিময় সভা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর খালের অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমানের সভাপতিত্বে রহমতপুর খালের দুই পাড়ের বসবাসকারী নাগরিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা ভূমি অফিসের তালিকায় রহমতপুর খালের দুই পাড়ে বসবাসকারী ও অবৈধ দখলদারী প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খালের দুই পাড়ে অবৈধভাবে দখলদারীদের তালিকা করার এবং একসনা বন্দোবস্ত দেয়া বাতিল করার নির্দেশ দেন।