বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিডারশিপ ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও আব্দুল মোনেম গ্রুপের উদ্যোগে “বিং এ লিডার ফর লাইফ (Being A Leader for life) নামে ক্যারিয়ার ও অনুপ্রেরণা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনেম গ্রুপের(বেভারেজ ইউনিট) সিইও রবার্ট ওয়েস্ট বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার ও শিক্ষাজীবনের সমন্বয় করার জন্য নানা দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এসময় চাকরির বাজারে যোগ্যতার অন্যতম বিষয় হিসেবে নেতৃত্ব বিকাশে করনীয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারের সভাপতির বক্তব্যে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান বলেন, “এ ধরনের সেমিনারগুলো শিক্ষার্থীদের বাস্তব জীবনে ও চাকুরির বাজারের জন্য আরো বেশী দক্ষ ও অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানের সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের লেকচারার বঙ্কিমচন্দ্র সরকার। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুল মোনেম গ্রুপের বেভারেজ ইউনিটের আবু হাসিব রন,হেড অফ সেলস এন্ড মার্কেটিং, আশরাফুল হাসান হেড অফ ফিনান্স এন্ড একাউন্টস,মোহাম্মদ মাকসুদুল আমিন ন্যাশনাল সেলস ম্যানেজার, তারেক চৌধুরী, বরিশাল বিভাগীয় বিপণন প্রধনা এবং নজরুল ইসলাম ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার।

বরিশালে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারে বর্ণ মিছিল

মোঃ নাঈম হাওলাদার (শুভ): ইংরেজি বা আঞ্চলিক ঢঙে প্রমিত বাংলা উচ্চারণে, কথা বলার সময় বাংলা শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দি-আঞ্চলিক শব্দ ব্যবহারে এবং বানান বিকৃতি করার মাধ্যমে বাংলা ভাষা বিকৃতি হচ্ছে। তাই সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই এই শ্লোগানে বরিশাল নগরীতে বর্ণ মিছিলের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দি অডেশাস্ (দু:সাহসী)’। আজ রোববার সকাল সাড়ে ৯ টায় নগরীর এ.কে ইনস্টিটিউশন থেকে এই মিছিল শুরু হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে মিছিলের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মোশারফ হোসেন। দি অডেশাস্ এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ.কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাংলাভাষা নিয়ে কাজ করা সংগঠন অভাজন সভাপতি প্রকৌশলী দেলায়ার হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাজ্জাদ নয়ন, সংগঠনের সহ সভাপতি মো: রুম্মান, প্রতিষ্ঠাতা দুজর্য় সিংহ জয় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির কারণে ভবিষ্যতের প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ মেশাবে তাদের বাংলায়। তাই শুদ্ধ বাংলা শিখতে হবে।

বরিশালে পুঁজিবাদী প্রেম ব্যবস্থার প্রতিবাদে রাস্তায় ববি পুরুষ উন্নয়ন সংঘ

ববি প্রতিনিধি: “পুঁজিবাদী প্রেম ব্যবস্থার আধিপত্য কমাও, সুষ্ঠ, সুষম ও পবিত্র প্রেম এ জগৎ সাজাও” স্লোগানে বিশ্ব ভালবাসা দিবস পালন করলো ” বরিশাল বিশ্ববিদ্যালয় পুরুষ উন্নয়ন সংঘ”। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সংগঠন টি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটা উত্তেজনাপূর্ণ মিছিল নিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় প্রদিক্ষন করে। সংগঠন টির নব্য সভাপতি সাচিবুল হক বিন্দু বলেন ” ভালবাসা দিবস নির্দিষ্ট কোন দিবস হতে পারে না। একটা দিন নির্দিষ্ট করে বাকি দিনগুলো কে কি ভালবাসাহীন দিবস হিসেবে গন্য করবো? যায় হোক, মূল কথা হলো, আজকাল কথিত যুবক-যুবতীর ভালবাসা গুলো এক শ্রেনীর আতেল,আবাল ও বিত্তবানদের নিকট কুক্ষিগত হচ্ছে। এই কাস্টমস বদলাতে হবে। বিপরীত লিঙ্গের মানুষগুলো ভুল পথে চালিত হয়ে অনেক ভুল করে ফেলছে, যেটা সমাজের জন্য অতি সাংঘাতিক ব্যপার। এই মরণ ব্যাধী আবেগ পাগলা ঘোড়াকে থামাতে হবে” . সংগঠন সহ-সভাপতি আহমেদ নিলয় বলেন ” ভালবাসা মানে শুধু এক গ্লাসের শরবত ২ টি নল দিয়ে গ্রহন করা নয়, ভালবাসা মানে শ্রাবন সন্ধ্যায় রিক্সায় ছাওনি লাগিয়ে পর্দা করা নয়, ভালবাসা হলো ৩০ টাকার খিচুড়ি কিনে একজন অনাহারীর সাথে শেয়ার করা। নোংরা ভালবাসা বন্ধ করতে হবে। এটাই ভালবাসা দিবসের অন্যতম প্রতিবাদ্য বিষয় আমাদের সংগঠনের নিকট। . উল্লেখ্য, উক্ত মিছিল সমাবেশে পরোক্ষভাবে পুরুষ সমাজ কে উজ্জীবিত করেন সংঘঠন টির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ।

বরিশাল সরকারি মহিলা কলেজের বকুলতলায় বসন্ত উৎসব

আসমা আফরোজ: শীতের শুকনো বিবর্ণ সময় পেরিয়ে প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি। নাগরিক জীবনেও লেগেছে ফাগুন হাওয়া। আজ পহেলা ফাল্গুন। সূর্য ওঠার সাথেই হেসে উঠলো ঋতুরাজ বসন্ত। ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে নগর জুড়ে তাই নানা আয়োজন। বসন্তকে বরণ করে নিতে প্রথম দিনে মেতে উঠেছে বাঙালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসবের। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, শান-বাধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাটখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে … আজ বসন্ত। সূর্য ওঠার সাথেই যেন হেসে উঠলেন ঋতুরাজ বসন্ত। নাগরিক জীবনে ভালোবাসার এই ঋতুকে উদযাপন দেশজুড়ে নানা আয়োজন। বাসন্তী রঙ ধারণ করে নগরবাসীর দিনের শুরু। তাই খোঁপায় গাঁদা ফুলের সাথে বাসন্তী শাড়ি আর হাতে কাঁচের চুড়ি, এ যেন এক অন্যরকম দৃশ্য। উৎসবে বরিশাল সরকারি মহিলা কলেজের বকুলতলায় এবারো বসেছে মিলন মেলা। এখানকার আয়োজন, লোক সমাগম, পোশাক-পরিচ্ছদ, রুচির প্রকাশ- সবই বসন্ত আর ভালোবাসায় রঙ্গে রঙ্গীন। এরপর একে একে গান, নৃত্য, আবৃত্তি, কথামালা নিয়ে আসেন দেশ বরেণ্য শিল্পীরা। চলে প্রীতি বন্ধনী বিনিময়, শিশু-কিশোর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা, বাউল সংগীত। কবিগুরুর গানের মতো বসন্ত যেন মানুষে মানুষে মেলবন্ধন শক্ত করে, মধুর সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে পারে- এমনই প্রত্যাশা সবার।

সরকারি বিএম কলেজে বসন্ত উৎসব

আকিব মাহমুদ, বরিশাল: হিমেল দিন পার করে প্রকৃতিতে ফুটে উঠেছে বর্ণিল, সুবাসিত এক ঋতু। কী নেই তার! রূপ, রস, লাবণ্য ছড়িয়ে পড়ছে মাতাল এক সমীরণে।

প্রকৃতির নিয়মে ‘দখিন সমীরণের শিহরণ’ জাগাতে সেই মাহেন্দ্র দিন অবশেষে এসেই গেল। জেগে উঠল বসন্ত। আজ বুধবার সেই পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনী দিন। অভিন্ন এক অনুভূতিতে আজ ভাসছে ভাটিবাংলা থেকে সারা বাংলা, ‘বসন্ত বাতাসে… সই গো/বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।’ যে প্রাণখোলা বুনো আনন্দে একদিন দুলেছিলেন শাহ আবদুল করিম, সে আনন্দ আজ সবার। উদ্বেল, ব্যগ্র হৃদয়ের মন্দিরে আজ দুলে দুলে উঠছে এই কামনা, ‘মধুর বসন্ত এসেছে, আমাদের মধুর মিলন ঘটাতে…’।

আজ বুধবার প্রভাতের নবীন ঊষা বাংলার প্রকৃতিতে নিয়ে এসেছে ঋতুরাজের দোলা। খুলে গেছে দখিনা দুয়ার। মানব-মানবীর হৃদয়ের বেদি আর প্রজাপতির রঙিন পাখা, মৌমাছির গুনগুনানি, বৃক্ষ-লতা-গুল্ম, ফুলে-ফলে, পত্র-পল্লবে, শাখায় শাখায়, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর অরণ্য-পর্বতে নবযৌবনের বান ডেকেছে।

বসন্তকে স্বাগত জানাতে বরিশাল সরকারি বিএম কলেজে সংস্কৃতি পরিষদ আয়োজন করেছে বসন্ত উৎসবের। ক্যাম্পাসের জীবনানন্দ দাশ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাসন্তি রঙের শাড়ি পরে মাথায় ফুলের খোপা গুঁজে শিক্ষার্থীদের স্বতস্ফুর্তভাবে বসন্ত উৎসবে অংশগ্রহন করতে দেখা গেছে।

 

বসন্ত উৎসবে শিক্ষার্থীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপাধাক্ষ্য স্বপন কুমার পাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাঙ্গালী সংস্কৃতির ধরে রাখার ও সুন্দর ভাবে বাঙ্গালীয়ানা মেনে পালন করার আহবান জানান তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ধূমপায়ী শিক্ষার্থীকে ভর্তি করা হবে না-ববি উপাচার্য

ববি প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এক মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
ধূমপায়ী কোনো শিক্ষার্থীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে না বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। সেই সঙ্গে তিনি বলেছেন, আগামী ভর্তি পরীক্ষায় অধূমপায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। কারণ, কোন ধর্মই মাদক বা নেশাকে স্বীকৃতি দেয় না। এ সময় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেমিক্যাল ড্রাগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়টি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরো জানান, ‘তোমরা জানো, তামাক এমন একটি গাছ। যে গাছে পাখি পর্যন্ত বসে না; অথচ আমরা মানুষ এই তামাক খাই।’ তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যেই মাদকমুক্ত, রাজাকারমুক্ত ও র‍্যাগিংমুক্ত ঘোষণা করা হয়েছে।সেমিনারের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল। সেমিনারের শুরুতে অন্ধকারে আলো নামক একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, ‘গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন, এই বাংলাদেশে মাদকের কোন স্থান নেই। এ সময় তিনি পুলিশ প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানগুলোতে মাদক বিক্রয় হলে সাঁড়াশি অভিযান চালানোর অনুরোধ জানান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান বলেন, “আজ পাঁচ-সাত বছরের শিশুরাও মাদকে জড়িয়ে পড়ছে। অনেকেই পরীক্ষার আগে রাত জেগে পড়ার জন্য ইয়াবা সেবন করে। তিনি বলেন, বরিশালে বড় বড় মাদকের চালান না এলেও ছোট ছোট অনেক চালান আসে। পুলিশ প্রশাসন এ ব্যাপারে সতর্ক অবস্থানে আছে”।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মাদকবিরোধী কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দাস। এতে ভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, পুলিশ কর্মকর্তা ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএম কলেজে উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুরু করল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

আকিব মাহমুদ,বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচেই বিশাল ব্যাবধানে জয় পেয়েছে সরকারি বিএম কলেজের ঐতিহ্যবাহী বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। উদ্বোধনী ম্যাচে সকাল ১১টায় সরকারি বিএম কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান শাখার সাথে খেলতে নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ম্যাচের প্রথমার্ধে ১০ ওভার শেষে ৫৬ রান করে মাঠ ছাড়ে একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগ। দ্বিতীয় অংশে মাঠে নেমেই মাত্র এক উইকেট খরচ করে হাতে নয় উইকেট রেখেই বিশাল ব্যবধানে জয় পায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রথম ম্যাচেই সাফল্যের দেখা পেয়ে উল্লাস প্রকাশ করে বিজয় মিছিল করেন দর্শক সাড়িতে থাকা শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের উৎসাহ দিতে সার্বক্ষনিক মাঠে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিক, সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ, সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক এম.এম. তারিকুজ্জামান, প্রভাষক নুরুল আমিন, প্রভাষক সেকান্দার তানভীর। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মোকলেসুর রাহমান মনি সহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সকাল সাড়ে ১০টায় বিএম কলেজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। এসময় উপস্থিত ছিলে উপাধাক্ষ্য স্বপন কুমার পাল, বরিশাল ২ আসনের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।

সাব-ইনেসপেক্টর পদে নিয়োগ পেলেন বরিশাল বিশ্ববিদালয়ের ২২ শিক্ষার্থী

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে এবার বাংলাদেশ পুলিশের সাব-ইনেসপেক্টর (এসআই) পদে নিয়োগ পেয়েছেন মোট ২২ জন শিক্ষার্থী। ৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এই ২২জন শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে এই পদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আর এবার ববির মার্কেটিং বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিয়োগ পেয়েছেন।যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রিয়াজুল ইসলাম রিয়াজ, আমেনা খাতুন, বিকাশ, রোমান, জুয়েল, সুমন, সাগর। সবাই ১ম ব্যাচের শিক্ষার্থী। একই বিভাগের ২য় ব্যাচ থেকে নিয়োগ পেয়েছেন সোহান আহমেদ, অলিপ সাহা। গণিত বিভাগ থেকে শিক্ষার্থী ১ম ব্যাচের চন্দন, সুমন নিয়োগ পেয়েছেন এছাড়াও সমাজ বিজ্ঞান থেকে ১ম ব্যাচের শিক্ষার্থী সবুজ ও অনিক, ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১ম ব্যাচের শান্ত, ২য় ব্যাচের শিক্ষার্থী সামসাদ সজল ও মো: বাশার এবং ইংরেজি বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন ১ ম ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দীন। অর্থনীতি বিভাগ থেকে শহিদুল এবং বাংলা বিভাগ থেকে ২য় ব্যাচের শিক্ষার্থী মাজেদ হোসেন চলতি নিয়োগে নিয়োগ পেয়েছেন। নিয়োগের ব্যাপারে ক্যাম্পাসের জুনিয়রা উল্লাসিত। এ ব্যাপারে সামাজবিজ্ঞান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আমাদের প্রতিবেদককে জানান, “বড় ভাইয়া আপুদের ১ম সরকারী চাকরি পাওয়া,স্বপ্নের সিড়ি ভাংতে শুরু হল।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হল ম্যানেজমেন্ট ডে

নিজস্ব প্রতিবেদক: যে ৬ টি বিভাগ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, তাদের মধ্যে অন্যতম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। পড়াশুনা, খেলাধুলা এমনকি সাংস্কৃতিক, সব ক্ষেত্রেই বিভাগটি ইর্ষনীয় সফলতা পরিলিক্ষিত হয়।
২০১৮ সালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ প্রথমবারের ম্যানেজমেন্ট ডে পালন শুরু করে। এরই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল ‘ম্যানেজমেন্ট ডে ২০১৯’।
আয়োজকদের মধ্যে অন্যতম ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশনের সভাপতি অপূর্ব কুমার হোড় বলেন, “গতবছর ম্যানেজমেন্ট ডে তে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত কোন ওপেন এয়ার কনসার্ট আয়োজন করি, যা প্রচুর প্রশংসিত এবং সমাদৃত হয়। তাই এবারের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিলো সুনাম বজায় রাখা, তাই সবাই আপ্রান চেস্ট করেছে পুরো বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর দিন উপহার দেবার জন্য। ”
ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশনে সাধারন সম্পাদক রাকিব হাসান অপু বলেন ” ম্যানেজমেন্ট ডে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি দিন। এই দিনটিকে সফল করার জন্য আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছি এবং সফল হয়েছি।”

‘ম্যানেজেমেন্ট ডে ২০১৯’ আয়োজনের শুরুতেই সকালে ছিলো কর্পোরেট র‍্যালি, এরপর অনুষ্ঠিত হয় ফ্রেশার্স রিসিপশন ও বিবিএ কম্পিটেশন অনুষ্ঠান। এবং সন্ধ্যায় ছিলো বিভাগের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কনসার্ট।
এবারের ম্যানেজমেন্ট ডে কনসার্টে বরিশাল বিশ্ববিদ্যালয় মাতান বরিশালের জনপ্রিয় ব্যান্ড ‘দেশ’ ও ঢাকার ‘ওল্ড স্কুল’। যেখানে কনসার্ট উপভোগে সামিল হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও।
আবদুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠাতা, ম্যানেজমেন্ট স্টাডিস অ্যাসোসিয়েশন বরিশাল অবজারভাকে জানান,
“ম্যানেজমেন্ট স্টাডিস এমন একটি প্রায়োগিক বিষয় যেটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই এসোসিয়েশনের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রীদেরকে ম্যানেজমেন্ট ডে এর শুভেচ্ছা জানাচ্ছি এবং ম্যানেজমেন্ট স্টাডিস বিষয়টির তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে প্রতিবছরের মত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ আবির হোসেন বরিশাল অবজারভাকেবলেন, ” ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের বাস্তব অনুশীলন করার লক্ষ্যেই মূলত একাডেমিক শিক্ষার বাইরে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা এর মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। আমি এই বিভাগের চেয়ারম্যান হিসাবে আশাবাদ ব্যাক্ত করি, এ ধরনের কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক- আলমগীর মোল্লা, নুসরাত শারমিন লিপি, লেকচারার- সুনীতি দেবী মন্ডল, সুরজিত মন্ডল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সারা দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি থাকায় ব্যপক উৎসাহ ও উদ্দিপনা অতিবাহিত হয় দিনটি।

ববিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ম্যানেজমেন্ট ডে পালিত হবে বৃহস্পতিবার

ববি প্রতিনিধি:  আগামী ২৪ জানুয়ারী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারাদিনব্যাপী বর্নাট্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ম্যানেজমেন্ট ডে ২০১৯।নানা অয়োজনের মধ্য থেকে সকাল সাড়ে ৮ টায় কর্পোরেট র্যালী বের হবে যেখানে ছাত্র-ছাত্রীদের ফর্মাল ড্রেসে আসার জন্য বিভাগ কর্তৃক নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া সকাল ১০টায় নবীন বরণ এবং ১০.৪০ মিনিটে বিবিএ কম্পলিটেশন ৬ষ্ঠ তলার ২৬০৫ নং রুমে অনুষ্ঠিত হবে।এরপর নিজ ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভের নিকট হতে দুপুরের খাবার এবং রাতের কনসার্টের টোকেন সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।বিকাল ৪ টায় মুক্তমঞ্চে ফুসকা ফেস্টের উদ্বোধন এবাং ৪টা ১০ এ কনসার্ট এর মাধ্যমে বর্নিল অনুষ্ঠানের পর্দা নামবে।উল্লেখ্য যে কনসার্টে “ওল্ড স্কুল”এবং বরিশালের লোকাল “দেশ ” ব্যান্ড থাকছে।এই অনুষ্ঠানটির আয়োজকদের মধ্য থেকে রাকিব জানান,”তিনি আগামীকালের অনুষ্ঠানটির ব্যাপারে ব্যাপক আশাবাদী এবং প্রতিবারের মতন তারা তাদের চৌকস ব্যাবস্হাপনাশৌলী প্রদর্শন করবেন”। এ অনুষ্ঠানের ব্যাপারে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো: আবির হোসেন বরিশাল অবজারভার কে জানান, “আজকের অনুষ্ঠানটি এই বিভাগের জন্য একটি ঐতিহ্য এবং ব্যাবস্হাপনায় ছাত্র-ছাত্রীদের আরো সাংগঠনিক করে তোলাই এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য”।