কলাপাড়ায় বিনা মূল্যে চক্ষু সেবা

পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীরা বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা। সোমবার সকালে পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর আয়োজন করে।

এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, মো. শাহবুদ্দিন, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার মহিপুর ইউনিয়নের ৫০ জন নারীকে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবার’র উদ্যোগে রবিবার বেলা ১২টায় মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠানিকভাবে তাদের হাতে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।

প্রত্যেককে ৫০ কেজি আলুর বীজ, ১০ কেজি বাদামের বীজ, ১০ কেজি মুগডালের বীজ, ৫০ কেজি সার ও সাড়ে ৯ কেজি করে কীটনাশক প্রদান করা হয়েছে।

 

এসময় মহিপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মোয়াজ্জেপুর ছালেহিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক, গুডনেইবার বাংলাদেশ সিডিসির সভাপতি মো. সেলিম ও ম্যানেজার গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।

পর্যটকে মুখরিত সৈকত; বিনিয়োগকারীদের দৃষ্টি এখন কুয়াকাটায়

বদলে গেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার চিত্র। সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে পায়রা সেতু চালু হওয়ায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের আগমন। আগামী বছর চালু হবে পদ্মা সেতু। এর ফলে বিনিযোগকারীরাও আসতে শুরু করেছে। ইতোমধ্যে গড়ে উঠেছে পাঁচ তারকা মানের আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট। ছোট বড় মিলিয়ে কুয়াকাটায় দুই শতাধিক আবাসিক হোটেল, মোটেল রয়েছে। এখানে রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের বাংলো। এছাড়া গড়ে উঠেছে উন্নতমানের খাবার হোটেল ও রেস্তোরাঁ। দেশের গন্ডি পেরিয়ে এখন কুয়াকাটা পর্যটন নগরী বিদেশী পর্যটকদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

স্থানীয়রা জানান, মহান বিজয় দিবসসহ তিনদিনের ছুটিতে আগমন ঘটেছে হাজারো পর্যটকের। কুয়াকাটার জিরো পয়েন্ট, লেম্বুর চর, ঝাউবাগান, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী এবং শুটকী পল্লীসহ দৃস্টিনন্দন পর্যটন স্পটগুলো এখন আগত দর্শনার্থীদের সরব উপিস্থিতি। এদিকে টানা তিনদিনের ছুটিতে আগে ভাগেই অধিকাংশ হোটেল-মোটেলগুলোর রুম বুকিং হয়ে গেছে। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে এমন পর্যটকদের আগমন ঘটে। আর এ রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এখন বেজায় খুশি। এর ফলে করোনাকালীন সময়ের কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।

সমুদ্র বাড়ি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, আগেই আমাদের সবগুলো রুম বুকিং রয়েছে। ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সবকক্ষ অগ্রিম বুকিং দেওয়া রয়েছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল হাওয়ায় এখন পর্যটকদের আগমন বেড়েছে। পদ্মা সেতু চালু হলে কুয়াকাটা হবে দেশী বিদেশী বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণীয় স্থান। ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন।

 

কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, পায়রা সেতুটি চালু হওয়ায় পর্যটকরা খুব দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটায় আসতে পাড়ছে। এখন সারা সপ্তাহ জুড়ে কুয়াকাটায় পর্যপটক থাকে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিজয় দিবস ও সরকারি তিন দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছে। তবে পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরতে পারে এবং কোনো ধরনের প্রতারনার শিকার যাতে কেউ না হয় সে জন্য কুয়াকাটা পৌরসভার টিম সার্বক্ষণিক তদারকি করছে।

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর (প্রশাসনিক ভবন)’র সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং কালো পতাকা উত্তোলন করেন ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে এক মৌন মিছিল বের হয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মৌন মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে একই স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
“আপনার অধিকার,আপনার দায়িত্বঃ দুর্নূীতিকে না বলুন”এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে দুমকিতে জাতীয় সংগীত পরিবেশন,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহঃবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ ফজলুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর দুমকি প্রতিনিধি মোঃ আবদুল কুদ্দুস। পরে সৃজনী বিদ্যানিকেতনের ছাত্রদের নিয়ে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুমকি উপজেলা নির্বাহি অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে বেড়ি বাঁধের বাহিরে অবস্থিত পরিবারগুলো মাঝে আতঙ্ক বেড়ে গেছে।

এদিকে আহাওয়া অফিস পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপাদ আশ্রয়ে থাকতে বলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় জাওয়াদ’র প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে গত দু’দিন ধরে সূর্যের আলো দেখা যায়নি। রবিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। আর ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। রাস্তা ঘাটে তেমন মানুষের আনা গোনাও দেখা যায়নি।

তবে আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এছাড়া চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপাদ আশ্রয়ে থাকতে বলেছে।

কুয়াকাটা ও আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা বলেন, সাগর উত্তাল রয়েছে। জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

প্রকল্প সমাপনী সভা

০৫ ডিসেম্বর ২০২১ইং তারিখ রোজ রবিবার আভাস ও কোয়ালিশ মেম্বারদের আয়োজনে ইউএনডিপি সহযোগিতায় বরিশাল আভাস প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ এ জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সিএসওগুলির সক্ষমতা বৃদ্ধি প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রশান্ত কুমার দাস। সভায় সভাপতিত্ত করেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের এবং আভাস এর কার্যনির্বাহী পরিষদ সভাপতি জনাব হাসিন আরা বেগম। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার এইড সংস্থার নির্বাহী পরিচালক জনাব প্রেমানন্দ ঘরামী, আগৈলঝাড়া উপজেলার এম.ইউ.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মনিরা আক্তার, বানাড়ীপাড়া উপজেলার এফ.ই.এইচ.ডি.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব এস.মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলার এস.এম.ইউ.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মিসেস শিউলি আক্তার, হিজলা উপজেলার ওএসইএ সংস্থার নির্বাহী প্রধান জনাব রিপন কান্তি দাস এবং বরিশাল ইয়থনেট ক্লাইমেট জাস্টিস সমন্বয়কারী জনাব সোহানুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইয়ুথ লিডার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফর্ম সদস্য বৃন্দ এবং আভাস প্রোগ্রাম ডাইরেক্টর জনাব এসএম সিরাজুল ইসলাম, আভাস অর্থ ও প্রশাসন পরিচালক জনাব মোঃ আতিক হাসান, আভাস প্রজেক্ট অফিসার জনাব নাসরিন খানম এবং মোঃ আলি আহসান।
সভায় কোভিড-১৯ এ জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সিএসও গুলির সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ও গুরুত্ব পূর্ন অর্জন বিষয়ে আলোচনা করা হয়। সভায় আরো আলোচনা করা হয় প্রকল্প সমাপনী পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফম এবং ইয়ুথ ফোরাম সদস্য বৃন্দ কিভাবে স্থানীয় পর্যায়ের নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম চলমান রাখবে সে বিষয়ে আলোচনা করা হয়।

কলাপাড়ায় ১৪ মণ জাটকা ইলিশ জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার রাত নয়টায় শেখ কামাল সেতুর টোল প্লাজা এলাকায় অভিাযান চালিয়ে দুইটি ট্রাক, বেশ কয়েকটি গণ পরিবহন ও ১ টি ত্রি হুইলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহনের দায়ে ৫ হাজার টাকা করে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। পরে জব্দকৃত মাছ এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. কামরুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণ পরিবহন ও ট্রাকে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়েছে।

বাউফলে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন 

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় কালিশুরি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  রাত আনুমানিক সাড়ে ৮টায় কালিশুরি ইউনিয়নের কুমারখালি এলাকায় আগুন দেয়ার  ঘটনা ঘটে। এই ঘটনায় বসত ঘরের মালিক মিঠু মুন্সি বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কালিশুরি ইউনিয়নের কবিরকাঠি গ্রামের মুন্সি  পরিবারের সাথে স্হানীয় শিকদার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতাদর্শের মিল না হওয়ায় বিরোধ চলে আসছিলো। চলতি বছরের  প্রথম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মারামারির ঘটনায় শিকদার বাড়ির হানিফ শিকদারের ছেলে সৌরভ শিকদার গুরুতর আহত হয় ৷ সেই ঘটনার কয়েক মাস পরে চলতি মাসে সৌরভের মা …….. বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার মুন্সি পরিবারের কয়েকজন এবং তাদের স্বজনদের আসামী করা হয়। তবে স্হানীয় লোকজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ননা মতে মামলার যাদের আসামী করা হয় তারা কেউই ঘটনার সাথে জড়িত নয়, একই বক্তব্য মামলার এজাহারে থাকা সাক্ষীদের। মামলার কয়েকজন সাক্ষী ও স্হানীয় লোকজন জানান সৌরভ শিকদারের আহত হওয়ার ঘটনায় জড়িত না থাকলেও  রাজনৈতিক বিরোধের জেরে সিদ্দিক মুন্সির ছেলে মিঠু মুন্সিসহ তাদের একাধিক আত্মীয় স্বজনকে হয়রানি করতেই  আসামি করা হয়৷ এদিকে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  মামলার বিষয়ে সৌরভ শিকদারের কাছে জানতে চাইলে কুমারখালি ব্রিজ সংলগ্ন এলাকায় মিঠু মুন্সির সাথে সজিব শিকদার, হানিফ শিকদার, মিঠুন হাওলাদার  সৌরভ শিকদারের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার ঘটনায় ক্ষিপ্ত হইয়া সজিব শিকদার মিঠু মুন্সীকে জ্বালিয়ে মারার হুমকি ধামকি দেয় ।  একই দিন  রাতে ৬/৭ জনের একটি দল মিঠু মুন্সিকে কুমারখালি সংলগ্ন বাসায় গিয়া খোঁজাখুঁজি করে।  মিঠু মুন্সি পূর্বেই ওই ঘর জনৈক ব্যক্তির কাছে ভাড়া দেয়ার কারনে মিঠুকে সেখানে না পেয়ে ডাকচিৎকার করিয়া ঘরের দরজা বাহির থেকে আটকে দিয়ে কেরোসিন ঢেলে ঘরের লাগোয়া রান্না ঘরে আগুন ধরাইয়া দেয়। এসময় ঘরের ভিতরে ভাড়াটিয়ার গৃহিনী ও তার শিশু সন্তান ছিলো। তারা আগুন দেখে ডাকচিৎকার দিলে দূর্বৃত্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা লোকজন মা ও শিশুকে উদ্ধার করে আগুন  নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।
এব্যাপারে ঘরের মালিক মিঠু মুন্সী সাংবাদিকদের বলেন, সৌরভকে কে বা কারা মেরেছে আমি জানি না। ঘটনার সময়ে আমি বরিশালে অবস্থান করছিলাম। কিন্তু মামলায় আমাকে আসামি করা হইলো কেন সেটাই আমি জানতে চেয়েছিলাম সৌরভের ভাই সজিবের কাছে। এতে তিনি ক্ষিপ্ত হইয়া আমাকে নানারূপ গালমন্দ করে। আমাকে আরো মিথ্যা মামলায় ফাঁসানোসহ বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয় এবং রাতে আমার বাজার সংলগ্ন বাসায় আগুন দেয়। আগুন দেয়ার ঘটনায় অভিযুক্তদের নামে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি৷

দক্ষিণাঞ্চলের আভ্যন্তরীণ বাস ভাড়ায় নৈরাজ্য প্রতিদিনই ঘটছে যাত্রীদের সাথে বাক-বিতন্ডা

আমতলী (বরগুনা) প্রতিনিধি ।
দক্ষিনাঞ্চলের বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনা মহাসড়কসহ আঞ্চলিক সড়কে বাস ভাড়ায় চলছে মহা নৈরাজ্য। সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এতে প্রতিদিনই যাত্রীদের সাথে বাস গাড়ীর স্টাফদের বাক-বিতন্ডের ঘটনা ঘটে। বাস মালিক সমিতি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগী যাত্রীদের আরো অভিযোগ প্রশাসন জেনেও এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে নিরব ভুমিকা পালন করছে। দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, গত বুধবার জ¦ালানি মন্ত্রনালয় কেরোসিন এবং ডিজেলের মুল্য বৃদ্ধি করে। জ¦ালানি তেলের দাম কমানোর দাবীতে বাস মালিক সমিতি তিন দিনের ধর্মঘট পালন করেছে। সরকার কর্তৃক বাস ভাড়া বৃদ্ধির ঘোষনায় তারা ওই ধর্মঘট প্রত্যাহার করে নেয়। কিন্তু দক্ষিণাঞ্চলের বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনা মহাসড়কসহ আঞ্চলিক সড়কে বাস ভাড়ায় চলছে মহা নৈরাজ্য। বাস ভাড়া বৃদ্ধির ঘোষনার পরপরই বাস মালিক সমিতি ও বাস স্টাফরা ইচ্ছা মাফিক ভাড়া আদায় করছে। সরকার নির্ধারিত বরিশাল থেকে কুয়াকাটার ভাড়া ২’শ ৩০ টাকা কিন্তু বাস মালিক সমিতির কর্তৃপক্ষ আদায় করছে ২’শ ৭০ টাকা। পাগলা থেকে আমতলীর ভাড়া ৮০ টাকা কিন্তু আদায় করছেন ৯০ টাকা। পটুয়াখালী থেকে আমতলীর ভাড়া ৬০ টাকা কিন্তু বাস স্টাফরা আদায় করছে ৭০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিদিন বাস স্টাফদের সাথে যাত্রীদের বাক-বিতন্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলেই বাস স্টাফরা যাত্রীদের সাথে খারাপ আচরন করেন। এমনকি বাস থেকে নামিয়ে দেন। যাত্রীরা দ্রুত প্রশাসনের কাছে সরকার নির্ধারিত ভাড়ার বেশী আদায় বন্ধের দাবী জানিয়ছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী বিআরসিটি কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে। কিন্তু মালিক সমিতি কর্তৃপক্ষ সরকারের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
বুধবার কুয়াকাটাগামী জান্নাতি বাসের যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে, বরিশাল থেকে কুয়াকাটা ২’শ৩০ টাকার ভাড়ায় আদায় করছে ২’শ ৭০ টাকা। লেবুখালী থেকে আমতলীর ভাড়া ৮০ টাকা আদায় করছে ৯০ টাকা। পটুয়াখালী থেকে আমতলী ভাড়া ৬০ টাকা আদায় করছে ৭০ টাকা। এভাবেই দক্ষিণাঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
বাসের যাত্রী সুরাইয়া, লাভনী, সোহেল হাওলাদার ও জব্বার মিয়া বলেন, বাস গাড়ীর স্টাফরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই ঝগড়া ঝাটি শুরু করে। দ্রুত অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধের দাবী জানান তারা।
যাত্রী মিরাজ, কুলসুম ও শাওন বলেন, আগে পটুয়াখালী থেকে আমতলী বাসভাড়া ছিল ৫০ টাকা কিন্তু তেলের দাম বৃদ্ধির অযুহাত দেখিয়ে মালিক সমিতি বাস ভাড়া আদায় করছে ৭০ টাকা। তাতে আগের ভাড়ার চেয়ে ৪০% বৃদ্ধি করা হয়েছে। এটা চরম নৈরাজ্য। তেলের দাম বাড়িয়ে বাস মালিক সমিতির লাভ হয়েছে। ক্ষতি যত সব জনগনের। দ্রুত অতিরিক্ত বাস ভাড়া বন্ধের দাবী জানান তারা।
বরগুনা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য মোঃ হাসান মৃধা অতিরিক্ত বাস ভাড়া আদায়ের কথা অস্বীকার করে বলেন, সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে।
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মৃধা বলেন, আগামী সপ্তাহে চার জেলার মালিক সমিতি সমন্বয় মিটিং করে বাস ভাড়া পুণঃ নির্ধারন করা হবে। তিনি আরো বলেন, যেই সকল বাস মালিক সমিতির ভাড়ার তালিকা ব্যতিরেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে এর দায়ভার ওই বাস কর্তৃপক্ষকে নিতে হবে। এর দায় মালিক সমিতি নিবে না।
বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আভ্যন্তরীণ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শিপন মিয়া বলেন, প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সার সাথে টোল ভাড়া যোগ করে ভাড়া নির্ধারন করা হয়েছে। ওই তালিকা অনুসারে ভাড়া আদায় করতে হবে।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বেশী আদায় করা যাবে না। যারা বেশী ভাড়া আদায় করতে দ্রুত সময়ের মধ্যে ভাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেও বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।