বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনে বর্নিত অপরাধ সমূহ

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এ সুনিদির্ষ্ট কতগুলো অপরাধ এবং উক্ত অপরাধের শাস্তি সম্পর্কে বিধান বর্ণনা করা আছে।ডিজিটাল নিরাপত্তা আইনের ষষ্ঠ অধ্যায়ের ১৯-৩৬ ধারায় উক্ত বিধানসমূহ উল্লেখ করা আছে।অন্যান্য আইনের চেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের শাস্তি সম্পর্কিত বিধান আলাদা ধরনের।কারন ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ণিত অপরাধ সমূহ একবার সংঘটনের শাস্তি একাধিকবার সংঘটনের শাস্তি থেকে আলাদা অর্থাৎ একই অপরাধ একবার সংঘটনের শাস্তির চেয়ে একাধিকবার সংঘটনের শাস্তি আলাদা বা বেশী।ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ণিত অপরাধ সমূহ হল : ১. গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে- আইনী প্রবেশের অপরাধ। (ধারা-১৭) ২. কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বে-আইনি প্রবেশের অপরাধ।(ধারা-১৮) ৩. কম্পিউটার, কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধনের অপরাধ। (ধারা-১৯) ৪. কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ। (ধারা-২০) ৫. মুক্তিযুদ্ব,মুক্তিযুদ্বের চেতনা,জাতির পিতা,জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগাণ্ডা বা প্রচারণার অপরাধ ( ধারা- ২১) ৬. ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতির অপরাধ(ধারা-২২) ৭. ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণার অপরাধ (ধারা -২৩) ৮. পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণের অপরাধ ( ধারা – ২৪) ৯. আক্রমণাত্নক,মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য – উপাও প্রেরণ,প্রকাশ ইত্যাদির অপরাধ( ধারা – ২৫) ১০.অনুমতি ব্যতিত পরিচিত তথ্য সংগ্রহ, ব্যবহার,ইত্যাদির অপরাধ (ধারা-২৬) ১১. সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনের অপরাধ( ধারা- ২৭) ১২. ওয়েবসাইট বা কোন ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কোন তথ্য প্রকাশ,সম্প্রচার, ইত্যাদির ( ধারা – ২৮)১৩. মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার,ইত্যাদির অপরাধ। (ধারা-২৯) ১৪. আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই- ট্রানজেকশন এর অপরাধ( ধারা- ৩০) ১৫. আইন -শৃঙ্খলার অবনতি ঘটানো,ইত্যাদির অপরাধ(ধারা- ৩১) ১৬.সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধ (ধারা-৩২) ১৭.বে- আইনিভাবে তথ্য -উপাও ধারণ,স্থানান্তর, ইত্যাদির অপরাধ (ধারা- ৩৩) ১৮. হ্যাকিং সংক্রান্ত অপরাধ (ধারা – ৩৪) ১৯.অপরাধ সংঘটনে সহায়তার অপরাধ(ধারা -৩৫) ২০.কোম্পানি কর্তৃক সংঘটিত অপরাধ (ধারা- ৩৬)।বাংলাদেশের বাহিরে থেকেও যদি কেউ এই আইনে বর্নিত কোন অপরাধ করে তাহলে তার এই আইনের অধীনে এই মর্মে বিচার হইবে যেন অপরাধটি বাংলাদেশেই সংঘটিত করেছে।

লেখকঃএডভোকেট মোঃ কাওসার হোসাইন,
সুপ্রিম কোর্টের আইনজীবি ও আইনগ্রন্থপ্রনেতা

বরিশালের সন্তান আইটি বিশেষজ্ঞ স্বপ্নচারী শেখ গালিব রহমানের জন্মদিন আজ

আকিব মাহমুদ: মার্কিন যুক্তরাষ্ট্রে আইটি খাতে বাংলাদেশি প্রতিনিধিত্ব করা শেখ গালিব রহমানের জন্মদিন আজ। ব্যাংকার বাবা এস এম সিদ্দিকুর রহমান ও শিক্ষিকা মায়ের সন্তান শেখ গালিব রহমান বরিশাল শহরে জন্মগ্রহন করেন। তার দাদা অ্যাডভোকেট আশরাফ আলী বরিশাল অঞ্চলের একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিত। ছোট বেলায় স্বপ্ন দেখতেন দাদার মতো বড় মাপের একজন আইনজীবী হবেন। সে লক্ষ্যে এক বছর ঢাকায় আইন বিষয়ে পড়াশোনাও করেন। কিন্তু মাত্র ১৭ বছর বয়সে ২০০৭ সালে ইউএসএ আসার পর তার জীবনের মোড় বদলে যেতে শুরু করে।

আমেরিকার ওহাইওতে থাকাকালে অধ্যয়নের পাশাপাশি কিউ এনালিস্ট হিসেবে আইবিএমে প্রথম চাকরি শুরু করেন। ২০১১ সালে সাফল্যের সঙ্গে কম্পিউটার সাইন্স পাস করার পরে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে হান্টিংটন ন্যাশনাল ব্যাংক এ কম্পিউটার এনালিস্ট হিসেবে যোগ দেন। এরপর আইটি কর্মকর্তা হিসেবে চাকরি নেন চেজ ব্যাংক, ক্যাপিটাল ওয়ান ও ডিজনি ওয়ার্ল্ডে।ইতোমধ্যে সিআইএস সিসিএনএ মতো ডাটা বেইজ কোর্সগুলো সম্পন্ন হয়। রেগুলার ইঞ্জিনিয়ারিং থেকে লিড এর দায়িত্ব দেন কর্তৃপক্ষ। এ সময় ৪টা সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় তাকে।

মাত্র ১১ বছরের মধ্যে নিজ কর্মদক্ষতার গুনে যুক্তরাষ্ট্র জুড়ে পরিচিতি পেয়েছেন একজন মেধাবী আইটি টেকনোলজিষ্ট হিসেবে। কাজ করেছেন আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রকল্পে একজন তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ হিসেবে।

ডিএইচএসের সাবেক এ কর্মকর্তা ও আইটি উদ্যোক্তা কাজ করেছেন বিখ্যাত আইটি প্রতিষ্ঠান কেপজিমিনির সঙ্গে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল সার্ভিস (ইউএসডিএস) প্রকল্পে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে যোগ দেন গালিব। ওয়াশিংটন ডিসিতে রিজার্ভ ব্যাংক অব রিচমন্ডে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে কাজ করেন তিনি।

তাছাড়া তথ্যপ্রযুক্তির শিক্ষাকে বহুমাত্রিকভাবে ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান ট্রান্সফোটেক। জ্যামাইকায় ১৭৩ স্ট্রিট-এ অবস্থিত ‘ট্রান্সফোটেক’-এর মাধ্যমে ইনফরমেশন টেকনোলজির (আইটি) আধুনিক শিক্ষায় গড়ে তুলছেন বাংলাদেশিসহ নানা দেশের অসংখ্য তরুণকে। এখানে তরুণদের বহু কাঙ্খিত স্বপ্নকে বাস্তব করে তুলছেন নতুন প্রজন্মের এই কারিগর। শিক্ষার্থীরা আইটি জগতে তাদের একজন পথ প্রদর্শক হিসেবে দেখছেন গালিব রহমানকে। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে এই প্রতিষ্ঠান থেকে চাকরিও নিশ্চিত করা হচ্ছে সরকারী এবং কর্পোরেট হাউজে। এভাবে অসংখ্য পরিবারের কাছে গালিব রহমান একজন আলোকিত মানুষ হিসেবে পরিচিতি। এখন গতিময় এক উজ্জ্বল জীবনের নাম। এই প্রতিষ্ঠানটি শত শত তরুণকে উপহার দিচ্ছে সুন্দর এক জীবনের সন্ধান।

তরুন এই উদ্যোক্তা যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন গর্বিত বাংলাদেশি, যার জীবনের লক্ষ্যই দেশের জন্য কিছু করা। নিজের মেধা দিয়ে দেশ ও দশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান শেখ গালিব রহমান। শেখ গালিব জানান বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিয়ে একটি ক্যাম্পাস ও যৌথ উচ্চশিক্ষা কর্মসূচি চালুর চেষ্টা করছেন তিনি। এ চেষ্টা সফল হলে বাংলাদেশের তরুণদের সামনে নিঃসন্দেহে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। স্বপ্নবান তরুণ গালিবের লক্ষ্যও তা-ই। ‘দেশের উন্নয়নে কাজ করতে পারা এবং মানুষের উপকার করতে পারাটাকেই সর্বশ্রেষ্ঠ কাজ’ বলে মনে করেন স্বপ্নচারী গালিব রহমান।

 

 

 

যীশু খ্রিস্টের জীবনী

বিশেষ প্রতিবেদক:

সামনে ২৫ শে ডিসেম্বর ‘বড়দিন’। যিশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এই দিনটিতে খ্রিস্টানরা যীশুখ্রিষ্টের জন্মবার্ষিকী উদযাপন পালন করে। যদিও বাইবেলে যীশুর জন্মের কোন দিন ক্ষণ পাওয়া যায়নি। খ্রিস্টানদের বিশ্বাস মতে ২৫ শে ডিসেম্বর যীশুর জন্ম তারিখ ধরা হয়। উপহার একচেঞ্জ করা, ক্রিসমাস ট্রি সাজানো, মিষ্টি বিতরণ করা আর অব্যশই সান্তা ক্লজের অপেক্ষা করা।

যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক। যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি নাসরতের যিশু নামেও অভিহিত হন। যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে।

খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু ইশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মসিহ যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে।

আদি বাইবেল অনুযায়ী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয় এবং তখন থেকে এই দিন যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ধরা হয়। যদিওবা প্রাচীন ইউরোপ মহাদেশের নানা বিদ্রহের মধ্যে লেখা নানান বই থেকে এর তারিখ আলাদা মনে হয়।

যিশু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। যিশুকে প্রায়শই ‘রাব্বি’ সম্বোধন করা হয়েছে। তিনি মুখে মুখে তার বাণী প্রচার করতেন। বাপ্তিস্মকর্তা যোহন তাকে বাপ্তিস্ম করেছিলেন এবং রোমান প্রিফেক্ট পন্টিয়াস পাইলেটের আদেশে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আধুনিক যুগে সাধারণভাবে মনে করা হয় যে, যিশু ছিলেন একজন রহস্যোদ্ঘাটনবাদী ধর্মপ্রচারক এবং তিনি ইহুদি ধর্মের মধ্যেই একটি সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন।

যদিও কয়েকজন বিশিষ্ট গবেষক মনে করেন যে, যিশু আদৌ রহস্যোদ্ঘাটনবাদী ছিলেন না। ঈশ্বরের ইচ্ছা পালনের শ্রেষ্ঠ পদ্ধতি কী, তা নিয়ে যিশু ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে অংশ নিতেন, রোগীদের রোগমুক্ত করতেন, নীতিগর্ভ কাহিনির মাধ্যমে শিক্ষা দিতেন এবং শিষ্য সংগ্রহ করতেন। যিশুর অনুগামীরা বিশ্বাস করতেন যে, তিনি মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন এবং তারা যে সমাজ গঠন করেছিলেন তা-ই পরবর্তীকালে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়। ২৫ ডিসেম্বর তারিখে (বা কয়েকটি ইস্টার্ন চার্চের মতানুসারে জানুয়ারির বিভিন্ন তারিখে) যিশুর জন্মদিন পালিত হয়। এটি একটি ছুটির দিন এবং এটি বড়দিন বা ক্রিসমাস নামে পরিচিত। যিশুর ক্রুশারোহণের তারিখটি গুড ফ্রাইডে এবং পুনর্জীবন লাভের তারিখটি ইস্টার নামে পরিচিত।

খ্রিস্টানরা বিশ্বাস করেন যে, বিশ্বে যিশুর একটি ‘স্বতন্ত্র গুরুত্ব’ রয়েছে। খ্রিস্টীয় মতবাদের অন্তর্ভুক্ত বিশ্বাসগুলির মধ্যে রয়েছে পবিত্র আত্মার প্রভাবে যিশুর গর্ভে প্রবেশ এবং মেরি নাম্নী এক কুমারীর গর্ভে জন্ম, যিশুর বিভিন্ন অলৌকিক কার্য সম্পাদন, চার্চ প্রতিষ্ঠা, প্রতিকার বিধানার্থে আত্মত্যাগ স্বরূপ ক্রুশারোহণে মৃত্যু, মৃত অবস্থা থেকে পুনর্জীবন লাভ, সশরীরে স্বর্গে আরোহণ, এবং ভবিষ্যতে তার পুনরাগমনে বিশ্বাস। অধিকাংশ খ্রিস্টানই বিশ্বাস করেন যে, যিশু ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটানোর শক্তি রাখেন।

নাইসিন ধর্মমত অনুসারে, যিশু মৃতদের বিচার করবেন। এই বিচারকার্য সম্পাদিত হবে হয় তাদের শারীরিক পুনর্জীবন লাভের আগে অথবা পরে। এই ঘটনাটি খ্রিস্টীয় শেষবিচারবাদে যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে যুক্ত। যদিও কেউ কেউ বিশ্বাস করেন যে, ত্রাণকর্তা রূপে যিশুর ভূমিকা মৃত্যুপরবর্তী জীবনের তুলনায় অনেকাংশেই জীবনবাদমূলক বা সমাজমূলক।

অল্প কয়েকজন উল্লেখযোগ্য ধর্মতত্ত্ববিদ বলেছেন যে, যিশু একটি বিশ্বজনীন পুনর্মিলন ঘটাবেন। খ্রিস্টানদের অধিকাংশই যিশুকে ত্রয়ীর তিন জন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তিত্ব ঈশ্বরপুত্রের অবতার রূপে পূজা করেন। খ্রিস্টানদের একটি সংখ্যালঘু অংশ সম্পূর্ণত বা অংশত ত্রয়ীবাদকে অশাস্ত্রীয় বলে প্রত্যাখ্যান করে।

ইসলাম ধর্মে যিশুকে (ইসলামে তিনি ঈসা নামে পরিচিত) ঈশ্বরের তথা আল্লাহর গুরুত্বপূর্ণ একজন নবী ও মসিহ বলে মনে করা হয়। মুসলমানেরা বিশ্বাস করেন যে, যিশু ছিলেন শাস্ত্র আনয়নকারী নবী তথা রাসূল। তিনি কুমারীগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তবে তারা যিশুকে ঈশ্বরপুত্র মনে করেন না।

কুরআন অনুসারে, যিশু নিজে কোনওদিন নিজের ঈশ্বরত্ব দাবি করেননি। মুসলমানদের মতে, যিশু ক্রুশবিদ্ধ হননি। ঈশ্বর তাকে সশরীরে স্বর্গে তুলে নিয়েছিলেন।

ইহুদি ধর্ম বিশ্বাস করে না যে, যিশুই সেই মসিহ যাঁর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

ইহুদিদের মতে, ক্রুশে যিশুর মৃত্যুই প্রমাণ করে যে ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেছিলেন। তারা যিশুর পুনর্জীবন লাভের ঘটনাটিকে একটি খ্রিস্টীয় কিংবদন্তি মনে করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বরিশালের গালিবের ঈর্ষনীয় সাফল্য

অনলাইন ডেস্ক:

আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রকল্পে একজন তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। শুধু নিজে কাজ করেই ক্ষান্ত হননি। সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ৩০-৪০ জন আইটি বিশেষজ্ঞদের কাজ করার সুযোগ করে দিয়েছেন সহকারী হিসেবে নিযুক্ত করে। বিশ্বের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কেপিজিমিনির সঙ্গে কাজ করেছেন যেমন, তেমনি কাজ করছেন বিভিন্ন

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তথ্যপ্রযুক্তির শিক্ষাকে ছড়িয়ে দিতে কাজ করছেন বহুমাত্রিকভাবে। তিনি শেখ গালিব রহমান। একজন গর্বিত বাংলাদেশি, যার জীবনের লক্ষ্যই দেশের জন্য কিছু করা।

নিজের মেধা দিয়ে দেশ ও দশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান শেখ গালিব রহমান। ডিএইচএসের সাবেক এ কর্মকর্তা ও আইটি উদ্যোক্তা কাজ করেছেন বিখ্যাত আইটি প্রতিষ্ঠান কেপজিমিনির সঙ্গে। এই সূত্রেই তিনি কাজ করেন মার্কিন ফেডারেল সরকারের প্রকল্পে। সে অভিজ্ঞতা তাঁকে অনেকটাই এগিয়ে দেয়। শুধু নিজে কাজ করেই সন্তুষ্ট হননি তিনি। আমেরিকার সরকারি প্রকল্পে নিজের টিম মেম্বার হিসেবে ৩৫ থেকে ৪০ জন বাংলাদেশিকে নিয়োগ দিয়ে দেশের প্রতি মমত্ব দেখিয়েছেন গালিব।
২০০৬ সালে গালিব রহমান উচ্চশিক্ষার লক্ষ্যে আসেন আমেরিকায়। এখানে এসে কম্পিউটার সায়েন্সে সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রোগ্রাম উদ্যোক্তা হিসেবে ডিপ্লোমা করেন। বরিশাল শহরে বেড়ে ওঠা জনতা ব্যাংক কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমানের বড় ছেলে গালিব। শিক্ষক মা মাহিনুর ইয়াসমিনের উৎসাহে আইটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের পথে হাঁটেন তিনি। আমেরিকার ওহাইওতে থাকাকালে অধ্যয়নের পাশাপাশি কিউ এনালিস্ট হিসেবে আইবিএমে প্রথম চাকরি শুরু করেন। এরপর আইটি কর্মকর্তা হিসেবে চাকরি নেন চেজ ব্যাংক, ক্যাপিটাল ওয়ান ও ডিজনি ওয়ার্ল্ডে।

সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে গালিব রহমান প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘আমি যখন চেজ ব্যাংকে আইটি কর্মকর্তা হিসেবে কাজ করছি, তখন খ্যাতিমান আইটি উদ্যোক্তা কেপজিমিনি থেকে আমার কাছে একটি ই-মেইল আসে ডিএইচএসের অধীনস্থ ইমিগ্রেশন সার্ভিসের (ইউএন্ডডিএনটুএন্ড) প্রকল্পে কাজ করার জন্য। তখন আমি তাদের ডাকে সাড়া দিই। কাজটি কীভাবে করতে হবে, তার একটি নমুনা হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের কাছে আমি ও আমার টিম উপস্থাপন করি। ১০৪টি কোম্পানি এ কাজ পাওয়ার জন্য প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেছিল। অবশেষে হোমল্যান্ড সিকিউরিটি কাজটি কেপজিমিনিকে দেয়। কেপজিমিনি কাজটি সম্পন্ন করার জন্য প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব আমার ওপর ন্যস্ত করে। আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করি। কাজ করতে গিয়ে ফেডারেল সরকারের কাজের ধরন ও সংস্কৃতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করি।’
এই অভিজ্ঞতাই তাঁকে অনেকটা এগিয়ে দেয়। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল সার্ভিস (ইউএসডিএস) প্রকল্পে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে যোগ দেন গালিব। ওয়াশিংটন ডিসিতে রিজার্ভ ব্যাংক অব রিচমন্ডে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে কাজ করেন।
গালিব রহমান বলেন, ‘পৃথিবীতে খ্যাতিমান ১০টি আইটি উদ্যোক্তা কোম্পানি রয়েছে। এ সব প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ের আইটির কাজ করে। সারা পৃথিবীতে প্রতি বছর ৩ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয় আইটি খাতে। এর ৬২ শতাংশই হয় আমেরিকায়। বাকিটা করে বাকি বিশ্ব।’


আইটি খাতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে গালিব রহমান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আইটি খাত থেকে আয় করে বছরে ১৭৪ বিলিয়ন ডলার। ভারত ১৯৯৫ সালে আইটি ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল। মাত্র ২০ বছরে তারা এতখানি এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে। আমরা যদি খ্যাতিমান আইটি উদ্যোক্তাদের আমাদের দেশে আমন্ত্রণ জানাতে পারি, তাহলে আমাদের দেশের দক্ষ ও অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞদের কাজে লাগতে পারব। প্রশিক্ষণের মাধ্যমে নতুন আইটি বিশেষজ্ঞ তৈরি করা যাবে। এই কাজটি কেউ করছে না। পৃথিবীজুড়ে খ্যাতিমান আইটি কোম্পানিগুলোর কয়েক মিলিয়ন সহায়তাকারী রয়েছে। তার মধ্যে ভারতে রয়েছে কয়েক লাখ। আমাদের দেশেও তা সম্ভব। এসব আইটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস করলে বাংলাদেশের কয়েক লাখ আইটি খাতের লোক চাকরি পাবেন। আইটি খাতে বিনিয়োগ ও খ্যাতিমান আইটি পরামর্শক কোম্পানি এক্সেন্টার কর্তৃক বিনিময় কর্মসূচি চালু করতে পারলে বাংলাদেশের কয়েক লাখ লোকের কর্মসংস্থান হবে।’
ছয় বছর আগে গালিব রহমান ট্রান্সফোটেক নামে একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। তথ্যপ্রযুক্তি নিয়ে ছয়টি বিষয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আইটি প্রশিক্ষণ দেওয়ার সুবিধার কথা উল্লেখ করেন তিনি, যাতে করে শিক্ষার্থীরা যুগোপযোগী আইটি বিশেষজ্ঞ হতে পারে। দেশের একাধিক আইসিটি কর্মকর্তার সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন তিনি। ২০ অক্টোবর এমনই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মূল লক্ষ্য দেশের আইটি খাতে নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। বর্তমানে গালিব রহমান আইটি এক্সচেঞ্জার টপ লিডারদের সঙ্গে কাজ করছেন। ভারতের ব্যাঙ্গালোরে তাঁর অধীনে তিন শতাধিক তথ্যপ্রযুক্তির লোক কাজ করছেন।

 


এ ছাড়া লিড মাই ওয়ার্ল্ডের (এলএমডব্লিও) মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা সহায়তা নিয়ে কাজ করছেন গালিব রহমান। পৃথিবীর বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিমধ্যে সহায়তা চুক্তি সম্পন্ন হয়েছে। জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি ভেলডুস্টার, চীনের সিসিওয়ান ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলোজিসহ (এসআইআইটি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিনিময় কর্মসূচি বিদ্যমান। বাংলাদেশ থেকে জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি ভেলডুস্টার বিশ্ববিদ্যালয়ে ২০০ শিক্ষার্থী নেওয়ার অনুমোদন পেয়েছেন বলেও জানালেন তিনি। এসআইআইটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সম্প্রতি বাংলাদেশে নিয়ে গেছেন।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিয়ে একটি ক্যাম্পাস ও যৌথ উচ্চশিক্ষা কর্মসূচি চালুর চেষ্টা করছেন তিনি। এ চেষ্টা সফল হলে বাংলাদেশের তরুণদের সামনে নিঃসন্দেহে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। স্বপ্নবান তরুণ গালিবের লক্ষ্যও তা-ই। ‘দেশের উন্নয়নে কাজ করতে পারা এবং মানুষের উপকার করতে পারাটাকেই সর্বশ্রেষ্ঠ কাজ’ বলে মনে করেন স্বপ্নচারী গালিব রহমান।

তারুন্যের সংগঠন ঝালকাঠী ব্লাড সংস্থা

মো: ইয়াছিন আলম অভি: “Give Blood Save Life” এই স্লোগান নিয়ে ২০১৫ থেকে আজ পর্যন্ত নিরালস ভাবে কাজ করে যাচ্ছে ঝালকাঠী ব্লাড সংস্থা এরই ধারাবাহিকতা ধরে রাখতে মানুষের জীবন বাঁচাতে রক্ত দান করে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নায় নিজেদের অর্থয়নে তাদের এই জনসেবা মূলক সংগঠনটি পরিচালনা করে যাচ্ছে। এই সংস্থার সংগঠনিক সম্পাদক জনাব মো: ইমতিয়াজ আহমদ (সজল) বলেন আমাদের এই সংগঠনটি বন্ধুদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনসেবা মুলক সংগঠন, ঝালকাঠী ব্লাড সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মানবতার সেবা দিয়েই মানুষের পাশে থাকা । এক নজরে ঝালকাঠী ব্লাড সংস্থা সংগঠনের নাম : ঝালকাঠী ব্লাড সংস্থা (Give Blood Save Life)। প্রতিষ্ঠাকাল : ১৫ মার্চ ২০১৫ মূলমন্ত্র : Give Blood Save Life বৈশিষ্ট্য :বন্ধুদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনসেবা মুলক সংগঠন। কেন স্বেচ্ছায় রক্তদান করবেন: আমাদের দেশে প্রতি বছর প্রায় ১০/১২ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের তুলনায় সরবরাহ হয় খুবই সামান্য। আর যতটুকু সরবরাহের ব্যাবস্থা হয় তার ৬০ ভাগই পুরণ হয় পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত গ্রহণ একদিকে যেমন ঝুঁকিপূর্ণ অন্যদিকে তেমনি অস্বাস্থ্যকর। কারণ পেশাদার রক্তদাতারা গ্রহণ করে বিভিন্ন ড্রাগ এবং শরীরে বহন করে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, সিফিলিস এর মত জীবন ধ্বংশকারী বিভিন্ন রোগের জীবাণু। যে কারণে আমাদের দেশে রক্তের অভাবে প্রতিনিয়ত অসংখ্য রোগী মৃত্যুবরণ করে। একবার ভেবে দেখুন আজ যে রোগীটা মারা যাচ্ছে সে যদি আমার মা হত বা বাবা হত তাহলে রক্তদানের যোগ্যতা: ১. বয়স ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে (নারী ও পুরুষ)। ২. ওজন ৪৮ কেজি (পুরুষ) ৪৫ কেজি (নারী)। ৩. সময় ১২০ দিন পর পর অর্থ্যাৎ ৪ মাস পর পর। ৪. শারিরীকভাবে সুস্থ্য থাকতে হবে। রক্তদান সম্পর্কে আমাদের প্রচলিত কিছু ভূল ধারণা: রক্তদান করলে শারিরীকভাবে অসুস্থ্য হওয়া, শরীর মুটিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরণের ভূল ধারণা মানুষের মধ্যে কাজ করে, যার পুরোটাই আমাদের রক্তদান সম্পর্কে অসচেতনতা ও ভয় থেকে সৃষ্টি। রক্তদান করলে শারিরীকভাবে কোন সমস্যার সৃষ্টি বা অসুস্থ্য হওয়া এর কোনটাই হয় না। বরং রক্তদান করলে শারিরীকভাবে বিভিন্ন উপকার পাওয়া যায়, মানসিক তৃপ্তি পাওয়া যায় যা অন্য কোন ভাবে মানুষের উপকারের মাধ্যমে অর্জণ সম্ভব নয়। রক্তদানের উপকারিতা: ১. প্রতি চার মাস অন্তর রক্ত দিলে দেহে রক্ত কণিকা সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়। ২. নিয়মিত রক্তদানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পায়। ৩. নিয়মিত রক্তদানে উচ্চ রক্তচাপের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। (বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত ১-৩) ৪. রক্তদানে কোন ধর্মীয় বিধিনিষেধ নেই। ৫. রক্তদানের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন রোগের রিপোর্ট পেতে পারেন (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, সিফিলিস, ম্যালেরিয়া) যা আপনাকে শারিরীক সুস্থ্যতার ব্যাপারে সচেতন রাখবে। ঝালকাঠী ব্লাড সংস্থা (Give Blood Save Life) আমরা সেই ১৫মার্চ ২০১৫ সালে থেকে শুরু করে আজ পর্যন্ত মুমূর্ষের জন্য সরবরাহ করছে বছরের প্রয়োজনীয় রক্তের চাহিদা ।এই স্বপ্ন যাত্রায় ঝালকাঠী ব্লাড সংস্থা প্রায় ২৭৫ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করেছে (২০১৫-২০১৮) ফেসবুকে ঝালকাঠী ব্লাড সংস্থা: ঝালকাঠী ব্লাড সংস্থা একটি ফেসবুক পেজের মাধ্যমে Online এ রক্তের চাহিদা পূরণের প্রয়াস চালাচ্ছে। আপনি আপনার প্রয়োজনে এখানে জানাতে পারেন আপনার প্রয়োজনীয় রক্তের গ্রুপ অথবা এগিয়ে আসতে পরেন একজন মুমূর্ষের প্রয়োজনে একব্যাগ রক্তদানের মাধ্যমে। আসুন আমরা সকলে মিলে স্বেচ্ছায় রক্তদাতাদের এমন একটা পেজ গড়ে তুলি যেখান থেকে আমরা দেশের যেকোন স্থানে যে কোন গ্রুপের রক্তের চাহিদা পুরন করতে পারি। রক্তের অভাবে যেন হারাতে না হয় কোন মা, বাবা, ভাই, বোন বা সন্তানকে। ঝালকাঠী ব্লাড সংস্থা এর এই মহৎ প্রয়াসকে সফল করার জন্য সকল ঝালকাঠী ব্লাড সংস্থা বন্ধু, সম্মানিত রক্তদাতা এবং শুভানুধ্যায়ীদের নিকট বিনীত আবেদন, এ পেজের সাথে যুক্ত থেকে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে সহায়তা করুন। “আমাদের অনুভূতিতে মানুষের ভালোবাসা আমরা অনুভব করি এদেশের মাটির ঋণ আমরা কাজ করি আমেদের দায়বদ্ধতায়”

পর্যটকদের মন কাড়ছে বরিশালের শাপলা বিল

আকিব মাহমুদ, বরিশালঃ “তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন” বিখ্যাত শিল্পী সুবীর নন্দীর কন্ঠে গাওয়া এই গান মন ছুয়ে যায় প্রেমিক প্রেমিকার হৃদয়। ঠিক তেমনি করেই শুধু মন নয় দুচোখ ছুয়ে ছাপিয়ে যায় বরিশালের উজিরপুরের লাল শাপলা। বরিশাল শহর থেকে থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের উজিরপুর উপজেলার সাতলা বিলে দেখা মিলবে চোখজুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা। অপরুপ এ সৌন্দর্য উজিরপুরের উত্তর সাতলা গ্রামের প্রায় এক হাজার ছয় শত হেক্টর জমি জুড়ে ছড়িয়ে আছে। আগাছা আর লতা-পাতায়, বিলের কোটি কোটি শাপলা, চোখ জুড়ায় পথচারিদের। বিলের যত ভেতরে যাওয়া যায়, ততই বাড়তে থাকে লালের আধিক্য। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে ঠিক কবে থেকে, শাপলা জন্মাতে শুরু করেছে তা নিয়ে নেই সঠিক কোন তথ্য। তবে, স্থানীয় বয়স্কদের কাছ থেকে জানা যায় জন্মের পর থেকেই, এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়,সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ বিলে লাল শাপলা ফুল ফোটে। ঐতিহ্যবাহি এ শাপলা বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে যেন বাংলার এক মুখরিত “শাপলার সাম্রাজ্য”। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দুরূহ হয়ে উঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতা পাতায় ভরা বিলের পানিতে ফুটন্ত লাল শাপলা সত্যিই সৌন্দর্যের এক লীলাভূমি। নৈসর্গিক সৌন্দর্যের ফুটন্ত লাল শাপলা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর সাতলা বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসু প্রকৃতি প্রেমিরা। শাপলার বিলে ঘুরতে আসা নাদিয়া,নীলিমা,রুপাসহ বেশ কয়েকজন নারী পর্যটক অভিযোগ করে বলেন এখানে এসে মন ভরে গেছে, কিন্তু কোথাও পয়ঃনিষ্কাশন ব্যাবস্থা না থাকায় নারী পর্যটকদের বিপাকে পরতে হয়েছে। সাইফুল নামে আরেক পর্যটক জানান, এখানে পর্যটকদের জন্য ভাল মানের কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, ফলে আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মূলত এই বিলটি একটি প্রত্যন্ত অঞ্চলের বিল হিসেবেই পরিচিত ছিল এতদিন, কিন্তু বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেলে সংবার প্রকাশের ফলে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে মাত্র কয়েকবছর আগে। ফলে স্থানীয়রা এখনো সেরকমভাবে উদ্যোগ নিতে পারেনি। তবে কেউ কেউ উদ্যোগ নিয়ে এবছর ছোটখাটো রেস্তোরা খুলেছে। তিনি আরো বলেন, ব্যক্তিগত উদ্যোগের চেয়েও শাপলার বিলের ব্যাবস্থাপনার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যেই উজিরপুরের শাপলা বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়েছে। শাপলার বিলকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

মডেলঃ সাবরিনা নিশা

কীর্তনখোলার তীর থেকে পদ্মার পার; ইতিহাস ঐতিহ্য ও আমের রাজ্যে একদিন …

আকিব মাহমুদ, বরিশালঃ ঘুরে বেড়ানোর নেশাটা আমার ছোটবেলা থেকেই, তাই নতুন কোথাও যাবার নিমন্ত্রন পেলে আর তর সইতে চায় না। জুলাই মাসের মাঝের দিকে বড় মামা সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে বেড়িয়ে আসার প্রস্তাব দিলেন। রাজিও হয়ে গেলাম, তবে একা নই পুরো ফ্যামিলি। মানে আমি,বাবা,মা আর ছোট ভাই হৃদয়। বরিশাল সিটি নির্বাচন ৩০ জুলাই হওয়াতে তার আগে রাজশাহী যাওয়ার উপায় রইল না। তাই ৩০ জুলাই সিটি নির্বাচনে ভোট প্রদান শেষে ৩১ জুলাই রাতে লঞ্চে উঠলাম। সুরভী-৯ লঞ্চে কীর্তনখোলার তীর থেকে যাত্রা শুরু হল রাত ৯টায়। শান্ত নদীর বুক চিরে ছুটে চলেছে লঞ্চ। মৃদুমন্দ বাতাস নদীর জলের শব্দ আর মাঝ আকাশে চাঁদ এক রহস্যময় রুপের সৃষ্টি করেছে। প্রকৃতির অপরুপ রুপের গোলক ধাধা দেখতে দেখতে সকাল ৮টার দিকে পৌছুলাম যান্ত্রিক শহর ঢাকায়। লঞ্চ থেকে নেমে চলে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজে। মামা বললেন ফ্রেশ হয়ে সকালের নাশতা খেয়ে নিতে। এরপর চাইলে আশেপাশে কোথাও ঘোরাঘুরি করে দুপুরের খাবার খেতে। দুপুর ২.৩০এ সিল্কসিটি এক্সপ্রেসে করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আমাদের।

কিন্তু দুপুর ১টার দিকে মামা জানালেন, ট্রেন আসতে নির্ধারিত সময়ের চেয়েও ঘন্টাখানেক বেশি দেরি হবে তাই রেস্ট হাউজেই সময়টা কাটিয়ে বিকাল সাড়ে ৩টায় ট্রেনে উঠলাম। টিকেট আগে থেকেই রিজার্ভেশন করে রেখেছিলেন মামা।বলে রাখা ভাল এর আগে আমি মিটারগেজ লাইনে বহুবার চলাচল করেছি কিন্তু ব্রডগেজ লাইনে এটাই আমার প্রথম যাত্রা। ট্রেন ছাড়ার পূর্বমুহুর্তে আমার পাশের সিটে এক যাত্রী এসে বসলেন। ওনার আশেপাশে অফিসারদের আনাগোনা দেখে বুঝলাম বড় মাপের অফিসারই হবেন। কিছুক্ষন বাদে মামা বললেন, ভদ্রলোক রেলপথ মন্ত্রানালয়ের যুগ্ম সচিব। ট্রেন ভ্রমনের জন্য যেই উৎসাহ উদ্দিপনা নিয়ে ট্রেনে উঠেছিলাম মুহুর্তেই সেটা ম্লান হয়ে গেল। যুগ্ম সচিবের পাশে বসে নেট ব্রাউজিং গান শোনা এসব বড্ড বেমানান। তাই গোবেচারা হয়ে চুপচাপ বসে রইলাম। কিন্তু কতক্ষনই বা আর চুপচাপ বসে থাকা যায়। ভদ্রলোক ও কিছু বলছেন না, আমিও চুপচাপ। ভাবলাম একটা লম্বা ঘুম দেই। ঘুমে ঘুমে সময়টা পেরিয় যাক। দিলাম লম্বা ঘুম …  কিন্তু যখন উঠলাম তখন কেবল বঙ্গবন্ধু সেতুতে উঠছে ট্রেন। মানে ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার দূরত্ব। জানালার পাশ দিয়ে নদী দেখে দেখে ২০ মিনিটের মত সময় পার করলাম। এরপর আবার ঘুম। এরপর যখন উঠলাম তখন ট্রেন বেশ ফাকা, পূর্বের স্টেশনে যাত্রীরা অনেকেই নেমে গেছে। কেউ কেউ লাগেজ নামাচ্ছে। ট্রেনের স্পিকারে নারী কন্ঠে ভেসে এল আর কিছুক্ষনের মধ্যেই রাজশাহী স্টেশনে পৌছুবে সিল্কসিটি এক্সপ্রেস।

যখন রাজশাহীতে পা রাখলাম তখন রাত সাড়ে ১০টা। স্টেশন থেকে বের হয়ে অটোরিক্সা নিয়ে চলে গেলাম রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিউজের কাজ নিয়ে বসে পরলাম। কিন্তু আহা কি যন্ত্রনা নেটওয়ার্ক আছে কিন্ত ইন্টারনেট কানেকশন খুব স্লো। কচ্ছপ গতির ইন্টারনেট দিয়ে ৩০মিনিটের কাজ দুই ঘন্টায় শেষ করে আবার ঘুম।

 

ভোরবেলা ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে নাশতা খেয়ে কোয়ার্টার থেকে বেরোতেই রাজশাহীর সবচেয়ে বড় উদ্যান শহীদ এ এইচ এম খাইরুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানায় প্রবেশ করলাম। হাটতে হাটতে হারিয়ে গেলাম উদ্যানের মাঝে। নানান ধরনের গাছপালায় ঘেরা এই উদ্যান, মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে লেক, যেখানে নৌকা ভাসানো হয়েছে। চাইলেই যে কেউ লেকের পানিতে নৌকায় চরে ভাসতে পারেন। শিশুদের বিনোদনের জন্য নানান রকমের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে পিকনিক স্পট। কেউ যদি এই উদ্যানে এসেই রান্না করে খেতে চান তার জন্য রয়েছে মাটির চুলা। উদ্যানের মাঝে মাঝেই নানার রকমের ও ডিজাইনের ম্যুরাল স্থাপন করা হয়েছে। লেকের মধ্যে ছোট্ট দ্বিপে রয়েছে মৎস্যকণ্যা। বিভিন্ন প্রজাতির পাখিদের রাখা হয়েছে এখানে, পাখিদের কলকাকলিতে মুখরিত চারদিক। উদ্যানের মধ্যে দিয়ে হাটতে গেলেই চোখে পরবে কখনো রাস্তায়, কখনো গাছে গাছে ছুটে চলেছে কাঠবেড়ালী। মাটি দিয়ে বেশ উচু করে বানানো হয়েছে পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে ঝর্না। বাঘ,সিংহ, হাতি, জিরাফ সহ অনেক প্রানীই রয়েছে এই উদ্যানটিতে। প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করে বাদাম খেতে খেতে ঘুরে দেখলাম পুরো উদ্যানটি।
উদ্যান থেকে বেড়িয়ে গাড়ি রিজার্ভ করে বেড়িয়ে পরলাম গোটা শহর দেখতে, চার লেনের রাস্তা মাঝখানে  ডিভাইডার, আর ডিভাইডারটি সাজানো হয়েছে নানান প্রজাতির গাছাপালা দিয়ে। এসব দেখতে দেখতে ছুটে চলা রাজশাহী শহরের মধ্য দিয়ে। বেলা ১২টার দিকে প্রবেশ করলাম ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।ঘুরে ঘুরে দেখতে মনে পরে গেল ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলাম। পরিক্ষা দিতে যাবার জন্য টিকেট ও কেটেছিলাম।কিন্তু তৎকালীন সময়ে বিএনপির হরতাল অবরোধের কারনে যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছিল। এসব ভাবতে ভাবতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, একাডেমিক ভবনগুলো ঘুরে দেখলাম, ঘুরে দেখলাম পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়ে চলে গেলাম পদ্মা নদীরে তীরে। যেই নদীর তীর ঘেসে গড়ে উঠেছে রাজশাহী শহর, সেই রাজশাহী শহরকেই গ্রাস করতে বসেছে পদ্মা। রাজশাহী শহর রক্ষায় নেয়া হয়েছে নানামূখি উদ্যোগ। ইংরেজি T আকৃতির মত তিনটি বাধ দেয়া হয়েছে নদীর বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে। পদ্মা তীরের নির্মল বাতাস আর স্রোতস্বিনী পদ্মার রুপ দেখে ফিরে এলাম রুমে।

 

রাত ৮টার দিকে মামা বললেন আগামীকাল আমরা চাপাইনবাবগঞ্জ যাব, আম আর ইতিহাস ঐতিহ্যের শহর দেখতে হলে ভোর সাড়ে ৫টার ট্রেনে করে যেতে হবে চাপাইনববাগঞ্জে। রাত ১১টার দিকে মামা বললেন, ভোরবেলা এখান থেকে যানবাহন পেতে সমস্যা হতে পারে, তার থেকে স্টেশনে গিয়ে থাকি, ওখানে আমার রুম আছে। রাতে ওখানে ঘুমাব, ভোরবেলা ঘুম থেকে জেগেই ট্রেন ধরব। রাতের খাবার শেষ করে রাত ১২টার দিকে পৌছুলাম রাজশাহী রেলওয়ে স্টেশন।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে ৫টায় ছুটলাম চাপাইনবাবঞ্জের উদ্দ্যেশ্যে। রাজশাহী শহরকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ট্রেন। শহর ছেড়ে বেড়োতেই চোখে পরতে শুরু করল মাটির দেয়ালের ঘর। বিশাল বিল, তার ফাকে ফাকে অনেক জমি জুড়ে করা হয়েছে আমবাগান। এসব দেখতে দেখতে ছুটে চলছি ট্রেনে করে। সকাল ৮টায় চাপাইনবাবগঞ্জ নামলাম। আগে থেকে গাড়ি রিজার্ভ করা ছিল। ড্রাইভারকে সকালের নাস্তা খেতে বলে কিছুক্ষন স্টেশন মাস্টারের রুমে রেস্ট নিলাম। এরপর স্টেশন সংলগ্ন একটা হোটেলে সকালের নাশতা খেয়ে বেরিয়ে পরলাম ইতিহাস আর ঐতিহ্যের শহর চাপাইনবাবগঞ্জ চষে বেড়াতে।

মহাসড়ক দিয়ে ছুটে চলেছি, রাস্তার দুইপাশেই বিশাল বিশাল আমবাগান চোখে পরছে। গাছে গাছে আম ঝুলে আছে। আরো কিছুদুর যাওয়ার পর বড় বড় আমগাছের আমগুলো দেখতে পেলাম গাছেই প্যাকেট করা। পোকামাকড়ের আক্রমন, বৈরি আবহাওয়া থেকে বাচাতে আমের কুড়ি থাকাকালেই কাগজ দিয়ে বানানো বিশেষ প্যাকেটে মুড়িয়ে দেয়া হয়। ফলে আমগুলো দেখতেও বেশ সুন্দর হয়, আর পোকামাকড় ও আক্রমন করতে পারে না। যেতে যেতেই চোখে পরল বাই সাইকেলের দুই পাশেই ঝুড়ি বসিয়ে আম ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। এমনভাবে ঝুড়ি গুলো বসানো হয়, ফলে চালকের বসার কোনো সুযোগই থাকেনা। অগত্যা ঠেলে ঠেলেই নিয়ে যেতে হয় সাইকেলে করে ঝুড়ি ভর্তি আম। একটা বাজার দেখে গাড়ি থামিয়ে চাপাইনবাবগঞ্জের বিখ্যাত চাপা কলা কিনলাম, খেতে খেতে আবারো ছুটে চলা।

চলতে চলতে চলে এলাম ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক সোনা মসজিদে। চারিপাশটা বেশ ভাল করে ঘুরে ঘুরে দেখলাম। পাথরের নির্মিত এই মসজিদটির ছাদ গম্বুজ আকৃতির। একটা সময় এই মসজিদে বিচারকার্য বসত, কাজীর বিচারের জন্য মাচা পাতা রয়েছে। মসজিদের দেয়ালগুলো ছুয়ে দেখে পাথর খোদাই করে কারুকার্য সৃষ্টি করা সেই শ্রমিকের পরিশ্রম উপলব্ধি করতে চাইলাম।
সোনা মসজিদ দেখা শেষ হলে “তাহখানা” দেখতে এলাম। মুঘল সম্রাটদের জন্য বিশ্রামাগার ছিল এই তাহখানা, এখানে রয়েছে বিশেষ স্নানাগার, এছাড়াও মাটির পাইপ দিয়ে গরম জল আসার ব্যাবস্থা ছিল, রয়েছে ছোট ছোট কুঠুরি, এমনভাবে ঘরগুলো করা হয়েছে যা গোলক ধাধায় ফেলে দেবে। এক কোনের দিক থেকে মাটির নিচে নেমে গেছে সিড়ি, ঐ সিড়ি ধরে নিচে নামতেই পাওয়া গেল সুরঙ্গপথ। কিন্তু আলো না থাকায় সুরংপথ ধরে এগোতে সাহস হল না। তাহখানার পাশেই রয়েছে দাফিউল বালা দিঘী। এছাড়াও প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন মসজিদ।
এসব দেখার পরে আবার ছুটলাম ভারত চাপাইনবাবগঞ্জ স্থল বন্দরে। ওপার থেকে ট্রাক আসছে, এপার থেকে ট্রাক যাচ্ছে। বর্ডারে গিয়ে দেখা গেল, বিজিবির চেকপোস্ট, ভারত গমনের জন্য ইমিগ্রেশনের অপেক্ষায় বসে আছেন অনেকেই। অনুমতি নিয়ে কিছুটা সামনে এগোলাম। ছোট্ট একটা সীমান্তপিলার, যার এপাশে বাংলাদেশ, আর ওপাশে ভারত।  আমার কাছে বর্ডার খুব ইন্টারেস্টিং লাগে, আপনি চাইলে একই সাথে দুই দেশেই পা রাখতে পারেন। এক পা বাংলাদেশে, আরেক পা ভারতে। স্থলবন্দর ঘুরে দেখা শেষে এবার রাজশাহীতে ফেরার পালা …।
দুপুরের খাবার চাপাইনবাবগঞ্জে খেয়ে আবার ট্রেনে উঠে বসলাম, বিকাল ৫টা নাগাদ পৌছুলাম রাজশাহীতে। পরদিন ভোরের ট্রেন ধরে দুপুরে ঢাকায় ফিরলাম। রাতে লঞ্চ ধরে পরদিন ভোরে পৌছুলাম কীর্তনখোলার তীরে আমার শহর বরিশালে।

বরিশালে ধর্ষন চেষ্টা মামলা থেকে রেহাই পেতে বাল্য বিয়ে!

শামীম আহমেদঃ বরিশাল জেলার হিজলা থানাধীন চরদূর্গাপুরে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতে বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,হিজলা উপজেলার চরদূর্গাপুরের বাসিন্দা ইউসুফ বেপারীর কন্যা সুরমা (১৬) চলতি বছর জুলাই মাসের ২৪ তারিখ নানা মৃতঃ আব্দুর মন্নার তালুকদারের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন রাত আনুমানিক ১০ টায় সুরমা তার নানির সাথে প্রকৃতিক ঢাকে সাড়া দিতে দরজা খুলে ঘরের বাহিরে গেলে এই সুযোগে একই এলাকার সহিদ দেওয়ানের পুত্র রহমতউল্লাহ দেওয়ান সকলের অগচরে খোলা দরজা দিয়ে সুরমার রুমে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে ঘরে ফিরে সুরমার নানি ঘুমিয়ে পড়লে রহমতউল্লাহ খাটে শায়িত সুরমাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেস্টা চালায়। এসময় সুরমা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসার সুযোগে রহমতউল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সুরমার বাবা ইউসুফ ব্যাপারী রহমতউল্লাহ পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করায় গত ২৬ জুলাই সুরমার বাবা রহমতউল্লাহকে আসামী করে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে নিজেকে ধর্ষন চেষ্টা মামলা থেকে বাঁচাতে অভিযুক্ত রহমতউল্লাহ দেওয়ান মাত্র দু’দিন পর ২৮ জুলাই বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা তথ্য প্রদান করে এ্যাড.মো: মাইনুদ্দিন ডিপটির মাধ্যমে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দূর্গাপুর নিবাসী শফিক শিকদারের মেয়ে লামিয়া আক্তারকে বিয়ে করে যেখানে লামিয়া আক্তারের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। কিন্তু ২ নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ২৬/৪/১৬ তারিখ ইস্যুকৃত জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ পত্রে দেখা যায় যে লামিয়ার জন্ম ২ হাজার ৬ সালের ১২ জুন। সেই হিসেবে বর্তমানে লামিয়ার বয়স মাত্র ১২ বছর। এঘটনায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক জন প্রতিনিধি জানান,নিজেদের বাঁচাতে লম্পট রহমতউল্লার পরিবার একের পর এক অন্যায় কাজ করে চলছে। এমনকি তারা আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে বাল্য বিয়ের মত একটি জঘন্য অপরাদ সম্পন্ন করেছে। ভুক্তভোগী সুরমার পরিবার ন্যায় বিচার পেতে আদালত থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অলক্ষিত প্রস্থান

সেই তো চলেই গেলে চুপিচুপি।
এই চলে যাবার অর্থ কি জানো?
আমার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলা।
চলেই গেলে,
পিছু ফিরে দেখলেনা একটিবার
কতটা বিধ্বস্ত আমি!
তোমার অলক্ষিত প্রস্থান
অসহায়ের মত দেখছি;
ঠিক বহুদিনের বিকারগ্রস্ত মানুষের মত,
নিদারুণ ইচ্ছে থাকা সত্ত্বেও যে পারেনা রোগমুক্তি ঘটাতে।
আমি সেই বিকারগ্রস্ত মানুষের মতই অসহায়!
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রার্থনা করি,
ভালো থেকো তুমি।
সদ্যোজাত শিশুর মত কোমল থেকো!

 

কবি: সাবিহা নাজনীন জুঁই
সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, ভোলা

তবুও পথ চলা

ভাবনা- বায়ু বারবার উড়িয়ে নিয়ে আসে
একরাশ বিষণ্ন মেঘ।
ধী…..রে ধী….. রে ছেয়ে যায় তখন
মনের নির্মল আকাশ।
হারিয়ে যায় আনন্দ- নক্ষত্রেরা,
দীর্ঘশ্বাসের কালো ধোঁয়ায় গ্রাস করে নেয়
ভবিষ্যতের স্বচ্ছ পথ।
থমকে দাঁড়াই—
আবার পথ চলি অবিরাম,
সেই চিরচেনা পথে।
প্রচন্ড ঝড়ের মুখে দাঁড়িয়ে,
ভেঙে পড়িনি,দাঁড়িয়ে আছি,
শাঁখা পল্লবহীন কঠীন বৃক্ষের মত।
তারপর আবার হেঁটে চলি,
বর্তমানের পথ ধরে।
ধীরে ধীরে কেবলই,
চলেছি ভবিষ্যতের রাস্তায়
আমি হেঁটে চলেছি
আমার স্বপ্ন পূরনের আশায়।

 

কবি:  সাবিহা নাজনীন জুঁই, 
সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ,
ভোলা ।