কলাপাড়ায় সাবেক মেম্বারের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-১৪

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় সাবেক মেম্বারের হামলায় মুক্তিযোদ্ধাসহ ১৪ জন গুরুতর আহত হয়েছে। বালুর ব্যবসাকে কেন্দ্র বর্তমান ও সাবেক ইউপি মেম্বারের দু’গ্রুপের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ১৪ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার পুরান মহিপুর এলাকার শেখ জামাল সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।  আহতদের মধ্যে সালাম সিকদার রিয়াজ সিকদার নজরুল হাওলাদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, শেখ জামাল সেতুর নিচে বালুর ব্যবসাকে কেন্দ্র করেসাবেক ইউপি সদস্য সুলতান খাঁ গ্রুপের লোকজন বর্তমান ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের হামলায় আহত হয়, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার তার ছেলে নজরুল হাওলাদার, সেরজুল হাওলাদার এবং হালিম শিকদার, হারুন, সালাম শিকদার, মেনাজ, রিয়াজ, রিয়াদুল, জাহিদ, বাবু ,ফেরদৌস, জাহিদুল ইসলাম ও  সাবেক ইউপি সদস্য সুলতান খাঁ।ইউপি সদস্য আ. রব হাওলাদার জানান, সরকারী জমিতে বালু রেখে তিনি দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। সুলতান খাঁ চাঁদার দাবীতে সংঘবদ্ধ হয়ে তাদের উপড় হামলা চালায়। মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে রব হাওলাদার জানান।

 

 

দখল দূষনের কবলে ইলিশের অভয়াশ্রম কলাপাড়ার আন্ধারমানিক নদী

কলাপাড়া প্রতিনিধি: ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীতে কোন কিছুতেই থামছেনা দখল দৌরাত্ম। একটি প্রভাবশালী মহল ফ্রি-স্টাইলে গিলে খাচ্ছে আন্ধারমানিকের তীরসহ নদী। প্রতিদিন তোলা স্থাপনার সংখ্যা বাড়ছে। যা এখনও অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি স্থাপনা তোলা হয়েছে কলাপাড়া পৌরশহর এলাকায়। বহুতলসহ পাকা-আধাপাকা টিনশেড স্থাপনা তোলা হচ্ছে আন্ধারমানিকের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায়। অধিকাংশ আন্ধারমানিকের উত্তর পাড়ে। দেখা গেছে, নাচনাপাড়া ফেরিঘাট থেকে ফিশারি পর্যন্ত এলাকায় আন্ধারমানিক নদীতীরসহ নদী পর্যন্ত দখল করে তোলা হচ্ছে স্থাপনা। ফলে এই নদী সংকুচিত হয়ে স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই পলিতে এক সময়ের খর¯্রােতা আন্ধারমানিক এখন হারিয়ে ফেলছে স্বকীয়তা। দুই পাড়ে পলিতে ভরাট হয়ে গেছে। আবার গোপনে এসব চর ভরাটের আগেই কেউ কেউ গোপনে চাষযোগ্য খাস কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত নিয়ে রাখছে। এছাড়া দূষণও চলছে ফ্রি-স্টাইলে। খোদ পৌরসভা কর্তৃপক্ষ শহরের ময়লা-আবর্জনা ফেলছে আন্ধারমানিকের লঞ্চঘাট এলাকায়। ফলে দুষণের কবলে পড়ে বিপর্যয় নেমে আসছে। এছাড়াও বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে হাইস্কুল সংলগ্ন এলাকা। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ আন্ধার মানিক এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে। যেন যৌবন হারিয়ে ফেলছে। নদীর পানির প্রবাহ নেই বললেই চলে। জলবায়ুর দ্রুত পরিবর্তন জনিত ভরাটের কারণে উপকূলীয় কলাপাড়া শহরের প্রধান এই নদীটি এখন নৌ-চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এক সময় আন্ধার মানিকের বুকে দোতলা লঞ্চসহ স্টীমার চলাচল করত। মালবোঝাই বিশাল আকৃতির কার্গোর চলাচল ছিল। মানুষ আন্ধার মানিকে চলাচল চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করত। বর্তমানে নদীটি তার চিরচেনা বৈশিষ্ট হারিয়ে ফেলছে। দীর্ঘ এলাকার দুই দিকে ছিল অসংখ্য শাখা নদী, ছোট-বড় খাল। এছাড়া শত শত স্লুইস খালও ছিল আন্ধার মানিক নদীর দুই পাড়ে। জোয়ার-ভাটার সময় প্রবলবেগে এসব শাখা নদী কিংবা খালে পূর্ণ জোয়ারের প্রবাহ বইত। আন্ধারমানিকের সঙ্গে বিভিন্ন অভ্যন্তরীন ছোট-বড় ভাড়ানির অন্তত ১২টি খাল ভরাট হয়ে গেছে। যেসব দিয়ে জোয়ারে ছোট ছোট নৌযান এখনও চলাচল করছে। কিন্তু ভাটার সময় বন্ধ থাকে। এসব সমস্যা ছাড়াও বেড়িবাঁধের অভ্যন্তরের স্লুইস খাল ভরাট ও দখল হওয়ায় পানির প্রবাহ নেই বললেই চলে। আর এসব কারণে পলি পড়ে নদীর তলদেশ থেকে কিনার পর্যন্ত দ্রুত ভরাট হয়ে গেছে।
এখন প্রতি বছর অন্তত পাঁচ ফুট কমে যাচ্ছে নদীর প্রস্থ। এমনটাই দৃশ্যমান। এছাড়া নদীর তলদেশ ভরাট হয়ে গভীরতাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। এখানকার সচেতন প্রবীন নাগরিকগণ মনে করেন, সাগরপারের এই জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্ধারমানিক নদী রক্ষায় এখনই সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া প্রয়োজন। তা নাহলে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের পাশাপাশি ইলিশের অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাবের শঙ্কা রয়েছে। ইতিমধ্যে আন্ধার মানিক নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় অন্তত সাতটি স্লুইস সংযুক্ত খাল ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। আর এর বিরুপ প্রভাব পড়ছে কৃষিকাজের ক্ষেত্রেও। ওইসব স্লুইস সংযুক্ত নদীর সংযোগ খালটি বাইরে থেকে ভরাট হয়ে গেছে। ভাটার সময় পানি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে। নীলগঞ্জ, চাকামইয়া, তালতলীর চাউলাপাড়া, কড়ইবাড়িয়া ইউনিয়নের প্রায় কুড়ি হাজার একর জমি চাষাবাদে ভয়াবহ সমস্যার আশঙ্কা করছেন কৃষক।
ইলিশের অভয়াশ্রম এই নদীর রয়েছে আলাদা গুরুত্ব। অন্য নদীর মতো একই গুরুত্ব বহন করেনা। তাই এই নদী রক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়া প্রয়োজন। দখল-দুষণ ঠেকাতে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। ৪০ কিমি দীর্ঘ সাগর মোহনা পর্যন্ত এ নদীর নাব্যতা বজায় রাখার পাশাপাশি এ নদী পাড়ের স্থাপনা অপসারন জরুরি। গত বছল আবার নদীর পাড় ঘেঁষে স্থাপনা ছাড়াও অন্তত ১০টি ইটভাঁটা গড়ে ওঠেছে। তাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞমহল। মৎস্য অধিদফতর এই নদীতে অবৈধ জাল দিয়ে মৎস্য সম্পদ নিধন বন্ধে সচেষ্ট রয়েছেন। এছাড়া নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাস এ নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। এলাকার সবশ্রেণীর মানুষের দাবি কলাপাড়া একটি পর্যটন সমৃদ্ধ উপজেলা। আর এই উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আন্ধার মানিক নদী। এটি রক্ষা করা প্রয়োজন। সেক্ষেত্রে ভরাট অংশ খনন করা প্রয়োজন। জেগে ওঠা চরকে জমি হিসাবে কেউ যেন দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেয়া দরকার। এছাড়া পরিবেশ রক্ষায় আন্ধার মানিকের জেগে ওঠা চরে বনাঞ্চল সৃষ্টি করাও প্রয়োজন বলে মনে করছেন পরিবশে সচেতনরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত বছরের মাঝামাঝি সময় স্থানীয় পর্যায়ের পরিবেশ ও উন্নয়নকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কলাপাড়ায় মতবিনিময় সভায় আন্ধারমানিক নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেছেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, নদী-খাল কিংবা সরকারের খাস জমি উদ্ধারে দখলদার উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এসব দখলদারও উচ্ছেদ করা হবে। রক্ষা করা হবে আন্ধারমানিক নদী।
##

কলাপাড়ায় চিকিৎসা সেবা বঞ্চিত সাধারন মানুষ

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঞ্জুরী কৃত চিকিৎসক বিশেষজ্ঞের বিপরীতে অর্ধেক ও চিকিৎসক না থাকায় এ জনপদের হাজার হাজার মানুষ সরকারী হাসপাতালে গিয়ে আশানুরুপ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
কলাপাড়া উপজেলা হাসপাতাল সূত্রে জানাগেছে, ৫০ শয্য হাসপাতালে ১৫ জন ডাক্তারসহ ১৬ টি পদ রয়েছে। হাসপাতালটি ৩১ শয্য থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর থেকে জুনিয়র কনসালটেন্ট (সাজারী), মেডিসিন, চক্ষু, নাক-কান গলা , কাডিওলজি, অর্থোপেটিক, ডেল্টাল সার্জনসহ ৮টি পদ শূণ্য রয়েছে। অপরদিকে হাসপাতালে এক্সওে, ইসিজি, আল্টাসানোগ্রমের মেশিন াকলেও রহস্য জনক কারনে তা অকেজো হয়ে পড়ে রয়েছে। একজন অসহায় দরিদ্র চিকিৎসা সেবা প্রার্থী মানুষকে এক্সরে করতে হলে পাশ্ববর্তী ক্লিনিকে হলা কাটা মূল্যে এক্সরে করতে বাধ্য হয়। এছাড়া একজন কার্ডিও গ্রাফার থাকলেও তাকে প্রেষনে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়েছে। মেডিকেল টেকনোলজিষ্ট দীর্ঘ মেয়াদী প্রশিক্ষনে থাকায় সেবা প্রার্থীরা সেবা থেকে বঞ্চিত রয়েছে। অপর দিকে নার্স-ওয়ার্ডবয়, এ্যাটেনডেন্সসহ প্রায় ৪০টি পদে লোকবল নেই। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটা হাসপাতালে ৬ জন চিকিৎসকের পদ থাকলেও পদায়ন রয়েছে মাত্র ২ জন চিকিৎসক। মহিপুর থানা সদরের উপস্বাস্থ্য চিকিৎসকের পদ থাকলেও সেখানে কোন চিকিৎসক নেই। তাছাড়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র গুলোতে চিকিৎসক ও উপসহকারী মেডিকেল অফিসারের পদ থাকলেও সাধারন মানুষ স্বাস্থ্য সেবা পচ্ছেনা। এছাড়াও সরকারী ঔষধ অবৈধভাবে বিক্রি করে দেয়া। টাকা ছাড়া স্বাস্থ্য সেবা না পাওয়া সহ নানাবিধ অভিযোগ রয়েছে।
এব্যাপরে কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার এ প্রতিনিধিকে জানান, সুস্পষ্ট অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবলের ঘাটতির কথা প্রতিনিয়ত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

শপথ নিলেন আ.স.ম ফিরোজ

বাউফল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার (৩রা জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংশ্লীষ্ট কক্ষে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেই শপথ বাক্য পাঠ করেন।

এসময় শপথ গ্রহন করেন সংসদীয় আসন১১২ পটুয়াখালী-২ (বাউফল)  থেকে সপ্তম বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আ.স.ম ফিরোজ।

এদিকে আ.স.ম ফিরোজের নির্বাচনী এলাকা বাউফলের জনগণের মাঝে উল্লাস বিরাজ করছেন। তারা মনে করেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাউফলবাসী সম্মানিত করে আ.স.ম ফিরোজকে মন্ত্রীত্ব দিবেন।

এর আগে তিনি হুইপ ও চীফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন।

 

ভোট কেন্দ্র দখল করে আমি এমপি হতে চাই না -আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান,বাউফল: আমার নেত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন চায়। যাতে সাধারান মানুষ তাদের মূল্যবান ভোট দিতে পারে। আমিও চাই বাউফলের সর্বস্তরের মানুষ ভোট কেন্দ্র যাবে এবং ভোট দিবে। আমি ভোট কেন্দ্র দখল করে এমপি হতে চাই না। সোমবার (২৪ শে ডিসেম্বর) ১১২পটুয়াখালী-২ (বাউফল) নির্বাচনী এলাকার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় নওমালা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: রতন আলী মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আলহাজ্ব আ.স.ম ফিরোজ।
তিনি আরো বলেন, গত ১০বছরে এই সরকারের যে উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।
জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাং, নওমালা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বিশ্বাস, দশমিনা উপজেলা আ’লীগের সভাপতি আ: আজিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ আন্তর্জাতিক বিষায়ক উপ-কমিটির সদস্য, চীফ হুইপের বড় ছেলে রায়হান সাকিব, কনিষ্ট ছেলে আশকার সিহাব, কন্যা সাবরিনা সান প্রমুখ।

কলাপাড়ায় ৬ মুক্তিযোদ্ধা পরিবারসহ কৃষকদের সাংবাদিক সম্মেলন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নে দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজ চলছে। এরপরও ওই ইউনিয়নের অবশিষ্ট বসত বাড়ি-ঘর এর ২০০ একর জমি থেকে পুনঃরায় আরো ১৫০ একর জমি অধিগ্রহনের প্রস্তুতি চলছে। জমি অধিগ্রহন না করার দাবিতে সেখানকার চার মুক্তিযোদ্ধা ও প্রায়ত দুই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এবং কৃষকরা সাংবাদিক সম্মেলন করেছেন। রোববার বেলা ১১ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের মধুপাড়া, চর নিশানবাড়িয়া, গড়াৎখা এবং মাছুয়াখালী গ্রামের অর্ধশত কৃষক এ সংবাদ সম্মেলনে অংশগ্রহন করেন। কৃষকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ধানখালী ইউনিয়নে ১৩২০ এবং ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজ চলছে। তারপরও একই ইউনিয়নের অবশিষ্ট প্রায় ২০০ একর জমিতে কৃষকদের বসত বাড়ি-ঘর থাকলেও সেখান থেকেও পুনরায় ১৫০ একর জমি অধিগ্রহনের জন্য গত ০৯ ডিসেম্বর শিল্প মন্ত্রনালয়ের সচিবসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সারভেয়ার ধানখালীর মধুপাড়া মৌজা থেকে ১৫০ একর জমি অধিগ্রহনের জন্য পরিদর্শণ করেন। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ’ মধুপাড়া, চর নিশানবাড়িয়া, গড়াৎখা এবং মাছুয়াখালী গ্রামের অবশিষ্ট জমিতে ৩০০ কৃষক পরিবারের মধ্যে ছয় জন মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর রয়েছে। তার মধ্যে মুক্তিযোদ্ধা মো. শাহআলম হুদা তালুকদার এবং মো. সুলতান আহম্মেদ মৃত্যুবরন করায় তাদের স্বজনরা অভিভাবকহীন অবস্থায় বসবাস করছেন। অপর চার মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. জালাল তালুকদার, মো. নাজমুল হুদা সালেহ এর বসতবাড়ি রয়েছে। নতুন করে জমি অধিগ্রহন করা হলে দুই মক্তিযোদ্ধার কবরস্থান, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়টি মসজিদসহ অনেক স্থাপনা নিঃশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি আরো বলেন, নির্মানাধীন দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য ধানখালী ইউনিয়ন থেকে ১২০০ একর এবং ১০০২ একর জমি অধিগ্রহন করেছে। তখন কৃষকের জমির রোপা ধানের বীজ তুলে ফেলা হয়েছে। উন্নয়নের স্বার্থে আমরা মেনে নিয়েছি। গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ‘স্বপ্নের ঠিকানা’ আবাসনের ঘর হস্তান্তর কালে বলেছিলেন ‘এই এলাকায় (ধানখালী) আর কোন জমি বা ভূমি অধিগ্রহন করা হবে না। তখন আমার স্বস্তির নিস্বাস ফেলেছিলাম। কিন্তু শিল্প মন্ত্রনালয়ের এক সচিব আবারও মধুপাড়া মৌজা থেকে ১৫০ একর জমি অধিগ্রহনের জন্য প্রক্রিয়া শুরু করার ঘোষনা দেওয়ায় আমরা সকল পেশার মানুষ এবং কৃষকরা উৎকন্ঠিত হয়ে আছি। আমরা আর কোন জমি দিবো না, জীবন দিবো জমি দিবোনা। বসতবাড়ি, মুক্তিযোদ্ধার কবর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদ থাকা এসকল জমি অধিগ্রহন হতে দিবোনা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. নাজমুল হুদা সালেহ, স্থানীয় মেম্বর মো. ফিরোজ তালুকদার, খালেক চৌকিদার, আ. মন্নান পাহলয়ানসহ অর্ধশত কৃষক।
এব্যাপারে পটুয়াখালী জেলা অতিরিক্ত প্রসাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ জানায়, ওই এলাকায় শিল্প মন্ত্রনালয়ের একজন সচিব পরিদর্শণ করেছেন। কিন্তু জমি অধিগ্রহনের কোন চুড়ান্ত পরিকল্পনা গ্রহন করা হয়নি।

 

কলাপাড়ায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

কলাপাড়া প্রতিনিধি: নৌকার মিছিলে ইটপাটকেলের অভিযোগে বিএনপির সমর্থককে হাতেনাতে আটক করার ঘটনায় বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবিসহ নির্বাচনী অফিস ভাংচুর করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় একটি পালসার মোটরসাইকেল ভাংচুর করা হয় এবং ১০/১২ সমর্থক আহত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামে এঘটনাটি ঘটেছে। এঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামী করে নৌকার সমর্থক মো. নাসির উদ্দিন হাওলাদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। রাতে ধানের শীষ এর বহিরাগত সমর্থক মো. মাসুম এবং স্থানীয় মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকছেদ হাওলাদারকে আটক করে পুলিশ। হামলা ও ভাংচুরের ঘটনায় নৌকা সমর্থক মো. হুমায়ুন কবির মারাত্মক আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও আরো আহত হয়েছেন, সোবাহান রাঢ়ী, আলমগীর হোসেন, আইয়ুব আলী ফরাজী, নাসির হাওলাদার। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার শিকার স্থানীয় মেম্বার মো. আলমগীর জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো নৌকার সমর্থনে মিছিল করা হয় মস্তফাপুর বাজারে। এসময় মস্তফাপুর সামসুন্নাহার দাখিল মাদ্রাসার ভিতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষনিক কলাপাড়া পৌরশহর থেকে আসা সন্ত্রাসী মো. মাসুমকে হাতেনাতে আটক করে নৌকা মার্কার নির্বাচনী অফিস ‘জয় বাংলা যুব সংঘ ক্লাব’ এর মধ্যে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা আলম হাওলাদারের নেতৃত্বে আলমগীর মৃধা, মনির মৃধা, ইউনুচ খান, মুজাম্মেল, রেজাউল খান, মহিব উদ্দিনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী নির্বাচনী অফিসে ভাংচুর চালায় এবং বঙ্গবন্ধুর, শেখ হাসিনার ছবি ও নৌকা প্রতিক এবং নৌকার সমর্থক নাসির হাওলাদারের একটি পালসার মোটর সাইকেল ভাংচুর করে।
এব্যাপারে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং ঐক্যফ্রন্টের (বিএনপি) মনোনীত প্রার্থী এবিএম মোশারফ হোসেন জানায়, দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে বিএনপির নেতা-কর্মীদের ভাংচুর করা অসম্ভব। বরং এটি সাজানো নাটক। নির্বাচনে বিএনপি যাতে মাঠে না থাকতে পারে তার জন্য পরিকল্পিত এ ঘটনা সাজানো হয়েছে। এঘটনায় যে মামলা দায়ের হয়েছে তাতে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদেরই আসামী করা হয়েছে।

এব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাচনী প্রচারনা কমিটির সদস্য সচিব এস,এম রাকিবুল আহসান, বিএনপি রাজনৈতিক চরিত্র নাই। মিথ্যা ছাড়া তাদের কোন বক্তব্য নাই। তারা মিথ্যাকে জাতির কাছে এমন ভাবে সাজিয়ে উপস্থাপন করে সেটা মিথ্যা হলেও সত্তের দার প্রান্তে নিয়ে যেতে চায়। আওয়ামী লীগের মিছিলে ইটপাটকেল করার সঙ্গে জড়িত তাদের হাতে নাতে আটক করে নৌকার সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা নৌকার নির্বাচনী অফিস ‘জয় বাংলা যুব সংঘ ক্লাব’ এ হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি, প্রধান মন্ত্রীর ছবি এবং দৃস্টি নন্দন একটি নৌকা প্রতিক ও চেয়ার ভাংচুর করে। এতে আমাদের সমর্থক ও নেতা-কর্মী আহত হয়। বিএনপির পরিকল্পিত গুপ্ত হামলার একটি অংশ এই হামলাটি।
এব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, এঘটনায় মো. আলম হাওলাদারকে প্রধান আসামী করে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মামলার পাঁচ আসামী গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পটুয়াখালী ৪: নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাড়ালেন জাপা প্রার্থী

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী ৪ আসনের সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হাওলাদার সরে দাড়ালেন। তিনি বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের সমর্থনে প্রচারে নামলেন। ধুলাসার হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানালেন। নির্বাচনী জনসভায় তিনি নৌকার পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিলেন আনোয়ার হাওলাদার। দলের নির্দেশনায় জোটের স্বার্থে এখন থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে শেষদিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন বলেও আনোয়ারের দাবি। নৌকার প্রার্থী মহিব্বুর রহমান ছাড়াও নেতৃবৃন্দ নির্বাচনী ওই সভায় বক্তব্য রাখেন। চার শতাধিক হোন্ডাযোগে সমর্থকদের নিয়ে আনোয়ার শোডাউন করে নির্বাচনী উঠান বৈঠকস্থলে পৌছলে নেতাকর্মীরা নৌকা স্লোগানে মুখরিত করে তোলে। তবে কুয়াকাটায় কয়েকটি হোন্ডা আটকে দেয় বলে আনোয়ারের অভিযোগ।

পটুয়াখালী-২: নৌকার সমর্থনে গণজোয়ার

এম.এ হান্নান,বাউফল
১১২পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আ.স.ম ফিরোজ ও নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিজয় র‌্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০হাজার নৌকার সমার্থকরা অংশ নেয়।
হাজারো কন্ঠে নৌকা- ফিরোজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর শহর।
র‌্যালীটি বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে দলীয় কার্যালয় এসে পথসভায় মিলিত হয়। এতে আ.স.ম ফিরোজ সহ দলের সিনিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
র‌্যালীতে সকলের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষায়ক উপকমিটির সদস্য , বাউফল উপজেলার নৌকার ভোট রক্ষা কমিটির আহ্বায়ক রায়হান সাকিব,বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, বাউফর উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোলা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত প্রমুখ।
#########

পটুয়াখালী-৪: আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৪ আসনে আ’লীগ ও বিএনপি একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন।। আচরন বিধি লঙ্গনের অভিযোগ।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১২ ডিসেম্বর।। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের রাঙ্গাবালী উপজেলায় মঙ্গলবার বিকালে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আ’লীগ ও বিএনপি। দু’দলই হামলায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে পথসভা করার আগেই যুবলীগ নেতা রিয়াজ মৃধা,রেসাদ ও চেয়ারম্যান মামুন খানের নেতৃত্বে হামলা করে দলীয় অন্তত ১৫০ নেতাকর্মীকে আহত ও জখম করে। চর মোন্তাজ ইউনিয়নের বশির ফকিরের পা কেটে দেয়। এছাড়া কাওসার আহম্মেদ, সাহজুল মীর, আলাউদ্দিন প্যাদা, সাইদুল গাজী, মন্নান মীর, খোকন, মোকলেছ মীর, রেশাদ, রিয়াদ আকন, রাব্বি, জাকির মোমিন হাওলাদার, মোকলেছুর হাওলাদার, মোশারফ লাহেরী, বেলাল খলিফা ও রহিম খলিফা রক্তাক্ত জখম হয। এরা বরিশাল, কলাপাড়া ও গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিঁনি অভিযোগ করেণ, ধুলাসারের চিহ্নিত সন্ত্রাসী ইউনুচ দালাল, শাকিল, এমদাদ মৃধা, হাবিবের নেতৃত্বে মঙ্গলবার চাপলী বাজারের বিএনপির নির্বাচনী কার্যালয়ের চেয়ার টেবিল লুট করে নেয়। ডালবুগঞ্জ ইউনিয়নে প্রচার মাইক ভাংচুর করা হয়। একইদিন কুয়াকাটায় আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী মজিবর, মিলন পাহলান, খালেক খান ও মহিবুল্লাহ চৌকিদারের নেতৃত্বে প্রচার মাইক ভাংচুর করা হয়। মহিপুর বাজারে নির্বাচনী প্রচারে বাঁধা দেয়। এ ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এছাড়াও মোশাররফ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচনী সভা কওেছে আ’লীগ প্রার্থী এবং সেখানে ১৫ হাজার খিচুরি প্যাকেট বিলি করা হয়েছে। যা আচরন বিধির পরিপন্তি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, অ্যাড: শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক অ্যাড: খন্দকার নাসির উদ্দিন, যুবদল সভাপতি গাজী মো: আক্কাস প্রমূখ।
বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে অপর সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান লিখিত বক্তব্যে আওয়ামীগের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, রাঙ্গাবালীতে আ’লীগের নির্ধারিত পথসভা চলছিল। তার পাশের ধানের শীষ প্রতিকের পথসভার আয়োজন করে। বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পথ সভায় উপস্থিত হওয়ার সাথে সাথে জামায়াত ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসী কবির তালুকদার, রহমান মাষ্টার, সাবু মিয়া, সোহাগ আকন, জাকির, নিয়াজ, বিপু, ইব্রাহীম, রহমান ফরাজী, মোতালেব হাওলাদার, মামুন হাওলাদার ও রাকিব হাওলাদারের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় আ’লীগ কর্মী সমর্থকদের ওপর। হামলায় রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক লিটু, হাবিবুল বসার তোতা, শাহারুল হাওলাদার, কালাম হাওলাদার, রাহাত, ইউপি সদস্য শিমুল , সাদ্দাম, সোহেল মীর, মহাসীন, বিপ্লব, আতিকুর, কামাল, সোহেল মিয়াসহ অর্ধশত আহত হয়। এরা বর্তমানে কলাপাড়া, গলাচিপা ও বরিশালে চিকিৎসাধীন রয়েছে। তিঁনি বলেন, ধুলাসার, মহীপুর ও কুয়াকাটায় যে ঘটনার উল্লেখ করা হয়েছেঁ এবং যাদের নাম বলা হয়েছে তারা আ’লীগের কেউ নয়। এ হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে আ’লীগের কেউ জড়িত নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত কলাপাড়ান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, এ আসনটি আ’লীগের ঘাটি। নৌকা এখানে নিশ্চিত বিজয়ী হবে। বিএনপি নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরে এখন হামলা ও লুটপাটের মিথ্যা গল্প বানিয়ে প্রচার করছে।
শহর আ’লীগ সভাপতি ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, বিএনপি যেসব আহতদের নাম উল্লেখস করেছে তারা স্থানীয় কেউ না, বহিরাগত। এই বহিরাগত সন্ত্রাসীরা এ অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টির জন্যই জড়ো হয়েছিলো। যাদের কয়েকজনকে পুলিশ ট্রলারসহ আটক করেছে। এয়াড়া মঙ্গলবার তারা কোন সভা করেনি। ওাঁ ছিল মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং সেখানে কোন খাবার পরিবেশন করা হয়নি। যা সম্পূর্ন মিথ্যা ও কাল্পনিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার প্রার্থী মহিব্বুর রহমান মহিবের ভাই সিআইপি মাসুদ রহমান, আ’লীগ নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, বিমল সমদ্দার, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন সোহাগ প্রমূখ।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ ও বিএনপি নেতারা নির্বাচনের আগে চিহ্নিত ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান।