বাউফলে আওয়ামী লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামে নৌকা ও ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন সমর্থক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, নৌকা প্রতীকের সমর্থক নজরুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম (২৫), রিয়াজ মৃধা (২০), মনির হোসেন ২৭), ঘোড়া প্রতীকের সমর্থক শাহিন ইসলাম (২০), ইমরান হোসেন (২৫), হেলাল উদ্দিন (২০)।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রশান্ত কুমার সাহা জানান, নওমালার ঘটনায় মোট ৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামাল হাসেন বিশ্বাসের কর্মী নজিরের সঙ্গে ও ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ঘোড়ার কর্মীরা নৌকার কর্মী নাজিরকে আটকে মাধরধর করে। এ ঘটনা নৌকার কর্মী সমর্থকদের মধ্যে জানাজনি হলে ২০ থেকে ২৫ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার সমর্থক শাহিনকে কুপিয়ে জখম করে। শাহিনকে জখম করার ঘটনা ঘোড়ার সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরলে ঘোড়ার কর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এর আগে শুক্রবার রাতে ঘোড়া মার্কার কয়েক কর্মী সমর্থক নওমালার ৪নং ওয়ার্ডে নৌকা মার্কার কর্মী সোহরাব সিকদার ও নুরু সিকদারের দোকান ভাঙচুর ও লুটপাট করে। একই রাতে ৪নং ওয়ার্ডের নৌকা সমর্থকরা ঘোড়া মার্কার সমর্থক আফজাল মজুমদারের ঘরে হামলা করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, নওমালায় ঘটনাস্থলে আছি। শুনেছি আহত আছে, তবে কত জন তা বলতে পারছিনা। পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং সহঅবস্থানে আছে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বাউফল উপজেলার নওমালা ও সূর্যমনি ইউনিয়নসহ জেলায় মোট ১৯টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাউফলে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার বরিশাল মেডিকেলে সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ সজিব নামের ছাত্রলীগ নেতার ঘাড় থেকে সফল অস্ত্রোপচারে মাধ্যমে গুলি বের করা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব প্যাদা নওমালা ইউনিয়ন পরিষদের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শাহজাদা হাওলাদারের কর্মী। রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা: নাজমুল হকের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার ঘাড় থেকে একটি ছররা গুলি বের করতে সক্ষম হন। এসময় উপস্থিত ছিলেন সহকারী রেজিষ্টার মির্জা মাহাবুব। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বাউফলের নওমালা ইউনিয়নের আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজে পূর্ব পাশে গাজী বাড়ির সামনে সজিব এবং শাকিব দোকেন চা পান করছিলেন।

ওইসময়ে অতর্কিতভাবে সজিব এবং শাকিবকে লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের অস্ত্রধারী ক্যাডার বাহিনী গুলি করে। এতে ছাত্রলীগ নেতা সজিব প্যাদা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সজিব বলেন, চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের সমর্থক শাহাবুদ্দিন আকনের (৪৬) ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে উপস্থিত শাকিব হোসেন জানান, শাহাবুদ্দিন আকনের নেতৃত্বে ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছড়রা গুলি করে। এতে সজিব গুলিবিদ্ধ হন। চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থকরা বলেন, সন্ধ্যা হলেই অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয় কামাল বিশ্বাসের অস্ত্রধারী বাহিনী। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিয়ে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে চলছে। প্রতিপক্ষ কাউকে কাছে পেলেই খুন-জখমের অপচেষ্টায় লিপ্ত থাকে তারা।

চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদার বলেন, আমার কর্মী ছাত্রলীগ নেতা সজিবকে হত্যাচেষ্টায় কামাল বিশ্বাসের পালিত অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় শনিবার রাত সারে ১০ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক অপারেশন করার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রোববার সকালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার ঘাড় থেকে গুলি বের করেছেন।

পটুয়াখালীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সজীবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুলিশের উপস্থিতিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন গুলি ছোড়েন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।  জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে শনিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামে তিনজন আহত হন। এরপর দুপুরে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সাথে হলগুলো সন্ধ্যার মধ্যে খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়।

সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর রবিবার ছাত্রলীগের এই সংঘর্ষের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। একই সাথে গ্রেপ্তার করা হয় দুইজনকে।

ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে একপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। অন্যপক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানা গেছে।

পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করেন তিনি।

দ্বিতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে ২০১৩ সালের মার্চে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

এরপর নানান জটিলতা কাটিয়ে আট বছর পর বরিশাল বিভাগের প্রথম ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং  ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের চারলেনের দৃষ্টিনন্দন ও আধুনিক প্রযুক্তি নির্ভর সেতুটির নির্মাণকাজ শেষ হয়। যা প্রথমবারের মতো ‘ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম’ সংযোজন করা হয়েছে। ফলে বিভিন্ন দুর্যোগ বা ওভারলোডেড গাড়ি চলাচলের ফলে ব্রিজের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, তার পূর্বাভাস পাওয়া যাবে।

রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নির্মিত পায়রা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সেতু নির্মাণের ফলে নিরবচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় সল্প সময়ে নিরাপদে পৌঁছানো যাবে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত বলে জানান প্রধানমন্ত্রী। ২১ বছর এদেশের মানুষ বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, দেশের সকল উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। যোগাযোগের ব্যবস্থা উন্নত হলে সেই এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে বলেও মনে করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বরিশাল-পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি করবে এই পায়রা সেতু। কারণ পায়রা নদীর ওপর সেতু। নদীর নামে সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে। এজন্য আমি নামটা পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজেই এ অঞ্চলে এই সেতু হবার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে, মানুষ সুন্দরভাব বাঁচতে পারবে।

বাংলাদেশের বিজয়কে মেনে নিতে পারেনি একটি গোষ্ঠী। যার ফলে দেশ গড়ার দিকে নজর না দিয়ে ক্ষমতাকে ভোগ করাই ছিল তাদের কাজ বলেও জানান প্রধানমন্ত্রী। দেশকে অস্থিতিশীল যাতে না করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করতেই ইচ্ছেকৃতভাবে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে সক্রিয় একটি গোষ্ঠী। দেশের উন্নয়ন তাদের চোখে পরে না।

সড়ক যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়নে বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে। পায়রা সেতুতে বদলে যাবে বরিশাল বিভাগের চিত্র। সেতুটিতে যান চলাচলের মধ্য দিয়ে এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যবসার প্রসার, পর্যটন শিল্পের বিকাশ এবং সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিকী গণঅনশন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী প্রতিকী গণঅনশন করছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লঞ্চঘাট চত্বরে প্রতিকী গণঅনশন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সভাপতিমন্ডলীর সদস্য ডা. জগনাথ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল দত্ত, সাধারণ সম্পাদক কাজল বরন দাস প্রমুখ।
এসময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

অন্যদিকে সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা কৃষকলীগের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন হয়েছে।

নাা ফেরার দেশে চলে গেলেন কলাপাড়ায় প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস | কলাপাড়া প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২২ অক্টোবর:
কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট মোঃ বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে কলাপাড়া প্রেসক্লাব। প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন ও ৩ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ। মরহুম বশির উদ্দিন বিশ্বাসের স্মরনে ক্লাব কার্যালয়ে শোক বই খোলা সহ স্মরন সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের লাশবাহী গাড়ী ক্লাব প্রাঙ্গনে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। এসময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনমাধ্যমকর্মীরা। জুম্মাবাদ পৌরশহরের অয়েলমিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্তানে তাকে সমাধিস্থ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে প্রবিন সাংাদিক বশির উদ্দিন বিশ্বাস। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম বশির উদ্দিন বিশ্বাস আশির দশক থেকে সাংবাদিকতা শুরু করেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক গনমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি শাহানামা পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কলাপাড়া পৌর ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বর্তমান সভাপতি হুমায়ূন কবীর, সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সহসাধারন সম্পাদক জীবন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, মোহসীন পারভেজ, এনামূল হক, অমল মুখার্জী, শরিফুল হক শাহীন, হাসান পারভেজ, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, হাফিজুর রহমান, অশোক মুখার্জী, কবির তালুকদার, ম্স্তোফিজুর রহমান সুজন, রাসেল মোল্লা আলমগীর হোসেন শিকদার, ফিরোজ তালুকদার,প্রমূখ।

সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাশের মৃত্যুতে দৈনিক শাহনামা ও বাংলার বনে’র শোক প্রকাশ

কলাপাড়ার সিনিয়র সাংবাদিক,কলপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা,মোজাহার উদ্দিন বিশ্বাসের ষষ্ঠ পুএ,বরিশাল বিভাগীয় বহুুল প্রচারিত পত্রিকা দৈনিক শাহনামার প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস গতকাল রাত ৮ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না…….) মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র,
নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে যান।
বশির উদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে হ্রদরোগ,ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।মৃত্যুকালে মরহুমের বয়স ছিল আনুমানিক ৭৫ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে দৈনিক শাহনামায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক শাহনামা সম্পাদক মন্ডলীর সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সম্পাদক ও প্রকাশ কাজী আবুল কালাম আজাদ,  দৈনিক শাহনামা এবং দৈনিক বাংলার বনে পরিবার। এসময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

কলাপাড়ার সিনিয়র সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস আর নেই

কলাপাড়ার সিনিয়র সাংবাদিক,কলপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা,মোজাহার উদ্দিন বিশ্বাসের ষষ্ঠ পুএ,বরিশাল বিভাগীয় বহুুল প্রচারিত পএিকা দৈনিক শাহনামার প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস গতকাল রাত ৮ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না…….) মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুএ,
নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে যান।
জনাব বশির উদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে হ্রদরোগ,ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।মৃত্যুকালে মরহুমের বয়স ছিল আনুমানিক ৭৫ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে দৈনিক শাহনামায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
মরহুমের মৃত্যুতে শাহনামা পরিবার শোকাহত।

গলাচিপায় দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি তুহিন

অকেন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অষ্টম ধাপে আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন আহসানুল হক তুহিন (বর্তমান মেয়র)। তিনি গলাচিপা পৌরসভার তিন বারের সফল প্রয়াত মেয়র হাজী আব্দুল ওহাব খলিফার ছেলে ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচানের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আহসানুর হক তুহিনকে গলাচিপা পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোননীত করা হয়। এ বিষয়ে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিহ হয়। এতে উপজেলা ও জেলার নেতৃবৃন্দের সুপারিশ শেষে  তিন জনের নামের তালিকা কেন্দ্র পাঠানো হয়।  কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ৩৭, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আহসানুল হক তুহিন ২১,  কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ১১ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল ২ ভোট পেয়েছেন।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অষ্টম ধাপে গলাচিপা পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উৎসব

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় শুরু হয়েছে প্রবারণা পূর্ণিমা উৎসব। বুধবার সকাল সাতটায় পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধদেবের পূজার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। আর উৎসবকে ঘিরে উপজেলার বৌদ্ধ বিহার গুলোতে সাজানো হয়েছে নতুন সাজে। বাড়ি বাড়ি প্রতিযোগিতামূলক চলছে রাখাইন নারীদের নানা রকম বাহারি পিঠা, পুলি, পায়েশ তৈরি। মোটকথা শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে রাখাইনপল্লীতে এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সূত্রে জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এদিনে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুয়াকাটাসহ এ উপজেলার ২৮টি রাখাইন পাড়ার এ উৎসব একযোগে পালন করা হচ্ছে। তবে ফানুস উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাখাইন অধিকার আন্দোলন কর্মী তেননান রাখাইন বলেন, গৌতম বুদ্ধের স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। ধ্যানশিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে পরিষ্কার পোশাকে বিভিন্ন বিহারে গমন করা হয়। প্রবারনা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে প্রথমে অষ্টমশীল গ্রহণ করে এবং বিভিন্ন পিঠা দান করা হয়েছে। এছাড়া প্রবারণা সম্পর্কে ধর্ম আলোচনা করা হয়। আর রাতে আকাশে একের পর এক ওড়ানো হয়েছে নানা রঙের ফানুস।

 

কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যাক্ষ ইন্দ্রোমোহন ভিক্ষু বলেন, আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে এ উৎসব পাল করা হচ্ছে। এ উপলক্ষে বুধকার সকালে পঞ্চলশীল, অষ্টশীল এবং বুদ্ধপূজা হয়েছে। এছাড়া মন্দিরে বুদ্ধের জীবনী সম্পর্কে আলোচনা হয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।