প্রতিমন্ত্রী হলেন জাহিদ ফারুক শামিম

আকিব মাহমুদ,বরিশাল: বঙ্গভবনে আগামীকাল (সোমবার) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রোববার দুপুর থেকে শপথ নেয়ার আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা ফোন করছেন সংশ্লিষ্টদের।

এর আগে গণভবন থেকে বেলা দেড়টার দিকে তালিকা নিয়ে সচিবালয়ে ফেরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম।

গোলাম কিবরিয়া টিপুকে মন্ত্রী করার দাবী বাবুগঞ্জ মুলাদীবাসীর

প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ: বাংলাদেশ, বাঙালী জাতির সূর্যসেনা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঘুমিয়ে আছে যে মাটিতে, এশিয়ার অন্যতম দৃষ্টি নন্দন দুর্গাসাগর অবস্থিত যেখানে তা নিয়েই বরিশাল-৩ আসন। বাবুগঞ্জ-মুলাদী দুইটি উপজেলা নিয়ে বরিশাল-৩ আসন গঠিত। দখিনের অন্যতম জনপদ, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খা ও জয়ন্তী নদীবেষ্টিত বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকা। ১৬৪.৮৮ বর্গ কিলোমিটার আয়তনের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন ও ২৩৫.৫ বর্গ কিলোমিটার আয়তনের মুলাদী উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকা। বিগত ২০০৮ সালের নির্বাচনে সীমানা পূননির্ধারন করে বাবুগঞ্জের সাথে মুলাদী যুক্ত করে বরিশাল-৩ আসন গঠন করা হয়। এর আগে উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে ছিল বরিশাল-৩ আসন। তখন মুলাদী ছিল বরিশাল-৪ আসনে। বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৫১২ জন। ১৩০টি ভোট কেন্দ্র ও ৫৮৪টি ভোট কক্ষ। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৪ হাজার ৭৫৪ জন ভোটার ও মুলাদী উপজেলায় ১ লক্ষ ৩৮ হাজার ৭৫৮ জন ভোটার ছিল । সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে ১ লক্ষ ৪৭ হাজার ৩৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আবারো টিপু, আবারো উন্নয়ন স্লোগান নিয়ে গোলাম কিবরিয়া টিপু ৫৪ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি সংলগ্ন গ্রামের বাসিন্দা (বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রাম) ও জাপার অন্যতম প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালেও বরিশাল-৩ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাবাসীর মতে, গোলাম কিবরিয়া টিপু সে সময় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নদী বেষ্টিত এ দুই উপজেলার সব খেয়াঘাট ও হাট-বাজারের ইজারা প্রথা বাতিল করে জনগনের জন্য ফ্রি করে দিয়েছিলেন। তার উন্নয়নের হাত শক্তিশালী করতে আমরা তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। বাবুগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাবুগঞ্জ মুলাদীর উন্নয়নের স্বার্থে আমরা এক মোহনায় কাজ করবো, আমরা উন্নয়ন চাই। উন্নয়নের গতি ত্বরানিত করতে গোলাম কিবরিয়া টিপু সাহেবকে মন্ত্রী পদে দেখতে জনপদের জনগন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সর্বপ্রথম নারী অধ্যক্ষ হিসাবে নিয়োগ লাভের গৌরব অর্জন করা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার বলেন, একসময়ের সর্বহারা, সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত দুই উপজেলায় শান্তির সু-বাতাস ফিরিয়ে আনার জন্য রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছিলেন তিনি। ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনায়াসে যেকোন প্রান্তে গাড়ি নিয়ে সহজে যাতায়াত করতে পারায় খুব সহজেই অপরাধ কিংবা সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয়ে যায়। এবার আমরা তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। বাবুগঞ্জ উপজেলা জাপার সভাপতি মুকিতুর রহমান কিচলু বলেন, বরিশাল-৩ আসন মূলত জাতীয় পার্টির ঘাঁটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে কতিপয় সুবিধাভোগী নেতার কারসাজিতে কয়েকটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হওয়ায় আমরা ভোট বর্জন করায়, করে আমার নেতাকে (গোলাম কিবরিয়া টিপু) হারিয়ে দেয়া হয়েছিল। যার ফল বিগত সময়ে নির্বাচনী এলাকার সাধারন ভোটাররা হাড়ে হাড়ে টের পেয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারন ভোটাররা দীর্ঘদিন থেকে নির্বাচনের জন্য মাঠে ময়দানে সাংগঠনিক কাজ করে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এলাকার উন্নয়নের স্বার্থে জননেতা গোলাম কিবরিয়া টিপুকে মন্ত্রী পদে দেখতে চাই। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তৃনমুলের জননন্দিত যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন স্বপন বলেন, বাবুগঞ্জ মুলাদীবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জননেতা গোলাম কিবরিয়া টিপু ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। সদা হাস্যোজ্বল এই সাদা মনের মানুষটি বিগত নবম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রনে এনে সাধারন মানুষদের শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। এবার তিনি উন্নয়নের নতুন চমক দেখাবেন, তাকে আমরা মন্ত্রী হিসাবে পেতে চাই। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ খান বলেন, বাবুগঞ্জ, মুলাদী এলাকা তথা দখিনের জনপদে গোলাম কিবরিয়া টিপু একটি নাম, একটি ইতিহাস। এলাকার সকল হাট বাজারের খাজনার লক্ষ লক্ষ টাকা সরকারের ঘরে জমা দিয়ে জনগনের জন্য হাট, বাজার, ঘাটের ইজারা মওকুফ করেছিলেন, মুলাদী বাবুগঞ্জবাসীদের বাসযোগ্য একটা পরিবেশ সৃষ্টি করে জনগনের মনে যায়গা করে নিয়েছেন। আমরা তাকে মন্ত্রী পদে দেখতে চাই। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক, মুলাদী পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান বলেন, সরকারী বরাদ্দ যেমন কাবিখা, কাবিটা, টি আর সহ প্রত্যেকটি বরাদ্দ সুষ্ঠ ও ন্যায় সঙ্গত ভাবে বন্টন করায় মানুষ উক্ত প্রকল্প গুলির নামের সাথে প্রথমবারের মত তার আমলেই পরিচিত হয়েছিলেন। দুটি উপজেলার প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় একাধিকবার বরাদ্দ দিয়েছিলেন। তার উন্নয়নের অগ্রযাত্রা বৃদ্ধি করতে আমরা তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। বরিশাল জেলা ছাত্রসমাজ সভাপতি আশিকুর রহমান বলেন, জননেতা গোলাম কিবরিয়া টিপু ব্যক্তিগত জীবনে অত্যন্ত দানশীল, তিনি গরীব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগীতা করেন। পুলিশ বাহিনী, প্রাইমারী শিক্ষক সহ বিনা টাকায় বহু চাকুরী হয়েছে তার আমলে। অবকাঠামো উন্নয়নের আওতায় অনেক স্কুল কলেজ মাদ্রাসার নতুন ভবন নির্মিত হয়েছিল। অসংখ্য রাস্তা, ব্রীজ, কালভার্ট, খালখনন সহ বহু উন্নয়ন মূলক কাজ হয়েছিল। সন্ত্রাসমুক্ত এলাকায় জনগন পরম সুখে ও শান্তিতে বসবাস করেছিল। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন স্বাধীন ভাবে কাজ করেছেন। তার পাঁচ বছরের শাষন আমলে একটি রাজনৈতিক মামলাও হয়নি। সহমর্মিতার রাজনীতি করেছেন সর্বদা। শান্তি ও সম্প্রতি বিরাজ ছিল সর্বত্র। একজন মহান দেশ প্রেমিক, দক্ষিণাঞ্চলের স্বচ্ছ রাজনীতির রুপকার তিনি, তাকে মন্ত্রী পদে দেখতে চাই। বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক সোহেল হাওলাদার বলেন, জননেতা টিপু ভাই একজন দক্ষ রাজনিতীবিদ। তিনি এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত রাখেন। এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, ব্রীজ, কার্লভার্ট, স্কুল, কলেজসহ এমন কোন স্থান নেই, যেখানে তার উন্নয়নের ছোয়া লাগান নাই। তিনি এলাকার সুষম উন্নয়ন করেছেন। এলাকার জনগনের প্রানের দাবী, আমরা তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই।

ফটো ক্যাপসনঃ জাপা প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

বার্তা প্রেরক-
প্রিন্স তালুকদার,

বরিশালে বিভাগে জামানাত হারাচ্ছেন সরোয়ার সহ ২১জন

আকিব মাহমুদ,বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী জামানত হারিয়েছেন। এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীই রয়েছেন অন্তত ১৬৩ জন। নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ইসি সংশ্নিষ্টরা বলছেন, দেশের নির্বাচনের ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত।

এর আগে এত বেশি সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্তের নজির নেই। এর আগে নবম সংসদে বিএনপির ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকেরও চার প্রার্থী জামানত হারান।

ইসি সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একটিতেও বিএনপি প্রার্থীরা জামানত রক্ষা করতে পারেননি। অনেক আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেলেও জামানত রক্ষা হয়নি বিএনপি প্রার্থীদের।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ হোসেন জানিয়েছেন, আইন অনুযায়ী একজন প্রার্থীকে যত ভোট কাস্ট হবে তার নূ্যনতম আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় তার জামানত বাজেয়াপ্ত হবে। এই বিধানটি রাখা হয়েছে প্রার্থীকে লজ্জা দেওয়ার জন্য। এটাকে জরিমানাও বলা যেতে পারে। এর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে জিততে না পারার কোনো সম্ভাবনা না থাকলে যাতে কেউ নির্বাচনে অংশ না নেন।

ভোলা-৪ ‍আসনে ‍বিপুল ভোটে বিজয়ী জ্যাকব

আকিব মাহমুদ,বরিশাল: ভোলা-৪ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামী লীগের প্রার্থী ‍আবদুল্লাহ ‍আল ‍ইসলাম জ্যাকব। তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। ভোলা-৪ ‍আসনে মোট-১৩৬ টি কেন্দ্রে ৩৬৮৫৫৩ ভোট। ‍এর মধ্যে

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব – বাংলাদেশ আওয়ামী লীগ ২,৯৯,১৫০

নাজিম উদ্দিন আলম – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫,০৪৭

মো. মহিবুল্যাহ – ইসলামি আন্দোলন বাংলাদেশ ৬,২২২

হাতপাখার হাজার হাজার নেতাকর্মীর জীবন উৎসর্গ করার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট: ভোট চুরির চেষ্টা করা হলে জনতা কঠোর হস্তে দমন করবে -মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, আগামী ৩০ তারিখ কোন প্রকার ভোট চুরির চেষ্টা করা হলে সচেতন জনতা কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। বিগত নির্বাচনগুলোতে যে সুযোগ পেয়েছেন, এবারের নির্বাচন সেগুলোর মতো নয়। সুতরাং এবার কেউ ভোট চুরির কিংবা ভোটকেন্দ্রে গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। আমার হাতপাখার কর্মীরা রক্ত ও জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। এসময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মী হাত তুলে জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেন।

শায়েখে চরমোনাই দক্ষিণ বঙ্গের আওয়ামীলীগ অভিবাবক আবুল হাসানাত আব্দুল্লাহ ও বিবিসি মেয়র সাদিক আব্দুল্লাহ কে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি কারচুপি করার ইচ্ছা থাকে তবে আগেই সবাইকে মাঠ ছেড়ে দেয়ার জন্য বলুন। নয়তো মানুষগুলো কষ্ট করে ভোট দিতে এসে ভোট দিতে না পেরে কষ্ট পেয়ে যায়।

আজ ২৭-১২-২০১৮ ইং বৃহস্পতিবার বিকাল ৪ টায় বরিশাল নগর ভবনের সম্মূখে ফজলুল হক এভিনিউতে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন, সংবিধান আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে, নির্বাচন করার অধিকার দিয়েছে। কোন অপশক্তি আমাদের রাজনীতি ও নির্বাচন করার অধিকার কেড়ে নিতে পারবেনা। শায়েখে চরমোনাই হুসিয়ারী দিয়ে বলেন, যারা ভোট ডাকাতির ইচ্ছায় কেন্দ্রে আসবেন তারা ভেবেচিন্তে আসবেন, কঠিন মাশুল গুণতে হবে এবার।

পথসভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোল এর কেন্দ্রীয় উপদেষ্টা নওমুসলিম আলহাজ¦ ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর উপদেষ্টা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মহানগর সহ সভাপতি মাওলানা লুৎফর রহমান, মাওলানা আনোয়ার জিহাদী, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্স সেন্টার ঢাকা এর পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, বরিশাল মহানগর সভাপতি কে.এম.শরীয়াতুল্লাহ, বিশিষ্ট হিন্দু নেতা শ্রী বাবু দিাকর রায় দুলাল দাস, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক বদরুজ্জামান প্রমূখ।

শাসক নয় জনগনের সেবক হতে চাই- শাহে আলম

বানারীপাড়া প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিব অন্তঃ প্রাণ মাটি ও মানুষের নেতা মো. শাহে আলম বলেছেন স্বাধীনতা-সার্বভৌমত্ব,শান্তি,উন্নয়ন ও অগ্রগতির প্রতিক নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মস্থান সৃষ্টি,মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্কুল,কলেজ ও মাদ্রাসায় উন্নত অবকাঠামো নির্মাণ সহ তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মানোন্নয়ন,চাকুরীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি,সর্বোপরি সন্ত্রাস, জঙ্গিবাদ,ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক এবং আদর্শ তিলোত্তমা উপজেলায় রূপান্তর করা হবে। বৃহস্পতিবার শীতের ¯িœগ্ধ বিকালে বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জনসমুদ্রে রূপ নেওয়া নৌকার প্রার্থীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মো. শাহে আলম স্বপ্ন জাগানিয়া এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করে এ দু’উপজেলাবাসীকে শান্তিময় নিরাপদ ও উন্নত জীবন যাপনের পরিবেশ সৃষ্টি করে দেবো। মানুষ ঘরের দরজা খুলে শান্তিতে ও নির্বিঘেœ ঘুমাতে পারবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা ও তার সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালণের প্রত্যয় ব্যক্ত করে এসময তিনি নৌকায় ভোট প্রার্থণা করলে উপস্থিত জনতা হাত উঁিচয়ে ভোট দেওয়ার অঙ্গিকার করেন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল-২ আসনে বিদায়ী সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমদ,কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সালাম,বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) এম এ জব্বার,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুর রহমান,সাবেক ছাত্রলীগ নেত্রী সৈয়দ্ ারুবিনা আক্তার মীরা,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সম্পাদক আ.মজিদ সিকদার বাচ্চু,পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টিভি চ্যানেল এসটিভি বাংলার নির্বাহী পরিচালক ও সম্পাদক সোহেল সানি,সিদ্দিকুর রহমান মজনু,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমেদ কিসলু,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহিন,ঢাবির শিক্ষক ড. রফিকুল ইসলাম,ঢাকার বিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আ. হাই,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউনুফ আলী ও অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ,আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,খিজির সরদার,জিয়াউল হক মিন্টু,মাইনুল হাসান মোহাম্মদ,রাহাদ আহম্মেদ ননী,আ. মন্নান মৃধা,শহিদুল ইসলাম,সাইফুল ইসলাম শান্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,ওমর ফারুক,আ.রহিম ও আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল,উপজেলা শাখার সহ-সভাপতি কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। প্রসঙ্গত উঠান বৈঠকে যোগ দেওয়ার জন্য বানারীপাড়া পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী,সমর্থক ও দলমত শ্রেণী পেশার সর্বস্তরের নারী-পুরুষ,শিশু নৌকা প্রতিক ও প্ল্যাকার্ড নিয়ে দুপুর গড়াতেই স্কুল মাঠে এসে জড়ো হন। এক পর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের সড়ক ও বাসা-বাড়ির ছাদ ছাপিয়ে উঠান বৈঠকটি জনসমুদ্রে রূপ নেয়।

কোন স্থানেই প্রচার-প্রচারনা করতে দিচ্ছে না পুলিশ-সরোয়ার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর (৫) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীর্ষের প্রার্থী সাবেক জাতীয় সংসদের হুইপ এ্যাড.মজিবর রহমান সরোয়ার গনমাধ্যম কর্মীদেরকে বলেন মাঠে সেনা বাহিনী আসার পরও নির্বাচনী মাঠের পরিস্থিতি একটুও বদলাই নাই।
কোন স্থানেই নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারনা করতে নামলেই পুলিশ বিনা গ্রেপতারী পরোয়ানা ছাড়াই আমি সরোয়ার একজন প্রার্থী হয়ে হওয়ার পরও আমাকে ধাক্কা দিয়ে কর্মী ও সমর্থকদের পুলিশ গ্রেফতার করে নিয়ে সাধারন জনগনের মাঝে ভীতি আতংক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করে যাচ্ছে।
তিনি আরো বলেন এখনো দিন-রাত পুলিশ ধানের শীর্ষের সমর্থক কর্মীদের গন গ্রেফতার করে চলছে।
জনগন আশা করেছিল সেনা বাহিনী মাঠে আসলে হয়ত এবারের মত একটি ভোট তারা কেন্দ্রে গিয়ে দিতে পারবে এখনো যেভাবে পুলিশ আমাদের দলীয় লোকদের হয়রানী নির্বিচারে গ্রেপতার করে যাচ্ছে তাতে আমরা সুষ্ঠ নির্বাচন ও জনগন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে বলে মনে হয় না।
সরোয়ার আরো বলেন আমার নৌকা প্রতীক প্রার্থী প্রশাসনকে ব্যবহার করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে।
আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত ভোঠের মাঠেই থাকব এতে আমাকে সহ আমার সকল নেতা-কর্মী ও সমর্থকদের পুলিশ গ্রেফতার করুক।
এসময় তিনি বরিশাল সদর আসনের সকল জনগনের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের ভোটের ন্যায্য অধিকার কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে দিবেন কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট ভাবে ভোট দেয়ার জন্য আহবান জানান।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার নগরীর রুপাতলী সোনার গাঁও টেক্সটাইল মিল সহ বিভিন্ন স্থানে তার দেহ রক্ষি মিজান সহ এ্যাড.পলাশ নামের এক কর্মী নিয়ে অসহায়ের মত প্রচার-প্রচারনা ও গন সংযোগ করেন।
এর পরপরই তিনি বরিশাল শহরতলী ১০নং চন্দ্রমোহন ইউনিয়নে গন সংযোগ করে স্পীডবোট যোগে বরিশালে ফিরে আসার পথে সাহেবের হাট নামকস্থানের নদী পথে বন্দর থানার একদল সিভিল ড্রেসের পুলিশ স্পীডবোট আটকাবার চেষ্টা করে ব্যার্থ হলে তারা পিছু ধাওয়া করে।
মজিবর রহমান সরোয়ার এসময় তার স্পীডবোটটি বিশ্বাসের হাট চরমোনাইর ৫নং ইউনিয়ন পরিষদের সামনের নদীর ঘাটলায় থামানোর সাথে সাথে পুলিশ সদস্যরা কোন কথা না বলে মজিবর রহমান সরোয়ারকে ধাক্কা দিয়ে সড়িয়ে হাতে ধানের শীষের লিফলেট থাকার অপরাধে টেনে-হিছড়ে পুলিশের স্পীডবোট উঠিয়ে নিয়ে এ্যাড. পলাশ নামের এক কর্মীকে।
এসময় মজিবর রহমান সরোয়ার আটকের কারন ও পলাশকে ছাড়িয়ে রাখার জন্য অনেক অনুরোধ করার পরও পলাশকে নিয়ে বন্দর থানার দিকে চলে যায়।
এর আগে পুলিশ চলে আসা দেখে চন্দ্রমোহন ইউনিয়নের প্রবীন বিএনপি নেতা ইসরাইল পন্ডিত ও সরোয়ারের নির্বাচনী সাথী মিজান পালিয়ে নিজেদের রক্ষা করেন।
অপরদিকে সরোয়ার বরিশালে ফিরে নগরীর বেলতলা ফেরী ঘাট এলাকায় আসলে সেখানে কাউনিয়া থানার ওসি তদন্ত গোলাম কবীর সহ একাধিক পুলিশ অবিফিসার সরোয়ারের সাথে থাকা কর্মীদের আটকের জন্য অবস্থান নেয়। পরে সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারেন একজনকে বন্দর থানা আটক করে নিয়ে গেছেন।

একবার হাতপাখাকে সুযোগ দিন- চরমোনাই পীর

বরিশাল অবজারভার ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, বরিশাল-৫ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, ইতিপূর্বে ভোট দিয়ে যাদের বিজয়ী করেছেন তাদের উন্নয়নমূলক কার্যক্রম আপনারা প্রত্যক্ষ করেছেন। এবার হাতপাখাকে সুযোগ দিয়ে দেখেন, উন্নয়নের প্রকৃত রূপ দেখাতে চাই। আমরা যদি আপনাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারি তবে আর কখনো ভোট চাইতে আসবোনা।

শায়েখে চরমোনাই আরো বলেন, দেশে প্রতি অর্থ বছরে বিশাল বাজেট হয়ে থাকে। বাজেটের শতভাগ নয় যদি ৫০% উন্নয়নের কাজে ব্যয় করা হতো তবে দেশের চেহারা পাল্টে যেত। আমরা আপনাদের আশ^স্থ করে বলতে পারি যে, বরিশাল সদরের জন্য বরাদ্ধের যে অর্থ আমরা পাবো তার শতভাগ আপনাদের জন্যই ব্যয় করবো ইনশাআল্লাহ।

আজ ২৬-১২-২০১৮ ইং বুধবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে হাতপাখার পথসভায় উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি আরো বলেন, আমাদের রাজনীতি হলো দেশ, জাতি ও মানবতার কল্যাণের জন্য। আমরা নিজেদের পকেট ভারী কাের জন্য রাজনীতি করিনা। সুতরাং দেশে টেকশই উন্নয়ন ও স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য হাতপাখার বিকল্প নেই।

পথসভায় উপস্থিত অন্যান্ন বক্তারা বলেন, দেশে এখন সৎ ও যোগ্য নেতার খুবই অভাব। শায়েখে চরমোনাই এমন একজন নেতা, যার মাঝে একাধারে সততা, ন্যায়নিষ্ঠা, শিক্ষাগত ও সার্বিক যোগ্যতা এবং সৃজনশীল চিন্তাধারা সমাবেশ রয়েছে। সুতরাং বরিশালবাসীর উন্নয়ন ও সংসদে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হলে তাকেই বিজয়ী করতে হবে। তাই বরিশালবাসী এবার দল-ভেদাভেদ সব ভুলে শায়েখে চরমোনাইকে বিজয়ী করুন।

এছাড়াও শায়েখে চরমোনাই আজ শায়েস্তাবাদ, বুখাইনগর ও চাঁদমারী এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্স সেন্টার ঢাকা এর পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, যুবনেতা এইচ এম সানাউল্লাহ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক বদরুজ্জামান সহ কলরব টীমের সদস্যবৃন্দ।

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা আজ বরিশাল নগরীর জনবহুল স্থানগুলোতে মুফতী ফয়জুল করীম ও তার নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে ব্যতিক্রম গজল পরিবেশনের মাধ্যমে জনতাকে আকৃষ্ট করে। প্রতিটি স্থানেই শিল্পীদের ঘিরে দাঁড়াতে দেখা যায় উৎসুক পথচারী ও স্থানীয় লোকজনকে।

বরিশালে লুসি হল্টের কাছে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সরোয়ার

আকিব মাহমুদ: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রচার-প্রচারনা ও গনসংযোগ লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদেরকে আজ মঙ্গলবার (২৫ই ডিসেম্বর) দুপুরে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মালিক জনগন আওয়ামী লীগ তা মনে করেনা।
তারা জনগনকে ভোটের মাঠের বাহিরে রেখে নির্বাচন করার চিন্তা করছে। সেজন্য তারা পুলিশ ব্যবহার করে আমাদের নেতা-কর্মীদের দিনে রাতে দু বেলায় গন গ্রেফতার করছে।
তিনি আরো বলেন ভোটের মাঠে নির্বাচনী প্রতিদ্বন্দ্বি করার সাহস নেই বলেই তারা আজ আমাদের প্রচার-প্রচারনায় হামলা করে ভাংচুর করছে।
তারা ইতিমধ্যে পুলিশ দিয়ে আমাদের শতাধিক নেতা-কর্মীদের গ্রেফতার করিয়েছে। প্রতিপক্ষ মাঠে না থাকলে ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে।
সরোয়ার আরো বলেন বরিশালে সেনা বাহিনী আসার সাথে সাথে আমাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দেশের মানুষ এখনো বিশ্বাষ করে মাঠে সেনা বাহিনী ঠিকমত দায়ীত্ব পালন করলে অন্তত সাধারন মানুষ তাদের ভোটটি দিতে পারবেন
আমরা সেনাবাহিনীকে কোনভাবেই কলংকিত করতে চাইনা।
এসময় তিনি বলেন আমরা নির্বাচিত হলে দেশের গনতন্ত্র উদ্ধারের মাধ্যমে আইনের শাসন কায়েম করব।
দেশের মানুষের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেয়া হবে যার ভোট তার মত করে তিনি দেবেন।
সরোয়ার এসময় বলেন দেখেন কিভাবে নির্বাচন করব আমাদের লোকজনদেরকে গায়েবী মামলায় গন গ্রেফতার করে যাচ্ছে আমরা রিটানিং অফিসারের কাছে অভিযোগ দেয়ার পরও এখনো তার কাছ থেকে কোন কাংক্ষিত কোন ফলাফল পাইনি।
আমি আশা করি সেনাবাহিনী তাদের সম্মান মর্যদা অক্ষুন্ন রেখে জনসাধারনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কাজ করে আরো সম্মান বৃদ্ধি করবে বলে তিনি আশা করেন।
তিনি নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তের কাছে এসে একা একা নগরীর বিসিক,ট্রেক্সটাইল,কাউনিয়া খ্রীষ্টান কলোনীতে গনসংযোগ করেন এসময় সরোয়ার সদ্য বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া সাবেক ব্রিটিশ নাগরিক লুসি হল্ট সহ কলোনীর সকলের কাছে ধানের শীষে ভোট দেয়ার প্রার্থনা করেন।
বিকালে আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন।
অন্যদিকে সেনাবাহিনী বরিশালে চলে আসায় পুলিশ বাহিনীর সদস্যরা যেন বেপরোয়া হয়ে উঠেছে বাসা-বাড়ি ও রাস্তা-ঘাটে অভিযান চালিয়ে বিএনপি সহ সমমনা চিন্তা চেতনার সকলকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নৌকা প্রতীকের সমর্থনে মাঠে সরব জেবুন্নেছা আফরোজ

আকিব মাহমুদ,বরিশাল: নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক। এ দেশের সকল উন্নয়নে এই আওয়ামী লীগের নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গতকাল বরিশালের চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভায় এ আহ্বান জানান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নয়নেরর ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিমকে জয়যুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, বিগত দিনে এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। গনসংযোগকালে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পৌছে গেছে। কাচাঁ রাস্তা পাকাঁ হয়েছে। গ্রামে গ্রামে এখন সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে শহর যেমন সুযোগ সুবিধা পায়, গ্রামেও সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ আর নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এজন্য আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে বেগবান করতে হবে। তিনি বলেন, জনগণ এখন আর স্বাধীনতা বিরোধী, খুনি ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায়না। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বরিশাল অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।