প্রধানমন্ত্রীকে হুমকি, দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার আদেশ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পেয়েছেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুইটি ধারায় মামলার আবেদন করা হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত মামলাটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদনের নথি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আসে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আদালতে দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’

গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলার আর্জিতে তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেছেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’

বাদী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এর আগেও তাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক চক্র। দুদুর বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রের কথা প্রকাশ পেয়েছে। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন জানিয়েছিলাম আমরা।

বরিশালে রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু

দীর্ঘদিন নিস্ক্রিয় থাকার পর অবশেষে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। পদত্যাগের কপি ডাক যোগে বিএনপির মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান খসরু ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত জেলা যুবদলের সভাপতি এবং ৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরিশাল মহানগর বিএনপির ১নং সদস্য ছিলেন।

পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে নগরীতে সুপরিচিত আসাদুজ্জামান খসরু ক্রীড়াঙ্গনেও বেশ পরিচিত। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দেশ-বিদেশে সুনামের সঙ্গে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খসরু।

তবে তিনি দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতি থেকে নিস্ক্রিয় ছিলেন। তার ভাই এটিএম শহিদুল্লাহ কবির বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাউন্সিলর নির্বাচিত হন। গতমাসে তাকে দলের পদ থেকে বাদ দেয়া হয়।

শেখ ফজলুল হক মনির জন্মদিন বুধবার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন আগামীকাল। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে—বেলা ১১টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ, বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও দুপুর ২টায় ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাসস

বিএনপি নেতা এবিএম মোশাররফ কারাগারে

হাইকোর্টের সামনে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অপর পাচঁজন হলেন- অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া,মোস্তাফিজুর রহমান ও রিয়াজ।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এদিন ছয়জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য মোস্তাফিজুরের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন। অন্যদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মোস্তাফিজুরের রিমান্ড বাতিল ও এবং অন্য পাঁচজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অন্যদের জামিন শুনানির জন্য রোববার (১ ডিসেম্বর) দিন ধার্য করেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে আটক করে পুলিশ। এছাড়া অন্য তিনজনকেও পুলিশ গ্রেফতার করে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫-২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেফতার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির তিন নেতা আটক

নিউজ ডেস্ক:

জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরসাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে।

এবিএম মোশাররফসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেফতার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সম্পাদক হলেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক হলেন যারা :

২২ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ মনজুর ও সাধারন সম্পাদক পদে এইচএম হাফিজুর রহমান শিবলী, ২৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল আলম বাবু সরদার ২৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ তারিজ, ২৫ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক পদে মীর শহীদুল ইসলাম রনি, ২৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে হুমায়ূন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে সোলাইমান হা্ওলাদার বাপ্পি, ১৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ হীরা, ২৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইমরান চৌধুরি জামাল, ১১ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান মুন্না, ১২ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে একেএম মোস্তফা সেলিম ও সাধারণ সম্পাদক পদে শেখ মিজানুর রহমান দিপু, ৯নং ওয়ার্ডের সভাপতি জনি হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফাহিম হাসান অর্ক, ১০নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ সাইফুল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে শেখর চন্দ্র দাস, ১৬নং ওয়ার্ডের সভাপতি হিসেবে খন্দকার রেজানুর রহমান রেজা ও সাধারণ সম্পাদক জনাব সঞ্জীব কুমার রায় পিংকু, ১৭নং ওয়ার্ডের সভাপতি হিসেবে সৈয়দ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক পদে সাইদ মাহমুদ, ১৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে তৌহিদুর রহমান সাবিদ ও সাধারণ সম্পাদক পদে শাকিল হোসেন পলাশ, ১৫নং ওয়ার্ডে সভাপতি হিসেবে শেখ রিয়াজ উদ্দিন কবির ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, ৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে রাকিবুল হক রনি, ২১ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ রুস্তম আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর শিকদারকে নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

গত ২৪, ২৬, ২৮, ৩০ অক্টোবর, ১, ৭, ১৩ ও ১৪ নভেম্বর উক্ত ওয়ার্ড সমুহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আকবর চৌধুরী দুলাল। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

আজ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কামাল হাসান রনি:

বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ২৭ নভেম্বর সকাল ১০ টায় কলাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ২৭ নভেম্বর সম্মেলনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ। সম্মেলনে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি
 আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া (এমপি)সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ,আলহাজ্ব কাজী আলমগীর সাধারণ সম্পাদক পটুখালী জেলা আওয়ামী লীগ। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। সম্মেলন সঞ্চালনায় থাকবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন সুলতান মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতি, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কলাপাড়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে। এতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান  মহিব এবং সাবেক সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান তালুকদার প্রার্থীতা কথা শোনা যাচ্ছে   কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান এর পাশাপাশি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক সংসদ সদস্য  আনোয়ারুল ইসলাম এর ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন এর নাম শোনা যাচ্ছে। ইতোমধ্যে কলাপাড়া উপজেলার বেশিরভাগ ইউনিয়ন এবং দুটি পৌরসভার আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ।আগামী কালকের ত্রি-বার্ষিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে  কলাপাড়া উপজেলার সাধারণ কর্মীরা। কে হবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সেই অপেক্ষার প্রহর গুনছেন কলাপাড়ার নেতাকর্মীরা।আগামীকালকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন  সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এমপি)।

আওয়ামী লীগ সরকারই উন্নয়নবান্ধব সরকার : আবুল হাসানাত আব্দুল্লাহ

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারই উন্নয়নবান্ধব সরকার। দক্ষিণাঞ্চলে সিংহভাগ উন্নয়নই হয়েছে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ।

আজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, মহিলা বিষয়ক সম্পাদিকা আইরিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া প্রমূখ। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, চরাদি ইউপি মোঃ শফিকুল ইসলাম, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান আবুল বাশার শিকদার, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, ভরপাশা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, পাদ্রিশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু সভাপতি ও মেয়র লোকমান হোসেন ডাকুয়া দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুমতি ছাড়া সমাবেশ করার সাহস নেই বিএনপির: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনুমতি ছাড়া সভা-সমাবেশ করার সাহস ও শক্তি নেই বিএনপির।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর ইউএনবির

ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া বিএনপি সভা সমাবেশ করবে- বিষয়টি আমার কাছে হাস্যকর। পুলিশের অনুমতি ছাড়া তাদের (বিএনপি) সভা-সমাবেশ করার সাহস, শক্তি আছে কি-না তা নিয়ে আমার প্রশ্ন আছে। আন্দোলনে তাদের কোনো সক্ষমতা আছে?’

বিএনপি কোনো আন্দোলনে ৫০০ লোক দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি।

বিএনপির আমলে আওয়ামী লীগকে অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) অনুমতি নেবেন না কেন? তাদের আমলে অনুমতি ছাড়া আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি।’

প্রসঙ্গত, রোববার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের পর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। যখন প্রয়োজন সমাবেশ হবে।’

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান-সম্পাদককে ঝালকাঠি যুবলীগ নেতা সৈয়দ মিলনের অভিনন্দন

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি) মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের ভাবমূর্তি আরো উজ্জল হবে।