পটুয়াখালীতে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে বেগম রোকেয়া দিবস পালিত

নারী-পুরুষ সমতা, রুখতে পারে সংহিসতা এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জেলার ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের মাঝে ক্রেস্ট সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে শহরের দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য ৩২৯ কাজী কানিজ সুলতানা হেলেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ৩২৯ কাজী কানিজ সুলতানা হেলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী। এছাড়া আরও বক্তব্য রাখেন জাসদের সাধারন সম্পাদক শ.ম.দেলওয়ার হোসেন দিলিপ,

জয়িতাদের মধ্যে সমাজ সেবায় সৈয়দা আকলেমুনেসা রুবী, নির্যাতনে বিভীষিকা পারজানা ইয়াসমিন লিপি ও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জিন্নাত আরা বেগম। আলোচনা সভা শেষে জেলার ৫ ক্যাটাগরিতে ৫জন জয়িতাদের মাঝে ক্রেস্ট সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের

বাউফলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ‘দুর্নীতি আমরা করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না” ম্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিসের কর্মকর্তা- কর্মচারী’বৃন্দরা এক বর্ণাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি শহরের ভিআইপি রোডস্থ পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
পরে বাউফল জোনাল অফিসের ডিজিএম এ.কেএম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়েতে আমাদের সকলকে দুর্নীতি পরিহার করতে হতে। কাউকে দুর্নীতি করতে দেওয়া যাবে না। যদি কেউ দুর্নীতি করে তাকে আইনের হাতে তুলে দিবো।

বাউফলে রোকেয়া দিবসে জয়িতা’দের সম্মাননা প্রদান

পটুয়াখালীর বাউফলে ৯ ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা ও সনদ পত্র প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন বাউফল উপজেলা নির্বাহি অফিসার পিজুস চন্দ্র দে।
উপজেলা থেকে পাচটি পর্যায়ে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। এরা হলেন সামজ উন্নয়নে অসামাণ্য অবদানের জন্য মোসা: কামরুন্নাহার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য জিন্নাত বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সালমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য পিয়ারা বেগম ও সফল জননী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা স্বৈরাচার বিরোধী অন্দোলনে নিহত শহিদ সেলিম ও জনপ্রতিনিধি ইব্রাহিম ফারুকের মাতা মোসা: জাহানারা বেগম।

সম্মাননা প্রদানের আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়[ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাউফল উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও পিজুস চন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সামসুল আলম মিয়া, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান হিমু, একাডেমিক সুপার ভাইসজার কে.এম সোহেল রানা।

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে কিং গুইং (৪০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বয়লারের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বয়লার থেকে পড়ে যান চীনা শ্রমিক কিং গুইং। এতে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে পটুয়াখালী শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে অবস্থার আরও অবনতি হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

কলাপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

পটুয়াখালীতে বাড়ীর ছাদে মাছ চাষ

পটুয়াখালী প্রতিনিধি:
বায়োফ্লক পদ্ধত্বিতে পটুয়াখালী জেলায় সর্বপ্রথম বাড়ীর ছাদে পরিক্ষামুলক মাছ চাষে সফল হয়েছেন পটুয়াখালী আইসিটি ক্লাবের প্রতিষ্ঠাতা কলাতলা বালুরমাঠ নিবাসী সোহেল রানা। নিজ বাড়ীর ছাদে স্বল্প পরিসরে পরিক্ষামুলক ভাবে শিং এবং কৈ মাছ দিয়ে মাছ চাষ শুরু করেন ২৩ অক্টোবর-২০১৯। ১৭-১৮ দিন পর তিনি লক্ষ করেন প্রতিটি মাছ ৪-৫ ইঞ্চি সমপরিমান বড় হয়েছে।

৫ ডিসেম্বর বৃহঃস্পতিবার সরেজমিনে যেয়ে দেখা গেছে মাছগুলো বিক্রি উপযোগী। এক্ষত্রে সোহেল রানা উল্লেখ করেন, পটুয়াখালীতে সর্বপ্রথম তিনি পরিক্ষামুলক ভাবে নিজ বাড়ীর ছাদে বায়োফ্লক পদ্ধত্বিতে মাছ চাষ করেছেন। তাই যে মাছ উৎপাদন হয়েছে সেগুলো বিক্রি করে পটুয়াখালী আইসিটি ক্লাবের জন্য ব্যায় করবেন।

এছাড়া সোহেল রানা আরও বলেন, বর্তমানে অনেক বেকার যুবক কর্মক্ষেত্রের অভাবে মাদকাসক্ত হচ্ছেন। তাই তিনি বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষে বিনামুল্যে প্রশিক্ষন দিতে চান বায়োফ্লক পদ্ধত্বিতে মাছ চাষের ব্যাপারে। ইতিমধ্যে কলাপাড়া, এবং পটুয়াখালী সদর উপজেলা থেকে কয়েকজন সোহেল রানার সাথে যোগাযোগ করেছেন প্রশিক্ষনের জন্য।

বায়োফ্লক পদ্ধতিতে ছাদে মাছ চাষ করার জন্য দরকার এয়ারেশন, পিএইচমিটার, টিডিএস মিটার, অ্যামোনিয়া কিট এবং ড্রাম। তবে পানি ১ মাস পূর্বে ফিল্টার করে রাখতে হয়।

বায়োফ্লকের প্রধান উপাদান হলো হিটারোট্রফিক ব্যাকটেরিয়া। বায়োফ্লকের কাজ হল মাছের অতিরিক্ত খাদ্যের পঁচন এবং মলমূত্র থেকে উৎপাদিত নাইট্রোজেনাস কমানো। বায়োফ্লকে হিটারোট্রফিক ব্যাকটেরিয়া বিষাক্ত অ্যামোনিয়াকে খেয়ে জৈব প্রোটিন কনা বা ফ্লক সৃষ্টিতে সহয়তা করে।

এই জৈব কনা বা ফ্লক গুলো মাছ তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। ফলে মাছ দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়। বায়োফ্লক ড্রামে অ্যামোনিয়াকে ভাঙ্গতে হিটারোট্রফিক ব্যাকটেরিয়ার শক্তি যোগানোর জন্য কার্বন মিডিয়া যোগ করতে হয়। মাছের সম্পূরক খাদ্য ছাড়াও, হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার উৎপাদন উৎসাহিত করতে এবং নাইট্রোজেনাস বর্জ্য কমাতে কার্বনের একটি পরিপূরক উৎসের যোগান ড্রামে যোগ করতে হয়।

মাছের খাদ্যে কার্বন ও নাইট্রোজেন অনুপাত প্রায় ৭-১০: ১ অনুপাত রয়েছে । আর হিটারোট্রফিক ব্যাকটেরিয়া প্রায় ১২-১৫:১ অনুপাতে বেশি সক্রিয় থাকে। অনুপাত বাড়াতে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য বায়োফ্লক ড্রামে কার্বন উৎস চিনি বা একটি মিশ্রিত মিডিয়া যোগ করতে হয়। এই মিডিয়াতে গুড়, চিনি, সুক্রোজ এবং ডেক্সট্রোজ অন্তর্ভুক্ত থাকে। আবার কিছু উৎপাদক গ্লি­সারিন ব্যবহার করে থাকে।

কার্বন উৎসের ফিড এবং সংমিশ্রণের প্রোটিন সামগ্রীর সাথে প্রয়োগের হারগুলি পৃথক হবে, তবে একটি প্রমানীত ও ভাল নিয়ম হলো প্রতি কেজি খাদ্যের জন্য প্রায় ০.৫-১ কেজি কার্বন উৎস প্রয়োজন হয়। বেশি প্রোটিন যুক্ত খাদ্যে বেশি পরিমাণে কার্বনের পরিপূরক প্রয়োজন।

কার্বন যোগ করার আসল নিয়ম হলো ড্রামের পানির অ্যামোনিয়া এবং নাইট্রাইটের মাত্রা বিবেচনা করে। একটি বায়োফ্লোক প্রজেক্ট সফল ও দক্ষতার সাথে পরিচালনার জন্য বায়োফ্লোক পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। তা হলোঃ – হিটারোট্রফিক ব্যাকটেরিয়া মাছের খাদ্য ও মলমূত্র থেকে উৎপাদিত বিষাক্ত অ্যামোনিয়াকে ভেঙ্গে বা খেয়ে ব্যাকটেরিয়া যুক্ত জৈবপুষ্টি কণায় রূপান্তরিত করে।

উৎপাদিত ফ্লক গুলোর মধ্যে কিছু পরস্পরের খাদ্য হিসাবে ব্যবহ্নত হয়। যেমন- প্রোটোজোয়া এবং কিছু ক্ষুদ্র অণুজীব দ্বারা কিছু অত্যান্ত পুষ্টিকর জৈবকণা খাদ্য হিসাবে গ্রহণ করার ফলে তাদের বংশ বৃদ্ধি হয়ে, জৈব বস্তু পুঞ্জে রূপান্তরিত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব ও প্রোবায়টিক ব্যাকটেরিয়া গুলি ছোট ছোট ফ্লকে কলোনি সৃষ্টি করে থাকে এবং তা মাছ ও চিংড়ির খুবই পুষ্টিকর খাবার হিসাবে ব্যবহ্নত হয়।

অপরদিকে এরা বায়োফ্লোক পদ্ধতির পানির গুণগতমান ঠিক রাখতে সহায়তা করে এবং পানি পরিবর্তনের প্রয়োজনীয়তা কমায়। বায়োফ্লক ট্যাংকে প্রাকৃতিক ভাবে ২০% খাদ্য উৎপাদন হয়ে থাকে। ফলে অতিরিক্ত খাদ্যের চাহিদা যেমন কমে তেমনি, জৈব সুরক্ষা ঠিক রাখতে সহায়তা করে।

উদ্যোক্তা সোহেল রানা বলেন, ছাদ কৃষির মতো ছাদে মাছ চাষ খুবই সহজ এবং অল্প জায়গায় অধিকসংখ্যক মাছ চাষ করা যায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে মাছ চাষ করবেন এবং মাছ বিক্রির অর্থ গরীবদের মাঝে বিতরন করবেন বলে জানান তিনি।

পটুয়াখালী প্রানী সম্পদের কর্মকর্তা এ ব্যাপারে জানান, পটুয়াখালীতে বানিজ্যিক পরিসরে বায়োফ্লক পদ্বত্বিতে মাছ চাষ শুরু হয় নি। সোহেল রানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্মকর্তারা।

পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

পটুয়াখালী ॥ পটুয়াখালীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস বিতরনের মধ্য দিয়ে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে এক র‌্যালি বের করে ডিসি মঞ্চে শেষ হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে “দিবসের প্রতিপাদ্য “অভিগম্য আগামীর পথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা সিপিব সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জাসদ সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, প্রতিবন্ধী ।

পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস প্রদান করেন। সভামঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলাপাড়ার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কামাল হাসান রনি:
আজ বিকেলে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির ভূঁইয়া,ধুলাসার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি  ইউনুস দালাল সাধারণ সম্পাদক মোদ্দাসের হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃসিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লা,থানা শিক্ষা অফিসার,শিক্ষকমন্ডলী,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এমপিপুত্র মোঃমাজহারুর রহমান রিমন। প্রধান অতিথি মহিব্বুর রহমান মহিব প্রাথমিক শিক্ষা বিস্তারে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বছরের প্রথম দিন বই উৎসব,বিনামূল্যে শিক্ষাদান, প্রাথমিক বৃত্তি প্রদান এবং বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে পদক্ষেপের কথা জানান।বিশেষ অতিথি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই,শিক্ষিত জনগোষ্ঠী পারে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে,প্রতি ঘরে চাকরির যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার জন্য অভিভাবকদের কে সন্তানদের বিদ্যালয় পাঠানোর জন্য আহবান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

কুয়াকাটা বয়েস ক্লাবের অফিস উদ্বোধন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

এস এম আলমাস:
উদয়ের পথে সুনি কার বানী ওরে ভয়নেই ওরে ভয়নেই নিশেঃসে প্রান যে করিবে দান তার ক্ষয় নেই কবির এ কথার সাথে মিল রেখেই কুয়াকাটা এক ঝাক তরুন নিয়ে তৈরী কুয়াকাটা বয়েস ক্লাব। কুয়াকাটা বয়েস ক্লাবটির প্রথম যাত্রা ২০১৩ সালে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। এতোদিন সংগঠনটির কোন স্থাপনা না থাকলেও আজ বিকাল ৪ টায় উদ্বোধন করা হয় নতুন অফিসঘর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ত করেন কুয়াকাটা বয়েস ক্লাবের সভাপতি মোঃ তরিকুল ইসলাম সম্রাট শরীফ। দোয়া অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম সরোয়ারী,মোঃ রাসেল খান,উপদেষ্টা কুয়াকাটা বয়েস ক্লাব,মোঃ শহিদ দেওয়ান,সভাপতি কুয়াকাটা পৌর সেচ্ছাসেবকলীগ,মোঃ হারিচ মিয়া সাধারন সম্পাদক কুয়াকাটা ঘটলা কেন্দ্রীয় জামে মসজিদ,,মোঃ রুহুল আমিন মাস্টার, মোঃ জসিম আকন,ডাঃ মোঃ ইসমাইল শেখ,এস এম আলমাস,সাধারন সম্পাদক কুয়াকাটা বয়েস ক্লাব,মোঃ কায়সার আহম্মেদ সজিব সাবেক সাধারন সম্পাদক কুয়াকাটা বয়েস ক্লাব। কুয়াকাটা বয়েস ক্লাব কাজ করে যাচ্ছে ২০১৩ সাল থেকে আসহায় দুস্থ মানুষে সাহায্য সহযোগীতায় প্রতি বসর শীতবস্র বিতরন সহ শিক্ষ চিকিৎসায় রয়েছে সংগঠনটির অসামান্ন অবদান। বয়েস ক্লাব সভাপতি মোঃ তরিকুল ইসলাম সম্রাট বলেন আমাদের সংগঠন মাদক মুক্ত কুয়াকাটায় একদিক সামাজিক সংগঠন থাকায় কিশর তরুনরা কাজ করে যাচ্ছে সামাজিক উন্নয়নে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭১ জন র্কাযনিবার্হী পরিশোধে রয়েছ ১৭ জন সভাপতি মোঃ তরিকুল ইসলাম সম্রাট শরীফ,সাধারন সম্পাদক এস এম আলমাস,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শুভ,সাংগঠনিক সম্পাদক হুসাইন মোঃ সাকিব,অর্থ সম্পাদক মোঃ হেলাল মীর,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ ইমতিয়াজ রুমান,নির্বাহী সদস্য মোঃ মাসুদ পারভেজ সাগর। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন এস এম আলমাস সাধারন সম্পাদক কুয়াকাটা বয়েস ক্লাব এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মোওলানা মোঃ রফিকুল ইসলাম সরোয়ারী ইমাম ও খতিব কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদ। এসময় দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলো বয়েস ক্লাবের সকল সদস্য ছিল।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

কামাল হাসান রনি:
আজ সকাল ১০ টায় কলাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে সম্মেলনের উদ্ভোধক,তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক   অ্যাডঃআফজাল হোসেন সম্মেলন উদ্ভোধন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া (এমপি),প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।
প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।অ্যাডভোকেট আফজাল হোসেন তার বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বের বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে।প্রধান অতিথি শাহজাহান মিয়া তার বক্তব্যে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী,বিএনপি জামাতের লোক চিহ্নিত করে দলীয় পদ না দেয়ার জন্য আহ্বান জানান।দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল কর্মীদের এক সাথে কাজ করার জন্য বলেন।সংসদ সদস্য মহিব্বুর রহমান কলাপাড়া উপজেলা উন্নয়নমূলক মেগাপ্রকল্পের কথা বর্ননা করেন, সম্মেলন সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম  করেছন  সকল ডেলিগেটসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।সম্মেলনের ২য় অধিবেশনে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ডেলিকেটদের ভোটে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব  মহিব্বুর রহমান মহিব,  সাধারন সম্পাদক মোতালেব তালুকদার   এবং সাংগঠনিক সম্পাদক  ফিরোজ শিকদর,বাবুল খান,সাইদুর রহমান সাইদ।

আজ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কামাল হাসান রনি:

বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ২৭ নভেম্বর সকাল ১০ টায় কলাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ২৭ নভেম্বর সম্মেলনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ। সম্মেলনে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি
 আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া (এমপি)সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ,আলহাজ্ব কাজী আলমগীর সাধারণ সম্পাদক পটুখালী জেলা আওয়ামী লীগ। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। সম্মেলন সঞ্চালনায় থাকবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন সুলতান মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতি, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কলাপাড়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে। এতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান  মহিব এবং সাবেক সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান তালুকদার প্রার্থীতা কথা শোনা যাচ্ছে   কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান এর পাশাপাশি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক সংসদ সদস্য  আনোয়ারুল ইসলাম এর ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন এর নাম শোনা যাচ্ছে। ইতোমধ্যে কলাপাড়া উপজেলার বেশিরভাগ ইউনিয়ন এবং দুটি পৌরসভার আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ।আগামী কালকের ত্রি-বার্ষিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে  কলাপাড়া উপজেলার সাধারণ কর্মীরা। কে হবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সেই অপেক্ষার প্রহর গুনছেন কলাপাড়ার নেতাকর্মীরা।আগামীকালকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন  সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এমপি)।