চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট :

জনসমাগম এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গতকাল চীন থেকে আসা ব্যক্তিদের মধ্যে চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। তবে কী ধরনের ভেরিয়েন্ট, তা এখনও জানা যায়নি।’

আজ সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে থেকে যারা দেশের অভ্যন্তরে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট ও সি-পোর্টে প্রবেশ করবে, তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল চীন থেকে আসা ব্যক্তিদের এন্টিজেন টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরে করোনা মিলেছে। তবে তারা কোন ভেরিয়েন্টে আক্রান্ত, তা জানা যায়নি। আশা করছি, শিগগিরই সেটি বের করা সম্ভব হবে।’

জাহিদ মালেক বলেন, ‘কোভিডের নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার বেশি হলেও মৃত্যু ঝুঁকি কম। তবে জনসমাগম হয়, এমন এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি , শনাক্ত ৬৫

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৭ জন রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ৩২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৬৮১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, শনাক্ত ৬২

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজন মারা গেছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ৬২ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২০৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৯২ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৫১৩ জন।

চীন ও ভারতে করোনার নতুন ধরন

হেলথ ডেস্ক :

চীনে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পাসপোর্টধারী যাত্রীরা করোনা টিকার সনদ নিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করছেন। এছাড়া আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকেরা অবাধে দেশে আসছেন।

উল্লেখ্য, বিএফডট-৭ ও বিএফডট-১২ নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট চীনে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই এই ভাইরাস ভারতের গুজরাট ও ওডিশায় দেখা গেছে এবং চার জন আক্রান্তও হয়েছেন। প্রতিবেশি দেশ বাংলাদেশে যাতে এই ভাইরাস ছড়াতে বা আসতে না পারে- সেজন্য গতকাল রোববার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আজ দুপুর ২টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন ও স্থলবন্দরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টধারী যাত্রীদের করোনা টিকার সনদ নিয়ে বাংলাদেশ ও ভারতে যাওয়ার অনুমতিসহ মাস্ক ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন।

এ প্রসঙ্গে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী মোজাম্মেল হোসেন বলেন, ‘আমি বাংলাদেশে আসার সময় হিলি ইমিগ্রেশনে কোনো মেডিকেল টিমকে দেখতে পাইনি। আমাকে কেউ এ ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসাও করেনি।’

বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী নিয়ামুল হক বলেন, ‘ভারতে নতুন ভাইরাস দেখা দিয়েছে সেটা গণমাধ্যমে জেনেছি। চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। তবে আতঙ্ক নিয়ে যেতে বাধ্য হচ্ছি। কারণ ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে। আমাদের ইমিগ্রেশনে মাস্ক পড়ার ব্যাপারে বলা হচ্ছে।’

এ ব্যাপারে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ‘আমরা কর্তৃপক্ষ থেকে করোনার নতুন ভাইরাসের বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারে বাধ্য করছি এবং করোনা টিকার দ্বিতীয় সনদ ছাড়া কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ম আগে থেকেই এখানে চালু আছে।’

এবিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার বলেন, ‘এটা নিয়ে আতঙ্কের কিছু নেই।’

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২০৪ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৪০২ জন।

ওমিক্রনের নতুন উপধরন

হেলথ ডেস্ক :

বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারতে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত হয়েছে। দেশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এই ধরনকে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা থেকে এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠি সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা, নৌ, স্থল ও বিমানবন্দর বরাবর পাঠানো হয়। সেখানে নতুন এই উপধরনের নাম বলা হয়েছে বিএফ.৭।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন বিএফ.৭ উপধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশি দেশগুলোতে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে বলে ওই চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ অত্যন্ত সংক্রামক। এ সংক্রমণ রুখতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে।

এমন পরিস্থিতিতে এসব দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।

গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু , আক্রান্ত ২৭৭

হেলথ ডেস্ক :

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪৭ জনে দাঁড়াল। এ ছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯২৯ জন।

আজ রোববার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৭৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৬ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ১২৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮০০ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ১৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৩ হাজার ৯৫৪ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, শনাক্ত ২২১

হেলথ ডেস্ক :

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪২ জনে দাঁড়াল। এ ছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৯৬৯ জন।

আজ শুক্রবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে  এক হাজার ১৩৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮৩৪ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৯৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ , আক্রান্ত ৫১৯

হেলথ ডেস্ক :

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪১ জনে দাঁড়াল। এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ২২ জন।

আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৫৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬১ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৪২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮৮০ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫২ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়াল। এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ২৩১ জন।

সারা দেশের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৯ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৯৮৮ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫১ হাজার ৪৬০ জন