করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ১ হাজার ৩২৪

স্বাস্থ্য ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। গতকালের থেকে আজ মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৩ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫২ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭১ জন।

আজ করোনায় মারা যাওয়া তিনজন ঢাকা বিভাগের। বাকি তিনজন ময়মনসিংহ বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৭৪৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

কমেনি করোনার তান্ডব, আইসিউতে ৯০ শতাংশ ষাটোর্ধ্ব করোনা রোগী

বুধবারের (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য বলছে, রাজধানীর সরকারি-বেসরকারি ৩২টি হাসপাতালে কোভিড নিয়ে আইসিইউতে ভর্তি আছেন ৩৬ জন। তার মধ্যে ২৭ জনই ষাটোর্ধ্ব আর বাকিরাও ভুগছেন কিডনি, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপজনিত নানা দীর্ঘমেয়াদি রোগ নিয়ে।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে আগের দুদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের ইতিহাসও এমন ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

এক চিকিৎসক বলেন, আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত যেসব রোগী তারা কোভিড আক্রান্ত হয়ে আমাদের এখানে তাদের নিয়ে আসছেন। কিছু কিছু রোগীর মৃত্যু হচ্ছে, যাদের করোনার প্রভাবটা বেশি।

আরেক চিকিৎসক বলেন, টিকা নেয়ার পর কিন্তু তারা আক্রান্ত হয়েছেন, এ জন্য টিকা নেয়ার পরও কিন্তু ভাবার অবকাশ নেই যে, আবার কোভিড হবে না। সবাইকে সতর্ক হতে হবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম শফিকুর রহমান জানিয়েছেন, গত ১২ জুন যেখানে ভর্তি রোগীর সংখ্যা পাঁচ ছিল, ২৫ তারিখে  ৫৮, ২৮ জুনে ছিল ৫৩। গত ৪ জুলাইয়ে ভর্তি হয় ৪৯ জন রোগী। ঈদের কারণে রোগীর সংখ্যা কিছুটা কম হলেও আশঙ্কা কম নয়।

তিনি আরও বলেন, বেশির ভাগই দেখা যাচ্ছে করোনার সঙ্গে সঙ্গে অন্য রোগও যাদের আগে থেকে আছে তারা সিরিয়াস হচ্ছেন বেশি। করোনার আক্রান্ত হয়েও অনেকে শুরু থেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাইরে চিকিৎসা নিচ্ছেন। সিভিয়ার হওয়ার পর হাসপাতালে আসছেন।

তাইতো বিশেষজ্ঞরা বরাবরই একটাই কথা সবসময়ই বলছেন, করোনা রোধে মানতে হবে স্বাস্থ্যবিধি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, অন্তত আপনারা সবাই মাস্ক পরুন। এটা পরতেই হবে আমাদের। একমাত্র মাস্ককে আমরা বলি প্রথম ভ্যাকসিন। অবশ্যই মাস্ক পরতে হবে। আর যারা টিকা নেননি অবশ্যই তারা টিকা নিয়ে নেবেন।

করোনার চলমান এ ঊর্ধ্বমুখী প্রবণতায় সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ এ বিশেষজ্ঞর।

ঝালকাঠিতে করোনায় নতুন আক্রান্ত ৫৬ শতাংশের হার ৪৭%


আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।এ নিয়ে জেলায় মোট ৪৯৪৮ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ২৮ জন, নলছিটিতে ৬ জন, রাজাপুরে ১৫ জন এবং কাঁঠালিয়া উপজেলার ৫ জন রয়েছেন।আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৭৩ জন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিন বলেন,গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহে ৫৬ আক্রান্ত হয়েছেন। জেলায় ২৬৭ জন হোম আইসোলেশনে আছেন এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে ৬ জন ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । করোনা থেকে বাচঁতে আমাদের ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে ৯ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার হকির প্রতিশোধ ফুটবল দিয়ে নিয়েই নিলো বাংলাদেশের মেয়েরা।

দুই দিনের ব্যবধানে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের হারিয়ে দিলো বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন নি শামসুন্নাহার।

এ জয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের।

রবিবার (১৯শে ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধির বালাই নেই

নিজস্ব প্রতিবেদক।।
একজনের শরীরের সঙ্গে অন্যজনের শরীরে মেশানো। বুথের বাইরে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড়।

দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন নানা বয়সী মানুষ। লাইনে দাঁড়ানো লোকদের গা ঘেঁষে হেঁটে যাচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা। ভ্যাকসিন গ্রহীতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার ( ৫ অক্টোবর ) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন বুথের সামনে টিকা গ্রহীতাদের এই চিত্র দেখা যায়।

টিকা গ্রহীতারা বলছেন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি।ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও টিকা দিতে পারিনি। এখানে বসার জায়গা নেই, দাঁড়িয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু পানির ব্যবস্থা নেই এখানে। আবার স্বাস্থ্যবিধিও মানছে না কেউ।

টিকা নিতে আসা ইমন বলেন সকাল থেকে লাইনে দাঁড়িয়েছি।দাঁড়িয়ে খুব খারাপ অবস্থা আমাদের।

টিকা নিয়ে বের হওয়া রহিমা বেগম বলেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা দিতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ।

লাইনে দাঁড়ানো একাধিক গ্রহীতারা জানান , এতো অব্যবস্থাপনা চিন্তা করা যায় না। সবাইকে এক জায়গায় এনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করে স্বাস্থ্য বিধি মেনে টিকা দেওয়ার দাবি জানান তারা।

মিজান ও তামিম নামে দুই ব্যক্তি বলেন, সবাই মাস্ক পরা থাকলেও সামাজিক দূরত্ব নেই আমাদের মধ্যে। কেউ কেউ বারবার মাস্ক খুলছেন এবং লাগাচ্ছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি তো রক্ষা হচ্ছেই না, আবার যদি কারও মধ্যে করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বলছে সিরিয়াল ব্রেক করেও লোক প্রবেশ করানো হচ্ছে টিকা দান বুথে। সেখানো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এছাড়াও অনেকের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নমুনা সংগ্রহের বুথ থাকা সত্বেও সেখানে নমুনা সংগ্রহ না করে হাসপাতালের ভিতরে নমুনা সংগ্রহ করা হয়।এতে অনেকেই আতংকে রয়েছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শিউলি পারভীনের সাথে যোগাযোগ করতে গেলে সকাল সাড়ে ৯টায় তাকে অফিসে পাওয়া যায়নি।

ঝালকাঠিতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

আরিফুর রহমান আরিফ।।
ঝালকাঠিতে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যা এই জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ জন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে মোট ১০৩ জনের করোনা পজিটিভ এসেছে । জেলায় এ পর্যন্ত ৬৯৪৮জনের নমুনা পরীক্ষায় ১৮৫৩ জনের পজিটিভ ও ৪৭৫৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে যার মধ্যে ১৩৬৮জন সুস্থ্য হয়েছে ।

একইদিনে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুর মোহাম্মাদ(৭০) মৃত্যু রবণ করেছে।

করোনাজয়ের পর চোখে সংক্রমণ, হতে পারে মৃত্যু

করোনার (কোভিড-১৯) পাশাপাশি মানসিক সমস্যাসহ আরো অনেক রোগের দেখা মিলছে। এমতাবস্থায় বিশেষ ধরনের এক ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। যা করোনা পরবর্তীতে রোগীর চোখে সংক্রমণ ছড়িয়ে তার প্রাণও কেড়ে নিচ্ছে। এমনকি দৃষ্টিশক্তি হারানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছে।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এই ছত্রাকের আক্রমণে ৯ জনের মৃত্যুর পর এ নিয়ে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এমনই সংক্রমণ নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষুবিভাগে রোগীরা ভিড় করেন। তাদের অনেকেরই দৃষ্টিশক্তি ইতিমধ্যেই হারিয়েছে। কারো আবার ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে দৃষ্টিশক্তি। পরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন, এজন্য একটি ছত্রাক দায়ী। এই সংক্রমণকে মিউকরমাইকোসিস নামে চিহ্নিত করছেন চিকিৎসকরা। করোনার কারণে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাক চোখে বাসা বাঁধে।

দিল্লির এই হাসপাতালে এই ছত্রাক সংক্রমিত হয়ে অনেকেই আইসিইউ’তে ভর্তি হয়েছেন। এক চক্ষু বিশেষজ্ঞ জানান, এই ছত্রাক যে শুধু চোখেরই এত ক্ষতি করছে, তা নয়। নাক এবং চোয়ালেও সমস্যা দেখা দিচ্ছে। চোয়ালের হাড়েরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ডিসেম্বরে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন

ডিসেম্বরের মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড ভ্যাকসিন চলে আসবে বলে মনে করছেন গবেষকরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভ্যাকসিন গবেষণার সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিক চন্দ্রাবলী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। এ মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ের কাজ চলছে। ২০২১-এর ফেব্রুয়ারি নাগাদ অনেকগুলো দেশে চলে আসবে এটি।
দেশীয় প্রযুক্ত ব্যবহার করে করোনার টিকা উৎপাদনে আশার কথা শুনিয়েছে ভারত। ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ অত্যন্ত নিরাপদ বলে জানানো হয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেরা যেমন ভ্যাকসিন তৈরি করছে, তেমনি অন্যদের কাছ থেকেও মিলিয়ন মিলিয়ন ডোজ নিতে চুক্তি করে ফেলেছে। ভারত এমনই একটি দেশ। তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, কোভিড ভ্যাকসিন উৎপাদনে আশার আলো দেখছে। ভারত বায়োকেটের তৈরি ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে দ্রুতই। দ্বিতীয় ধাপের পরীক্ষা বেশ ভালো ভাবেই পার করে তারা।

সংশ্লিষ্টরা জানান, করোনার ভ্যাকসিন হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারি না আমরা যে, এই ভাইরাসের কোনো টিকা রয়েছে। নভেম্বরের পরে বোঝা যাবে ভ্যাকসিন বাজারজাতকরণের গতিপথ। কিন্তু যত মানুষ ভারতে তাদের সবার কাছে পৌঁছাতে অনেক অনেক সময়ের ব্যাপার।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, ভ্যাকসিন হাতে পেলে তা দুটি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ হবে। প্রথমত যারা পেশাগতভাবে কোভিড ঝুঁকিতে ও যারা মারাত্মক অসুস্থ তাদের।
চলতি বছরের শেষ নাগাদ ৬০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দিয়েছে চীন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উৎপাদিত এ-সব ডোজ পেতে ইতোমধ্যেই বেইজিংয়ের সঙ্গে যারা চুক্তি করেছে তারা সঠিক সময়ে হাতে পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন ভ্যাকসিন সহযোগিতা উদ্যোগ কোভ্যাক্সে যোগ দেয়ায় চীনের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ২০২১ সালের জানুয়ারি নাগাদ ভ্যাকসিনের সরবরাহ পেতে শুরু করবে। তবে তার আগে শঙ্কা হলো, আসন্ন শীত মৌসুমে করোনার বড় ধাক্কা কি করে সামাল দেয় দেশটি। এদিকে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়নটেক মর্ডানার চেয়ে দ্রুত এগোচ্ছে।

দেশে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩২৫ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন করোনা রোগী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।
শুক্রবার (২ অক্টোবর) দেশে আরও এক হাজার ৩৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৩ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ২২৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ১৩২ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৭৫ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৮২ হাজার ২৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ৪৩১ জন।
করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ হাজার ৪৯২ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৯০ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। আর মৃতের সংখ্যা ২১ হাজার ৭৭ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৭ লাখ ৭৬ হাজার ৮২৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪২ লাখ ৩২ হাজার ৫৯৩ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

দেশে করোনায় নতুন ১৯ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৬৯

আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে ৭হাজার ৯শ’ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১হাজার ১শ’ ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮শ’ ২২ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২১৪জন এ নিয়ে মোট সুস্থ ৩হাজার ৩শ’ ৬১জন।

দেশে করোনা শনাক্তের ৬৭তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সেই সঙ্গে স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

যাদের বাড়িতে বিশেষ শিশু, বয়স্ক ব্যক্তি এবং সংক্রামন ব্যাধিতে ভুগছেন এমন সদস্য রয়েছেন তাদের প্রতি বিশেষ যত্ম নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে মানষিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলা হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।

গত ২৫শে মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।