পটুয়াখালীতে শিক্ষকের এক ঘুষিতে হাসপাতালে ছাত্র

সাইফুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ক্লাসে বই না নিয়ে আসায় শিক্ষকের এক ঘুসিতে হাসপাতালে ছাত্র। আজ সোমবার সকালে পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির বিজ্ঞান বিভাগের মর্নিং শিফটের শিক্ষার্থী আবির ক্লাসে রসায়ন বই নিয়ে না আসার কারনে ওই বিষয়ের শিক্ষক মোঃ মনির শিক্ষার্থী কে ঘারের নিচে ঘুষি মারে। এতে শিক্ষার্থী আবির অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক তার সহপাঠিরা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে আবির সেখানে চিকিৎসাধীন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন স্যারের এই ঘটনায় ক্ষুব্ধ শকল শিক্ষার্থীরা। এব্যাপারে জানতে চেয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

কলাপাড়ায় রোমিওদের উৎপাতে শিক্ষার্থীরা বিপাকে

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় রোমিওদের উৎপাত বেড়ে গেছে। বিশেষ করে পৌরশহরের মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের পিছনের রাস্তার মোড়টি এখন ওইসব দেখা মিলে। স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করা এখানে নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। বখাটেদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস টুক পাচ্ছেনা স্থানীয়রা। এমনকি ওই সড়ক দিয়ে ট্রাকসহ কোন যানবাহন চলাচল করলে তা আটকে চাঁদা আদায় করা হয় । এখানে অন্তত ১২টি মারধরসহ সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া দিনে-রাতে মাদক সেবিদের আড্ডায় এলাকাবাসিরা অতিষ্ট হয়ে পরেছে বলে অনেকেই অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, সর্বশেষ শনিবার সকাল ১০টায় এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আহাদ সুমনকে বেধড়ক পেটানো হয় এই পয়েন্টে। আহত সুমন এখন শঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর ফলে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর বিপাকে পরেছে।
কলাপাড়া থানার পরিদর্শক(তদন্ত)আলী আহম্মেদ জানান,কলেজের পিছনের সড়কে একজন এস আইয়ের নেতৃত্বে টহলের ব্যবস্থা নেয়া হয়েছে।

কলাপাড়ায় স্লুইসসহ সড়ক বিধ্বস্তের আশংকা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ভেন্টের স্লুইসসহ সড়ক বিধ্বস্তের আশংকা দেখা দিয়েছে। এর ফলে কলাপাড়ার সঙ্গে পার্শ্ববর্তী তালতলী উপজেলার তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বন্ধর শঙ্কা রয়েছে। এছাড়া চরম অনিশ্চয়তায় পড়েছেন স্লুইস সংলগ্ন কচুপাত্রা নদীর দুই পাড়ের অন্তত ৫০ হাজার কৃষক কৃষিকাজ নিয়ে। ইতোমধ্যে এস্লুইসটির দুই দিকের মূল পিলারের পলেস্তরা খসে খসে পড়ছে। রডগুলো জং ধরে বেরিয়ে গেছে। লোহার কপাটগুলো লোনা পানিতে নষ্ট হয়ে আছে। গেট থাকলেও সব সময় থাকছে খোলা। অনবরত লোনা পানি ওঠানামা করছে। সামনের দুই দিকের গাইড ওয়াল অনেক আগেই নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ১৯৬৫ সালের দিকে নির্মিত এ স্লুইসটির বর্তমানে জীর্ণদশার যেন শেষ নেই। উপজেলার চাকামইয়া ইউনিয়ন ও বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া, পঁচা কোরালিয়া ও বগী ইউনিয়নের কৃষকের কৃষিকাজে এই স্লুইসটি ব্যবহৃত হয়ে আসছে।
সরেজমিনে দেখা গেছে, স্লুইসটি দিয়ে পানি ওঠানামার সময় ঝাকুনি অনুভূত হয়। মনে হয় এই বুঝি ধ্বসে পড়বে। প্রত্যেকটি গেটের উপরে ঝোলানো রয়েছে একটি করে বেহুন্দী জাল। যা দিয়ে এই স্লুইজে মাছ ধরা হয়। এখন স্লুইসটির কপাট খোলা থাকায় প্রাকৃতিকভাবে পানি ওঠানামা করছে। পানির প্রবল ¯্রােতের তোড়ে ভিতরের পশ্চিম পাশের বেড়িবাঁধের তিনটি পয়েন্টে প্রায় দুই শ’ মিটার বাঁধের টপসহ স্লোপ ভেঙ্গে বিলীন হয়ে গেছে। কাঠালপাড়া গ্রামের মসজিদটি এখন বিলীনের শঙ্কায় রয়েছে। চলাচলের খালের পাড়ের একমাত্র সড়কটির বহু অংশ ভেঙ্গে গেছে।
এলাকাবাসীর দাবি এই স্লুইসটি ফের জরুরিভাবে নতুনভাবে নির্মাণ করা হোক। নইলে বিধ্বস্ত হয়ে এলাকার ব্যাপক সর্বনাশ হয়ে যাবে। হাজার হাজার কৃষক পরিবার নিঃস্ব হয়ে যাবে। কৃষিকাজ ভেস্তে যাবে। লোনা পানিতে সব সয়লাব হয়ে যাবে। স্লুইসটির উপর দিয়ে তালতলীর সঙ্গে কলাপাড়ার সংযোগ সড়ক রয়েছে। ষষ্ঠ শ্রেণির খায়রুল, চতুর্থ শ্রেণির আল-আমিন জানায়, ওয়াপদা রাস্তা ভাঙছে। মসজিদ ও টিউবওয়েল ভাইঙ্গা যাইতেছে। অষ্টম শ্রেণির তানজিলা জানায়, আঙ্গারপাড়া গ্রামের বাড়ি থেকে সে স্কুলে আসছে। স্লুইস ভাইঙ্গা গেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। দশম শ্রেণির কনিকা জানায়, চাউলাপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে স্কুলে আসতে হয়। রাস্তাসহ স্লুইস ভাঙলে সমস্যার শেষ থাকবেনা। প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, স্লুইসটি যেকোন ভাবে রক্ষা করতে না পারলে ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থার বড় সমস্যা হবে। স্কুলের অর্ধেক ছাত্র-ছাত্রীর চরম সমস্যা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কচুপাত্রা নদীর উপরে বাঁধ দিয়ে ১৯৬৫ সালে স্লুইসটি নির্মাণ করা হয়। এরপর থেকে কয়েকবার নাম কাওয়াস্তে কপাট পাল্টানোসহ টুকিটাকি মেরামত করা হয়েছে। কিন্তু ব্যাপকভাবে সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে জরাজীর্ণের চরম পর্যায়ে পৌছেছে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ৪৪ নম্বর পোল্ডারের সিক্স ভেন্টের এ স্লুইসটি মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এটি এখন আর মেরামত করে সচল রাখার অবস্থায় নেই। নতুন করে করতে অন্তত আট কোটি টাকা প্রয়োজন। আগামি এক দেড় বছরে নতুন করে করার সম্ভাবনার কথা নিশ্চিত করে জানাতে পারেননি এই কর্মকর্তা। তবে তার কাছে এলাকার লোকজন নতুন করে স্লুইস ব্যবস্থাপনা কমিটি করার জন্য আবেদন করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

বাউফলে স্বেচ্ছাসেবকলীগ’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭জুলাই) দলীয় কার্যালয় জনতা ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ।
বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র‌্যালী বের করা হয়, র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ । এর আগে জাতীয়, দলীয় ও শান্তির পতাকা উত্ত্বোলন করা হয়।
র‌্যালী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনটির বাউফল উপজেলা সভাপতি , সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মিরা।
এরপর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ খাঁনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগের সহ-সভাপতি, বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাধারন সম্পাদক রিয়াজুল সিকদার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুক। চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি ও কালাইয়া ইউপি সদস্য মোঃ নুরুল ইলাম , সহ-সভাপতি শ্রী রতন বনিক। বাউফল উপজেলা ছাত্রলীগ (একাংশ) সভাপতি মাহমুদ হাসান রুবেল ,সাধারন সম্পাদক সামছুল কবির নিশাত, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোশের্দ ও যুগ্ম- আহ্বায়ক এইচ এম সুমন মুন্সি।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউফল উপজেলা স্বেচ্চাসেবকলীগ ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন স্বেচ্চাসেবকলীগ , আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকার জয় নিশ্চিত করবো। গনমানুষের নেতা আ.স.ম ফিরোজ (এমপি) মহোদয়কে বাউফল আসন থেকে নির্বাচিত করে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহযোগীতা করবো।

বাউফলের দুই ইউনিয়নের গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়ার বুকে ভেসে উঠা দ্বীপ নবগঠিত চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ইউনিয়নে ১৫২ গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০২ ও কাছিপাড়া ইউনিয়নে ৫০ গৃহহীন পরিবারের নামে ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে গৃহহীন পরিবারের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হবে।
সরেজমিনে ঘুরে জানা যায়, বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চরবেষ্টিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষের বসবাস। শীত মৌসুমে ইউনিয়নটি প্রানবন্ত থাকলেও প্রতি বর্ষা মৌসুমে চরবাসিরা ঝড় ও জলোচ্ছাসের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। ৯০ দশকে এলজিইডির অর্থায়নে ওই ইউনিয়নের দিয়ারাকচুয়া, রায়সাহেব ও মিয়াজান এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও ২০০৭ সালের সিডরসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে তা লন্ডভন্ড হয়ে যায়। ওই সমস্ত চর এখন জোয়ার-ভাটায় দৃশ্যমান গ্রাম। পানিবাহিত রোগ চরবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর প্রাকৃতিক দূর্যোগে মৎস্য ও প্রাণি সম্পদ এবং ফসল হারিয়ে চরবাসী নি:স্ব হয়ে পড়ে। এখানকার বিপর্যস্ত চরবাসীরা প্রতিবছর ১২ থেকে ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির দারিদ্রতার কাষাঘাতে জর্জরিত। অনেকেই জোয়ার-ভাটার ইউনিয়ন বলে চন্দ্রদ্বীপকে। এছাড়াও উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন পরিবারও আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাচ্ছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, “বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতকরা ৯০ ভাগ বসবাসকারি মানুষ ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে। এজন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রাধানমন্ত্রীকে অভিনন্দন জানাই”।
বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, “কাছিপাড়া ইউনিয়নের গৃহহীন ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভেড়িবাঁধহীন গ্রাম চর রায়সাহেব, মিয়াজান, নিমদি, ব্যারেট, কচুয়া, কিচমতপাঁচখেজুড়িয়া, ধানদী আলগী, আয়নাবাজ কালাইয়া, দিয়ারা কচুয়ারমতো নিচু এলাকায় বসবাস করা জোয়ার-ভাটায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রীর ঘোষিত এসব ঘর পাচ্ছেন।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, “উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপ-খাতের আওতায় উপজেলায় ১৫২ গৃহহীনরা পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘর এবং পরিবারসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান ও ঋণ দিয়ে স্বাবলম্বী করছে।

কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সামিয়া আফরিন, কুয়াকাটাঃ নিখোঁজের ১৮ ঘন্টা পরে আজ সকালে কুয়াকাটা সমুদ্র সংলগ্ন মাঝিবাড়ি এলাকা থেকে নিখোঁজ পর্যটক সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । কুয়াকাটায় কনস্ট্রাকশন এর কাজ করে ভাগিনা সোহাগ ও মহসিনের কাছে বেড়াতে এসে গতকাল বুধবার সমুদ্রে গোসলে নামলে নিখোজ হয় এই পর্যটক। পর্যটক সোহাগের বাড়ি সাভার আশুলিয়ার জামতলা এলাকায়।

কলাপাড়ার লালুয়া ইউপি নির্বাচনে নৌকা-ধানের শীষের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত  হোসেন তপন বিশ্বাস ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ৪৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ৩৭৭৩ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেকুজ্জামান তারা মিরা নৌকা প্রতীক নিয়ে ৭৭২ ভোট পেয়ে তৃতীয় এবং বিএনপি মনোনীত প্রার্থী সজল বিশ্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ৪৫১ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। এই ইউনিয়নে মোট ১১৮১৫জন ভোটারের মধ্যে ৫৮৫৫পুরুষ এবং ৬৯৬০জন মহিলা ভোটার ছিলেন। এরমধ্যে ৯২২১জন ভোটার ভোট প্রদান করেন। সকাল ৮টা থেকে ভো শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আবদুর রশিদ মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারনা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মিরা কাফনের কাপড় পড়ে প্রচারানায় নেমেছেন। শনিবার শেষ বিকেলে বানাতিবাজারে হাতপাখা প্রতীকের কর্মীদের হাতে ফেষ্টুন ব্যানারে লেখা রয়েছে, লালুয়া ইউনিয়নের সুষ্ঠু নির্বাচনের জন্য মুজাহিদ কমিটি কাপনের কাপড় বেঁেধ নেমেছে। “হয়তো সুষ্ঠু নির্বাচন নয় তো জীবন”। আগামী ২৫ জুলাই উপজেলার পায়রা বন্দর লাগোয়া লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারনা এমনটাই দেখা গেছে।
ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে হার জিত আল্লাহর হাতে। তবে আমরা চাই সুষ্ঠ নির্বাচন। ধানখালীর নির্বাচন নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনে আমরা রক্ত দিব। নির্বাচনের দিন মানে জেহাদের দিন। জেহাদের ময়দানে আমরা জীবন দিয়ে হলেও সুষ্ঠু নির্বাচন চাই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮০০ শত ১৫ জন। এর মধ্যে পুরুষ ৫৮৫৫ ও মহিলা ৫৯৬০ জন ভোটার। চেয়্যারমান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট চারজন প্রার্থী। এরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা আওয়ামী লীগ (নৌকা) প্রতীক, আওয়ামীলিগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো.শওকত হোসেন তপন বিশ্বাস (ঘোড়া) প্রতীক, মো.স্বজল বিশ্বাস বিএনপি (ধানের শীষ), মো.জসিম উদ্দিন মৃধা ইসলামী আন্দোলন বাংলাদেশ (পাখা) মার্কা। এছাড়া সাধারন সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।
এদিকে আর দুই দিন পরই অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রার্থী সমর্থকদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। কে হবে এই ইউনিয়ন পরিষদ চেয়্যারমান। এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে এক ধরনের শংকা।
কলাপাড়া উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সুষ্ঠ নির্বাচনের লক্ষে আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোর্স, ষ্টাইকেন ফোর্স, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা থাকবেন। এছাড়া নির্বাহী মেজিস্ট্রেটও থাকবে বলে তিনি সাংকাদিকদের জানিয়েছেন।

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত ১

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আক্কেলপুর নূরীয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আঃ মান্নান (৪৫) আহত হয়েছে। আহত শিক্ষককে রাতেই উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার মাগরিব নামাজবাদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক জানায়, আক্কেলপুর নূরীয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সভাপতি রুহুল আমিন হাওলাদার আর্থিক ফায়দা লুটতে মরিয়া হয়ে আছেন। তার এই নিয়োগ বানিজ্যে বাধা দেয়ায় তার পরিবারের সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যরাও বহুবার হামলার শিকার হয়েছেন। কিছুদিন পূর্বে তার কলেজ পরুয়া পুত্র ফয়সালকে (২৩) কুপিয়ে পঙ্গু করে দিয়েছে একই দলের সন্ত্রাসীরা। তিনি আরো জানান, সর্বশেষ শনিবার তাকে বেধরক পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহীদ হোসেন জানান, আমরা হাসপাতালে গিয়ে আহত সুপার মন্নানকে দেখে এসেছি। আমাদের কাছে লিখিত ভাবে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে- আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফলঃ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি) বলেছেন, ‘আইনের উর্ধে কেউ না। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে, গরিবের হক নষ্ট করেছে। তার বিরুদ্ধে মামলা করেছে দুদক , সাজা দিয়েছে কোটর্’।
তাকে (খালেদা জিয়া) মামলা আ’লীগ দেয়নি, সাজা আ’লীগ দেয়নি। তাহলে আ’লীগের দোষ দিচ্ছে কেনো বিএনপি!
শনিবার (২১জুলাই) বাউফল মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে বাউফল উপজেলা যুবলীগ , সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ‘বিশেষ প্রতিনিধি সভায়’ প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি ‘বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নিবার্চনে আবার আ’লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য নেতা-কর্মিকে নৌকার পক্ষে কাজ কারার জন্য নিদের্শ দেয়’।
সভার সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান সিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চীফ হুইপ’র সহধর্মিনী দেলয়ারা সুলতানা ফিরোজ।বাউফল উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস- চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামছুল আলম মিয়া। উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক। চীফ হুইপ’র এপিএস আনিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু। বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ। উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি ও হারুন আর রশিদ খাঁন, সাধারন সম্পাদক রিয়াজ সিকদার। কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু । সেচ্চাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। বাউফল পৌর যুবলীগ সভাপতি মামুন খাঁন। উপজেলা ছাত্রলীগ সভাপতি (একাংশ ) মাহামুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামছুল কবির নিশাত ও পৌর ছাত্রলীগ আহ্বায়ক নিয়াজ মোর্শেদ প্রমূখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, সেবকলীগ ও ছাত্রলীগের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।