ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস

আরিফুর রহমান, ঝালকাঠি।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা এবং মুক্তিযোদ্ধার কাছ থেকে রণাঙ্গনের বর্ণনা শোনার আয়োজন করে ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃপক্ষ। রবিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ঝালকাঠি সরকারী কলেজের সাবেক ভিপি মো.শহীদ ইমাম পাশা। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন,ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক (ইংরেজী) মো. ইলিয়াস বেপারী।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক (দর্শন) দিলরুবা খানম। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামন্যচিত্র প্রদর্শন করেন সহকারী অধ্যাপক (রসায়ন) আসাদুজ্জামান রুবেল। এছাড়া বক্তব্য রাখেন কলেজ ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান শাওন।
অনুষ্ঠান শেষে রচনা লেখা, কবিতা আবৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্থগিত ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী রবিবার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে পিএসসি।

আজ মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ফেব্রুয়ারি (রবিবার) থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে। এ পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫১ জন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য মৌখিক পরীক্ষার সময় টিকা সনদ সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, ৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

বরিশাল নগরীর খাস জমির দাবীতে কৃষক ফেডারেশনের বিক্ষোভ

শামীম আহমেদ ॥

বরিশালে নগরীর খাস জমি ঘড় প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত রসুলপুর চরের অবৈধ উচ্ছে বন্ধ করা সহ তে, গ্যাস,চালের দাম কমানোর দাবীতে সড়কে বসে অবস্থান কর্মসূচি ও সমাবেশ সহ বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা বরিশাল জেলা কমিটি।

আজ বুধবার (২২ই) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনজেলা সাধারন সম্পাদক মোঃ হালিম মুহুরী,জেলা কৃষানী সভানেন্ত্রী রেহানা বেগম মিতু,প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন,জেলা সদস্য অবিনাশ মিস্ত্রি,সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন সভাপতি রেজাউল করিম মেহেন্দিগঞ্জ উপজেলা আহবায়ক শাহিন মোল্লা,কৃষানী আহবায়ক মাহিনুর বেগম,বরিশাল নগর নেত্রী স্বপ্না বেগম সহ বিভিন্ন নেন্ত্রী বৃন্দ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসুচি ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে কর্মসূচি শেষ করে।

সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রীমকোর্টের আইনজীবী মো. কাওসার হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম, পৌর কাউন্সিলর নুরে আলম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হোসেন টিটু, বর্তমান সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, এইচ.এম বশির হাওলাদার, শামীম হোসেন সাগর, সদস্য ফেরদৌসি ইভা, আরিফুর রহমান, মো. বশির, ফয়সাল আমান, মো. আমিন হোসেন, পৌর কমিটির উপদেষ্টা প্রভাষক মো. আমির হোসেন, সহসভাপতি সোহেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক রাজীব কুমার মালো, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা, কুশঙ্গল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক তুহিন মিত্র, কুলকাঠি ইউনিয়ন কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম মোল্লা, সুবিদপুর ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাস্টার, সদস্য সঞ্জীব কুমার দাস, পৌর আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, নাচনমহল ইউনিয়ন যুবলীগ নেতা মো. মনির জোমাদ্দার প্রমুখ।

সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন জানান, প্রতিবারের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকায় কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরপর প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

ইতিহাস বিকৃতি ও ষড়যন্ত্রের রাজনীতি এখনও চলছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ইতিহাস বিকৃতির পাশাপাশি দেশে এখনও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র ও অপরাজনীতি মোকাবিলা করা হবে বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের পতকা মিছিলে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে নিরাপদে বসবাস করেছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঝালকাঠিতে বিশেষ সভায় এমপি বজলুল থাকায় সভা বর্জন

এমপি বজলুল হক হারুন থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশেষ উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা বর্জন করেছেন ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা।

করোনাকালে দলীয় কর্মী ও অসহায় মানুষের পাশে না থাকার অভিযোগ এমপির বিরুদ্ধে। এই সংসদ সদস্যের প্রতি ক্ষুব্ধ নেতা-কর্মী ও স্থানীয়রা। রবিবার সকালে ১১টায় উপজেলা পরিষদের অধিকাংশ সদস্যের অনুপস্থিতিতে এ সভা হয়।

মহামারিতে এলাকায় না আসা ও নেতাকর্মীদের খোঁজখবর না নেয়া এবং ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ রক্ষা না করার অভিযোগ ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুনের বিরুদ্ধে। অসহায় মানুষের পাশে না থাকায় ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদেরও। রবিবার রাজাপুর উপজেলার বিশেষ সভায় উপস্থিত ছিলেন এমপি হারুন।

এ সময় ক্ষোভ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ সভা বর্জন করেন। তারা জানান, গত ১১ই এপ্রিল প্রথম ধাপে দলীয় মনোনয়ন পাওয়াদের বিরোধিতাও করেন এমপি হারুন।

স্থানীয় চেয়ারম্যানদের অভিযোগ, এমপি হারুন নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশ কাটিয়ে তার নিজস্ব লোকদের মাধ্যমে উন্নয়ন কাজের বরাদ্দ দেন।

এ বিষয়ে টেলিফোনে এমপি হারুন জানান, সভায় ইউপি চেয়ারম্যানরা কেন আসেননি এ বিষয়ে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, কাল বিআরটিএ কার্যালয় ঘেরাও

গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে সোমবারও রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। গণপরিবহণে অর্ধেক ভাড়ার দাবি বাস্তবায়ন ও নারীর নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা দাবি না মানলে আগামীকাল বিআরটিএ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেয় তারা। নীলক্ষেত মোড়ে দু’টি ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। একটি হলো নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে। অপরটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। এর মধ্যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবি ৯টি। আর সাধারণ শিক্ষার্থীদের দাবি দু’টি।

৯ দফা দাবির মধ্যে সড়কে ঘটা দুর্ঘটনার ট্রাইব্যুনাল করে বিচার, সারা দেশে সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের দাবি রয়েছে। এদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবির মধ্যে গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়ন ও নারীদের নিরপত্তার দাবি রয়েছে।

অন্যদিকে, রাজধানীর শান্তিনগর মোড়ে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা প্রথমে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে দুইটার দিকে তারা সড়ক থেকে সরে যান।

এর আগে, ২০১৮ সালের ২৯শে জুলাই রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাস চাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। পরে হাসপাতালে মারা যায় আরেকজন শিক্ষার্থী। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষোভ রূপ নেয় নিরাপদ সড়ক আন্দোলনে। সড়ক নিরাপদ করতে শিক্ষার্থীরা ৯ দফা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

ঘটনার ৩ বছর সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এরপর আবার নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা।

এদিকে, ডিজেলের মূল্য বৃদ্ধির পর যাত্রীবাহী বাসে ভাড়া বাড়ানো হয় ২৬ থেকে ২৭ শতাংশ। ভাড়া বৃদ্ধির পর বিভিন্ন রুটে হাফ পাস বা অর্ধেক ভাড়া দেয়া নিয়ে বাসের সহযোগী ও চালকদের সঙ্গে বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সারা দেশে সকল গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ৪৪ জন ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়িসহ বিভিন্ন উপকরণ

ভিক্ষাবৃত্তিকে না বলুন এই স্লোগান নিয়ে জেলা প্রশাসন বরিশালের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে আজ ১৭ নভেম্বর বুধবার দুপুর ১ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে ৪৪ জন নারী পুরুষ ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসাহিক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপপরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আক্তারুজ্জামান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার বরিশাল সদর শারমিন সুলতানাসহ পুর্নবাসিত ৪৪ জন ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি ভিক্ষুক মুক্তকরণ বরিশাল গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে পাশাপাশি তাদের পুনর্বাসনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে পূর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যাব গাড়ি, ১৪ জনকে চা/মুদি দোকানের মালামাল সামগ্রী, ২ জনকে ছাগল, ২ জনকে সেলাই মেশিন, দুই জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই কাজের উপকরণ, ৩ জনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ২২ জন নারী ও ২২ জন পুরুষ তাদের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধী। যাওয়ার সময় প্রত্যেককে ৩০০ টাকা করে খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়

কমিউনিটি পুলিশিং হল সমাজকে এক সুতোয় বাঁধার একটি জনপ্রিয় প্লাটফর্ম

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শনিবার ৩০ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, পুলিশ কমিশনার বিএমপি মােঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এ-সময় প্রধান অতিথি বলেন,সময়ের চাহিদায় কমিউনিটি পুলিশিং এখন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উপদান হিসেবে পরিরণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনমুখী পুলিশিং কার্যকর করার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ভূমিকা প্রশংসনীয়।

এসময় সভার সম্মানিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং তথা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেবার মান সংক্রান্ত বিভিন্ন গঠণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, কমিউনিটি পুলিশিং বিচ্ছিন্ন কোন প্ল্যাটফর্ম নয়, দলাদলির কোন প্ল্যাটফর্ম নয়, এটা হল সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম, সমাজকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম, সম্প্রীতির প্লাটফর্ম। এটি মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রেখে জনবান্ধব পুলিশিংয়ের যে বীজ আমরা সমাজে সমাজে রোপন করেছি সেখানে আমরা সকল শ্রেণী-পেশার আপামর জনতা একসাথে আছি। তিনি আরো বলেন, প্রতিটি দিবসের যেমনি একটি উদ্দেশ্য থাকে তেমনি কমিউনিটি পুলিশিং ডে’র ও একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য বিষয় রয়েছে।

আর তা হল সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী,প্রতিরােধমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করা। বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি জনমুখী, সেবাধর্মী, স্মার্ট, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সর্বোপরি একটি মানবিক পুলিশ ইউনিট হিসেবে পারফর্ম করার জন্য আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি নানামুখী পদক্ষেপ। পুলিশিং সেবা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়া সত্ত্বেও বরিশাল মেট্রোপলিটন পুলিশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গণশুনানি, অভিযোগ বক্স স্থাপন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ অব্যাহত আছে নানামুখী ডিজিটাল সার্ভিলেন্স এর জন্য স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক কমান্ড এন্ড কন্ট্রোল রুম ।

অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুরো শহর জুড়ে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি। এছাড়াও ভার্চুয়ালি রয়েছে আমাদের ফেসবুক পেজ, ওয়েব পেজ, পেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ভাইবার, টুইটা,র টেলিগ্রাম, হ্যালো বিএমপি অ্যাপস সহ বিভিন্ন মাধ্যম । মূলত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং হল একটি অরাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ। যার মাধ্যমে পুলিশ নীরবে-নিভৃতে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতে বিএমপি কমিশনারের নেতৃত্বে বরিশাল প্লানেট পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, কর্নেল এম এ সাদী, কর্নেল জি এস ডিজিএফ আই, বরিশাল,বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল মােঃ কবির উদ্দিন প্রামাণিক, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্ৰলয় চিসিম (হেডকোয়ার্টার্স), অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, প্রফেসর মােঃ ইমানুল হাকিম সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল, ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস.এম.তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার, (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান পিপিএম-বার, রকিবুর রহমান খান, এডিএম, বরিশাল, একেএম জাহাঙ্গির বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল এবং সভাপতি বরিশাল মহানগর আওয়ামীলীগ, জনাব সাইদুর রহমান রিন্টু চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল, এ্যাডভােকেট ইসমাইল হােসেন নেগাবান সভাপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল, জনাব কাজী এমদাদুল হক দুলাল, উপজেলা চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল সাইদুর রহমান রিন্টুসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ রাসেল ও সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ নাসরিন জাহান । এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আইভি রহমানের সমাধিতে যুবলীগের শ্রদ্ধা

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  বদিউল আলম, সাংগাঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ।

২৪ আগস্ট নারী নেত্রী আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।