বিয়ে নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক :
দেশের আলোচিত-সমালোচিত তারকা ইউটিউবার সালমান মুক্তাদির দিশা ইসলামকে বিয়ে করার পর থেকে নেটিজেনদের তমূল সমালোচনার মধ্যে পড়েন। নেটিজেনদের দাবি, সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও, দিশার দ্বিতীয় বিয়ে এবং দুই সন্তানের জননী তিনি।

এমন পরিস্থিতিতে শুক্রবার (৫ মে) বিকেল সোয়া ৫টার দিকে দিশার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে তার ভেরিফায়েড ফেসবুকে পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে সালমান মুক্তাদির লেখেন, ‘আমি সবসময় বিয়ে করতে চেয়েছি। যদি সেই প্রতিশ্রুতি বিবাহের দিকে নিয়ে না যায়, তবে কখনই প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারি না। যদি তারা আজীবন প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে নাই থাকতে পারে, তবে কেন কারো সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত?’

প্রাক্তন প্রেমিকাদের প্রতারণার কথা উল্লেখ করে সালমান লেখেন, ‘আমার একজন প্রাক্তন ক্রমাগত আমাকে অপেক্ষায় রাখে এবং কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। অন্যজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সর্বশেষ বলে, ‘আমার চেয়েও আরো ভালো কাউকে তুমি পাবে’। এর মধ্য দিয়ে এই সম্পর্কের ইতি টেনেছিল। আরেকজন বলেছিল, ‘বিয়ের জন্য সে প্রস্তুত নয়। অবশেষে আমি এটা শিখেছি যে, যতক্ষণ কেবল আপনার সঙ্গে কথোপকথন চলে, ততক্ষণ সবাই আপনাকে বিয়ে করতে চায়। সত্যিই কেউ আপনাকে বিয়ে করে না। কেউ আপনাকে যথেষ্ট ভালোবাসে না।’

কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পরে পরিচয় হয় স্ত্রী দিশা ইসলামের সঙ্গে উল্লেখ করে সালমান লেখেন, ‘শুরুতে আমরা বন্ধু ছিলাম। তারপর থেকে তিনি কখনও আঘাতমূলক বা অসম্মানজনক কিছু বলেননি। তিনি সবসময় আমাকে মানুষের সামনে সম্মানিত করেছেন, যেখানে অন্যরা আমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে। অন্য মেয়েরা আমার সঙ্গে ছবি তুলেছে। কিন্তু আমার স্ত্রী কখনো আমার সঙ্গে ছবি তোলেনি। বরং আমার সঙ্গে কথা বলেছে, তার জীবনের গল্প বলেছে। সর্বশেষ আমরা পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করি। কিন্তু সিনেমার মতো প্রত্যেকে আমাদের বিরুদ্ধে ছিল। ৭ মাস আমার স্ত্রী সংগ্রাম করেছে, নরকের মধ্য দিয়ে সময় পার করেছে। সপ্তাহ, মাস সে আমাকে একটি মেসেজ কিংবা কল করতে পারেনি। মাসের পর মাস আমি তাকে দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আমার জীবনে আরেকটি ব্যর্থ প্রেম যুক্ত হতে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করা কঠিন, এই মেয়ে অন্য মেয়েদের মতো নয়।’

২৪ ঘণ্টার কম সময়ে দিশা ইসলামকে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়ে সালমান মুক্তাদির লেখেন, ‘দীর্ঘ ৭ মাস পর আমার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড ফোন করে আমাকে জিজ্ঞাসা করে- ‘সবকিছু ছেড়ে সে (দিশা) যদি বাচ্চাদের নিয়ে তোমার দরজায় হাজির হয়, তুমি কি তাকে গ্রহণ করতে পারবে? নাকি বিষয়টা তোমার জন্য বোঝা হয়ে যাবে?’ এ কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়েছিলাম। এমন বিক্ষিপ্ত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টার কম সময় নিয়েছিলাম। এখনকার দিনে তার মতো এত শক্তিশালী কোনো ভালবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না, যে সালমান মুক্তাদিরের মতো একটি ছেলের জন্য সবকিছু ছেড়ে আসব। সে আমার হৃদয়-আত্মা দেখেছে। মানুষ হিসেবে সে আমাকে সম্মান করেন, সে তার সবকিছু দিয়ে আমাকে ভালবাসে। সে আমার জন্য তার সবকিছু ত্যাগ স্বীকার করেছে। এই নারী শিক্ষিত, স্মার্ট, জ্ঞানী ও শক্তিশালী। আর এমন একজন মেয়ে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে সালমান মুক্তাদির লেখেন, ‘দয়া করে আমার স্ত্রীর প্রকৃত যোগ্যতা এবং গুণাবলী না জেনে তার সম্পর্কে খবর এবং পোস্ট শেয়ার করবেন না। সে দুর্বল, অসহায় নারী নন। সে রানী। সে আমার জন্য তার রাজ্য ছেড়েছে। আপনি আমার স্ত্রীকে জানেন না। আপনি জানেন না সালমান মুক্তাদিরের স্ত্রী হতে কী লাগে! আল্লাহ আমাদের ওপর তার রহমত বর্ষণ করুন এবং আমাদের সমস্ত নেতিবাচকতা এবং বিষাক্ততা থেকে দূরে রাখুন। আমরা খুব সুখী। আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘সে আমাকে গাইড করে, আমি রেগে গেলে সে আমাকে শান্ত করে। সে খুবই মজার, যত্নশীল এবং সে সর্বদা পরিবার ও বন্ধুদের কথা ভাবেন। সে আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে।

সবশেষ সালমান লেখেন, ‘এটি খুবই লজ্জাজনক, যদি আপনি একজন ব্যক্তিকে তার অতীত দ্বারা বিচার করেন। তাই তার প্রতি আপনারা সদয় হোন। প্রথমে তাকে জানতে চেষ্টা করুন। আশা করি, আপনারা সবাই এমন একটি ভালবাসা খুঁজে পাবেন, যা আপনার জীবনকে পরিপূর্ণ করে দিবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২ মে) বিয়ে করেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানান তিনি।

বিয়ের ব্যাপারে ২৪ ঘণ্টারও কম সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমান মুক্তাদির!

বিনোদন ডেস্ক :
সম্প্রতি বিয়ে করেছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। দিশা ইসলামের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই জানিয়েছিলেন সালমান।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর প্রশংসায় দীর্ঘ পোস্ট দিয়েছেন এই ইউটিউবার। সেই সাথে একটি ভিডিও শেয়ার করেছেন।

ওই পোস্টেই সালমান মুক্তাদির জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টারও কম সময় নিয়েছেন তিনি।

সালমান লিখেছেন, ‘আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমাদের। অবশেষে বন্ধুত্ব থেকে একে অপরের প্রেমে পড়ে যাই আমরা। যদিও সিনেমার মতোই সবাই আমাদের বিপক্ষে ছিল। দীর্ঘ সাত মাস আমার স্ত্রী অনেক সংগ্রাম করেছে। রীতিমতো নরকের মধ্য দিয়ে গেছে সে। এমন অনেক সপ্তাহ ও মাস গেছে যেখানে সে আমাকে কোনো টেক্সট বা কলও করেনি। এমনকি মাসের পর মাস দেখাও পাইনি তার।’

তিনি আরও লিখেছেন, ‘অবশেষে সাত মাস পর আমাদের বিয়ের ঠিক আগে সে তার সেরা বন্ধুকে দিয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করল। সে যদি সবকিছু ছেড়ে বাচ্চাদের সঙ্গে নিয়ে আপনার দরজায় হাজির হয়। তাহলে তুমি কি তাকে মেনে নিতে পারবে? নাকি এটা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে?’ ‘সে সময় সত্যিই খুবই অবাক হয়েছিলাম। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টারও কম সময় লেগেছিল আমার। আমাকে তখন স্বীকার করতেই হয়েছিল, এখনকার দিনে তার মতো এতো শক্তিশালী ভালোবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না যে সালমান মুক্তাদিরের মতো লোকের জন্য সবকিছু ছেড়ে দেবে।’

সালমান আরও লিখেছেন, তিনি আমাকে মানুষ হিসাবে সম্মান করেন। তার সবকিছু দিয়ে আমাকে ভালোবাসেন। সে আমার জন্য যে সব ত্যাগ স্বীকার করতে রাজি ছিল। তার মতো এতো শিক্ষিত, এত স্মার্ট এত জ্ঞানী আর শক্তিশালী একজন নারী আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তিনি এমন একজন রানি যে, আমার জন্য তার রাজ্য ছেড়েছে। আল্লাহ আমাদের ওপর তার রহমত বর্ষণ করুন। সেই সঙ্গে সমস্ত নেতিবাচকতা এবং বিষাক্ততা থেকে দূরে রাখুন আমাদের। আমরা ভীষণ খুশি আলহামদুলিল্লাহ।’

১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :
অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। বৃহস্পতিবার (৪ মে) সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাবে, প্রাথমিকভাবে ৩০টি সিনেমা হলে সিনেমাটির মুক্তির পরিকল্পনা আছে আমাদের।

জানা গেছে, সার্ভারের মাধ্যমে ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।

অনন্য মামুন জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে সিনেমা চালান হবে। এটা চাহিদা অনুযায়ী ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে অনেক চাহিদা থাকলেও মাত্র ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।

বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি এ দেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যদিও এরই মধ্যে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’।

এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি মেলে। তারই প্রেক্ষিতে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে দেশে।

এতে অভিনয় করেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হন সালমান খান।

আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে: হিরো আলম

বিনোদন ডেস্ক :
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি আইডি হ্যাকের দাবি করেছে ‘সাইবার গ্যাং আন্ডারগ্রাউন্ড ফোর্স’ নামের একটি হ্যাকার দল। গত তিন দিনে ওই দলের ফেসবুক পেজ থেকে দেওয়া একাধিক পোস্টে হিরো আলমের আইডি হ্যাকের বিষয়টি জানানো হয়।

এরপরই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না। ফেসবুক আইডি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

হিরো আলমের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তার সব আইডি হ্যাক করার হুমকি দিয়ে ‘মিয়া আসকার’ নামের ওই হ্যাকার গত ১৬ মার্চ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যদিও দেশের বাইরে থাকা ওই হ্যাকারের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা নেই।

হিরো আলম বলেন, আমার মনে হয়, একশ্রেণির লোক আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা করিয়েছেন। মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের কিছু লোক এর পেছনে জড়িত আছেন। আমি যাতে কোনো ধরনের যোগাযোগ কারও সঙ্গে করতে না পারি।

কারা তাঁরা, এমন প্রশ্নে হিরো আলম বলেন, ওই যে একশ্রেণির লোক, যাঁরা আমাকে দেখতে পারেন না।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলম লিখিত অভিযোগ করে জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ তাঁর ৯টি আইডি হ্যাক হয়েছে। আমাদের টিম কাজ করছে।’

ফেসবুক হ্যাক নিয়ে লাইভে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক :
ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি ফিরে পেয়েছেন। সেটি তার ফেসবুক আইডিটি। আশরাফুল হোসেন আলম নামে ওই আইডিতে লাইভে আসেন তিনি। এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই সুসংবাদ।

ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন, ঈদের আগে আমার যে ভেরিফায়েড পেজটা হিরো আলম, ওটা হ্যাক করে নিয়ে যায়। আর গতকাল সন্ধ্যা ৬টায় আশরাফুল ইসলাম আলম নামে যে আমার ফেসবুক আইডি, টিকটক (এক লাখ ৮৫ হাজারের একটি টিকটক ছিল, সেটি। ইনস্ট্র্রাগ্রাম, এর সাথে আরও দুটি পেজ, আরও কিছু অ্যাকটিভ পেজ, সর্বমোট ৯টি অ্যাকাউন্ট হ্যাক করে।’

এরমধ্যে ঘণ্টাখানেক আগে একটি অ্যাকাউন্ট উদ্ধারের কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আশরাফুল আলম নামে একটি আইডি ফিরে পেয়েছি।’ ফয়সাল আল নোমান নামে একজন তার এই আডি ফিরিয়ে আনায় তাকে ধন্যবাদ জানান এই ইউটিউবার।

ডিবি কার্যালয়ে যাওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি আজ ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। ডিবি হারুন স্যারের সঙ্গে কথা বলেছি এবং আমরা ওখানে একটা মামলাও করেছি।’ তিনি বলেন, ‘মিয়া আসগর নামে একজন এই অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে। সে বাইরের দেশে থাকে।’

হিরো আলম তার আইডি হ্যাকের বিষয়ে কিছু রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বকে দায়ী করেন।

এর আগে এক পোস্টে হিরো আলম বলেন, ‘‘আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টার মধ্যে হিরো আলমের ৯টি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্টসহ সবগুলো রিকভার করতে সক্ষম হয়েছেন ফয়সাল আল নোমান। এখন সবগুলো অ্যাকাউন্ট সুরক্ষিত আছে। স্পেশাল থ্যাঙ্কস টু ডিবি প্রধান হারুন স্যারকে।’

তার কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে দেখা যায়, সেখানে অন্যান্য সব তথ্যে সঙ্গে লেখা, ‘রাত ১০ টায় লাইভে এসে বিস্তারিত বলব।’

সে সময় এই স্ট্যাটাসের বিষয়ে এনটিভি অনলাইন জানতে চাইলে এই ইউটিউবার বলেন, ‘‘এখন পর্যন্ত একটি অ্যাকাউন্ট ফেরত পেয়েছি।’

আবারও পেছালো দেশে ‘পাঠান’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক :
আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। এক সপ্তাহ পিছিয়ে ছবিটি আগামী ১২ মে মুক্তি পাবে।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি জানান, দুটি কারণে ৫ মে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। প্রথম ছবিটি এ সপ্তাহে মুক্তি পেতে হলে বুধবারের (৩ মে) মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করতে হবে। কারণ বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে সেন্সর বোর্ড বন্ধ থাকবে। কিন্তু বুধবারের সেন্সর শোয়ের তালিকায় একটি ইংরেজি ও একটি বাংলা ছবি থাকলেও ‘পাঠান’ নেই।

দ্বিতীয়ত, এবারের মুক্তি পাওয়া ৮টি ছবির পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিত সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ ছবিটি মুক্তি দেওয়ার।

সাফটা চুক্তির আওতায় ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার।

হিরো আলমের ফেসবুকসহ ৯ একাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক :
ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিভিন্ন সামাজিক মাধ্যমের একাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমকে জানান, হ্যাকাররা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছে। তিনি বলেছেন, তার জনপ্রিয়তায় কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব তার পেছনে লেগেছেন।

আজ মঙ্গলবার (২ মে) বিকেলে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, ‘আমার ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আলী আজগর নামের এক ব্যক্তি আমার এই আইডিগুলো হ্যাক করেছেন।’

হিরো আলম আরও বলেন, ‘আমি এসব ব্যাপারে কথা বলতে হারুন (ডিবিপ্রধান) স্যারের কাছে এসেছিলাম।’ তিনি বলেন, ‘ডিবি প্রধানের কাছে আমি বিস্তারিত বলেছি। তিনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

‘টাকা দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেবে’ উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু লোক আমাকে কোনোভাবে আটকাতে না পেরে আমার আইডি ও পেজ হ্যাক করেছে।’ তিনি অভিযোগ করেন, ‘আমার জনপ্রিয়তা দেখে কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। কিন্তু, হিরো আলমের জনপ্রিয়তা তারা কমাতে পারবেন না।’

বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক :
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

এ তথ্যের পাশাপাশি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করে সালমান ক্যাপশনে লেখেন, ‘বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’

ব্যক্তিগত ফেসবুক পাতায় স্ত্রীর সঙ্গে ছবিগুলো শেয়ার করে সালমান । এদিকে, বিয়ের বিষয়ে জানতে এনটিভি অনলাইন থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।

বিয়ের খবর শেয়ার করার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন সালমান। অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সালমানকে শুভ কামনা জানাচ্ছেন।

এ বছরই হবে ‘ওয়ার-২’ এর শুটিং

বিনোদন ডেস্ক :
যশরাজ ফিল্মস প্রযোজিত হৃতিক রোশন অভিনীত আসন্ন সিনেমা ‘ওয়ার-২’। এই  সিনেমাতে অভিনয়ের জন্য তিনজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীকে বিবেচনা করা হয়েছে। তারা হলেন- দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। এই তিন অভিনেত্রীর সময়ের উপর নির্ভর করবে সিনেমার চূড়ান্ত শুটিং-এর ডেট।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, হৃতিক রোশন ২০২৩ সালের ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু করবেন।

‘ওয়ার-২’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর প্রথম পর্বও পরিচালনা করেছিলেন। সম্প্রতি ব্লকবাস্টার ‘পাঠান’-ও পরিচালনা করেছিলেন।

শোনা যাচ্ছে যে, জুনিয়র এনটিআরও এই সিনেমার অংশ হতে পারেন।

ফ্লপের পথে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্ক :
ঈদ মানের বলিউড ভাইজান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে হাজির হয়েছেন সালমান খান।

তবে বক্স অফিস রিপোর্ট বলছে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে; যা ঈদে বলিউড ভাইজানের জন্য হতাশার। সামগ্রিকভাবে, সিনেমাটি নিয়ে ভক্ত এবং সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

তবে সালমান খানের ভক্তরা এই অ্যাকশন-প্যাকড পারিবারিক বিনোদনকে পছন্দ করছেন।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের পাশাপাশি এই সিনেমায় আছেন পূজা হেজ, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জগপতি বাবু, ভেঙ্কটেশ দাগ্গুবতি প্রমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ শেহনাজ গিল।

অভিনয় করেছেন প্রবীণ তেলেগু অভিনেতা ভেঙ্কাটেশ, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনা।