পটুয়াখালী পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মলন, সভাপতি জালাল, সম্পাদক মনি

পটুয়াখালী ॥ পটুয়াখালী পৌর শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর সকাল ১০টায় শের-ই-বাংলা পাঠাগারে পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

সম্মেলনে শাহ জালাল খানকে সভাপতি এবং অ্যাড. তারিকুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

কলাপাড়ায় বুলবুলের ক্ষতি পোষাতে সবজি চাষে ব্যস্ত চাষীরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিলগঞ্জ ইউনিয়নে দশ শতক জমির নষ্ট হওয়া সবজির ক্ষেতে ফের ফুলকপির চারা রোপনের কাজ করছিলেন চাষী হাফিজুর। জানালেন, কুমিরমারা গ্রামের পাঁচ শতক জমি একসনা ভিত্তিতে এবং আমিরাবাদ গ্রামে ৪২ শতক জমিতে সবজির আবাদ করেছিলেন। এখন সব শেষ। বীজ, চাষাবাদ নিয়ে অন্তত ১৫ হাজার টাকা খরচ করেছিলেন। এখন বেগুন, লাউ, মুলা ও ধনে পাতা বাজারে বিক্রি করতে পারতেন। ঘুর্ণিঝড় বুলবুলে সব শেষ। ফের কোমর বেধে ক্ষেত তৈরির কাজ করছেন এ চাষী।

কামলা, বীজ নিয়ে ফের এ চাষীর কুড়ি হাজার টাকা ধার-দেনা করতে হয়েছে। মুলা লালশাক লাগানো তিন শতক জমি ফের তৈরি করছিলেন আব্দুল বারেক হাওলাদার। আব্দুর রাজ্জাক হাওলাদার নষ্ট হওয়া দুই বিঘা জমিতে আবার সবজি আবাদের জন্য মই দিচ্ছিলেন।

জানালেন লাল শাক, পালংশাক, ফুলকপি সব নষ্ট হয়ে গেছে। রোদের মধ্যে একজনে মইতে বসে অপর দুই জনে টানছিলেন। ক্ষতির যেন সীমা নেই বলে জানালেন এ চাষী। নষ্ট হওয়া চার বিঘার দুই বিঘা জমির সবজি ক্ষেত ফের কোদাল দিয়ে কুপিয়ে তৈরি করছিলেন নুর আলম হাওলাদার। জানালেন, এক দফা অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন ফের ক্ষেত তৈরি করে চারা ও বীজ রোপন করবেন। তিনজন কামলা নিয়ে তিন বিঘা জমিতে ফের সবজির আবাদে ব্যস্ত শাহজাহান মৃধা। জানালেন ধানের চেয়ে শাক-সবজিতে বেশি লাভ। তাই ১২ মাস সবজির আবাদ করেন। নষ্ট হওয়া ক্ষেত পুনরায় তৈরি করছেন ফোরকান হোসেন। জানালেন ফুলকপি পাতাকপি সব নষ্ট হয়ে গেছে।

এভাবে কুমিরমারা গ্রামের অন্তত ৭৫ জন সবজি চাষী ফের লোকজন নিয়ে মাঠে কোমর বেধে কাজ করছেন। শীতকালীন সবজি ফলানোর জন্য যেন প্রতিযোগিতা চলছে এসব চাষীদের। নীলগঞ্জের কুমিরমারা, গামইরতলা, এলেমপুর, আমিরাবাদ, পাখিমারাসহ অধিকাংশ গ্রামগুলোতে একই দৃশ্য দেখা গেল। এসব চাষীদের অভিযোগ কৃষিবিভাগ তাঁদের তেমন কোন খোঁজ-খবর নেয়নি। এ ইউনিয়নসহ উপজেলার ১২টি ইউনিয়নের সহ¯্রধিক সবজি চাষী কোটি টাকার শাক-সবজির ক্ষেত ঘূর্ণিঝড়ের তান্ডবে নষ্ট হওয়ায় আবার ক্ষেত তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এখন পর্যন্ত এসব চাষীরা কেউ বিশেষ প্রণোদনা পায়নি। জোটেনি কোন ধরনের সহায়তা। তাঁরা নিজেদের প্রয়োজনে, নিজ উদ্যোগে ফের সবজির ক্ষেত তৈরির জন্য কোমর বেধে মাঠে কাজ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য দেয়া হয়েছে। বিশেষ প্রণোদনার জন্য সরকারী উদ্যোগ নেয়া হচ্ছে। যা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষককে দেয়া হবে।

আ.স.ম ফিরোজ’র নেতৃত্বে ঐক্যবদ্ধ বাউফল আ.লীগ

বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাত বার নির্বাচিত সাংসদ, নবম জাতীয় সংসদের হুইপ ও দশম জাতীয় সংসদের চীপ হুইপ সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)’র নেতৃত্বে বাউফল উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন অধিকতর সুসংগঠিত ও ঐক্যবদ্ধ এমনটিই জানায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
সূত্র মতে, ১৯৭৯ সাল থেকে বাউফল আওয়ামীলীগ সভাপতি পদে থেকে নেতৃত্ব দিচ্ছে আ.স.ম ফিরোজ। দক্ষতা যোগ্যতা আর নেতৃত্বে গুনে আ.লীগ সভাপতি শেখ হাসিনার আস্থা অর্জণ করেছেন তিনি। ৭৯,৮৬,৯১,৯৬,০৮,১৪ ও ১৮সালের সালের জাতীয় সংসদ নির্বাচেন আওয়ামীলীগের প্রার্থী হিসাবে প্রার্থীতা করে বিজয় অর্জন করেন এই নেতা। হয়েছেন সংসদের হুইপ ও চীফ হুইপ।
দলীয় সূত্র জানায়, তার নেতৃত্বে বাউফলে আওয়ামীলীগ রয়েছে শক্তিশালী অবস্থানে। বিগত স্থানীয় ইউপি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। যার একক অবদান আ.স.ম ফিরোজ’র। দীর্ঘদিন আওয়ামীলীগের হালধরে স্বচ্ছ ও পরিছন্ন রাজনীতির মডেল হিসাবে উপণিত হয়েছেন তিনি। এই নির্বাচনী এলাকায় কখনোই বিএনপি তেমন অবস্থান তৈরী করতে পারেনি তার বলিষ্ট নেতৃত্বে কারনে। বিএনপির আমল ও ১/১১এর সময় গা ঢাকা না দিয়ে পাশে ছিলেন নেতাকর্মীদের পাশে। দলীয় জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে অর্জণ করেছে জনগণের আস্থা ও ভালবাসা।

আগামী ২৮ শে নভেম্বর বাউফল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে নতুন রূপে উজ্জিবিত আ.লীগ ও সহোযগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার আ.লীগ ও সহযোগী সকল সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে সম্মেলনের মাধ্যমে। এসব সম্মেলন অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীরা মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.স.ম ফিরোজ এমপি।

বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল জানায়, সম্মেলনকে কেন্দ্র করে বাউফল উপজেলার সকল নেতাকর্মীদের মাঝে উৎসহ উদ্দীপনা বিরাজ করছে। বাউফলের সকল যুবলীগের নেতাকর্মীরা সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি মহোদয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ ।

পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন বলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের একক অভিভাবক আ.স.ম ফিরোজ। তার বিকল্প শুধুই তিনি। তার হাতেই বাউফল আওয়ামী পরিবার নিরাপদ।

বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগে কোন বিভক্তি নেই। কোন কোন্দল নেই। মুলত জামাত বিএনপির পরিবারের লোকেরা আ.স.ম ফিরোজের সাজানো বাগান নষ্ট করার পায়তারা করছে। কোন ষড়যন্ত্র করে লাভ নেই। আ.স.ম ফিরোজ’ই বাউফলের অভিভাবক।

প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দও নির্মানের ফলে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের পর পর্যায় ক্রমে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। ইতোমধ্যে এ ধরণের প্রশিক্ষণ পেয়ে অনেকে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়েছে আবার অনেকে প্রশিক্ষণ নিদের্শণা মোতাবেক বিভিন œব্যবসার সাথে সম্পৃক্ত হয়েস্বাবলম্বি হতে শুরু করেছেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষেও সহযোগীতায় বেসরকারি সংস্থা ডেপলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) বন্দও নির্মানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেও যোগ্যতা ও চাহিদা অনুযায়ী জীবন যাত্রার উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। পায়রা বন্দও নির্মানে প্রায় ৪২শ পরিবার ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিটি পরিবার থেকে এক জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। তিন সপ্তাহ ও এক মাসের প্রশিক্ষণে অংশ গ্রহণকারীগণ প্রতিদিন ৩০০টাকা ও তিন মাস ও ছয় মাসের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী গণ প্রতিদিন ৫০০টাকা করে প্রশিক্ষণ ভাতাও পেয়ে থাকেন।

র্ডপ সূত্রে জানাযায়, প্রথম পর্যায়ে র্ডপ আগষ্ট ২০১৮ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত ১১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। পরবর্তীতে র্ডপ দ্বিতীয় পর্যায়ে চলতি বছরের অক্টোবর থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত বেসিক কম্পিউটার, গাড়ীচালক, রাজমিস্ত্রি, পোষাক তৈরি, ওয়েলডিং, ছাগলপালন, গরু মোটাতাজাকরণ, ব্রয়লারককরেল ও টার্কি পালন, মৎস্য চাষ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য আহরণ, উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীপালন ও হাঁস-মুরগীর খাদ্য তৈরি, উন্নত প্রযুক্তি ব্যবহার পূর্বক পারিবারিক পরিমন্ডলে গাভী পালন ট্রেডে ২৬টি ব্যাচে মোট ৬৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করবে। তার মধ্যে চলতিমাস (নভেম্বর) পর্যন্ত ১৫০ জনকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। প্রতি ব্যাচে সর্বনিন্ম ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

র্ডপ’র এ প্রশিক্ষণ প্রকল্পের টিমলিডার জেবা আফরোজা জানান, বর্তমানে লালুয়া ইউনিয়ন পরিষদ, ধানখালি ইউনিয়ন পরিষদ, কেআইআইটি ও মাল্টিপারপাস বিল্ডিং, পায়রা বন্দর, কলাপাড়া ও পটুয়াখালীতে প্রশিক্ষণ চলমান রয়েছে। ৬ মাস, ৩ মাস, ১ মাস, ২১দিন মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ গুলোর মাধ্যমে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকারি সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে যেমন- পশুসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকেন।

পায়রা বন্দর প্রকল্পের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. মুনিরুজ্জামান জানান, সরকার পায়রা বন্দর নির্মানের ফলে ভূমি ও গৃহ অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পরিবারকে পুনর্বাসনের পর প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব পরিবারের সদস্যদের জীবন যাত্রার মান যাতে ব্যহত না হয়, তারা যাতে উন্নত জীবন যাপন করতে পারে সে জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করতে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর তাঁরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ সুবিধা পাচ্ছে। তারা ব্যবসা করে তাদের জীবন মান উন্নয়ন করতে পারছে। প্রশিক্ষণ পাবার পর তাদের মধ্যে ব্যাপক পরিবর্তণ এসেছে। আমরা এ কাজে অভিজ্ঞ এনজিও র্ডপ’র সহযোগীতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রশিক্ষণ পরবর্তী মনিটরিং কার্যক্রম নিয়মিত হচ্ছে।

রোববার সরেজমিন ঘুরে দেখা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের নাসিমা বেগম র্ডপ থেকে উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীপালন ও হাঁস-মুরগীরখাদ্য তৈরী প্রশিক্ষণ গ্রহণের পর ৪০০ হাঁস কিনে খামাড় গড়ে তুলেছেন। সাম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলে তার ১৫০টি হাস মারা গেলেও নাসিমা বেগম মনোবল হারাননি। বর্তমানে ১৫০টি হাঁস ডিম দিচ্ছে। তা বিক্রি করে দৈনিক ১৫শ টাকা আয় করছেন। নাসিমা বেগমের স্বামী হেলাল ফকির স্থানীয় বাজাওে চায়ের দোকানদার। নাসিমা বেগম খামার বৃদ্ধি করার জন্য র্ডপ এর সহযোগিতায় সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছেন। তিনি বলেন, প্রশিক্ষণে যা শিখেছি তা কাজে লাগিয়ে হাঁস লালন পালন করছি। আমার এই খামার দেখে এলাকার অনেকে খামার করার আগ্রহ প্রকাশ করেছে। আমি তাদেও সহযোগিতা করবো। আমি পায়রা বন্দর কর্তৃপক্ষ ও র্ডপ এর নিকট কৃতজ্ঞ। আগামীতে নাসিমা বেগম হাঁসের পাশাপাশি মুরগীর খামার গড়ে তোলার পরিকল্পনা করছেন।

একই ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোসা: হাসিনা বেগম। পায়রা বন্দও বাস্তবায়নে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসাবে ব্র্রয়লার ককরেল ও টার্কি পালনের উপর ১মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। হাসিনা বেগম প্রশিক্ষণ পরবর্তী ৪ হাজার টাকা দিয়ে ৫টি টার্কি ক্রয় করেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যা শিখেছি টাকির্ গুলো কেনার পর তাদের সেভাবে যতœ নেই, টিকা দেই, সুষমখাবার দেই এবং ১ মাস পর টাকির্ গুলো ডিম দেয়া শুরু করে। আমি সেই ডিম দিয়ে টার্কিও বাচ্চা ফুটিয়ে বর্তমানে ৪০টি টার্কি দিয়ে খামার গড়ে তুলি। আমার এ সাফল্য দেখে এলাকার অন্যান্যরা আমার কাছ থেকে ডিম ক্রয় করে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার ডিম বিক্রি করেছি। আমার আয়ের টাকা সংসারের বিভিন্ন কাজে লাগাই। পরিবাওে এবং সমাজে আমার মর্যাদাবৃদ্ধি পেয়েছে।

কলাউপাড়া গ্রামের একই বাড়ির জাহিদা বেগম, সাহেদা বেগম, হালিমা বেগম প্রশিক্ষণ পাবার পর তিন জনই ভিন্ন-ভিন্ন ভাবে ব্রয়লার সোনালী মোড়গের খামার গড়ে তুলেছেন। ইতিমধ্যে তারা মুরগী বিক্রি কওে আয় করতে শুরু করেছেন। পাশর্^বর্তী মঞ্জুপাড়া গ্রামের র্ডপ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রিনি বেগম প্রশিক্ষণ ভাতা ৭ হাজার টাকাসহ ২৮ হাজার টাকা দিয়ে হাঁস কিনে খামার গড়ে তুলেছেন। পরবর্তীতে বড় ৪শ ও ছোট ৪শ হাঁস দিয়ে খামাড়ের পরিসর বড় করেন। রিনি বেগমের স্বামী জাকারিয়া হাওলাদার আগে বাহিওে কাজ করতো, এখন তিনি নিজেদেও হাঁসের খামারেই শ্রম দিচ্ছেন। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার হাঁস বিক্রি করেছেন। আগামীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার বড় করবেন বলে জানান।

পায়রা বন্দও এলাকায় সকালের ব্যাচে ইয়াহিয়া, মোঃ সোহেলমৃদা, মিজানুর রহমান, কাকলি আক্তার, জুথি খানম, নিপা আক্তার, রোকেয়া মৌসুমিসহ ২৫জন শিক্ষার্থীকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে দেখা গেছে। কম্পিউটার ক্লাসের প্রশিক্ষক সাদিয়াআক্কার ও সুব্রত সিকদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা জানান, নির্ধারিত কারিকুলাম ধরে তাদের ৬ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিদিন দুইটি ব্যাচে প্রশিক্ষণ ক্লাস হয়ে থাকে।

বানাতিপাড়া গ্রামের রিয়ামনি একজন গৃহিনী। ¯œাতক পর্যন্ত পড়া লেখা করেছেন। পায়রা বন্দর বাস্তবায়নের জন্য তাদের জমি-জমা অধিগ্রহণ করা হয়। তিনি তার পরিবারের পক্ষে ৬ মাসব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পান। তিনি বলেন, এ প্রশিক্ষণ আমাকে পাল্টে দিয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর বানাতি বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখায় আমার চাকুরী হয়। আমার মাসিক বেতন এখন ১২ হাজার টাকা। এইভাবে জাহাঙ্গীর আখন্দের ছেলে হারুনুর রশিদ কম্পিউটার প্রশিক্ষণ পাবার পর বানাতি বাজারে কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দোকান দিয়েছেন।এখন দোকান থেকে হারুনুর রশিদ প্রতি মাসে নূনতম ১০ হাজার টাকা আয় করেন।

এদিকে বানাতিপাড়া গ্রামের মনির গাজী দীর্ঘ দিন ধরে রাজ মিস্ত্রির হেলপার হিসাবে কাজ করতেন। র্ডপ থেকে তিন মাসের রাজ মিস্ত্রির প্রশিক্ষণ পাবার পর তিনি এখন মিস্ত্রি হিসেবে কাজ করছেন। প্রশিক্ষণ পাবার পর মিস্ত্রির কাজ করায় মনির গাজীর রোজগারও বেরে গেছে। মঞ্জুপাড়া গ্রামের আবুল কাশেম প্রশিক্ষণ পাবার পর ২৪ হাজার টাকা খরচ করে পুকুরে তেলাপিয়া মাছের চাষ শুরু করেছেন। তিনি আশা করছেন মাছ বিক্রি করে তার ভালো লাভ হবে। প্রশিক্ষণ পাবার পর পার্শবর্তী রাশিদা বেগম পায়রা বন্দর থেকে ঘড়-বাড়ির ক্ষতি পূরণের টাকা দিয়ে দুইটি গরু কিনেছেন। একই গ্রামের ৫শ হাঁস দিয়ে খামাড় গড়ে তুলেছেন মোসাম্মৎ হেলেনা। তিনি জানান, র্ডপ এর প্রশিক্ষণ পাবার আগে হাঁস পালনের বহু চেষ্টা করেছি কিন্তু সব সময় হাঁস মরে যেত। এখন আর তার কোন হাঁস মরেনি। ঋণ নিয়ে খামার বড় করার স্বপ্ন দেখছেন হেলেনা।

প্রশিক্ষণ পরবর্তীতে এ রকম একের পর এক বাস্তব সাফল্যেও গল্প তৌরি হচ্ছে ক্ষতিগ্রস্তপরিবারগুলোতে।পায়রা বন্দও নির্মানে ক্ষতিগ্রস্তহলেও এখন পরিবার গুলো সদস্যদেও মাঝে নতুন করে উন্নয়নের পথ যাত্রায় সবার চোখে-মুখে হাসি ফুটছে।

কুয়াকাটা পৌর সভাপতি বারেক মোল্লা এবং সাধারন সম্পাদক মনির ভূইয়া

কামাল হাসান রনি:

কুয়াকাটা  পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জনাব শহিদুল আলম বিশ্বাসসহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আঃবারেক মোল্লার সভাপতিত্বে ১ম অধিবেশন শুরু হয়।মাননীয় সংসদ সদস্য জনাব মহিব্বুর রহমান তার বক্তৃতায়,পর্যটন কেন্দ্র কুয়াকাটার  উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে কলাপাড়ার উপজেলার চলমান মেগা প্রকল্পসমূহের চিত্র তুলে  ধরেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আঃবারেক মোল্লা সভাপতি এবং মোঃমনির আহম্মেদ ভূইয়া সাধারণ সম্পাদক,মাহবুব আকন সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

বাউফলে বিশেষ পাঠদানের নামে বানিজ্য

বাউফল প্রতিনিধি:
পুটুয়াখালীর বাউফলে শিক্ষার প্রথম স্তর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ পাঠদানের নামে চলছে রমরমা বানিজ্য। নামে বেনামে গড়ে উঠেছে কোচিং সেন্টার। শ্রেণী কক্ষের শিক্ষকেরা শিক্ষার্থীদের বাধ্য করছেন তাদের কাছে প্রাইভেট/ কোচিং-এ পড়ার জন্য।
খোজ নিয়ে জানা যায়, উপজেলার পৌরশহর নুরাইনপুর বাজার, বগা বন্দর, কালাইয়াসহ সকল ছোট বড় বন্দর গুলোতে গড়ে উঠেছে এসব অবৈধ কোচিং সেন্টার। সংশ্লিষ্টরা মানছে না সরকারের আইন।

সূত্র জানায়, বিদ্যালয় গুলোর শিক্ষকেরা শ্রেণী কক্ষে পর্যাপ্ত পাঠদান না দিয়ে নিজেদের কাছে প্রাইভেট পড়ার জন্য উৎসাহিত করছেন কোমল-মতি শিশুদের। কোমলমতি ছাত্র/ছাত্রীদের নিয়ে বিশেষ কোচিং এর নামে বানিজ্যের পসরা সাজিয়ে বসেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। প্রত্যেক সহকারী শিক্ষকের রয়েছে আলাদা আলাদা বানিজ্যের পসরা।

আরো জানা যায়, কোচিং বানিজ্যের সাথে সংশ্লিষ্ট শিক্ষক/ শিক্ষিকাদের রয়েছে মর্নিং ও নৈশ ব্যাচ। প্রতি ব্যাচে কম পক্ষে ৩০-৪০জন ছাত্র/ছাত্রী অংশ নেয়। উর্ধ্বে ৪০জন। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় ৫শ’ থেকে ১হাজার টাকা ।
অপরদিকে জেএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রকার প্রাইভেট/ কোচিং বন্ধ রাখার নির্দেশ থাকলে মানছেন না সংশ্লিষ্ট শিক্ষকেরা।

অভিযোগ আছে, কোন ছাত্র/ছাত্রীরা এ বানিজ্যের সাথে সংশ্লিষ্ট না থাকলে কিংবা স্কুল শিক্ষক ব্যতীত কোন প্রাইভেট পড়লে তাকে সহ্য করতে হয় মেধাহীন হওয়ার প্রতিযোগিতায়। পরীক্ষায় সিট বিন্যাসে করা হয় অনিয়ম, নম্বর কমিয়ে দেওয়া ও ফেল করার নিশ্চয়তা প্রদান।

নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কুলসুম আক্তার তার নিজ বাসায় গড়ে তুলেছেন বিশেষ পাঠদানের নামে কোচিং বানিজ্য। সকাল সন্ধ্যায় প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো প্রাইভেট। জন প্রতি নেওয়া হয় ৩শ- ৫শ টাকা। তার মিনি কোচিং সেন্টারের তাকে সহযোগীতা করে তানভীর নামের এক যুবক।
ছাত্র/ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে কুলসুম আক্তার বলেন, আমি আমাদের প্রধান শিক্ষক ও টিও স্যারের নির্দেশে বিশেষ ক্লাস নিচ্ছি।

হারুন নামের এক অভিভাবক বলেন, প্রাইভেট এখন বাধ্যতামুলক হয়ে গেছে। ক্লাশ শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তেই হবে। নিরুপায় হয়ে সন্তানদের তাদের কাছে টাকার বিনিময় পড়াতে হয়।
অপর এক অভিভাবক বলেন, প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের জন্য বর্তমান সরকার নানামুখী পদক্ষেপের প্রাক্কালে শিক্ষক/শিক্ষিকারা যেন সরকারের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া হয়ে জঠেছে। শিক্ষাকে বানিয়েছে বানিজ্যিক পণ্য।

নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ শেরেগুল খাঁন বলেন, আমি কাউকে প্রাইভেট পড়ানো নির্দেশ দেইনি। সে নিজে বাচার জন্য আমার নাম দিচ্ছেন।

এব্যাপারে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুুল হক বলেন, আমি কোন শিক্ষক/ শিক্ষিকাকে কোচিং বানিজ্য করার অনুমতি দেই নেই।

কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল, সাধারন সম্পাদক দিদার

কামাল হাসান রনি:

কলাপাড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে কলাপাড়া শেখকামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, শহিদুল আলম বিশ্বাস, মোতালেব তালুকদারসহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিপুল চন্দ্র হাওলাদার এর সভাপতিত্বে ১ম অধিবেশন শুরু হয়। সংসদ সদস্য মহিব্বুর রহমান তার বক্তৃতায় “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে পরিনত করতে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে কলাপাড়ার চলমান মেগা প্রকল্পসমূহের চিত্র তুলে  ধরেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিপুল চন্দ্র হাওলাদার  সভাপতি এবং মোঃদিদার উদ্দিন মাসুম  সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক আকন এবং সাধারন সম্পাদক মোঃনুরুল ইসলাম

কামাল হাসান রনি:

কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জনাব শহিদুল আলম বিশ্বাস, মোতালেব তালুকদারসহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় সংসদ সদস্য জনাব মহিব্বুর রহমান তার বক্তৃতায় “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে  কলাপাড়ার চলমান মেগা প্রকল্পসমূহের চিত্র তুলে  ধরেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে
আঃমালেক আকন সভাপতি এবং মোঃনুরুল ইসলাম হাওলাদার  সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

নিখোঁজ রাজনের সন্ধান চায় তার পরিবার

আসাদুজ্জামান মিরাজ, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালী জেলার আওতাধীন কুয়াকাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড ( হোসেন পাড়া গ্রামের) এর অধিবাসী মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫) এর ছেলে মোঃ রাজন হাসান (১২) কে গত ১৭ নভেম্বর ১৯ ইং তারিখ থেকে খুজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রাজন আলীপুর রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যায়নরত ছাত্র। নিখোঁজ রাজনের বাবা জানান গত ১৭ নভেম্বর ১৯ইং তারিখ আনুমানিক সকাল ৯ টায় বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। পরেরদিন ১৮ নভেম্বর ১৯ইং তারিখে মাদ্রাসার হুজুরের ফোনের মাধ্যমে আমি জানতে পারি যে আমার ছেলে মাদ্রাসায় যায়নি।
তার পর থেকে আমি আমার সকল আত্নীয়-স্বজনসহ সকল সম্ভব্য স্থানে খোজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাজনের বাবা ছেলের সন্ধানে মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সাধারণ ডায়রি নং- ৮৮২,

নিখোঁজ রাজনের বর্ননা
নামঃ মোঃ রাজন হাসান (১২)
উচ্চতাঃ ৩ ফুট ৫ ইঞ্চি
গায়ের রংঃ কালো।
মুখমণ্ডল গোলাকার।
পরনে ছিল গোলাপি রঙ্গের পাঞ্জাবি, মাইটা রঙের শীতের জ্যাকেট, মাথায় সাদা হলুদ রঙের টুপি, পরনে ছাপার লুঙ্গি।

নিখোঁজ রাজনের বাবা সকল স্বহৃয়বান ব্যাক্তির কাছে অনুরোধ জানিয়েছেন যে যদি কেউ তার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন।

মোঃ ইলিয়াস হাওলাদার (বাবা)
মোবাইলঃ 01713938676
মোঃ নেছার উদ্দীন হাওলাদার (চাচা)
মোবাইলঃ 01719833953
কুয়াকাটা, মহিপুর, পটুয়াখালী।

কলাপাড়ায় আয়কর মেলা উদ্বোধন

কামাল হাসান রনি:
“আয়করের প্রবৃদ্ধি, দেশসহ দশের সমৃদ্ধি”
প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১০টায় কলাপাড়ার শেখ কামাল অডিটোরিয়ামে আয়কর মেলা ২০১৯ উদ্বোধন হল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চল বরিশালের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মহিব্বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান,কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,ড.শহীদুল ইসলাম বিশ্বাস,মাসুম ব্যাপারী।প্রধান  অতিথি সবাইকে সঠিক নিয়ম মেনে কর দেয়ার জন্য আহ্বান জানান।  ২০১০ সালে প্রথমবারের মত দেশে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর থেকে প্রতিবছরই এই মেলা আয়োজনের মধ্য দিয়ে এনবিআর করদাতা সংগ্রহে নামে, রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ করে দেয়। এখানে করসংক্রান্ত তথ্যও সরবরাহ করা হয়।
এবার সব বিভাগীয় ও জেলা শহরে এবং ১০০টির বেশি উপজেলায় আয়কর মেলার আয়োজন করা হয়েছে।