পটুয়াখালীতে ভাই কর্তৃক ধর্ষনের শিকার বোন, গ্রেফতার ২

পটুয়াখালীতে চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে চাচাত বোন। ২৮ অক্টোবর সোমবার সদর উপ‌জেলার উত্তর বাদুরা গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষককে সহযোগিতাকারী মো.সোহেল মৃধা (২৮) ও মো: মুছা মৃধাকে (১৯) আটক করেছে পুলিশ।

ধর্ষনের শিকার কিশোরী উল্লেখ করেন, “কাউসার আমার চাচাতো ভাই। অনেকদিন আগ থেকে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কাউসার। এতে রাজি না হওয়ায় চাচাতো ভাবির মাধ্যমে দুপুরে আমাকে মৃধা বাড়িতে ডেকে নিয়ে যায় কাউসার। মৃধা বাড়িতে যাওয়ার পর আমাকে পালাক্রমে ধর্ষণ করে কাউসার ও তার বন্ধু ইসা।

এক পর্যা‌য়ে ভুক্তভো‌গি ৯৯৯ নাম্বারে কল দিলে থানা থেকে পুলিশ আসে। ভুক্তভোগীকে উদ্ধার করে এবং মো.সোহেল মৃধা (২৮) ও মো: মুছা মৃধাকে (১৯) ধর্ষকদের পলায়নের সহায়তা করায় আটক করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলেদের ভিজিএফ চাল আত্মসাৎ: ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্গত মহিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন হাওলাদার গ্রেফতার। গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মোট ২২দিন মা ইলিশ মাছ শিকার বন্ধের জন্য সরকার অবরোধ ঘোষণা করে।সেইসব জেলে পরিবারের জন্য সরকারি বরাদ্দ ২০ কেজি হারে ২৪ মেট্রিকটন চাল  গত ২৬ অক্টোবর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলাপাড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। মহিপুর পরিষদে সোমবার সকাল দশটার দিকে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।১৩৫৬০কেজি চাল দেয়ার কথা থাকলেও ওজনে কম দিয়ে ১৭১৭কেজি চাল আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।জেলেদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনিবুবর রহমান সরোজমিনে তদন্তের জন্য উপজেলা প্রকল্প  কর্মকর্তা জনাব তপন কুমার ঘোষ কে তদন্তে পাঠান।জনাব তপন কুমার ঘোষ জেলেদের সাথে আলাপকালে ওজন কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মহিপুর থানার ওসি মোঃ সোহেল আহমেদ জানান জেলেদের জাল আত্মসাতের ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করায় ভারপ্রাপ্তচেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

পায়রা বন্দরে ভিড়ল এমভি ওলডেনডরফ

কামাল হাসান রনি:

পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করল কয়লাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ। সোমবার সকাল ১১ টার দিকে ২০ হাজার  ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে দ্বিতীয় বারের মত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএল জেটিতে পণ্য খালাসের জন্য ইন্দোনেশিয়ার বালিকপাপন কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজটি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব আহমেদ কায়কাউস,পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, বিসিপিসিএল এমডি খোরশেদ আলম,যুগ্ম সচিব নূর আলম,বিসিপিসিএল প্রকল্পের পরিচালক গোলাম মাওলাসহ পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।আমদানিকৃত এ কয়লা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে ব্যবহৃত হবে বলে কর্মকর্তারা জানান।

পবিপ্রবির ২য় সমাবর্তন ৫ ফেব্রুয়ারি

পবিপ্রবি প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের প্রথম প্রতিষ্ঠিত সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২য় সমাবর্তন ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে। জাকজমকপূর্ণ এই আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। গত ২১ অক্টোবর যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ-সংক্রান্ত একটি চিঠি (স্মারক নং-শিম/শা:১৯/প:বি:-১৯/২০১০-৩৯৬) দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। মন্ত্রণালয় ওই চিঠির অনুলিপি দিয়েছে রাষ্ট্রের বিভিন্ন দফতরে।
সূত্র জানায়, গত ১১ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সম্মতিতে এই চিঠি দেয় মন্ত্রণালয়। ওই সমাবর্তনে আগামি ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাষ্ট্রপতির অংশ নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এই সমাবর্তনে শিক্ষামন্ত্রী, ইউজিসি চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, দেশ বরেণ্য শিক্ষাবিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই ২য় সমাবর্তন আয়োজনের খবরে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উৎসাহপূর্ন অনুভূতি প্রকাশ করেছেন। খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ হারুনর রশীদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আগামি ৫ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

কলাপাড়া ‘জেলার’ দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ছাত্র ও শিক্ষক’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ছাত্র-শিক্ষক ছাড়াও ঢাকাস্থ কলাপাড়া সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, ডিগ্রি কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি আসাদুজ্জামন হিরণসহ আরও অনেকে।

বক্তারা জেলার দাবিতে যৌক্তিকতা তুলে ধরে বলেন, কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিন স্টেশন, শের-ই-বাংলা নৌ ঘাটি, মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বহু মেঘা প্রকল্প চলমান রয়েছে। এ উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণা করা এখন সময়ের দাবি বলে তারা জানান।

পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নিরাপত্তায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পটুয়াখালী:

ভোলায় মহানবী(সঃ) কে নিয়ে কটুক্তি এবং মুসলিম হত্যার প্রতিবাদে ২৩ অক্টোবর সকাল ১০ টায় পটুয়াখালী ইসলামী আন্দোলনের নেতৃতে পটুয়াখালী লঞ্চ ঘাটের প্রাঙ্গনে বিশাল সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি সদর রোড হয়ে শহরের পিডিএস মাঠে যেয়ে শেষ হয়। সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি গোলাম সরোওয়ার এবং ইসলামী আন্দোলনের পটুয়াখালী শাখার নেতা আবুল বাশার হেলালী।

শাহ আলম এর কোরআন তেলোয়াত এবং ইলিয়াস এর ইসলামি সঙ্গীত এর মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি গোলাম সরোওয়ার এবং সেক্রেটারি আবুল হোসেন বোখারী। বক্তারা উল্লেখ করেন, বতর্মান সরকার মুসলিমদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু ভোলায় পুলিশি হামলা তারা বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে প্রত্যাশা করেন নি। পটুয়াখালীর পুলিশ প্রশাসনের পূর্ন নিরাপত্তা ব্যবস্থায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে পারায় বক্তারা পুলিশ প্রশাসকে ধন্যবাদ জানায়।
মিছিল শুরুর পূর্বে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দাবি করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মিছিলে ইসলামী আন্দোলনের অনুসারীরা হত্যাকারিদের বিচার চেয়ে স্লোগান দিয়েছেন এবং হযরত মুহাম্মদ সঃ এর কটুক্তিকারীর ফাসি দাবি করেন।

মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মাদরাসা ছাত্রীকে যৌণ হয়রাণীর অভিযোগে আব্দুল মালেক (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার সময় পৌর শহরের সিকদার বাড়ি সড়ক থেকে স্থানীয়দের সহায়তার পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে যৌণ হয়রানীর শিকার এক কিশোরীর পিতা।
পুলিশ ও অভিভাবকরা জানান, কলাপাড়া পৌরসভার সাত নং ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদ্রাসা সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার আট থেকে ১০ বছরের শিশুদের দোকানের মধ্যে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে অন্তত ১০ শিশুকে যৌণ হয়রাণী করে। বিষয়টি শিশুরা তাঁদের অভিভাবকদের জানালে শুক্রবার রাতে কয়েকজন অভিভাবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করে।
অভিভাবকদের অভিযোগ, দোকানের মধ্যে আটকে মালেক শিশুদের শরীরে স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ তাদের পশ্চাৎদেশে তেল মেখে অনৈতিক কাজ করার চেষ্টা করতো। বিষয়টি শিশুরা অভিভাবকদের জানালে ক্ষিপ্ত অভিভাবকরা বিষয়টি থানায় অবহিত করেন।
কলাপাড়া থানার এস আই বিপ্লব মিস্ত্রি জানান, অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে রাতেই আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ কিশোরীর অভিভাবক থানায় মামলা দায়ের করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার, প্রতিষ্ঠান সিলগালা

পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায় জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে। উক্ত ডায়াগোনষ্টিক সেন্টারের ভূয়া এমবিবিএস ডাক্তার এস.এম নাসির উদ্দীন মাহমুদকে ভ্রাম্যমান আদলত এক বছরের কারাদন্ড প্রদান করে। এ সময় জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব আলম এবং দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো.রইস উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, টাউন কালিকাপুর জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারে একজন ভূয়া ডাক্তার মিথ্যা পদবী ব্যবহার করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে আজ বেলা ১টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাক্তার নামধারী নাসির উদ্দীন তার পেশার পক্ষে প্রমানপত্র দেখাতে ব্যর্থ হয়। তাই ভ্রাম্যমান আদালত তাকে এক বছর কারাদন্ড এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমান করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

চার বছরের শিশু ও বৃদ্ধার শরীরে এসিড নিক্ষেপ, স্বামীর ভিটে থেকে উচ্ছেদ

কলাপাড়া প্রতিনিধি:
চার বছরের শিশু মাছুম এখন ১৭ বছরের যুবক। তার বাম হাত, গলা ও মুখমন্ডলে এখনও ক্ষত চিহ্ন। ১৩ বছর আগে ঘুমন্ত অবস্থায় যখন তার গায়ে এসিড নিক্ষেপ করা হয় তখন সে ছিলো চার বছরের শিশু। তার সাথে ঘুমন্ত অবস্থায় নানী গোলভানুর শরীরে এসিডে ঝলসে গেলেও সাত বছর আগে এসিডের দগদগে ক্ষত নিয়ে বিচার না দেখেই তার মৃত্যু হয়। মা ও শিশু সন্তানের শরীরে এসিড নিক্ষেপ করলেও এসিড নিক্ষেপ কারীদের অব্যাহত হুমকিতে থানায় মামলা করতে পারেনি বিধবা নিলুফা বেগম। পাঁচ সন্তান নিয়ে স্বামীর ভিটা ছেড়ে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে সাড়ে ১৩ বছর। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের এ ঘটনার বিচার চেয়ে গত ২৩ সেপ্টেম্বর কলাপাড়া থানায় মামলা রুজু করার পর আবার জীবননাশের হুমকির সম্মুখীন নিলুফা বেগম।
সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গত সাড়ে ১৩ বছর পাঁচ সন্তান নিয়ে পালিয়ে থাকার কষ্ট বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিলুফা বেগম। শুধু তাই না, স্বামীর রেখে যাওয়া ভিটাও এখন দখল হয়ে গেছে তার। জীবনের শেষলগ্নে এসে স্বামীর ভিটা রক্ষা ও সন্তান ও মায়ের উপর এসিড নিক্ষেপের বিচার দেখে যাওয়ার ইচ্ছা।
লিখিত বক্তব্যে নিলুফা বেগমের পক্ষে বোনের মেয়ে মোসাঃ মরিয়ম বলেন, ২০০৬ সালের ১ মার্চ রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় চার বছরের শিশু মাছুম ও নিলুফা বেগমের মা গোলভানুর উপর এসিড নিক্ষেপ করে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার, আঃ আজিজ শরীফ, হাবিব ফকির, আঃ মজিদ শরীফ ও খালেক পাহোলান এ এসিড নিক্ষেপের সাথে জড়িত। শুধু তাই না, শিশু সন্তান ও মায়ের চিকিৎসার জন্য সে যখন হাসপাতালে, তখন এই সুযোগে ছোট ছোট ছেলে-মেয়েদের ঘর থেকে নামিয়ে দেয়। লুট করে নিয়ে যায় ঘরের মালামাল। কেটে ফেলে বাড়ির চারপাশে রোপন করা বিভিন্ন প্রজাতির গাছ। লুট করে নেয় পুকুরের মাছ। এসিড নিক্ষেপকারীদের অব্যাহত হুমকিতে দীর্ঘ বছর পাঁচসন্তান নিয়ে ঘর ছাড়া থাকায় তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন নি।
নিলুফা বেগম বলেন, ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ঢাকায় গিয়ে কাজ করেছেন। ইট ভেঙ্গেছেন। মহিপুরে জেলেদের মাছ বাছাইয়ের কাজ করেছেন তাদের থেকে পালিয়ে। ছেলেরা একটু বড় হওয়ায় তারা কেউ রাজমিস্ত্রী, কেউ রিক্সা চালিয়ে
দিনানিপাত করছেন। ভয় উপেক্ষা করে জীবনের শেষলগ্নে স্বামীর ভিটায় গিয়ে দেখি তা দখল করে হাজীপুরের খালেক পাহলান ঘর তুলেছে। নিজের অধিকার আদায়ে বাড়ির এক কোনে পুকুরের পাশে ছোট্র একটি ঘর তুলে বসবাস শুরু করলেও এখন রয়েছেন হুমকিতে।
তিনি বলেন, মৃত্যুর হুমকি উপেক্ষা করে গত ১৭ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত কলাপাড়া থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে নেয়ার নির্দেশ প্রদান করেন। গত ২৩ সেপ্টেম্বর কলাপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এ মামলা দায়েরের পরই তাকে আবার হুমকি দিচ্ছেন মামলার আসামীরা। এঘটনায় ২৯ সেপ্টেম্বর কলাপাড়া থানায় ১০ জনের বিরুদ্ধে জিডি করেন। বর্তমানে তিনি ও তার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, যেহেতু দীর্ঘ বছর আগের একটি স্পর্শকাতর মামলা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনা যদি সত্যি হয় তাহলে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।

বাউফলে সড়ক নির্মাণ: কলা গাছের পর এবার বাঁশ

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে ১কোটি ৩০লাখ টাকা ব্যয়ে ডালিমা থেকে কচুয়া পর্যন্ত ৭হাজার ফুট দৈর্ঘ্য এবং ১০ফুট প্রস্থ পাকা সড়ক নির্মাণে কচুয়া সেতুর সংযোগ সড়কের পার্শ্বে ঝুকিপূর্ণ স্থানে পাক পাইলিং তৈরীর পরির্বতে বাঁশের পাইলিং দিয়ে ভাঙন রক্ষার মিথ্যা চেষ্টা করছে নির্মাণকারী প্রতিষ্ঠান। একই স্থানে বাঁশের আগে কলা গাছ দিয়ে পাইলিং নির্মাণ করা হয়েছিলো। যা নিয়ে গত ৮ই আগষ্ট আজকালের খবর-এ সংবাদ প্রকাশিত হয়।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, গত কয়েক দিন সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নম্বর হীন ইটের খোয়া বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে। কচুয়া ব্রীজের পূর্ব পাশের সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী পাকা পাইলিং ( রিটানিং ওয়াল) না দেওয়ায় সড়ক বার বার ভেঙে যাচ্ছে। ভাঙন ঠেকাতে নির্মাণকারী প্রতিষ্ঠান বাঁশের পাইলিং দিয়ে রেখেছে। যার অনেকটা ভেঙে পড়ে গেছে। ব্রীজ পেরিয়ে একটু একটু সামনে গেলে মন্সী বাড়ীর পুকুরের পাড়ে ৩০ফুট পাইলিং নির্মাণ না করায় সড়ক ভেঙে মিলে যাচ্ছে পুকুরে।
বাঁশের পাইলিং কেন?
জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠানের পরিচালক আজিজ মোল্লা (কুট্টি মোল্লা) জানায় পাইলিং নির্মাণে বরাদ্ধ না থাকায় পাইলিং নির্মাণ করা সম্ভব না। যেটুক বরাদ্ধ ছিলো তার কাজ শেষ। বাঁশ যে দিয়েছে তাও আমার লস! অপরদিকে উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, সড়ক নির্মাণের প্লানিং-এ পাইলিং ধরা হয়নি।
স্থানীয়রা জানায়, সড়কের নির্মাণ কাজ শুরু থেকেই ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে একাধিক বার অবহিত করার পরও কোন প্রতিকার পাওয়া যায়নি।
কাদের ফরজী ও বাবুল ফরাজী নামের দুই স্থানীয় বাসিন্দা জানায়, ব্রীজের ঢালের রাস্তা এমমনিতেই ঝুকিপূর্ণ। অপরদিকে পাশে খাল। তাই আরো বেশি ঝুকি। এখানে পাইলিং নির্মাণ করার কথা থাকলেও তাঁরা নির্মাণ করেনি। মাস খানেক আগে ক্যালা গাছ দিয়ে বাধ দিয়ে গেছে। তা ভেঙে যাওয়াও এখন বাঁশ দিয়ে বেড়া দিছে।
তারা আরো জানায়, পাইলিং তৈরীর কথা বলে রাস্তার পাশের গাছ কেটে ফেলা হয় তবে তা নির্মাণ করা হয়নি।

নির্মাণাধীন সড়কের মুন্সিবাড়ী পয়েন্টে পুকুরের পাড়ে পাকা পাইলিং নির্মাণ না করায় পাড়সহ সড়ক ভেঙে যায়। একই সড়কের মিন্টু শীল বাড়ির সামনের পাইরিং নির্মাণে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণের কয়েকদিন পর ধস নামে। প্রকাশিত সংবাদের পর পুনরায় পাইলিং নির্মাণ করা হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’বছর আগে যখন রাস্তার প্লানিং করা হয় তখন পাইলিং ধরা হয়নি। এখন নতুন সার্ভে করে পাইলিং এর ব্যবস্থা করা হবে।
ব্রীজের ঢাল ও খালের পাশের সড়কের মত ঝুকিপূর্ণ স্থানে কোন প্লানিং-এ কেনো পাইলিং প্লানিং-এ ধরা হয়নি জানতে চাইলে তিনি দায় এড়িয়ে বলেন, যেখানে প্রয়োজন সেখানে ধরা হয়েছে।