দেশে আরও ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু এক

ডেস্ক রিপোর্ট : 
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৭২ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ৮৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জনে। তাদের মধ্যে ২৬৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৬৭ জন রোগী।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮০ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩৯৩ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড় প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়-প্রাপ্ত রোগী ৩২০ জন।

এবার নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক :
মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের পর এবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্কে। রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল স্থানীয় সময় শুক্রবার (২৯ জুলাই) রাতে নিউইয়র্কজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের মোকাবিলায় আমাদের চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার জন্য আমি রাজ্যজুড়ে ‘দুর্যোগ জরুরি অবস্থা’ ঘোষণা করছি। খবর এবিসি নিউজের।

গভর্নর ক্যাথি জানান, যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স আক্রান্ত প্রতি চারজনের মধ্যে অন্তত একজন নিউইয়র্কের বাসিন্দা। নিউইয়র্ক স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গেল ২৯ জুলাই পর্যন্ত নিউইয়র্ক রাজ্যে মোট ১ হাজার ৩৮৩ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

এর আগে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে জরুরি অবস্থা জারি করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) এ সতর্কতা জারি করে অঞ্চলটির কর্তৃপক্ষ। এছাড়া ভাইরাসটির সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকতেও বলা হয়।

এদিকে আফ্রিকার পর মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ব্রাজিল ও স্পেনে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে দেশ দুটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মাঙ্কিপক্স সনাক্ত হয়েছে ফিলিপিন্সেও।

বিশ্বজুড়ে এখন আতঙ্কের আরেক নাম মাঙ্কিপক্স। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভাইরাসটি। এরইমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৭৪টি দেশে। যার মধ্যে ৭০ শতাংশ রোগী ইউরোপে। আর ২৫ শতাংশ রয়েছে যুক্তরাষ্ট্রে।

তবে ভয়াবহ এ ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পরলেও এতে আক্রান্ত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ব্রাজিলে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই সাও পাওলো ও রিও ডি জেনিরোর বাসিন্দা।

স্পেনেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ইউরোপে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটল।

সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যে কোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরাল সতর্কতা।
গত ২৩ জুলাই মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকার মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও, এটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপ হলো মাঙ্কিপক্স ভাইরাসের বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল।

বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স বসন্তের একটি বিশেষ ধরন। সংক্রামক হলেও রোগীর সংস্পর্শে না এলে এই রোগ ছড়ায় না। বিভিন্ন বানর জাতীয় প্রাণীর মাধ্যমে এটি ছড়ায়। এ ছাড়া শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরে প্রবেশ করতে পারে মাঙ্কিপক্স ভাইরাস।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই ভাইরাস সম্পর্কে সবাইকে বিস্তারিত জানার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। কীভাবে মাঙ্কিপক্স ছড়াচ্ছে তা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার বিষয়েও জোর দিয়েছে সংস্থাটি। এছাড়া ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর অ্যান্টিভাইরাল ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

 

শিশুদের ১৫ লাখ ডোজ করোনা টিকা ঢাকায়

ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবুও অধিক সতর্কতায় এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৫ লাখের বেশি ডোজ টিকা আনা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য বলছে, আগস্টে শিশুদের টিকা দেয়া শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই দিনক্ষণ ঠিক করা হবে। শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ব্যবহার করা হবে। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।

উল্লেখ্য, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় দেড় বছর আগে টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ইতোমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

আফ্রিকার বাইরে মাংকিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 
মাংকিপক্স ভাইরাসে সংক্রমিত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, এই ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রাজিল ও স্পেনে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ব্রাজিলে মাংকিপক্স আক্রান্ত ৪১ বছর বয়সী একজন মারা গেছেন। আফ্রিকার দেশগুলোর বাইরে মাংকিপক্সে এটি প্রথম মৃত্যু।

ব্রাজিলের পরপরই স্পেন মাংকিপক্সে একজনের মৃত্যুর কথা জানায়। ইউরোপে মাংকিপক্সে এটাই প্রথম মৃত্যু।

গত সপ্তাহে মাংকিপক্স সংক্রমণ নিয়ে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে মাংকিপক্সে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি লিমোফোমায় ভুগছিলেন। এছাড়া তার রোগ প্রতিরোধব্যবস্থাও ছিল দুর্বল। আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন।

নতুন আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

হেলথ ডেস্ক :
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮ জন ও ঢাকার বাইরে ১৭ জন।

বর্তমানে সারা দেশে ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন ও ঢাকার বাইরে ৮২ জন।

এর আগে চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

ডেস্ক রিপোর্ট : 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৫ জনের। নতুন করে একজন পুরুষ মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৯২ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৩ জন নারী।

দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ চার হাজার ৫৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে নয় হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার পাঁচ দশমিক ৮৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ওষুধ নয়, ৫ খাবারেই বাড়বে দৃষ্টিশক্তি!

হেলথ ডেস্ক :
এই সুন্দর পৃথিবীর অপার সৌন্দর্য উপভোগ করতে আপনার কিন্তু চোখ দুটিই একমাত্র ভরসা। দৈনন্দিন জীবনে টিভি দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘসময় কাজ করার অভ্যাসে আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। ব্যস্তময় জীবনে নিজের চোখকে সুস্থ রাখতে তাই ডায়েটে রাখুন মাত্র ৫ খাবার।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদনে চোখের সুরক্ষায় কিছু প্রয়োজনীয় তথ্য প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় চোখের ওপর চাপ পড়ার ফলে দেখা দিতে পারে মাথা যন্ত্রণা, অস্বচ্ছ দৃষ্টি, ঘাড়ের ব্যথা, চোখের শুষ্কতা ও মনোযোগহীনতার মতো সমস্যা। দেখা দিতে পারে স্নায়ুরোগ ও অনিদ্রার সমস্যাও। তাই চোখের সুরক্ষায় ডায়েটে নিয়মিত রাখতে হবে কিছু বিশেষ খাবার।

বাদাম: ভিটামিন ‘ই’ চোখের সুরক্ষা আর স্বাস্থ্যরক্ষায় বিশেষভাবে কাজ করে। আর একটি আদর্শ উৎস হলো বাদাম। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’। তাই ডায়েটে নিয়মিত রাখতে পারেন বাদামকে।

মাছচোখের সুরক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই উপাদানটি মাছে প্রচুর পরিমাণে রয়েছে। তাই প্রতিদিনের খাবারে মাছকে প্রাধ্যান্য দিন।

সবুজ শাকসবজি এবং হলুদ ফলমূল: চোখকে সুরক্ষিত রাখতে সবচেয়ে বেশি যে ভিটামিনটি প্রয়োজনীয় তা হলো ভিটামিন ‘এ’। এ ছাড়া প্রয়োজন খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, লিউটেন ও জিয়েক্সান্থিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান।  খাবার থেকে এসব প্রয়োজনীয় উপাদান পেতে আপনি খেতে পারেন সবুজ শাকসবজি এবং হলুদ ফলমূল।

গাজর: গাজর একটি শীতকালীন সবজি হলেও বাজারে এখন সারাবছরই এই সবজিটিকে পাওয়া যায়। নিয়মিত গাজর খেলে এতে থাকা পুষ্টি উপাদান ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখ এবং শরীরের জন্য বিশেষ উপযোগী। তাই নিয়মিত ডায়েটে এই খাবারকেও প্রাধান্য দিতে পারেন।

এসব সঠিক খাদ্যাভাসের সঙ্গে পর্যাপ্ত পানি পান করা, চোখের সহজ কিছু ব্যায়াম আর সুশৃঙ্খল লাইফস্টাইলেই সুস্থ থাকবে আপনার মহামূল্যবান দুটি চোখ।

 

নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৪ জন

ডেস্ক রিপোর্ট : 
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ৩১১ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৮ জন ঢাকার ও বাকি ৬ জন ঢাকার বাইরের।

আরও বলা হয়েছে, এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন। এর মধ্যে ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ২ হাজার ৬৭ জন এবং ঢাকার বাইরে ৩৬৩ জন ভর্তি। সুস্থ হয়েছেন ২ হাজার ১১১ জন। চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

৫-১১ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত : মাউশি

হেলথ ডেস্ক : 
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ সংক্রমণরোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের জন্য শর্ত পূরণ ও নির্দেশনা প্রতিপালন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রুটিন দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশে সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক সকল অধ্যক্ষ, সরকারি ও বেসরকারি কলেজ জেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শর্ত ও নির্দেশনা

১. শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন);

২. শিক্ষার্থীদের টিকা গ্রহণ করতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত হতে হবে;

৩. শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে;

৪. যে সকল শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করিয়ে নিতে হবে; সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদেরকে বিষয়টি নিশ্চিত করতে হবে;

৫. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়;

৬. বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধিত হওয়ার পূর্বে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত “‌এক্সেল ছকে” নির্ধারিত ফরম্যাটে [email protected] ঠিকানায় তথ্য প্রেরণ করবে;

৭. প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যে তালিকা এমনভাবে প্রণয়ন করবে যাতে কোনও শিক্ষার্থী বাদ না পড়ে;

৮. প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিতে প্রয়োজনীয় প্রচারণা ও সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিত এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করবে;

৯. প্রতিটি প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্নে প্রয়োজনীয় সংখ্যক স্কাউট/গার্ল গাইডস/রোভার স্কাউট/গার্ল ইন রোভার/রেডক্রিসেন্ট/বিএনসিসি সদস্যদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত করবে। যেসব প্রতিষ্ঠানে এ ধরনের দল নেই সেগুলোতে নিজস্ব শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক দল গঠন করে কার্যক্রম পরিচালনা করবে:

১০. প্রতিটি প্রতিষ্ঠান টিকাদান কেন্দ্রে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষককে দায়িত্ব প্রদান করবে;

১১. নির্ধারিত সূচি অনুযায়ী নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে;

১২. টিকাদান কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বা পরামর্শের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক /উপপরিচালক/জেলা শিক্ষা/উপজেলা মাধ্যমিক শিক্ষা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে প্রতিষ্ঠান প্রধানরা যোগাযোগ রক্ষা করবেন।

জাপানে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: 
জাপানে প্রথম মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। রাজধানী টোকিওর বাসিন্দা ওই যুবক গত মাসের শেষের দিকে ইউরোপ থেকে দেশে ফেরেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ‘৩০ বছরের কম বয়সি এক যুবকের শরীরে দেশের প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। যুবকের শরীরে গোটা রয়েছে এবং তিনি জ্বর, মাথাব্যথা ও অবসাদে ভুগছেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন।’

টোকিওর বাসিন্দা যুবক গত মাসের শেষ দিকে ইউরোপ সফর থেকে ফেরেন। জাপানে আসার পর চলতি মাসের মাঝামাঝি এসে তিনি জানতে পারেন যে, ইউরোপে মাঙ্কিপক্স পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে ছিলেন।

তবে আক্রান্ত যুবকের নামপরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানায়নি জাপানি কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু জানিয়েছে, এক যুবক মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে টোকিওর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্রুত মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে।