ববি’ তে শীতকালীন অবকাশ শুরু

বাহারুল ইসলাম, ববি প্রতিনিধি: আজ থেকে শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি। ১৯.১২.১৮ ইং থেকে চলবে ৩১. ১২.১৮ তারিখ পর্যন্ত । অফিস ছুটি হবে আগামী ২৩.১২.১৮ তারিখ থেকে চলবে ৩১.১২.১৮ পর্যন্ত। ছুটির উপলক্ষ হচ্ছে, শীতকালীন অবকাশ, যিশু খ্রিষ্টের জন্মদিন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

ববি প্রতিনিধি: ৪৮ তম মহান বিজয় দিবসের প্রাক্কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার বর্ণাঢ্য এ বিজয় র‌্যালিতে অংশ নেয়। সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া র‌্যালিটি প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, ২৪ টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, কর্মচারীবৃন্দ, বিএনসিসির সেনা ও নৌ শাখা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল বরিশাল বিশ্ববিদ্যালয়, অফিসার্স এসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, ২৪টি বিভাগ, ৩টি হল, ৩য় ও ৪র্থ শ্রেনি কর্মচারী কল্যান পরিষদ, বিইউডিএস, ৭১’র চেতনা, ববি নাট্যদল, ববি ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফ্লাগস্টান্ডে বিএনসিসির সেনা ও নৌ ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য । সকাল ১১ ঘটিকায় উপাচার্য নতুন অফিস কাম বাসভবনের নিচ তলায় ফিতা কেটে বরিশাল বিশ্ববিদ্যালয় “শিশু দিবাযত্ন কেন্দ্র-২” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্যর সহধর্মিনী মন্টি ইমাম হক। এটি মূলত একটি প্রাক-প্রাথমিক শিক্ষায়তন। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে শিশুদেরকে গল্পবলা, কবিতা আবৃতি, সঙ্গীত চর্চা, অঙ্কন ও বর্ণমালা পরিচিতির বিষয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা দেবেন। এর পরিচালনায় থাকবেন গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটি। জানুয়ারি ২০১৯ থেকে এ কেন্দ্রটি পুরোপুরি চালু হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপাচার্যর এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। এদিকে বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠে এক বৈকালীক চা চক্রের আয়োজন করা হয়। উক্ত চা চক্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেনির ১১ শিক্ষার্থীর থিসিসের ডিফেন্স অনুষ্ঠিত

ববি প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেনির ১১ শিক্ষার্থীর থিসিসের ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিসের ডিফেন্স অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষারমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে এটা একটা অন্যতম প্রয়াস। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, বিভাগীয় শিক্ষকমন্ডলী, থিসিসের বাহ্যিক সুপারভাইজারবৃন্দ এবং বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএম কলেজে বাঁধন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী

আকিব মাহমুদ,বরিশাল: ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি বিএম কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় বেলা ১টা পর্যন্ত ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই কর্মসূচী চলে। কলেজ  অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার কর্মসূচী পরিদর্শন করে যান। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বাঁধন সরকারি বিএম কলেজ ইউনিটের সভাপতি আরিফুন নাহার লিমা, সাধারন সম্পাদক মিরাজ রানা, কেন্দ্রীয় প্রতিনিধি আকতার হোসেন,সহঃ সাধারন সম্পাদক চন্দন ,সাংগঠনিক সম্পাদক সম্রাট, শফিক,ইফা,রাবেয়া,হিমেল প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

ববি প্রতিনিধি: প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হল ডিন’স অ্যাওয়ার্ড । বিজয়ের ৪৮ বছরে পদার্পনের এই মাহেন্দ্রক্ষনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গনিত, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান, ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, সমাজ বিজ্ঞান এবং লোক প্রশাসন বিভাগের ২৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মর্যাদাপূর্ন এ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালনকারী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ হাসিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই দিনটি তোমাদের জীবনের একটি স্মরনীয় অধ্যায় হয়ে থাকবে। কেননা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে তোমরাই হবে পথিকৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দরাও এর অংশ হিসেবে থাকবেন। এ প্রাপ্তি তোমাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও প্রেরণা হিসেবে কাজ করবে। আজকে তোমরা যারা এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছ তোমাদের মত এ তরুনরাই আগামীর বাংলাদেশ গড়বে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রার অগ্রপথিক হবে তোমরাই। আর জীবন চলার পথে তোমরা তোমাদের নিজ বিশ্ববিদ্যালয়কে কখনো ভুলবে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এলামনাস হচ্ছো তোমরাই। মাত্র ৭ বছর বয়সেই এ বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক। আর এ অর্জন তোমরাই বয়ে নিয়ে এসেছ। এ কৃতিত্বের দাবিদার তোমরা এবং তোমাদের শিক্ষকবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ আসলাম হোসেন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব। অন্যান্যদের মধ্যে ২৪টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্ত ২৯ মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে গোল্ড প্লেটেড মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনার

ডেস্ক রিপোর্ট: “করি অনুশাসন, মৃত্তিকা দূষন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৮ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সেমিনার। এ উপলক্ষ্যে সকাল ১১ ঘটিকায় এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে র‌্যালিতে অংশগ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সোসাইটির প্রেসিডেন্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র উপদেষ্টাসহ মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল ১১.৩০ ঘটিকায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, মাটি হচ্ছে মায়ের মতো, মা থেকেই মাটি শব্দটি এসেছে। মা যেমন সবকিছু ধারণ করে ঠিক তেমনি মাটিও সব কিছুকে ধারণ করে। কিন্তু আমরা এ মাটিকে যথেচ্ছাচার ব্যবহার করে তার উর্বরতা শক্তি অনেকটাই ক্ষয়িষ্ণু করে ফেলেছি। আর এ জন্য দরকার সঠিক ভূমি ব্যবস্থাপনা নীতিমালা। উন্নয়নের সাথে অবক্ষয় বিষয়টি জড়িত, আর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে অর্থনীতি ও পরিবেশের বিষয়টি সংশ্লিষ্ট। কাজেই উন্নয়ন করতে গিয়ে পরিবেশের ভারসম্য যাতে কোন ভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সচেষ্ট হতে হবে। বাংলাদেশ এখন ধান উৎপাদনে পৃথিবীতে এক নম্বরে রয়েছে। এটা সম্ভব হয়েছে মৃত্তিকার যথাযথ ব্যবহার এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য উপকরণের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে। আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে মৃত্তিকার সঠিক ব্যবহারের মাধ্যমে। সেমিনারে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল আঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হাসিনুর রহমান। সেমিনারে ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এদিকে আজ দুপুর ২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ “শতবর্ষ রোভার মুট-২০১৮” এ সফল ভাবে অংশগ্রহণ শেষে  ববি উপাচার্যর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গ্রুপ সম্পাদক মোঃ মহিউদ্দীন সাব্বির এর নেতৃত্বে গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা “শতবর্ষ রোভার মুট-২০১৮” এ অংশগ্রহণের সময়কার বিভিন্ন সাফল্য ও অর্জনের কথা উপাচার্য এর কাছে তুলে ধরেন।

জনপ্রিয়তায় ভীত হয়ে আ’লীগ বাসা ভাংচুর করেছে- নাজিম উদ্দীন আলম

এম ইউ মাহিম চৌধুরী, চরফ্যাশন হতে ফিরে: জনপ্রিয়তায় ভীত হয়ে  বাসা ভাংচুর করা হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ও ডাকসু এজিএস ৯০ এর গনঅভ্যুথানের মহানায়ক মৃত্যুঞ্জয়ী জননেতা আলহাজ্ব নাজিম উদ্দীন আলম। রবিবার তার শরীফপাড়াস্থ বাসভবনে হামলা করে দরজা,জানালা,খাট,চেয়ার, ড্রেসিং টেবিল, সোফাসেট,টেলিভিশন,টয়লেট সহ বাসার যাবতীয় মুল্যবান আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে। সোমবার সকাল ১১ টায় তার বাসভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন,সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ধানের শীষের গনজোয়ার সৃস্টি হয়েছে। বন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছে।আমি বিএনপির মনোনয়ন দাখিলের উদ্দেশ্য চরফ্যাশনে আসলে হাজার হাজার জনতা আমাকে বরন করে নেন। আমার জনপ্রিয়তায় আ’লীগ ইর্ষান্বিত হয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীদের হামলা করে নির্যাতন করছে। তারই ধারাবাহিকতায় আমার বাসায় আ’লীগ নেতা কর্মীরা ভাংচুর করে লুটপাট করেছে।আ’লীগ জনগনকে ভীত ও আতংকিত করার উদ্দেশ্যই আমার বাসায় বার বার তারা হামলা করে ভাংচুর করছে।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, অধ্যক্ষ মাকসুদুর রহমান,সাধারন সম্পাদক আলমগীর মালতিয়া,পৌর যুবদল সভাপতি সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক কাইয়ুম শিকদার, ছাত্রদল নেতা শেখ নোমান, ফজলে রাব্বী, চরফ্যাশন কলেজ ছাত্রদল নেতা আকতার,মৎসজিবী দল সভাপতি সোহাগ খাঁন,সাইবার দল সভাপতি জোবায়ের হাসান সুমন মাদ্রাজী সহ উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

সরকারি বিএম কলেজে জাতীয় সংসদে আইন প্রণয়ন ও নেতৃত্বের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

আকিব মাহমুদ: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে জাতীয় সংসদে আইন প্রণয়ন ও নেতৃত্বের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সিরাজুম মুনিরা।  বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন খালিদ বিন ওয়ালিদ। জাতীয় সংসদের স্পীকারের দায়িত্ব পালন করেন শারমিন আকতার। সংসদে সরকার দলীয় চীফ হুইপ ছিলেন মোঃ রাসেল মাহমুদ। ১৮ সদস্য মন্ত্রী পরিষদ ও সদস্য ও ৫১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি  সংসদ গঠন করা হয়। অতিথি ছিলেন কলেজ উপাধাক্ষ্য প্রফেসর স্বপন কুমার পাল, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মেথিউ সরোজ বিশ্বাস।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শফিকুর রহমান শিকদার বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন কর্মশালা শিক্ষার্থীদের হাতে কলমে জাতীয় সংসদ সম্পর্কে জানতে সহায়তা করবে। এছাড়া এমন কর্মশালা আয়োজনের জন্য সাধুবাদ জানান উপাধাক্ষ্য স্বপন কুমার পাল। কর্মশালা অনুষ্ঠানের সভাপতি প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক তুহিন বলেন রাষ্ট্রের জন্য মানুষ নয়, মানুষের জন্য রাষ্ট্র। ভবিষ্যতে এমন উদ্যোগের ধারা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগে নেই সেশনজট

তানজুম তমা, বিশেষ প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগে কোন সেশনজট নেই।গতকিছুদিন ধরে একটি ফেক আইডির মাধ্যমে গুজব ছড়িয়েছিলো সামাজবিজ্ঞান বিভাগের সেশনজটের ব্যাপারে কিন্তু সরেজমিনে তদন্ত করে দেখা গেছে যে আইডি থেকে পোস্টটি সাংবাদিকদের কাছে এসেছিলো সেটি একটি ফেক আইডি। এবং অনেকেই সেটিকে না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বরিশাল অবজারভার এর অনুসন্ধানে জানা যায় গত ভাইস চ্যান্সেলর থাকা পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগের দুটি ব্যাচের সেশনজট ছিলো যা বর্তমানে বিভাগটির চেয়ারম্যান এবং সহকারী অধ্যক্ষের আপ্রান প্রচেষ্টায় মীমাংসিত অবস্থায় আছে। এ বিষয়ে বিভাগের চেয়্যারম্যান অসীম কুমার নন্দী দু:খ প্রকাশ করে বলেন , আমার বিভাগে শিক্ষক সংকটের পরও আপ্রান চেষ্টায় আমি চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেশনজট মুক্ত রেখেছি। তিনি আরো বলেন UGC এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অবহেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।এটা সামাজবিজ্ঞান বিভাগের এখতিয়ারের বাইরে।” বরিশাল অবজারভার এর অনুসন্ধানে আরো জানা যায় বর্তমানে স্নাতক অধ্যয়নরত সমাজবিজ্ঞান বিভাগে কোন ব্যাচেই সেশন জট নেই।২০১৪-১৫->৪র্থ বর্ষে, ২০১৫-১৬->তৃতীয় বর্ষে ২০১৬-২০১৭->২য় বর্ষে এবং ২০১৭-১৮-> বছর শেষ করবার আগেই তাদের ১ম বর্ষ শেষ করে ক্লাস পার্টি সম্পন্ন করেছে। তাই শিক্ষার্থীরা মনে করেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সামাজবিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের কাছে আইডল হয়ে আছেন।

গণিত অলিম্পিয়াডে ববির সাফল্য

তানজুম তমা, বিশেষ প্রতিবেদক:  সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ গনিত সমিতী আয়োজিত, ১০ম জাতীয় স্নাতক গনিত আলিম্পিয়াড ২০১৮ তে বিজয়ী হয়েছেন ১০ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন,মোঃ সাইদুজ্জামান সায়েদ প্রথম,
হাসনাইন আহমেদ দ্বিতীয়, আবু উবায়দা তৃতীয়, চিন্ময় মন্ডল চতুর্থ, মোসাঃ সুমাইয়া আকতার পঞ্চম, রাজু গোস্বামী ষষ্ঠ, রেক্সোনা সপ্তম, মালিহা বাশার বুশরা অষ্টম, মোঃ মাহাবুবুর রহমান দশম।বরিশাল অঞ্চলের উক্ত অলিম্পিয়াডটির এই দশজনের ৯ জনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।উক্ত বিজয়ে তারা আনন্দিত এবং উল্লাস প্রকাশ করেন। তারা আরো জানান এবার জাতীয় পর্যায়ের ৮ টি অঞ্চলের প্রতিযোগীর সাথে লড়াই করবেন।

উল্লেখ্য  এই প্রথম ১০ জন পাচ্ছেন ক্রেস্ট,সার্টিফিকেট এবং মেধার মূল্য।ববি শিক্ষার্থীদের এই লড়াইয়ে গনিত বিভাগের চেয়্যারম্যান ও সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস খুবই আশাবাদী।