যে কারনে মেসিকে ফেরাতে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসিকে নিয়ে টানাটানি যেন থামছেই না। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে আর একমাস বাকি। কদিন আগে গুঞ্জন উঠেছিল রেকর্ড দামে সৌদি আরবে চলেই গেছেন মেসি! এবার নতুন খবর–সৌদি নয়, বার্সেলোনায় ফিরবেন তিনি। পুরেনো ডেরায় তাকে আনতে সৌদি ক্লাব আল-হিলালের চেয়ে বেশি অর্থ দিতে না পারলেও বার্সার প্রস্তাবিত অঙ্কটা কম নয়। এমনটিই জানিয়েছে জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্ট।

গতকাল রোববার (২১ মে) প্রকাশিত স্পোর্টের একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, মেসি যদি বার্সায় ফেরে তাহলে কাতালান ক্লাবটির বার্ষিক আয় হবে প্রায় ২৩ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর একটা অংশ আসবে স্পন্সর থেকে। এই খাত থেকে আসবে প্রায় ১৫ কোটি ইউরো বা এক হাজার ৭৩৭ কোটি টাকা। এ ছাড়া জার্সি বিক্রি বাবদ আসবে বাকি আট কোটি ইউরো বা ৯২৬ কোটি টাকা।

মেসি মানেই সোনার হরিণ। যেখানে যাবেন, সবটুকু আলো কেড়ে নেওয়ার পাশাপাশি লাভবান করবেন ক্লাবকে। তাই তো চড়া মূল্যে তাকে পেতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদির ক্লাব আল-হিলাল। কারণ, মেসি নামক বিজ্ঞাপনে শুধু ক্লাব নয়, ফুলেফেঁপে উঠবে গোটা লিগই।

মূলত মেসিকে ফিরিয়ে এনে নিজেদের আর্থিক ক্ষতি পোষাণোর চেষ্টা করছে বার্সা। কথা বলছে নিজেদের পৃষ্ঠপোষকদের সঙ্গে। মেসি বার্সায় ফিরে আসবেন, এ ব্যাপারে আশাবাদী কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তে ও কোচ জাভি হার্নান্দেজ। অবশ্য, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বলেই দিয়েছেন, মৌসুম শেষের আগে কোনো সিদ্ধান্ত নয়।

দুর্দান্ত পারফরমেন্সে আইসিসির পুরস্কার হাতে পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক :
দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন  বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তারই স্মারক হিসেবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন মিরাজ।

ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে বিবেচিত মিরাজ।

ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি  ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপূণ্য। ওই সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।

মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এশিয়া কাপের ভেন্যু কি চূড়ান্ত?

স্পোর্টস ডেস্ক :
সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে সেখানে যাবে না বলে জানিয়ে দেয় ভারত। এতে হুমকির মুখে পড়েছে এশিয়া কাপ। তবে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানে হবে চারটি ম্যাচ। তবে ভারতের কোনো খেলা সেখানে অনুষ্ঠিত হবে না। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।এর আগে হাইব্রিড পদ্ধতিতে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত। পুরো টুর্নামেন্টই নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের জন্য চাপ দেয় তারা। তবে হাইব্রিড মডেলে বিসিসিআই ও এসিসির আপত্তি নেই বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

 

 

যে কারনে ম্যান সিটির ‘অপ্রতিরোধ্য’

স্পোর্টস ডেস্ক :
গেল ছয় বছরে পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার এই দলটি এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করলো।

সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিনবার শিরোপা জিতেছিল একই শহরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৭ থেকে ২০০৯ সালে।

সিটি এখন ইউনাইটেডের অন্য একটি রেকর্ডের আরও এক ধাপ কাছাকাছি এগিয়ে গেল। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল, এখন সিটির সামনে সেই সুযোগ।

ট্রেবল হচ্ছে একই মৌসুমে লিগ শিরোপা, ঘরোয়া কাপ শিরোপা ও মহাদেশীয় শিরোপা জয়ের গৌরব অর্জন করা।

এফ এ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলান-এই দুটি ম্যাচ জিতলে ম্যানসিটির এই দলটি ‘অমরত্ব লাভ করবে’ বলছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার।

৩ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হবে পেপ গার্দিওলার এই ‘অপ্রতিরোধ্য’ দলটি, এরপর ইস্তানবুলে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

সব পজিশনে ‘একজন নায়ক’

শনিবার রাতে আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে যাওয়ার পরই সিটির লিগ জয় নিশ্চিত হয়েছে। দলটির ফুটবলাররা তখন এক সাথে বসে টেলিভিশনে এই ম্যাচ দেখছিল এবং শেষ বাঁশি বাজার সাথে সাথে তারা উল্লাসে ফেটে পড়েন।

ম্যানচেস্টার সিটির ইতিহাসে এটা নবম প্রিমিয়ার লিগ শিরোপা, যার সাতটিই এসেছে ২০১১-১২ মৌসুমের পর থেকে।

ম্যানচেস্টার ইউনাইটেডেরও একই রেকর্ড। ১৯৯৩ সাল থেকে ২০০১ সালের মধ্যে সাতবার শিরোপা জিতেছিল এই ক্লাবটি। লিভারপুল এমন সময় কাটিয়েছিল ১৯৭০ থেকে ১৯৮০ এর মধ্যে।

অ্যালান শিয়েরার বলছেন, সিটি এমন একটা সময় কাটাচ্ছে যা মানুষ অনেক দিন মনে রাখবে।

ম্যানসিটির সাবেক গোলকিপার শে গিভেন বিশ্বাস করেন গার্দিওলার এই দলটি ইতিহাসের সেরা দলগুলোর একটি।

তিনি বলেন, “অবিশ্বাস্য একটা দল। দেখেন সব জায়গায়, সব পজিশনে একজন নায়ক আছে, রাইট-ব্যাক হোক আর সেন্টার ব্যাক অথবা মিডফিল্ড”।

ম্যানসিটির এই দলে কোনও দুর্বলতা দেখছেন না তিনি, “কেভিন ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, মাহরেজ- গোটা মাঠেই আপনি তাদের আধিপত্য দেখতে পাবেন।”

এখানে রিকো লুইসের কথা আলাদাভাবে বলতেই হয়, মাত্র ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন সর্বত্র। তিনি জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম ঘরানার ফুটবল খেলেছেন।

গার্দিওলার এই দলটিতে অপ্রত্যাশিতভাবেই সুযোগ পেয়ে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করেছেন সদ্য কৈশোর পেরোনো এই ফুটবলার।

এর্লিং হালান্ডের রেকর্ড

এই মৌসুমে ৪৮ ম্যাচ খেলে ৫২ গোল করেছেন এর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে করেছেন ৩৬ গোল যা ইতিহাসে সর্বোচ্চ। ম্যানসিটির দুর্দান্ত এই দলটিকে আরও ক্ষুরধার করার পেছনে আছেন তিনিই।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরার মনে করেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হালান্ড দারুণ কিছু করে দেখাবেন।

তিনি বলেন, “সিটিকে এমন একটা জায়গায় নিয়ে আসতেই হালান্ডকে কেনা হয়েছিল এবং তিনি ঠিক সেটাই করেছেন।”

হালান্ডের হাবভাবের দারুণ ভক্ত শিয়েরার, “হালান্ড ক্ষুধার্ত, একটা গোলের জন্য মরিয়া হয়ে থাকেন।”

নরওয়েজিয়ান হালান্ড সবার নজরে আসেন জার্মান লিগের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলার সময়ে।

তবে তার জন্ম ইংল্যান্ডের লিডসে, ২০০০ সালে। তার বাবা এলফি হালান্ডও এক সময় ম্যানচেস্টার সিটির হয়ে খেলতেন। আর মা গ্রি ম্যারিটা ব্রট খেলতেন হেপটাথলন।

বরুশিয়া ডর্টমুন্ডে ৬৭ ম্যাচে ৬২ গোল করেছিলেন তিনি। নরওয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ২৩ ম্যাচে গোল করেছেন ২১টি। এখন তাকে বর্ণনা করা হচ্ছে আধুনিক ফুটবলের ‘গোলমেশিন’ হিসেবে।

যে কোনও দলকে চাপে রাখার ক্ষমতা

এই মৌসুমে আর্সেনাল যখন দিনের পর দিন এক নম্বরে থেকে খেলা চালিয়ে যাচ্ছে তখনও ম্যানচেস্টার সিটি নিজেদের স্থির রেখে স্বাভাবিক খেলা চালিয়ে গেছে। বিশ্বাস রেখেছে যেকোনও মুহূর্তেই এমন সময় আসবে যখন আর্সেনাল পা হড়কাবে। ঠিক সেটাই হয়েছে শেষ পর্যন্ত।

ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষকে চাপে রাখতে পারে এবং এই চাপে প্রতিপক্ষ ভেঙ্গে পড়ে-এমনটা দেখা গেছে অনেক ম্যাচেই।

ম্যানসিটির রেকর্ডই বলছে, তারা প্রতিপক্ষের ওপর একটা মানসিক চাপ বজায় রাখতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে লিভারপুল ও আর্সেনাল এই চাপে টিকে থাকতে পারেনি।

য়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের আধিপত্য ফিরে এসেছিল কেবল এক মৌসুমের জন্য, তাও আবার ৩০ বছরে প্রথমবার অ্যানফিল্ডে ফিরেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি।

বাকি সময় পেপ গার্দিওলার ম্যানসিটির চাপে পড়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েও শিরোপা ঘরে তুলতে পারেনি লিভারপুল।

২০১৯ সালে টানা ১৪ ম্যাচে জিতে ম্যানচেস্টার সিটি শিরোপা নিশ্চিত করেছিল, যা অনেকে বলেছিলেন ‘অলৌকিক ব্যাপার’।

এই মৌসুমে ৪৮ ম্যাচ খেলে ৫২ গোল করেছেন এর্লিং হালান্ড, ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে করেছেন ৩৬ গোল যা ইতিহাসে সর্বোচ্চ

আর্সেনালেরও এবার একই হাল। এপ্রিল মাসের এক তারিখেও লন্ডনের ক্লাবটি ছিল পয়েন্ট তালিকার এক নম্বরে।

তারপর আট ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে, তিনটি ড্র ও তিনটি হেরে গেছে মিকেল আর্টেটার দল।
যার মধ্যে আছে ম্যানসিটির বিপক্ষে ৪-১ গোলের হার। অনেকে মনে করেন এই ম্যাচেই আর্সেনাল মনোবল হারিয়ে ফেলে। এতো লম্বা সময় এক নম্বরে থেকে এমন হার অনেক দলকেই ভেঙ্গে দিতে পারে।

ম্যানচেস্টার সিটির মধ্যে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার প্রবণতা আছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলে। মৌসুমের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ৬-৩ গোলে।

প্রিমিয়ার লিগের সাবেক স্ট্রাইকার গ্লেন মারে বিবিসিকে বলেছেন, “ম্যানচেস্টার সিটির দলটা ভয়ানক, তারা জয় তুলে নিয়ে সেটা নিয়ে আর ভাবে না। একটা আবেগহীন দল। কোনও কিছুতেই তাদের কিছু যায় আসে না।”

গ্লেন মারে ১৯৯৯ সালের স্মৃতিচারণ করছিলেন, যেবার ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জিতেছিল, “ওই বছর ইউনাইটেড দল যা করেছিল তাতে অনেকেই দলটার সমর্থক বনে গিয়েছিল আমার মতোই। সিটির এই দলটাও অমরত্ব লাভ করবে।”

পেপ গার্দিওলার জন্যও এটা দারুণ এক মুহূর্ত। তিনি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি-এই তিন ক্লাবের দায়িত্বে থাকা অবস্থায় মাত্র তিনবার লিগ শিরোপা মিস করেছেন।

এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও তিনি হ্যাটট্রিক শিরোপা জিতেছেন।

মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব আল হিলালের

স্পোর্টস ডেস্ক :
ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। আর্জেন্টাইন তারকা চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব ছাড়বেন তা নিয়ে এখনও ধোয়াঁশা কাটেনি। এমন সময়ে মেসিকে পেতে টাকার অঙ্ক আরও বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে আগে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও, তা এখন বাড়িয়ে ৫০০ মিলিয়ন ইউরো করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮০০ কোটি টাকার সমপরিমাণ।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় লিওনেল মেসি। তাকে দলে ভেড়াতে বেশকবার আরেক সৌদি ক্লাব আল হিলালের নাম শোনা গেলেও সবকিছু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মেসির পরিবার। তবে মেসিকে পাওয়াটা যে এত সহজ হবে না তা ভালোই জানা আল হিলালের। তাই হয়তো টাকার অঙ্ক বাড়িয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা সৌদি প্রো লিগের প্রভাবশালী ক্লাবটির।

মেসিকে পেতে মুখিয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। যদিও এত পরিমাণ অর্থ দিয়ে তারা মেসিকে নিতে নারাজ। বার্সা সভাপতি লাপোর্তাও মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সবকিছু নির্ভর করছে পিএসজির ওপর। কারণ তারাও শর্তসাপেক্ষে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগান সিরিজ

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের আগেই একমাত্র টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।

ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে-৫, ৮ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।

মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।

সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

 

দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড সফরের শুরুটা বাংলাদেশের জন্য ছিল বেশ অস্বস্তিকর। বৃষ্টির বাধায় পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ার পাশাপাশি প্রথম ম্যাচ পরিক্ত্যক্ত হওয়ায়  সিরিজ জয় নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ মঙ্গলবার (১৬ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্রিকেটারদের ফ্লাইট। ক্রিকেটারদের বহরে আসেননি চার ক্রিকেটার লিটন দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং স্পিনার তাইজুল ইসলাম। লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফেরার কথা রয়েছে তাদের। এ ছাড়া সাকিব আল হাসান বাদে স্কোয়াডের বাকি সদস্যরা দেশে ফিরেছেন।

আঙুলে চোট পাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এই সময়টাতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই সময় কাটাবেন সাকিব। এরপর দেশে ফিরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবেন তিনি।

আগামী জুনের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তামিম-মুশফিকরা। এরপরই জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে আফগানিস্তান সিরিজের ক্যাম্প। যেখানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তামিমের দল। অভিজ্ঞ তামিম-মুশফিকদের পাশাপশি তরুণ হাসান-শান্তদের নজরকাড়া পারফরম্যান্স এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি।

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে যেন আলোচনা থামছেই না। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে আপত্তি ভারতের। নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের প্রস্তুাবেও সাড়া দেয়নি ভারত। তাই এবার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান।

গতকাল সোমবার (১৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপে অংশ না নিলে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাবে না পাকিস্তান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘ভারত সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের উচিত যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে পরিস্থিতি আরও বাজে হবে।’

ভারতের মাটিতে বাবর-রিজওয়ানদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা দেখছেন শেঠি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতেও আমাদের দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।’

এই ইস্যুতে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করলেও কার্যত কোনো সমাধান করতে পারেনি আইসিসি। তবে শেষমেশ কোনো সমাধানে না পৌঁছালে আসন্ন এশিয়া কাপে ভারত ও বিশ্বকাপে পাকিস্তানকে না-ও দেখা যেতে পারে, যা মোটেও কাম্য নয় সমর্থকদের।

দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন নেইমার

স্পোর্টস ডেস্ক :
পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে। শেষমেশ ভিডিও বার্তায় ক্ষমা চেয়েও সমর্থকদের শান্ত করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। মাঠে খেলতে গেলে এখনও সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে তাকে। আর মেসির এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন বন্ধু নেইমার ও লুইস সুয়ারেজ।

আজ রোববার (১৪ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী আজাকসিওকের বিপক্ষে ম্যাচে ৫-০ গোলে পিএসজি জিতলে মেসিকে ধুয়ো দিতে ছাড়েননি সমর্থকরা। এই ম্যাচে মেসি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। তবে দল জিতলেও মেসির প্রতি সমর্থকদের এমন আচরণের কারণ খেলার পারফরম্যান্স নয় বরং মেসি আলোচিত সৌদি সফর।

এই ম্যাচে দেখা যায়, মেসির পায়ে যখনই বল যাচ্ছিল তখনই সমর্থকরা তার উদ্দেশ্যে ধুয়ো দিচ্ছিলেন। যা মাঠে বসেই দেখছিলেন বন্ধু নেইমার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমারকে এই ম্যাচে গ্যালারিতে দেখা যায়। সে সময় সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজকেও ভিডিও কল দিয়ে দিতে দেখা যায় নেইমারকে। পরবর্তীতে সেই ভিডিও কলের স্ক্রিনশট দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরি দেন নেইমার। আর ক্যাপশনে লেখেন, একসঙ্গে আমরা বন্ধু লিওকে দেখছি’।

পিএসজিতে মেসি-নেইমার দুইজনের ভবিষ্যৎ ঘিরে রয়েছে ঘোর অনিশ্চয়তা। একদিকে মেসি যেমন চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, চোটে থাকা নেইমারকে দলে রাখার ব্যাপারেও ইতিবাচক কোনো বার্তা দেয়নি পিএসজি।