মহিপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, পুলিশ বলছে ‘নাটক’

পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক পল্লি চিকিৎসক সুকদেব সৈদ্দাল। ডাকাতরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে মারধর করে নগদ তিন লাখ টাকা ও পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছেন তিনি।

তবে পুলিশ বলছে, ডাকাতির নাটক সাজানো হয়েছে। শনিবার রাতে লতাচাপালী ইউনিয়নের পৌরগোজা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুকদেব সৈদ্দাল (৫০) বলেন, রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আমার স্ত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাতরা দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে লোহার রড দিয়ে পেটায়। এরপর আমার কাছ থেকে চাবি নিয়ে নগদ তিন লাখ টাকা, পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার এবং সোনা ভেবে রাঁধা-কৃষ্ণের যুগল মূর্তি নিয়ে চলে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ তার ঘর থেকে তিন লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ঘরে আলাদা আলাদা জায়গায় টাকা থাকে। ডাকাতরা তিন লাখ টাকা পেয়ে নিয়ে গেছে। বাকি টাকা খুঁজে পায়নি। সেগুলো পুলিশ খুঁছে পেয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল সিকদার বলেন, আমি সকালে খবর পেয়ে গিয়ে দেখি অনেক লোকজন উপস্থিত। সুকদেব ডাক্তারের মুখে ঘটনার বর্ণনা শুনেছি। ডাকাতির আলামত দেখেছি। সত্য মিথ্যা বলতে পারব না।

এ প্রসঙ্গে মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক টহলে থাকা পুলিশ পাঠাই। পরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করি। পরিবারের একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বক্তব্যের মিল না পেয়ে ঘরে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল এবং আলাদা আলাদা জায়গা থেকে তিন লাখ দুই হাজার পেয়েছি। আমার কাছে সাজানো নাটক মনে হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি একজন পল্লি চিকিৎসক। তার কাছে অনেকগুলো ওষুধ কোম্পানি টাকা পাবে এবং আশপাশের লোকজন তার ঘরে টাকা গচ্ছিত রাখে। তার ঘরে পাওয়া টাকা তাকে ফেরত দিয়েছি। মোবাইল দুটি আমি নিয়ে এসেছি, তদন্ত করে বিস্তারিত জানাব।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর পরিচিতি সভা অনুষ্ঠিত

কামাল হাসান রনি:
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ সন্ধ্যায় হোটেল খান প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোয়ার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার,ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনায়েন পারভেজ,মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনির।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন (কুটুম) এর নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। বক্তারা কুয়াকাটার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা করেন। কুটুমের সকল সদস্যরা সেবার মানের উন্নয়নসহ আধুনিক পর্যটনবান্ধব কুয়াকাটা বিনির্মানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০২৩-২০২৪ মেয়াদে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন এর সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,  সাধারণ সম্পাদক হোসাইন আমির,সাংগঠনিক সম্পাদক ওমর আল সাদ্দাম সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কলাপাড়ায় সিপিপি’র নতুন নারী স্বেচ্ছাসেবকদের সরঞ্জাম বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র নতুন নারী স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রত্যেকের মাঝে একটি করে সিপিপি বেস্ট, রেইনকোর্ট, গামবুট, হার্ডহেডসহ ব্যক্তিগত সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা সিপিপি কর্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে এ সরঞ্জাম তুলে দেয় সহকারি পরিচালক সিপিপি কলাপাড়া মো.আসাদ উজ্জামান খান।

এ সময় ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি সিপিপি টিম লিডার এস এম মোশারফ হোসেন মিন্টু, মো. মহসিন পারভেজ, এস এম সাইফল ইসলাম সোহেল, উপজেলা সিপিপি কর্যালয়ের অফিস সহকারী ওয়ালেজ অপরেটার মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কলাপাড়া সিপিপি সহকারি পরিচালক মো. আসাদ উজ্জামান খান বলেন, এ উপজেলায় নতুন করে ৭৯০ জন নারী স্বেচ্ছাসেবকদেরকে এ সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়া সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে টিম লিডারদের মাধ্যমে উপজেলার সকল স্বেচ্ছাসেবককর্মীদের মঝে ক্যাপ বিতরণ করা হয়।

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতি ডলফিন। রবিবার সকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকা থেকে মৃত ওই ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। এর বাঁ পাশের পাখনাটি কেটে ফেলা হয়েছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন। পরে মৎস্য বিভাগ ও জেলা বন কর্মকর্তার নির্দেশে ডলফিনটিকে মাটি চাপা দেয়া হয়।

ডলফিনটি জালে আটকা পড়ার পর কোনো ধাতব দ্রব্য দিয়ে জাল কাটতে গিয়ে ডলফিনটির গায়ে আঘাত লেগেছে বলে ধারনা করছেন মৎস্য বিভাগ ও জেলা বন কর্মকর্তারা।

এ বছর কুয়াকাটা সৈকতে এই প্রথম মৃত ডলফিন ভেসে এল। গত বছর কুয়াকাটা সৈকতে ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।

আমেরিকান প্রবাসী প্রিসিলা সহায়তায় জেলে পরিবারে মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ

সুদূর প্রবাস নিউইয়র্কে থেকেও দেশের এক প্রাপ্ত থেকে অপর প্রান্তের অসহায় জনগোষ্ঠির মাঝে নানা ধরণের সহায়তামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন ফাতেমা নাজনীন প্রিসিলা। এবার তার দেয়া শীতবস্ত্র পৌঁছেছে দেশের সর্বদক্ষিণের উপজেলা পটুয়াখালীর কলাপাড়ায়। সেখানকার হতদরিদ্র জেলে পরিবারের মাঝে প্রিসিলার দেয়া কম্বল পৌঁছে দিয়েছে “কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব’র সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অসহায় পরিবারের মাঝে এসব কম্বল তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আঃছত্তার হাওলাদার, চিন্ময় সরকার, গ্রাজুয়েট ক্লাবের এডমিন কামাল হাসান রনি। কামাল হাসান রনি জানান, “উপকূলীয় এসব জনগোষ্ঠীর কাছে সচরাচর খুব একটা সহয়তা পৌঁছে না,তাই জীবনে প্রথম শীতবস্র পেয়ে খুশি এই এলাকার মানুষ,।” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিব চ্যানেল থেকে আয়ের মাধ্যমে সামাজিক কর্মকান্ডে নিজে সম্পৃক্ত রেখেছেন মাত্র ১৮ বছর বয়সী আমেরিকান প্রবাসী তরুণী প্রিসিলা।
এর আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবারে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন তিনি। শুধু টিউবওয়েল স্থাপন আর শীতবস্র বিতরণই নয়, গত কয়েক মাস ধরে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন এই প্রবাসী। তার দেয়া শীতের উপহার পেয়ে প্রিসিলার জন্য দোয়া করেন এই এলাকার মানুষ।

কলাপাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে আদুরী নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী ফরাজী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত শিশু ওই গ্রামের জুয়েল ফরাজীর কন্যা। শিশুটি নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পরিবারে লোকজন উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক শিশুটি দেখে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার শহরে ১৪৪ ধারা জারি

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে সমাবেশ এবং একই সময়ে পাশে শহীদ মিনারে জেলা যুবলীগের বিজয় উৎসবের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে যেকোনও সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

 বিএনপি ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে কক্সবাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ইতোমধ্যে সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মঞ্চ তৈরিরর কাজ চলছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

এ বিষয়ে বিএনপি নেতারা বলছেন, তারা কক্সবাজার শহরে তিনটি স্থান মুক্তিযোদ্ধা পার্ক, ঈদগাহ ময়দান অথবা কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের যেকোন একটিতে সমাবেশ করার অনুমতি চেয়েও পাননি। তাই কার্যালয়ের সামনেই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। সমাবেশে অতিথি হিসেবে থাকবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় অনেক নেতা।

অপরদিকে, যুবলীগ বলছে, তারা বিজয় উৎসব করার জন্য পূর্ব থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। বিজয় উৎসব সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া  হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, একই স্থানে দুইটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি আয়োজনের ফলে উত্তপ্ত পরিস্থিতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে প্রশাসনও মাঠে রয়েছে।

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। আগামী ২০ জানুয়ারি তিন দিনব্যাপী কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বীচের সৌন্দর্য ফিরিয়ে আনতে এ উচ্ছেদ করা হয় বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পটুয়াখালীতে ৫টিতে নৌকা একটিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র বিজয়ী

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে পটুয়াখালীর দু’টি উপজেলায় ৭টি ইউনিয়নের ৫টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

এর মধ্যে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান হলেন মো. বাবুল মিয়া, টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা আনারস প্রতীকে ও চাকামইয়া ইউনিয়নে (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতিকে মো. মজিবর রহমান।

এছাড়া রাঙ্গাবালী উপজেলায় ৪ ইউনিয়নের সবকটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ১নং রাঙ্গাবালী ইউনিয়নে শাহিদুজ্জামান মামুন, ৩ নং ছোট বাইশদিয়া ইউনিয়নে এ বি এম আবদুল মান্নান, ৪ নং চরমোন্তাজ ইউনিয়নে একে শামসুদ্দিন আবু মিয়া ও ৫ নং চালিতাবুনিয়া ইউনিয়নে মু. জাহিদুর রহমান।

পটুয়াখালীতে ভোট গণনা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ৮ নম্বর ওয়ার্ডের এক মেম্বার প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

আজ রবিবার সন্ধ্যার পর চরমোন্তাজ ইউনিয়নে নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি খালেক ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক ছিলেন।

নির্বাচন পরবর্তী ভোট পুনঃগণনা নিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে এক মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বিরোধের জেরে প্রতিদ্বন্দ্বী দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালেক।

এ বিষয় জানতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।