বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়।

বরিশালের স্থায়ী যে কোনো বাসিন্দা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম : হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা : ৮৫টি

শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০
বেতন স্কেল : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ

বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে চার পদে ৯ জনকে নিয়োগ দেয়া হবে। বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিট কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি
যােগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৯।

এসএসসি পাসে চাকরি দিচ্ছে এসেনসিয়াল ড্রাগস

রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) গোপালগঞ্জ প্রকল্পের জন্য ০৩টি পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)

পদের নাম: ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) অপারেটর
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি
অভিজ্ঞতা: ০৩ বছর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

পদের নাম: বয়লার অপারেটর
পদসংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ট্রেড কোর্স
অভিজ্ঞতা: ০৫ বছর
বয়স: সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম: চিলার অপারেটর
পদসংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ট্রেড কোর্স
অভিজ্ঞতা: ০৫ বছর
বয়স: সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

আবেদনের শেষ সময়: ০৩ অক্টোবর ২০১৯

বরিশালে ধর্ষন চেষ্টা মামলা থেকে রেহাই পেতে বাল্য বিয়ে!

শামীম আহমেদঃ বরিশাল জেলার হিজলা থানাধীন চরদূর্গাপুরে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতে বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,হিজলা উপজেলার চরদূর্গাপুরের বাসিন্দা ইউসুফ বেপারীর কন্যা সুরমা (১৬) চলতি বছর জুলাই মাসের ২৪ তারিখ নানা মৃতঃ আব্দুর মন্নার তালুকদারের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন রাত আনুমানিক ১০ টায় সুরমা তার নানির সাথে প্রকৃতিক ঢাকে সাড়া দিতে দরজা খুলে ঘরের বাহিরে গেলে এই সুযোগে একই এলাকার সহিদ দেওয়ানের পুত্র রহমতউল্লাহ দেওয়ান সকলের অগচরে খোলা দরজা দিয়ে সুরমার রুমে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে ঘরে ফিরে সুরমার নানি ঘুমিয়ে পড়লে রহমতউল্লাহ খাটে শায়িত সুরমাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেস্টা চালায়। এসময় সুরমা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসার সুযোগে রহমতউল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সুরমার বাবা ইউসুফ ব্যাপারী রহমতউল্লাহ পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করায় গত ২৬ জুলাই সুরমার বাবা রহমতউল্লাহকে আসামী করে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে নিজেকে ধর্ষন চেষ্টা মামলা থেকে বাঁচাতে অভিযুক্ত রহমতউল্লাহ দেওয়ান মাত্র দু’দিন পর ২৮ জুলাই বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা তথ্য প্রদান করে এ্যাড.মো: মাইনুদ্দিন ডিপটির মাধ্যমে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দূর্গাপুর নিবাসী শফিক শিকদারের মেয়ে লামিয়া আক্তারকে বিয়ে করে যেখানে লামিয়া আক্তারের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। কিন্তু ২ নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ২৬/৪/১৬ তারিখ ইস্যুকৃত জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ পত্রে দেখা যায় যে লামিয়ার জন্ম ২ হাজার ৬ সালের ১২ জুন। সেই হিসেবে বর্তমানে লামিয়ার বয়স মাত্র ১২ বছর। এঘটনায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক জন প্রতিনিধি জানান,নিজেদের বাঁচাতে লম্পট রহমতউল্লার পরিবার একের পর এক অন্যায় কাজ করে চলছে। এমনকি তারা আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে বাল্য বিয়ের মত একটি জঘন্য অপরাদ সম্পন্ন করেছে। ভুক্তভোগী সুরমার পরিবার ন্যায় বিচার পেতে আদালত থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বরিশালে সংযোগের আগেই বিদ্যুৎ বিল হাজির!

শামীম আহমেদঃ ছয়মাস পূর্বে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে আবেদন করেছিলেন জেলার বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম। গত দুইমাস ধরে বসত ঘর পর্যন্ত বিদ্যুতের তার ঝুঁলিয়ে রাখলেও সংযোগ দেয়া হয়নি।
বিদ্যুৎ সংযোগ না পেলেও গত জুলাই মাসের বিদ্যুৎ বিল পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ। ভূতুড়ে এ কান্ডটি ঘটিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির জেলার গৌরনদী জোনাল অফিস। এছাড়াও জুলাই মাসে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন।
বিদ্যুৎ সংযোগ না পেয়েও বিল পাওয়া নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা মোশাররফ মোল্লার স্ত্রী হনুফা বেগম জানান, বিদ্যুত ব্যবহার না করেও জুলাই মাসে তাকে ৭৮ টাকার বিল পাঠানো হয়েছে। বিষয়টি তিনি জোনাল অফিসে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। পল্লী বিদ্যুৎ অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয় বিল পরিশোধ করতে। এতে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি জানার পর বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন পল্লী বিদ্যুত সমিতির জেলারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করার পর গত চারদিন পূর্বে হনুফা বেগমের বসত ঘরে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও ভূতুরে বিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।
ওই গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র কবির হোসেন অভিযোগ করেন, পূর্বে প্রতি মাসে তার বসত ঘরে ১৫০ থেকে ১৮০ টাকা হারে বিদ্যুৎ বিল আসলেও জুলাই মাসে তার কাছে পাঠানো বিদ্যুৎ বিল এসেছে ৪৮০ টাকা। তিনি আরও জানান, স্থানীয় মসজিদে প্রতিমাসে ৮০ থেকে ৯০ টাকা বিল আসলেও জুলাই মাসে সেখানে বিল পাঠানো হয়েছে ১৮০ টাকা। এভাবেই পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী জোনাল অফিস থেকে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন। ফলে ভূক্তভোগী গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিষয়টি দেখভালের দায়িত্ব উপজেলার সরিকল বিদ্যুৎ অফিসের। তারাই ভাল বলতে পারবেন কি হয়েছে। এ ব্যাপারে সরিকল বিদ্যুত অফিসের প্রধান মোঃ গিয়াস উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি- চীফ হুইপ আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার ‘ছোট ডালিমা আবদুস ছালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর চারতলা ভিত বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ১০টার সময় অত্র বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি) বলেন, ‘বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেদিন তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তার সেই হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।’
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার অবদানে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।
আ.স.ম ফিরোজ (এমপি) এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বেশেষ সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুস ছালাম মৃধা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম । বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো: ইব্রাহিম ফারুক। নাজিরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: আমির হোসেন ব্যাপারী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: মরিয়ম বেগম প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালী

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং কালো পতাকা উত্তোলণ করা হয়। শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮.৩০ ঘটিকায় শোক র‌্যালির আয়োজন করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ী ভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোক র‌্যালি শেষে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালকগণ, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরপরই শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ, ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ, বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বিইউডিএস, ৭১’র চেতনা, কীর্তনখোলা ফিল্ম সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল ১০:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্ট শাহাদত বরণ করেছেন তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় ট্রেজারার আজকের এইদিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু একজন সাধারন মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারন ব্যক্তিত্বের অধিকারী। তিনি শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বমানের নেতা। আর তাই দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা আঁচ করতে পেরেছিল বঙ্গবন্ধু যদি বেঁেচ থাকেন তাহলে তিনি হবেন বিশ্ব নেতা। তাই ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যার মতো জঘন্য পথকে বেছে নেয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শ ও চেতনাকে মুছে ফেলা যায়নি, তিনি আছেন আমাদের হৃদয় মাঝে আমাদের চেতনায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং অচিরেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখার সভাপতি ড. মো. হাসিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট মো: ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, অফিসার্স এসোসিয়েশনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর, ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: আবুল কালাম এবং ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: শাহাজাদা খান, শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুস্মিতা বনিক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্ট শাহাদত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শোক দিবসের অনুষ্ঠনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম।