চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি দিয়ে স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হলো।

ঘটনাটা ম্যাচের দ্বিতীয় ইনিংসের। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। আম্পায়ার সাকিবের আবেদনে সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প মোহামেডানের অধিনায়ক।

এর পরের ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব দুই হাতে স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারেন।

মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডা হয় তার।

প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের পক্ষ থেকে শনিবার (১২ জুন) সাকিব আল হাসানকে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হলো।

মাঠে অসদাচরণের জন্য শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা। ’

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিম

দেশের করোনা পরিস্থিতির অবনতি ঠেকাতে বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর মধ্যেই এদিন থেকে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ মাস ‘রমজান’।

করোনা পরিস্থিতিতে দেশবাসীকে এই রমজানে ধৈর্য ধরার আহ্বান জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে সবাইকে দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করা সাকিব।

অন্যদিকে এই রমজানে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে সবার সুস্থতা কামনা করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।

ফেসবুকে জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। ’

‘আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।  

বিসিবি প্রেসিডেন্ট হলে কি করতেন এমন প্রশ্নের জবাবে টানা চতুর্থবারের মতো বাফুফে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই, আর টাকারও অভাব নাই। ‘ তবে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই জানিয়ে তার বক্তব্য, ‘নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি, আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা। ’

সিলেটে বাফুফের একাডেমির জন্য ফিফা থেকে যে ফান্ড দেওয়া হয়েছিল, তা অন্য খাতে খরচ করা বিষয়ক একটি প্রশ্নের জবাবে দেশের সাবেক এই ফুটবল সুপারস্টার বলেন, ‘একাডেমির টাকা একাডেমিতেই খরচ করা হয়েছে। টাকাটা এসেছিল বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক টাকাটা বিএফএফে দিয়েছে। বিএফএফ ওই টাকা দিয়ে দেড় বছর একাডেমি চালিয়েছে। তারপর টাকা শেষ, একাডেমি শেষ। ৬০ লক্ষ ডলার আপনি আমার কাছে চান না, আমি আপনাকে দিয়ে দেব। এটা কোনো টাকা? আপনারা তো স্টোরির জন্য স্টোরি করেছেন। কাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। হাজার হাজার কোটি টাকা আজ ক্রিকেট বোর্ডের কাছে। অথচ ক্রিকেট তো জিতেই না এখন। ‘

বাংলাদেশ গেমস ক্রিকেট: উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপের হার

উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপকে হারিয়ে শুভসূচনা করেছিল বরেন্দ্র নর্থ জোন। তবে আজ (সোমবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন কাছে ৩ উইকেটে হারতে হয়েছে তাদের। বরেন্দ্রকে হারিয়ে বাংলাদেশ গেমসে প্রথম জয় তুলে নিলো জাহাঙ্গীরাবাদ।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদকে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরেন্দ্র। সেই লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় জাহাঙ্গীরাবাদ। ব্যক্তিগত ৩ রানে রেজওয়ান হোসেন সাজঘরে ফিরলে দলের হাল ধরেন জিসান আলম ও অধিনায়ক আমির হোসেন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথ তৈরি করে দেন। ৫৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১৩৩.৯৬ স্ট্রাইকরেটে ৭১ রানের ঝড়ো ইনিংসে খেলেন জিসান। সঙ্গীকে হারিয়ে অধিনায়ক আমির হোসেনও ফিরে যান ৬০ রানে। ৬৮ বলে ৮ চার ও ১ ছক্কায় আমির নিজের ইনিংসটি সাজিয়েছেন।

এই দুজনের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাহাঙ্গীরাবাদ। তবে একপ্রান্ত আগলে রেখে মনির হোসেন খেলেন ম্যাচজয়ী ইনিংস। মনির ৬২ বলে ৮ চারে ৫২ রানে অপরাজিত থাকেন। এছাড়া সানজিদুর রহমান ১২ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ফলে ৪৫.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জাহাঙ্গীরাবাদ।

বরেন্দ্রর হয়ে আগের ম্যাচে ৬ উইকেট পাওয়া ফাহিম এই ম্যাচে উইকেটশূন্য ছিলেন। হাফসেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন জাকারিয়া ইসলাম।

এর আগে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামা বরেন্দ্র নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করে। অধিনায়ক নাঈম আহমেদ ও জাকারিয়া ইসলামের জোড়া হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় বরেন্দ্র।

২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বরেন্দ্রকে টেনে তোলেন অধিনায়ক নাঈম। তার দায়িত্বশীল ৫৪ রানের ইনিংসের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বরেন্দ্র। ৭৮ বলে ৫ চারে সাজানো ইনিংসটি শেষ হয় রান আউটে। নাঈমের ইনিংসের পর মিডল অর্ডারে নামা জাকারিয়া ৬৭ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৬৪ রানের ঝড়ো ইনিংস।

জাহাঙ্গীরাবাদের শাহরিয়ার আলম, সানজিদুর রহমান ও আবু বক্কর ২টি করে উইকেট নিয়েছেন।

কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি হাতে উঠল বাংলাদেশের। আজ শুক্রবার সন্ধ্যায় পল্টন সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

এদিন টুর্নামেন্টের প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল। এতে প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বাংলাদেশের খেলোয়াড়রা টুর্নামেন্টকে নিজেদের পক্ষে নিয়ে যায় খেলার দ্বিতীয় ভাগে। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

বরিশালে বঙ্গবন্ধু ক্রিকেট ইভেন্টের উদ্বোধন

বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত গেমসের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।

বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত এই গেমসে দেশের ৮টি বিভাগের খেলোয়াররা ৪টি জোন দলে অংশ নিচ্ছেন। ঢাকা বিভাগ ও বিকেএসপি নিয়ে গঠিত জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চট্টলা ইস্ট জোন, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত বরেন্দ্র নর্থ জোন এবং বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ সাউথ জোন লীগ পর্বে মোট ৬টি ম্যাচে পরস্পরের মোকাবেলা করছে। সেরা দুটি দল আগামী ১০ এপ্রিল বরিশাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

 

সীমিত ওভারের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন পরস্পরের মুখোমুখি হয়। প্রথম খেলায় টসে জিতে বরেন্দ্র নর্থ জোন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সব শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ১২টা) বরেন্দ্র নর্থ জোন ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে।

এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের মান আরও উন্নত হবে এবং আগামীর জাতীয় দলের ক্রিকেটার বের হবে আশা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আগামীতে শক্তিশালী ক্রিকেট দলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে বলে মনে করেন প্রধান অতিথি।

 

এদিকে করোনা মহামারির মধ্যেও বঙ্গবন্ধু গেমসের অনুমতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সরকারের ১৮ দফা নির্দেশনা তথা স্বাস্থ্যবিধি মেনে গেমস চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

দুই কন্যা সন্তানের পর অবশেষে পুত্র সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সোমবার সকালবেলা সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। এখন স্ত্রী সন্তানের সঙ্গে সেখানেই অবস্থান করছেন তিনি।

২০১২ সালের ডিসেম্বরের ১২ তারিখে উম্মে হাসান শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। এক এক করে কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।

বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলোকিত করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

তৃতীয় সন্তান আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম দেন গত ১ জানুয়ারির একটি পোস্টে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ দলের চলতি নিউ জিল্যান্ড সফরে যাননি সাকিব। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। সামনেই সাকিব ব্যস্ত হয়ে পড়বেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান।

৩৫ লাখ টাকা ব্যায়ে মসজিদ নির্মাণ করলেন সাকিব

মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান নিজ জেলায় মসজিদ নির্মাণ করেছেন। যদিও বিষয়টি নিয়ে সাকিব বা তার পরিবারের কেউ মুখ খুলেননি। কারণ বিষয়টি তারা প্রচার করতে চান না।

জানা যায়, মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই সাকিব বহন করেছেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান নিজ জেলায় মসজিদ নির্মাণ করেছেন। যদিও বিষয়টি নিয়ে সাকিব বা তার পরিবারের কেউ মুখ খুলেননি। কারণ বিষয়টি তারা প্রচার করতে চান না।

জানা যায়, মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই সাকিব বহন করেছেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

নারী ক্রিকেট দিয়ে আনুষ্ঠানিকতা শুরু বাংলাদেশ গেমসের

আনুষ্ঠানিকতা শুরু হলো নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের। ক্রিকেট ছাড়াও গেমসের বিভিন্ন ইভেন্ট থেকে উঠে আসা অ্যাথলিটদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্তারা। সিলেট স্টেডিয়ামের প্রশংসাও ঝরল তাদের কণ্ঠে। এদিকে মাঠের লড়াইয়ে নিগার সুলতানার লাল দলকে ১০ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে সালমা খাতুনের নীল দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নয়নাভিরাম সবুজ গ্রাউন্ডে তিন দলে ভাগ হয়ে দাঁড়ানো নারী ক্রিকেটাররা। লাল-নীল-সবুজ জার্সি পরিহিত সবার পরিচয়, তারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য। তবে, এখানে তারা একে অপরের প্রতিপক্ষ। উদ্দেশ্য, নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পদক জয়।

১ এপ্রিল থেকে মূল গেমস শুরু হওয়ার কথা থাকলেও, আন্তর্জাতিক সূচির চাপে মেয়েদের ক্রিকেটটা শুরু হয়ে গেল মাস খানেক আগেই। সে নিমিত্তে ঢাকা থেকে উড়ে আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। বেলুন উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন আনুষ্ঠানিকতার। সাধারণত গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট হলেও মেয়েদের ম্যাচ অনুশীলনের সুবিধার্থে টুর্নামেন্টটি হচ্ছে ৫০ ওভারের জানিয়েছেন তারা।

বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘আমাদের গেমসটা এপ্রিল মাসে শুরু হবে। ১০ তারিখ পর্যন্ত চলবে। কিন্তু মেয়েদের সামনে ব্যস্ততা আছে, তাই তাদেরটা আজ থেকে শুরু হয়ে গেল। এটা দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের অনুশীলনটাও হয়ে যাবে। আমরা বঙ্গবন্ধুকে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই, তাই গেমসকে জেলায় জেলায় আয়োজন করছি।’

এ ধরনের ইভেন্ট যত বেশি হবে ততই বাড়বে দেশের অ্যাথলিটের সংখ্যা। আর এখানে ভালো করারাই একদিন আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা বিওএর মহাসচিবের।

শাহেদ রেজা আরও জানান, আমাদের কাজ শুধু গেমস আয়োজন করা না। এখানে যারা ভালো করবে তাদেরকে ভবিষ্যতের পথ দেখানোটাও আমাদের কাজ। আমরা যুব গেমসের পর অ্যাথলিটদের নিয়ে কাজ করেছি। সাফে তারা আমাদের জন্য পদক এনে দিয়েছে। এখান থেকেই আশা করি, অনেক ভালো অ্যাথলিট উঠে আসবে, তারাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

উদ্বোধনের পরই শুরু হয় প্রথম ম্যাচ। ব্যাট করতে নামেন নিগার সুলতানা জ্যোতির লাল দল। কিন্তু নীল দলের জাহানারা আর সালমা খাতুনের টাইট বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন লাল দলের ব্যাটাররা। তাদের দুর্দশা আরও বাড়ে, ফারিহার তৃষ্ণার বোলিংয়ে। ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দেন লাল দলকে। ৬৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ লাল দল।

জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নীল দল। মুরশিদা আর ফাহিমা বাউন্ডারির ফুলঝুরি ছোটান সিলেটে। তাদের ব্যাটিং দৃঢ়তায় ১০ উইকেটে জয় পায় সালমা খাতুনের নীল দল।

সাবেক স্বামীকে তালাক দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছি: তামিমা

বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এখন তার হানিমুনে যাওয়ার সময়। কিন্তু হানিমুনের পরিবর্তে এখন তাকে নববধু তামিমাকে নিয়ে সংবাদ সম্মেলন করতে হচ্ছে। নাসিরের স্ত্রীর সাবেক স্বামী রাকিবের করা মামলা এবং বিভিন্ন অভিযোাগের জবাব দিতে বুধবার, ২৪ ফেব্রুয়ারি স্থানীয় এক হোটেলে এই নবদম্পতি এক সংবাদ সম্মেলন করেন। সেখানে নাসিরের স্ত্রী বলেন- ‘আমি আমার আগের স্বামী রাকিবকে ডিভোর্স দিয়ে নিয়ম মেনেই নাসির হোসেনকে বিয়ে করেছি। আমার সাবেক স্বামী যেসব অভিযোগ করছে তার সবই মিথ্যে। কেবলমাত্র আমাকে হয়রানি করার জন্যই এমন ঘটনা ঘটাচ্ছে সে।’

সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন-‘আমি সব জেনে শুনেই তামিমাকে বিয়ে করেছি। ধর্মীয় রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়েছে। তামিমার সাবেক স্বামী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমাদের সুন্দর সময়কে নষ্ট করার অপচেষ্টা চলছে। তামিমা এখন আমার স্ত্রী। আর আমার স্ত্রীর সম্মান কেউ হানি করতে চাইলে আমি নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না। অবশ্যই আইন সম্মত ব্যবস্থা নেবো।’

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা জানান- ‘আমার আর নাসিরের যে বিয়ে হচ্ছে সেটা প্রায় বছরখানেক ধরে সবাই জানে। আমার সাবেক স্বামীও সেটাও জানে। কিন্তু তারপরও সে শুধুমাত্র ঈর্ষা পরায়ণ হয়েই এখন এমন আচরণ করছে। আমি তাকে সজ্ঞানে অনেক আগেই তালাক দিয়েছি। সেই তালাকের যথাযথ কাগজপত্রও আছে আমার কাছে। আমার স্বামী হয়তো আমার সুখ দেখতে চায়নি। তাই যে নাসিরের সঙ্গে আমার বিয়ে, রিসেপশান এই অনুষ্ঠানগুলোতে একটা বাধা দেওয়ার জন্য এখন বিভিন্ন ধরনের কাহিনী ফেঁদেছে।’

তামিমা বলেন-সাবেক স্বামীর ঘরে তার একটি আট বছরের মেয়ে আছে। সেই মেয়েটি ২০১৯ সাল পর্যন্ত তার (তামিমার) কাছে থাকতো। তারপরও মেয়ের দাদি হঠাৎ করে একদিন আমাদের না জানিয়ে তাকে নিজের কাছে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে নাসির হোসেন এবং তামিমার আইনজীবিও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা তামিমার আগের স্বামীকে দেওয়াকে ডিভোর্সের যথাযথ দলিলাদি সরবরাহ করেন।

এদিকে তামিমার সাবেক স্বামী রাকিব উত্তরা থানায় এর আগে একটি জিডি করেছিলেন। সেই জিডিতে তিনি অভিযোগ করেন, নাসির হোসেন তার বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছেন! রাকিব তার সেই অভিযোগে স্থির থেকে এখন নাসির এবং তামিমার বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন। পুলিশ তার সেই মামলার তদন্ত করছে।