পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সামরিক ঘাঁটি বানিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি ‘এনারোঅ্যাটম’-এর প্রধান পেত্রো কোটিন বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলকারী রুশ বাহিনী স্থাপনাটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। যদিও স্থাপনাটির সুরক্ষায় এর চারপাশে একটি ‘অসামরিক এলাকা’ প্রতিষ্ঠার আরজি জানিয়েছে কিয়েভ। খবর বিবিসির।

পেত্রো কোটিন অভিযোগ করে বলেন, ওই পারমাণবিক স্থাপনায় অন্তত ৫০০ রুশ সেনা অবস্থান করছে। তারা এলাকাটি দখল করে রকেট লঞ্চারও মোতায়েন করেছে। কেননা ওই এলাকায় ইউক্রেনের কেউ কিছু করবে না। তারা নিজেদের অবকাঠামোর ক্ষতি করবে না, নিজেদের মানুষও মারবে না।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ মাসের শুরু থেকে দখলে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে সেখানে এখনো ইউক্রেনের টেকনিশিয়ানরা কাজ করছেন।

সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে একে অপরের দিকে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া। এ জন্য তারা একে অপরকে দোষারোপও করছে। বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছে, বোমা হামলায় বিদ্যুৎকেন্দ্রের ২ ব্যক্তি আহত হয়েছে এবং ৩টি তেজস্ক্রিয় সেন্সর ক্ষতিগস্ত হয়েছে।

রোববার (৭ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রুশ বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। একই দিন রাশিয়ার বিরুদ্ধেও জাপোরিঝিয়ায় হামলার অভিযোগ করে ইউক্রেন।

এনারোঅ্যাটম প্রধান পেত্রো কোটিন বলেন, এখন যা করা দরকার তা হলো, ওই স্থাপনা থেকে দখলদার বাহিনীকে সরিয়ে দেয়া এবং সেখানে একটি অসামরিক জোন প্রতিষ্ঠা করা।

এক বিবৃতিতে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাস্তবতা হচ্ছে ওই এলাকায় তাদের (রুশ সেনা) উপস্থিতি সামনের দিনগুলোতে সবচেয়ে বড় বিপদ হয়ে আছে। সেখানে দুর্ঘটনাক্রমে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, এমনকি পারমাণবিক বিপর্যয়ও ঘটতে পারে।

এরই মধ্যে সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে সতর্ক করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পারমাণবিক প্লান্টে কোনোরকম হামলা হলে তা ‘আত্মঘাতী ব্যাপার’ হবে। তিনি জাপোরিঝিয়ায় জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেয়ার আহবান জানিয়েছেন।

এর আগে এক বিবৃতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক হামলার ঘটনায় তিনি ভীষণ উদ্বিগ্ন। এ হামলা ইউক্রেনকে পারমাণবিক বিপর্যয়ের চরম ঝুঁকিতে ফেলেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া। সারা বিশ্বে যে ১০টি বড় পরমাণু স্থাপনা রয়েছে এটি তার একটি। ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লি দখল করে রুশ বাহিনী।

 

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শীর্ষে জাপান

হেলথ ডেস্ক : 
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৮ হাজার ২০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৭০১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ১৫৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৩ হাজার ৬৬৩ জন মারা গেছেন।

ডলারে বাড়তি মুনাফা : ছয় ব্যাংকের ট্রেজারিপ্রধান অপসারণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : 
দেশি-বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক পদের কর্মকর্তাও রয়েছেন। ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় তাদের বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হলো।

শীর্ষ পর্যায়ের এতগুলো ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একসঙ্গে সরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে ২০০২ সালে পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওম প্রকাশ আগরওয়াল নামের এক ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে ৫টি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় তাদের অপসারণ করা হয়।

ট্রেজারি বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকের টাকা ও ডলারের দৈনন্দিন জোগান ও চাহিদার বিষয়টি নিশ্চিত করে থাকে। সম্প্রতি ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিদর্শনে গিয়ে ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে। এরপর প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলছে, গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে ওই ছয় ব্যাংক। ফলে ডলার বাজারক আরও অস্থিতিশীল হয়ে ওঠে। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘ডলার বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করেছে কয়েকটি ব্যাংক। এ জন্য তাদের ট্রেজারি বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুল পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক : 
শস্য সরবরাহ অবরোধ এবং সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট রোধে একটি চুক্তির অধীনে ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজটি আজ সোমবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের পতাকাবাহী পোলারনেট ১২ হাজার টন ভুট্টা নিয়ে গত শুক্রবার চোরনোমস্ক থেকে যাত্রা করার পর ইজমিট উপসাগরের ডেরিন্স বন্দরে নোঙর করে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেরা এক টুইটে লিখেছিলেন, ‘এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার প্রতিটি পরিবারের কাছে আশার বার্তা পাঠায় যে, ইউক্রেন আপনাদের বঞ্চিত করবে না।’

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তির অধীনে মোট ১২টি জাহাজ বর্তমানে যাত্রা করার অনুমতি পেয়েছে। ‘ইউক্রেনের শস্যবাহী ১০টি জাহাজ দেশটির বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশে এবং দুটি জাহাজ অভ্যন্তরীণ অঞ্চলের দিকে রওনা হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ ২২ হাজার টন কৃষিপণ্য ইউক্রেনীয় বন্দর ছেড়ে গেছে। এর বেশিরভাগ ভুট্টা, সূর্যমুখী তেল ও সয়া।

ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজ সিয়েরালিওনের পতাকাবাহী রেজোনি গত ১ আগস্ট কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে যাত্রা করে। জাহাজটি এখনও লেবাননে তার গন্তব্যে পৌঁছায়নি।

মেরিন ট্রাফিক ওয়েবসাইট অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যায় জাহাজটি তুরস্কের দক্ষিণ উপকূলে নোঙর করেছে

খোলাবাজারে ডলার ১১৩ টাকা ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : 
খোলাবাজারে ডলারের দাম ১১৩ টাকা ছাড়িয়েছে। আজ সোমবার প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা ৭০ পয়সা উঠেছে। এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।

খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

ইউক্রেন ছেড়েছে আরও দুটি শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : 
ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর থেকে আজ সোমবার ছেড়ে গেছে আরও দুটি শস্যবাহী জাহাজ। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আজ সোমবার ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে ভুট্টা ও সয়াবিনবাহী দুটি জাহাজ। শস্য রপ্তানিতে বাধা উঠিয়ে নেওয়ার বিষয়ে গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চুক্তি হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১০টি জাহাজ কৃষ্ণসাগর বন্দর ছেড়ে গেছে।

রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকে আছে, যার ফলে আফ্রিকাসহ বহু দেশে খাদ্যের ঘাটতি ও উচ্চমূল্য দেখা দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্যতম খাদ্যভাণ্ডার ইউক্রেন থেকে শস্য রপ্তানি একেবারে বন্ধ ছিল। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তির ফলে গত সপ্তাহে ২৭ হাজার টন ভুট্টা নিয়ে প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে। ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলো প্রথমে তুরস্কে যাবে। সেখানে পরিদর্শন করবে বিশেষ পর্যবেক্ষক দল, এরপর সেগুলো গন্তব্যে যাবে।

এর আগে গতকাল রোববার এক লাখ ৭০ হাজার টন শস্য ও সূর্যমুখী তেল বহনকারী চারটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে যায়।

গতকাল রোববার ইউক্রেনের বন্দরত্যাগ করা চারটি জাহাজ আজ সোমবার সন্ধ্যা নাগাদ ইস্তাম্বুল বন্দরে ভেড়ার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার এগুলো পর্যবেক্ষণ করা হবে। এরপর গন্তব্যে যাবে জাহাজগুলো

আজ সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বন্দর ইউজনি ছেড়ে আসা জাহাজ সাকুরায় ১১ হাজার টন সয়াবিন রয়েছে। তুরস্ক হয়ে এটির ইতালি যাওয়ার কথা। চোরনোমর্স্ক বন্দর ছেড়ে আসা অপর জাহাজ অ্যারিজোনায় ৪৮ হাজার ৪৫৮ টন ভুট্টা রয়েছে। এটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইস্কেন্দেরুন বন্দরে ভেড়ার কথা রয়েছে।

পণ্যভর্তি আরও চার জাহাজ ইউক্রেন ছেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : 
শস্য ও সূর্যমুখী তেল বহনকারী আরও চারটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। বিবিসি আজ রোববার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকে আছে, যার ফলে আফ্রিকাসহ বহু দেশে খাদ্যের ঘাটতি ও উচ্চমূল্য দেখা দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত বিশ্বের অন্যতম খাদ্যভাণ্ডার ইউক্রেন থেকে শস্য রপ্তানি একেবারে বন্ধ ছিল। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তির ফলে গত সপ্তাহে ২৭ হাজার টন ভুট্টা নিয়ে প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে।

ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলো প্রথমে তুরস্কে যাবে। সেখানে পরিদর্শন করবে বিশেষ পর্যবেক্ষক দল, এরপর সেগুলো গন্তব্যে যাবে। জাহাজগুলো আজ রোববার ওডেসা ও চোরনোমর্স্ক বন্দর থেকে রওনা হয়েছে এবং সবাই সোজা বসফরাস প্রণালী হয়ে যাবে।

গত মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তিতে বলা হয়েছে, ট্রানজিটে থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে না রাশিয়া। গত পাঁচ মাস ধরে চলা সংঘাতে শস্য রপ্তানি এই চুক্তিই একমাত্র কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ইউক্রেনের বন্দরে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনে দুই কোটি টন শস্য আটকে আছে। চুক্তি কার্যকর থাকলে প্রতি মাসে ৩০ লাখ টন শস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, শস্য রপ্তানি নিরাপদ হওয়ার ভালো লক্ষণ রয়েছে এবং কোম্পানিগুলোকে দেশের বন্দরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশা করা যায় যে, এই রপ্তানি বিশ্বের খাদ্য সংকট কমাতে সাহায্য করবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : 
কোভিড-১৯ মোকাবিলা ও ভবিষ্যৎ সংকটের জন্য শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

আজ রোববার বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং ইআরডির সচিব শরিফা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজ ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)। বিশ্বব্যাংকের এ অর্থের মাধ্যমে শহরের স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কোভিড-১৯ মহামারি এবং ভবিষ্যৎ ধাক্কা মোকাবিলায় সহায়তা করবে।

সংস্থাটি আরও জানায়, স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স এবং রিকোভারি প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এই প্রকল্পটির মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯.৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। এটি মহামারি থেকে পুনরুদ্ধার করা এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং রোগের প্রাদুর্ভাবসহ ভবিষ্যতের ধাক্কাগুলোর জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে।

এছাড়া ৩২৯টি পৌরসভা এবং ১০টি সিটি করপোরেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ এবং ভবিষ্যতের রোগের প্রাদুর্ভাবের প্রশমন ও সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ নগর পরিষেবা এবং পরিকাঠামোর উন্নতির জন্য প্রকল্প থেকে দ্বিবার্ষিক তহবিল পাবে।

জাপান থেকে সরাসরি মোংলায় ভিড়ল বিদেশি গাড়িবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : 
প্রথম বারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবাহী একটি জাহাজ। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি মালয়েশিয়া স্টার বন্দরের ছয় নম্বর জেটিতে ভিড়েছে ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, আজ আসা জাহাজটিতে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে।

এর আগে জাপান থেকে আমদানি করা গাড়ি চট্টগ্রাম সমুদ্রবন্দরে কিছু পণ্য খালাস করে মোংলা বন্দরে আসত। সে সময় জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বাধিক ৭০০টি গাড়ি আমদানি হয়েছে। কিন্তু, পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমে আসায় আমদানিকারকেরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন।

গাড়িবাহী এম ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাপান থেকে এক হাজার ২৮০টি গাড়ি নিয়ে এ জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসতো জাহাজগুলো। কিন্তু, পদ্মা সেতু চালুর পরে এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে এসেছে বিদেশি জাহাজটি।’ আজই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি-রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে।’ এ ছাড়া সম্প্রতি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়িগুলো।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৪ দশমিক ০২ ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এটি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে, যা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর প্রায় সর্বনিম্ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম নেমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৪৮ ডলারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দুমাস আগেও যেখানে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছিল, এখন এতটা বেশি মাত্রায় কমার পেছনে হয়তো বিনিয়োগকারীদের বিশ্বমন্দার আশঙ্কা কাজ করছে।

তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির মজুত ভাণ্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়াকেও দরপতনের অন্যতম একটি কারণ বলছেন বিশ্লেষকেরা।

এডওয়ার্ড জোনস ইনভেস্টমেন্টসের বিশ্লেষক ফয়সাল এ হারসি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সম্ভাব্য মন্দার প্রতি বিনিয়োগকারীদের মনযোগ এই দরপতনের সবচেয়ে বড় একটি কারণ এবং এটি চাহিদার ওপর বেশ প্রভাব ফেলতে পারে।