ঘাতকরা রাসেলকে প্রানে বাঁচতে দেয়নি তালুকদার মোঃ ইউনুস

শামীম আহমেদ ॥

সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু এই বাংলাকে মুক্ত করতে আন্দোলন-সংগ্রাম ঘাত প্রতিঘাতের শিকার হয়ে ওই শাষক গোষ্টির কাছে মাথানত করেনি।

৭১’এর পরাজিত শত্রুরা সেদিন যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই ৭৫’এর কালো রাতে জোট হয়ে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছিল।

সেময়ও শেখ রাসেল মনে করেছিল শিশু বলে হয়ত তাকে ওরা মারবে না। কিন্তু ঘাতকরা শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারকে বাচিয়ে রাখলে ওদের হয়ত একদিন বিচার হবে সেই কারনে রাসেলকে হত্যা করে।

বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশের মাঠিতে ফিরে এসে আওয়ামী লীগকে শক্তিশালি করার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি উন্নত রাষ্ট হিসাবে পরিচয় করেছে।

তাই আপনারা শেখ রাসেলের স্মৃতি বাচিয়ে রাখতে হলে মানুষের ভালবাসা অর্জন করা সহ সকলের কাছে আওয়ামী লেিগর ভাবমূর্তি উজ্জল করার জন্য কাজ করার আহবান জানান।

আজ সোমবার (১৮ই) অক্টোবর বেলা সাড়ে ১২টায় নগরীর শহীদ সোহেল চত্বরে আয়োজিত শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যতে একথা বলেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোরপরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে ও এ্যাড, সজল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রিপন,যুগ্ম সম্পাদক কামরুল হাসান নাসিম,মোঃ মাহিবুর রহমান মিরন,সুব্রতমজুমদার,আবুল বাসার বাদশা প্রমুখ।

এর পূর্বে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্যরা বিভিন্ন ব্যানার মিছিল নিয়ে বরিশালে আসেন।

কলেজছাত্রকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে তরুণীর

পটুয়াখালী সরকারী কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র নাজমুল আকনকে (২৩) অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ওই তরুণীসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ৩ অক্টোবর ভুক্তভোগী নাজমুল বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (মামলা নং সিআর ১০৪৬/২০২১)। মামলায় ইশরাত জাহান পাখি (২৫) নামের ওই তরুণীসহ আরও অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানার ওসিকে এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে নাজমুলকে জোরপূর্বক বিয়ে করার একটি ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। আর মামলা দায়েরের পর ১৫ অক্টোবর দুপুরে ওই তরুণী নিজেকে নাজমুলের স্ত্রী দাবি করে নাজমুলের বাবা’র বাড়ি মির্জাগঞ্জে অবস্থান নেন। এ ঘটনায় পুরো মির্জাগঞ্জ এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। নাজমুল মির্জাগঞ্জ উপজেলার মির্জাগজ্ঞ ইউনিয়নের জালাল আকনের ছেলে এবং অভিযুক্ত নারী ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর এলাকার মো. আউয়াল হোসেনের মেয়ে।

মামলার নথির বরাত দিয়ে নাজমুলের আইনজীবী এড. আবদুল্লাহ্ আল নোমান জানান, তার মক্কেল নাজমুল পটুয়াখালী সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত ছাত্র এবং সে সরকারী কলেজের আবাসিক হোস্টেলে থাকেন। আসামী ইশরাত জাহান পাখি দীর্ঘদিন যাবত নাজমুলকে মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখায়। কিন্তু নাজমুল রাজি না হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে নাজমুলকে চোখ বেধে অপহরণ করে ২৮ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত আটজন ব্যক্তি বলপূর্বক তাকে একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে। ধারনা করা হচ্ছে এ দিয়ে তারা একটি কাবিননামা তৈরীর পায়তার করেন। এ ঘটনায় আমরা দন্ডবিধির ১৪৩/৩৬৫/৩৭৯/৩৮৪/৫০৬ ধারা মোতাবেক আদালতে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এদিকে নাজমুলকে অপহরণ এবং পরে জোরপূর্বক বিবাহ করার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি কক্ষে এক নারীর (ইশরাত জাহান পাখি) বাম পাশে নাজমুল বসে আছেন, পেছন থেকে নাজমুলের মাথার দুইদিক থেকে এক ব্যক্তি ধরে রেখেছে। সেখানে আর কয়েক জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় ওই নারীকে নীল কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে। স্বাক্ষর গ্রহণের পর নাজমুলকে মিস্টি খাইয়ে দিলে নাজমুল তা মুখ থেকে ফেলে দেয়।

এ বিষয়ে ইশরাত জাহান পাখি সাংবাদিকদের বলেন, নাজমুলের সাথে তার দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো এবং নাজমুল নিজ ইচ্ছায় বিয়ে করেছেন। এখানে অপহরণ কিংবা জোরপূর্বক বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ কারণে বর্তমানে তিনি নাজমুলের বাড়িতে অবস্থান করছেন।

পটুয়াখালী সদর থানার ওসি চার্জ মো. মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় বুশরা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় উপজেলার খাজুরা এলাকায় স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতে ওই গৃহবধূর স্বামী ইয়াকুবকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃত বুশরা কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের আবদুস সোবাহান শরীফের মেয়ে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কলাপাড়ার বাবলাতলায় এবার ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি চাল দেয়ার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেয়ার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারের ডিলার নূরুল হুদার বিরুদ্ধে চাল বিতরনে এভাবে কম দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতি ও শুক্রবারে প্রত্যেক দুই জনকে ৫০ কেজির এক বস্তা করে চাল দেয়া হয়েছে। অথচ ৩০ কেজি চালের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে। দরিদ্র মানুষ এসব ডিলারের কাছে জিম্মি হয়ে আছে। সরকার কলাপাড়ায় ২০ হাজার ১৫৩ দরিদ্র পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এনেছে। যারা ১০ টাকা কেজি দরে বছরের পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। এ জন্য ৩২ জন ডিলার রয়েছে। চলতি মাসে এখন এই কার্ডধারীদের চাল বিতরণ চলছে।

সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই চাল বিতরনের কথা। এই তালিকা নিয়ে রয়েছে অন্তহীন অভিযোগ। রয়েছে বিত্তবানের নাম। এমনকি ইতোপূর্বে মৃত মানুষের নামেও চাল বিতরণ দেখানো হয়েছে। কিন্তু ওই ডিলারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শুধু কার্ড বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। এখন আবার চাল কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বাবলাতলা বাজারের ডিলার নুরুল হুদার ৫২০ কার্ডধারী দরিদ্র মানুষকে চাল বিতরণের কথা। নাম প্রকাশে অনেচ্ছুক এক দরিদ্র কার্ডধারী জানান, তাদের দুই জনকে ৫০ কেজির এক বস্তা চাল দেয়া হয়েছে। ওই বস্তায় আবার ৫০ কেজিরও কম রয়েছে চাল। অথচ ডিলারের লোক টাকা নিয়েছে দুই জনের কাছ থেকে ৬০ কেজির। এমন অসংখ্য অভিযোগ রয়েছে। প্রত্যেক ডিলারের চাল বিতরণ সংক্রান্ত একজন করে তদারকি কর্মকর্তা রয়েছে।

যা কাগজে-কলমে সীমাবদ্ধ। তারা যথাযথভাবে তদারকি করেন না। ডিলার নুরুল হূদা জানান, তিনি চাল কম দেন না। গোডাউন থেকে আনা ৫০ কেজির বস্তায় আধা কেজি এক কেজি কম থাকে। পাঁচ জনকে তিন বস্তা দিলেও ওই কমের কারণে এক কেজি আধা কেজি কম পায়। এখানে তার করার কি আছে বলে পাল্টা প্রশ্ন করেন। অথচ এ ডিলারের নামে দুই জনকে ৫০ কেজি চালের একটি বস্তা দেয়ার এন্তার অভিযোগ রয়েছে। এ নিয়ে সরকারের ভাবর্মূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। কলাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ নুরুল্লাহ বলেন, তিনিও এ সংক্রান্ত অভিযোগ শুনেছেন। ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য কর্মকর্তাকে বলেছেন। তিনিও বিষয়টি গুরুত্বেও সঙ্গে দেখছেন।

কলাপাড়ায় এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ তার কক্ষ থেকে উদ্বার করেছে পুলিশ

মোঃ বশির উদ্দিন বিশ্বাস,কলাপাড়া:
কলাপাড়ার পায়রা বন্দরের ভুমি অধিগ্রহনের ক্ষতি গ্রস্থ দের জ জন্য নির্মানাধীন আবাসনকেন্দ্র থেকে শাওন(৩৫)নামের  এক   প্রকৌশলীর ঝুলন্ত  মৃত দেহ উদ্বার করেছে পুলিশ।
জানাযায়, গত ১৫ আগষ্ট০২১ তারিখ,সকাল ৯ টার দিকে,লালুয়া ইউনি য়নের মহল্লাপাড়া গ্রামে৷ ঐ আবাসন কেন্দ্রের তার নিজ কক্ষথেকে তার মৃত দেহউদ্বারকরাহয়  মৃত নেছার উদ্দিন শাওন, ভোলা জেলার চর ফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন ওখানকার নির্মানাধীন আবাসনের ঠিকাদারী  প্রতিষ্ঠান  এর প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
আরওজানাযায়, ঐ দিনসকাল ৮ টায় শাওন ুর কক্ষের দরজা বন্ধ দেখে  তার সহকর্মীরা অনেক ডাকাডাকি করেও কোন সাড়া নাপেয়ে,জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলেপুলিচ এসে লাশ উদ্বার করে।এ ব্যপারেথানার ওসি মেঃ জসিম জানান, এটি আত্ন হত্যা৷ হতে পারে। একটি ইউডি মামলা হয়েছে। এবং ময়না তদন্তের জন্য লাশ পটুয়া খালি মর্গেপাঠানোহয়েছে।

লেবুখালী-পায়রা সেতুতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার জলযানের ধাক্কা থেকে রক্ষায় নিরাপত্তা পিলার স্থাপন

এম এ কুদ্দুস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
দুমকির লেবুখালীতে নির্মিত পায়রা-লেবুখালী সেতুতে বেশকিছু বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে সেতুর ক্ষয়ক্ষতি সম্পর্কে আগেভাগেই অবগত হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। একই সঙ্গে কোনো কিছুর ধাক্কা থেকে রক্ষায় পিলারের পাশে নিরাপত্তা পিলার স্থাপন করা হয়েছে। এতে সেতুর স্থায়িত্ব বাড়বে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময় পদ্মা সেতুর পিলারের সঙ্গে বার বার ফেরি ধাক্কা দেওয়ার বিষয়টি মাথায় রেখে এই সেতুর দুটি পিলারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য পিলারের পাশে স্টিলের কাঠামো দিয়ে প্রটেকশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে এই প্রথম কোনো সেতুতে হেলথ মনিটরিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যার ফলে বজ্রপাত ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ কিংবা ওভার লোডেড যানবাহন চলাচলে সেতুর ভাইব্রেশন সিস্টেমে কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে সে বিষয়ে এই সিস্টেম ওয়ার্নিং দেবে। এটি দেশের দ্বিতীয় সেতু যা এক্সট্রা জোট ক্যাবল সিস্টেমে তৈরি করা হয়েছে। ফলে নদীর মাঝে একটি এবং দুপাড়ে দুটি পিলারের ওপর মূল সেতুটি দাঁড়িয়ে আছে। বড় আকারের তিনটি পিলারের সঙ্গে দুপাশে মোট ১২টি করে ক্যাবল সংযুক্ত করা হয়েছে। এতে করে মোট ৩৬টি ক্যাবল ব্যবহার করা হয়েছে। যেহেতু নদীর মধ্যে একটি মাত্র পিলার স্থাপন করা হয়েছে সেহেতু নদীর গতিপথ কিংবা প্রবাহ বাধাগ্রস্ত হবে না।এটি বাংলাদেশের সব থেকে বড় স্প্যান বিশিষ্ট সেতু। যার দৈর্ঘ্য ২০০ মিটার করে। এতে পদ্মা সেতুর থেকেও বেশি বড় স্প্যান সংযুক্ত করা হয়েছে। এছাড়া পদ্মায় ১২০ মিটার পাইল করা হলেও এই সেতুতে ১৩০ মিটার পালই করা হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এর নির্মাণ কাজ সম্পন্ন করছে। ১৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯.৭৬ মিটার প্রস্থের সেতুটি ক্যাবল দিয়ে দুপাশে সংযুক্ত করা হয়েছে। ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে মূল সেতুর নির্মাণ করেন। বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ও সেতু প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হালিম সেতু গতকাল পরিদর্শন করেন এবং বলেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ হাওলাদার বলেন,পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চাকাকে আরও সমৃদ্ধ করার জন্য অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে কাজ করবে পায়রা-লেবুখালী সেতু। এ ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অক্টোবর মাসেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিবেন। এ কারণে সেতুটি এখন যানবাহন চলাচলের উপযোগী করতে চলছে শেষ মুহূর্তের কাজ।

কলাপাড়ায় হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।। ৮ জনকে কারাগারে প্রেরন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক কাদের হত্যা মামলায় সিআইডি’র তদন্ত প্রতিবেদন গৃহীত করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়াম্যান আবদুল মোতালেব তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ জারি করেন।
একই আদেশে বিজ্ঞ আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র প্রতিবেদনে অভিযুক্ত রাজু তালুকদার, জুলিয়াত তালুকদার, সামু তালুকদার, মিলন তালুকদার, আজিজুল হক বুদাই, আলানূর, শাওন চৌধুরী ও সাইদুর রহমানকে কারাগারে প্রেরন সহ মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। মামলার অপর তিন অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার ও নাইম কসাই’র জামিন সংক্রান্ত উচ্চ আদালতের রুল নিস্পত্তি না হওয়ায় তাদের জামিন বহাল রেখেছেন আদালত। আদালতের জিআরও এএসআই মো: শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্ল্যেখ্য গত ২ জুলাই ২০১৪ সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জেরে কৃষক কাদের (৬৫) কে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কলাপাড়া থানা পুলিশ ওই রাতেই চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার একটি খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে । এ ঘটনায় নিহতের ভাই মোখলেচুর রহমান বাদি হয়ে ৪ জুলাই ৪৯ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এজাহারকারী পক্ষের আপত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি হয়েছে একাধিকবার।

কলাপাড়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোরী জান্নাতি আক্তার অপহরণের ১ মাস ১৭ দিন হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসনের সহযোগীতা চেয়ে শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর পিতা মো. মশিউর রহমান। এসময় কিশোরীটির মা রাবেয়া বেগম, চাচি, ফুফু, মামা এবং লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মশিউর বলেন, তার মেয়ে জান্নাতি আক্তার লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে এসাইনমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৩ আগষ্ট তিনি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বিকে প্রধান আসামি করে ৭ জনের নামে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামিসহ মামলা প্রত্যাহারের জন্য  তার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরণের ১ মাস ১৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মেয়ে জান্নাতী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. জাকির বলেন, মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধারসহ এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

পটুয়াখালীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা পেয়েছেন- গলাচিপা সদর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন টুট, গজালিয়া ইউনিয়নে খালেদুল ইসলাম স্বপন, কলাগাছিয়া ইউনিয়নে দুলাল চৌধুরী, বকুলবাড়িয়া ইউনিয়নে আবু জাফর খান, পানপট্টি ইউনিয়নে আবুল কালাম, ডাকুয়া ইউনিয়নে বিশ্বজিৎ রায়, চরকাজল ইউনিয়নে সাইদুর রহমান রুবেল মোল্লা ও চরবিশ্বাস ইউনিয়নে তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি।

কেন্দ্রের নির্বাচনী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এসব প্রার্থীদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর আগে দু’দফায় স্থানীয় পর্যায়ে কাউন্সিল সম্পন্ন করে উপজেলা ও জেলার সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষর শেষে প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হয়।

এসব তথ্য উপজেলা আওয়ামী লীগ দফতর নিশ্চিত করেছে।

পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে ফাতিমা (৩) ও রাফিল (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পুকুরে পরে মারা যায় শিশু ফাতেমা চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতীর মেয়ে। আর রাফিল একই ইউনিয়নের নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে দুপুর ১২টার দিকে মারা যায়। দুজনই খেলা করার সময় বাড়ির আঙিনার পুকুরে পড়ে মারা যায়। দুই শিশুর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।