কলাপাড়ার পাখিমারা পরীক্ষা কেন্দ্রে ১জন শিক্ষক ও ১৪ জন পরীক্ষার্থী বহিষ্কার

কামাল হাসান রনি
আজ সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। কলাপাড়ার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। নকল করার অভিযোগে ১৪ জন শিক্ষার্থী এবং দায়িত্বরত একজন শিক্ষককে বহিষ্কার করা হয়।বহিস্কৃত  শিক্ষক মোঃ আব্দুল জব্বার উদ্দিন তিনি নেছারউদ্দিন সিনিয়র মাদ্রাসায় চাকরি করেন।কেন্দ্র পরিদর্শক পরীক্ষার ঐ রুম থেকে বই এবং বই পৃষ্ঠা জব্দ করেন। পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব বাদল চন্দ্র বিশ্বাস বলেন,নকল করার জন্য ১৪জন শিক্ষার্থী এবং সহযোগিতা করার জন্য ১জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

কামাল হাসান রনি:

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে বানাতী বাজার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জনাব শহিদুল আলম বিশ্বাস, মোতালেব তালুকদার, প্রফেসর ইউসুফ আলী সহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃচান মিয়া খান এর সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়।
মাননীয় সংসদ সদস্য জনাব মহিব্বুর রহমান তার বক্তৃতায় “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশাংসা করেন এবং কলাপাড়ার মেগা প্রকল্পসহ  উন্নয়নের চিত্র তুলে  ধরেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ তারিকুল ইসলাম খান সভাপতি এবং মোঃ ফোরকান প্যাদা সাধারণ সম্পাদক   হিসেবে মনোনীত হন।

ভয়ংকর সিডরের ১২ বছর আজ

কামাল হাসান রনি:
আজ সেই ভয়াল ১৫ ই নভেম্বর। ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম  উপকূলে আছড়ে পরে শতাব্দীর সেরা সাইক্লোন সিডর।
রাতের নিস্তব্ধতা ভেদ করে এটি মুহুর্তেই ধ্বংস করে দেয় বাংলার দক্ষিন পশ্চিম উপকূল। মানুষ অবাক হয়ে প্রত্যক্ষ করলো প্রকৃতির ভয়ঙ্কর রুপ ও ধ্বংসলীলা। এটি ছিলো শতাব্দির সেরা সাইক্লোন।
 এটি যখন ১৫ ই নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের সুন্দরবন, বাগেরহাট, বরগুনা,পটুয়াখালী,   তালপট্রিতে আঘাত হানে তখন এর গতিবেগ ছিলো ঘন্টায় প্রায় ২৬০ কি.মি. যা দমকা  ও ঝড়ো হাওয়া ঘন্টায় প্রায় ৩০৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পায়।এই ঘূর্ণিঝড়টি  সরকারি হিসেবে পরেরদিন বিকাল পর্যন্ত ২২১৭ জনের প্রানহাণির খবর পাওয়া যায়, তবে বাস্তবে আরও অনেক মানুষের প্রানহাণি ঘটে, ঘরবাড়ি ধংস হয় প্রায় ৯৬৮০০০টি, প্রায় ২১০০০ হেক্টর জমির ফসল ধংস হয়, ২৪২০০০ গৃহপালিত পশু মারা যায়, বাংলাদেশ সরকার এটাকে জাতীয় দূর্যোগ বলে আখ্যায়িত করে,
 ঘূর্ণিঝড়  সিডার এতই শক্তিশালী ছিলো যে এটি ১৫ ই নভেম্বর সন্ধ্যায় বাগেরহাট জেলায় আঘাত হেনে ১৬ ই নভেম্বর রাত ৩ টায় মাত্র ৮ ঘন্টায় বাংলাদেশের বক্ষ্য বিদির্ন করে সিলেট জেলার উপর দিয়ে চলেযায়।
ঘূর্ণিঝড় সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা। আজও সেই রাতের কথা মনে পড়লে আৎকে উঠে সেদিনের বেঁচে যাওয়া মানুষদের হৃদয়, তাদের ঘুম ভেঙে যায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে স্বজন হারানোর বেদনায়।
কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো ভোগান্তিতে ফেলছে উপকূলবাসীকে।
প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতে কোটি কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।অসহায় হয় পড়ে উপকূলীয় জনগোষ্ঠী
মহান আল্লাহ সেই দূর্যোগে নিহত মানুষদের জান্নাত দান করেন ও ভবিষ্যতে এধরনের ভয়ঙ্কর দূর্যোগ থেকে আমাদের ও আমাদের দেশকে যেনো  হেফাজতে রাখেন এটাই উপকূলবাসীর প্রার্থনা।

কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামাল হাসান রনি:

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১১৪পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান সহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইয়াকুব পল্লান এর সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়।  সংসদ সদস্য মহিব্বুর রহমান তার বক্তৃতায় “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান। ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।সম্মেলনের বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশাংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে  ধরেন। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ২য় অধিবেশন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জনাব কাজী হেমায়েত উদ্দিন হিরন সভাপতি এবং বশির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

কলাপাড়ায় পানির নিচে ধান ক্ষেত

কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ায় ঘুর্ণিঝড়ের প্রভাবে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত প্রবল ঝড়োহাওয়া ও বৃষ্টিতে প্রায় ৪০০ কাঁচা বাড়িঘরের আংশিক ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে আংশিক ক্ষতির শিকার ঘরের সংখ্যা ৩৬২টি। শত শত গাছপালা ভেঙ্গে গেছে। বিদ্যুত সরবরাহ ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার দুপুর ১২ টার দিকে চালু হয়েছে। বুলবুল থেকে নিরাপদে কলাপাড়ার ১৫৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নেয়। কলপাড়া পৌর মেয়র পৌর শহরের সকল আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের শুকনা খাবার বিতরন করেছেন।

রোববার সকালে মধ্যধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৭০ বছর বয়সী সুফিয়া বেগম হঠাৎ অসুস্থ হয়ে আধা ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার ও উপজেলা প্রশাসন বলেছেন এটি একটি স্বাভাবিক মৃত্যু। সকালে ঝড় চলাকালে মোটরসাইকেলে যাওয়ার পথে কুয়াকাটাগামী মহাসড়কে গাছের ডাল ভেঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন রফিক হাওলাদার (৩০)। ভাঙ্গা গাছের ডাল কাটার সময় মুখমন্ডলে কোপ লেগে গুরুতর জখম হয়েছে আরেক যুবক ফরিদ হোসেন (৩২)। এদের উভয়ের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নে। এরা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চম্পাপুর ইউনিয়নে আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায় রুনা আক্তার (১৯) এক প্রসূতির প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত এমবুলেন্সে কলাপাড়া হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। সে এখন সুস্থ রয়েছেন।

রোববার সকালে জোয়ারের অস্বাভাবিক পানির তোড় ও বৃষ্টি ঝড়োহাওয়ায় হাজার হাজার একর আমন ধান পানিতে ডুবে আছে। ২৪ ঘন্টার মধ্যে পানি না কমলে এ ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। কৃষি অফিসের প্রাথমিক তথ্যে অন্তত ২০ ভাগ ধানের ক্ষতির শঙ্কা করছেন তারা। তবে কোটি কোটি টাকার সবজির আবাদ সম্পুর্ণভাবে নষ্ট হয়ে গেছে। লালুয়ার ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। রোববার বিকেলে মানুষ আশ্রয়কেন্দ্র ছাড়ে। তবে বুলবুল মোকাবেলায় সরকারি প্রশাসনের তৎপরতা ছিল প্রশংসনীয়।

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসনের সকল প্রস্তুতি ছিল। এখন পানিবন্দী দশা থেকে মানুষকে মুক্ত করা এবং কৃষকের ধানক্ষেতের পানি নামানোর উদ্যোগ নেয়া হয়েছে।

পটুয়াখালীতে ২৮১০ ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১, নিখোজ ১২

পটুয়াখালী:
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। বিধ্বস্ত হয়েছে দুই হাজার ৮১০টি ঘরবাড়ি, নিহত একজন ও আহত হয়েছেন দু’জন। এছাড়া কলাপাড়া উপজেলায় নিখোঁজ রয়েছেন মাছধরা ট্রলারসহ ১২ জেলে

পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী রোববার (১১ নভেম্বর) সকালে প্রতিবেদনে জানান, পটুয়াখালী জেলায় ২৮ হাজার ৫০৮ হেক্টর ফসল, দুই হাজার ৮১০টি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশু নিখোঁজ ও ক্ষতি ২০টি, এক হাজার ৪২৮টি হাঁস-মুরগি, দুই লাখ এক হাজার ৩০০টি গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং দুমকি উপজেলায় আহত হয়েছেন দু’জন। কলাপাড়া পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে ২টার দিকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানে। মুষলধারে বৃষ্টি চলে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত। রোববার সকাল থেকে পটুয়াখালী জেলা সহ সকল উপজেলার ২৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। বিদ্যুৎ সংযোগ না থাকায় অধিকাংশ মোবাইল অপারেটরে নেটওয়ার্কে সমস্যা দেখা গেছে। বর্তমানে পটুয়াখালীর আকাশ মেঘলা অবস্থায় রয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এ ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মহিব্বুর রহমান এবং অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা

কামাল হাসান রনি:
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “বুলবুল” গত  ১০ নভেম্বর রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।কলাপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় বেরি বাঁধ অতিক্রম করে পানি ঢুকলে গৃহবন্দী হয়ে পড়ে শত শত মানুষ।ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত  বস্ত্র,শুকনো খাবার,পানি সরবরাহ করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান  এবং কলাপাড়া উপজেলা মহিলা লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।উল্লেখ বুলবুল আঘাত হানার দিবারাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন এবং শুকনো খাবার,পানি বিতরণ করেন।কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের আশ্রয়কেন্দ্রে মানুষের সব রকম সহযোগিতা এবং ঘূর্ণিঝড় পরবর্তীতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার নির্দেশ দেন।

বুলবুল আতঙ্কের মধ্যে মায়ের কোলে এলো ‘বুলবুলি’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে দেশের মানুষ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ জানমাল নিয়ে যে যার মতো ছোটাছুটি করছে দিগ্বিদিক। শনিবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত পটুয়াখালীর দুর্গম এলাকার ৬৮৯টি আশ্রয় কেন্দ্রে মোট ৪ লাখ ৫৯ হাজার ৮৬৭ মানুষ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিস মহাবিপদ সংকেত দিলে চরাঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়, যার মধ্যে গর্ভবতী মায়েরাও আছেন। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে জন্ম নেয় এক কন্যা শিশু। ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান বুলবুলি। বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।

আবুল কালাম বলেন, দুপুরে আমার কন্যাসন্তান পৃথিবীতে এসেছে। এটা আমাদের প্রথম সন্তান। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদের বাসার পাশে আমাদের আত্মীয়ের বাসা। আজ বন্যার দিনে আমাদের মেয়ের নাম রেখেছেন বুলবুলি আক্তার বন্যা। মা-মেয়ে দুজনই সুস্থ আছে।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড নাসির উদ্দীন মাহমুদ জানান, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদ আবাসনে জন্ম নেয়া কন্যা শিশুর নাম রেখেছেন বুলবুলি আক্তার বন্যা।

১ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রফুল্ল কুমার হাওলাদার জানান, নীলগঞ্জ আবাসনে আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির বসবাস। হুমায়রা গর্ভবতী ছিলো। শনিবার দুপুর দেড়টায় আবাসনের ঘরে বসে এক কন্যা সন্তানের জন্ম দেন

এ বিষয়ে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শহিদের মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা কমিটির বরিশাল বিভাগের প্রতিনিধি হলেন এমপি মহিব্বুর রহমান

কামাল হাসান রনি:
কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এর সর্বশেষ সংশোধনী মোতাবেক ৮ বিভাগের বিপরীতে ৮ জন সংসদ সদস্যকে জাতীয় খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে সরকার মনোনয়ন প্রদান করে। বরিশাল বিভাগের জন্য মনোনীত হন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিনা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বরিশাল বিভাগের জন্য মনোনীত হয়েছেন সংসদ সদস্য মহিব্বুর রহমান (১১৪পটুয়াখালী-৪),চট্টগ্রাম বিভাগের জন্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন (চট্টগ্রাম-১),সিলেট বিভাগের জন্য মোঃ আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২),ঢাকা বিভাগের জন্য মনজুর হোসেন (ফরিদপুর-১), ময়মনসিংহ বিভাগের জন্য ফরিদুল হক খান (জামালপুর-২), খুলনা বিভাগের জন্য সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়ার-৪), রংপুর বিভাগের জন্য রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), রাজশাহী বিভাগের জন্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১)। ১১৪পটুয়াখালী ৪ আসনের সদস্য মোঃ মুহিবুর রহমানকে মনোনীত করায় এ আসনের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

পটুয়াখালীর গনপূর্ত কর্মচারীর লাশ উদ্ধার

সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী:
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ সংলগ্ন বহাল গাছিয়া খাল থেকে গনপূর্ত বিভাগের কর্মচারী রুহুল আমীন হানিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার তৃতীয় স্ত্রীসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নিহত হানিফ পটুয়াখালী গনপূর্ত বিভাগের পাম্প ড্রাইভার ছিলেন। তিনি শহরের স্বাধীনতা সড়কে বসবাস করতেন। গত ডিসেম্বরে অবসর গ্রহনের পর তিনি ব্যবাস করতেন। নিহতের ছেলে জানান,গতকাল রাত ৮টায় তার সাথে তার বাবার সর্বশেষ কথা হয়। আজ সন্ধ্যার পর পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিনি তার বাবার লাশ সনাক্ত করেন। এদিকে লাশ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপারসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।