বানারীপাড়ায় নাইস সঞ্চয় সমিতির গ্রাহকদের সঞ্চিত অর্থ আত্মস্বাৎের অভিযোগ

স্টাফ রিপোর্টার: বানারীপাড়ায় নাইস সঞ্চয় সমিতির গ্রাহকদের সঞ্চিত অর্থ আত্মস্বাতের অভিযোগ পাওয়া যায়। গ্রাহকদের অভিযোগ পেয়ে বানারীপাড়ার সাংবাদিকগণ ওই সমিতির খোঁজ নেয়। যে ঠিকানায় সমিতির অবস্থান সেখানে খুজে না পেয়ে বিভিন্ন কৌশলে জানা যায়, বানারীপাড়া সদর রোডে অবস্থিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে গিয়ে সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমানকে পাওয়া যায়। ইতিপূর্বে ওই সমিতির গ্রাহকদের কাছ থেকে সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মোটা অংকের লাভ দেখিয়ে অর্থ আদায় করে। গ্রাহকদের কাছ থেকে আদয়কৃত অর্থ বিভিন্ন মেয়াদে লাভ সহ আসল টাকা ফেরত দেয়া হবে এ মর্মে মেয়াদী সঞ্চয় আমানত (এফডিআর) চুক্তিপত্র করা হয়। গ্রাহকদের চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ন হলেও সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করেন। তার অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি একটি রেজিস্টার খাতা দেখিয়ে বলেন,আমরা অনেকের টাকা ফেরত দিয়েছি। বাকী কয়েক জনের টাকা শীঘ্রই ফেরৎ দেব বলে জানান। তিনি বলেন, সমিতির কার্যক্রম গুটানোর চেস্টা করছি। যে কারনে সাইন বোর্ড দেয়া হয়নি। রূপালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে অন্য ভিন্ন ধর্মী নাইস সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড এর কার্যক্রম করতে কোন বাধা আছে কিনা জানতে চাইলে মোঃ মিজানুর রহমান জানান, আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর বিভাগীয় সহকারী উপ-পরিচালক (বানারীপাড়ার ইনচার্জ) সে হিসেবে আমার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করছি এবং নাইস সঞ্চয় সমিতির অনেক সদস্যকে দিয়ে বীমা করিয়েছি। এ ব্যাপারে টাকা না পেয়ে নাইস সঞ্চয় সমিতির কয়েকজন গ্রাহক ১৫ নভেম্বর থানায় অভিযোগ করলে থানার মাধ্যমে গত ২৫ নভেম্বর তাদের টাকা ফেরত দেয়। বিষয়টি জানতে চাইলে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া জানান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে অন্য কোন প্রতিষ্ঠানকে কাজ করার কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। ঘটনাটি আমার দৃষ্টি গোচর হওয়ায় বিষয়টি আমি দেখছি। নাইস সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড এর রেজিস্ট্রশন কর্তৃপক্ষ বানারীপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি জানান, ওই সমিতির রেজিস্ট্রশন বাতিল হয়েছে। এ ধরনের সমিতি দীর্ঘ মেয়দী এফডিআর করার কোন সুযোগ নেই। এ বিষয়টি দেখব।

 

 

 

ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন আইনজীবী নেতা কামাল হোসেন

ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোর ছাত্রনেতা,ছাত্রদলের সোনালী অতীতের অহংকার সুপ্রীম কোর্ট বার এর সাবেক নির্বাচিত সদস্য জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার অন্যতম যুগ্ন সাধারন সম্পাদক ক্লিন ইমেজধারী আইনজিবী নেতা মোঃ কামাল হোসেন।তিনি ঢাকা হতে লঞ্চযোগে বুধবার সকালে ভোলা খেয়াঘাট পৌছালে তার জম্মভুমি বদরপুর ইউনিয়নসহ লালমোহন ও তজুমুদ্দিনের শতাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করে দুপুর দেড় ঘটিকার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন।

বাউফলে ক্ষোভে বালকের আত্মহত্যা

বাউফর প্রতিনিধি: বাবার সাথে ছেলে ক্ষোভ করে আত্মহত্যা করেছেন এমন ঘটনা ঘটেছে বাউফলের কালাইয়া বন্দরের কবরস্থান রোড (পড়ার পুকুর পার) এলাকায়।
জানা যায়, মঙ্গলবার (৯ অক্টবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাসিন্দা মো: বাবুল হোসেন (৪৫) এর ষোল বছরের ছেলে মো: সাইফফুল নামের এক বালক তাদের বাসার পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
কারন হিসাবে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাইফুল কালাইয়া বন্দরের এক স্টীলের ফার্নিয়ার চেয়ারের দোকানে কাজ করতেন। ঘটনা প্রায় ১মাস আগে স্থানীয় আরেক ছেলের মোবাইল সাইফুল চুরি করে এমন অভিযোগে তার (সাইফুল) পরিবারের লোকজনের কাছে বিচার দেয়।
ঘটনা ঘটার ৩০মিনিট আগে সাইফুলকে তার বাবা বাবুল মোবাইল চুরির অপরাধে গালমন্দ করেন। যার কারনে সাইফুল রাগে ক্ষোভে ও লোক লজ্জ¦ার ভয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আবার অনেকে বলেন, সাইফুল নেশা আসাক্ত ছিলেন। যার জন্য এই সামান্য কারনে আত্মহত্যার মত পাপের পথ বেছে নিয়েছেন।

বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানায়, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়ছে।

বরিশাল বিভাগের ৫ জয়িতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদকঃ তোমরাই বাংলাদেশের বাতি ঘর এ শ্লোগান এবারের শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাশ বলেছেন,আমাদের দেশের অগ্রযাত্রায় মেয়েরাই বেশী অবদান রাখছে।এক সময়ে দেশে নারীদের কাজের সম্মান সঠিকভাবে মূল্যায়ন করা হত না।পূর্বে যেখানে অর্থের বিষয় ছিল সেখানে নারীদের স্থান দেয়া হত না।বতমান সময়ে ছেলে-মেয়েদের মাঝে কোন কাজেই পার্থক্য নেই। দেশ আজ যেভাবেই এগিয়ে যাচ্ছে তার পিছনে জয়িতাদের অবদান রয়েছে।
আজ রোববার অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে অনুষ্টিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগীতায় বরিশাল বিভাগীয় প্রর্যায়ে ৫ শ্রেষ্ট জয়িতা সহ অন্যান্য ক্যাটাগরিতে অরো ২৫ জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ আর্থিক সহযোগীতা করা হয়।
বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগমের সভাপতিত্বে জয়িতা সম্মাননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.মোসারেফ হোসেন,বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ তরিকুল ইসলাম,বরিশাল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান,বরগুনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন,বরিশাল সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপিক (অবঃ) শাহ সাজেদা, উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আরো বলেন,আপনারা যারা জীবন যুদ্বে হেরে যাননি বলেই আজ সরকারীভাবে জয়িতা হিসাবে সম্মানিত হয়েছেন।

আপনাদের মনে রাখতে হবে আপনারা শুধু নিজেদেরকে একজন মেয়ে হিসাবে নয় নিজেকে একজন মানুষ হিসাবে দেখার আহবান জানান।

এসময় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাকসুদা বেগম যিনি ৭ভাই-বোনের সংসারে ৫সন্তান নদী ভাংগনের ফলে ভসত ভিটাহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় গ্রহন করে।এক প্রর্যায়ে অলস অসচ্ছল দীন মজুর ছেলের সাথে বিয়ে হয়।
পরবর্তিতে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তার ৫টি সন্তান সন্তানের মৃত্যু হয়।
মাকসুদা অর্থনৈতিক সফলতা অর্জনকারী নারী হিসাবে নিজেকে তৈরী করার কারনে তাকে শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখাল, গ্রামের প্রিয়ংবদা ভট্রাচার্য্য। ঝালকাঠী সদর উপজেলার শাহবানু বেগম সফল জননী হিসাবে জয়িতার সম্মান অর্জন করেন। পটুয়াখালী সদরের হাসিনা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে নিজেকে তৈরী করেন।বরগুনা জেলার তালতলী উপজেলার নামিশেপাড়ার উপজাতী মিসেস মায়া রাখাইন সমাজ উন্নয়নে শিক্ষায় অসামান্য অবদান রাখায় তাকে শ্রেষ্ট জয়িতা হিসাবে সম্মাননা দেয়া হয়।

বরিশাল বিভাগের ৫জন শ্রেষ্ট জয়িতাকে ক্রেস্ট,সনদ ও নগদ ১০হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।

এছাড়া জয়িতা সম্মাননা অনুষ্টানে বরিশাল বিভাগের আরো ২৫জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ক্রেস্ট,সনদ ও নগদ ২ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।
এর পূর্বে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন অবমুক্ত করে জয়িতা সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ করায় দুই নাইজেরিয়ান নাগরিক আটক

জাহিরুল ইসলাম মিলন, যশোর ব্যুরো প্রধানঃ বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বৈদেশিক মুদ্রাসহ একাধিক পাসপোর্ট সহ দুুুুজন নাইজেরিয়ার নাগরিক আটক করেছে বিজিবি।

নান্না ও রাজ্জাক নামে এই দুই নাইজেরিয়ান নাগরিককে আজ রবিবার পুটখালী সীমান্ত থেকে আটক করা হয।

২১ বিজিবি, পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদে জানা যায় যে ভারত থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করছে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের পুটখালী ক্যাম্পে এনে তল্লাশি করে ৪টি হাত ঘড়ি, ৬ টি মোবাইল, মার্কিন ডলার ৪০০ ভারতীয় রুপি, ২৩২০ নাইজেরিয়ান টাকা ১০ হাজার বাংলাদেশী টাকা ৫ হাজার ৫শত পাসপোর্ট ৬ টি ক্যাস কার্ড ৮ টি ডিভিডি প্লেয়ার ১টি উদ্ধার করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআ্ই দেলোয়ার হোসেন বলেন ধারনা করা হচ্ছে এরা ফুটবল খেলার জন্য বাংলাদেশে প্রবেশ করছে।

বিএম কলেজে ৬দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আকিব মাহমুদ, বরিশালঃ সরকারি বি এম কলেজে ফরমপূরন সহ অন্যান্য সকল খাতে অতিরিক্ত টাকা ধার্য করার অভিযোগে আজ সোমবার সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “শিক্ষাঙ্গনের দূর্নীতি মানিনা মানবো না” স্লোগান দিয়ে তাদের দাবী ও অভিযোগ তুলে ধরে।

নাম প্রকাশ না করার শর্তে সম্মান দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন কোন খাতে আমরা কত টাকা দিচ্ছি সেটা আমরা জানতেও দেয়া হচ্ছেনা। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত নেয়া হচ্ছে।
পরবর্তীতে অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার ও উপাধাক্ষ্য স্বপন কুমার পাল শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

 

বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি- চীফ হুইপ আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার ‘ছোট ডালিমা আবদুস ছালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর চারতলা ভিত বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ১০টার সময় অত্র বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি) বলেন, ‘বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেদিন তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তার সেই হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।’
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার অবদানে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।
আ.স.ম ফিরোজ (এমপি) এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বেশেষ সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুস ছালাম মৃধা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম । বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো: ইব্রাহিম ফারুক। নাজিরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: আমির হোসেন ব্যাপারী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: মরিয়ম বেগম প্রমুখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালী

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং কালো পতাকা উত্তোলণ করা হয়। শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮.৩০ ঘটিকায় শোক র‌্যালির আয়োজন করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ী ভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোক র‌্যালি শেষে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালকগণ, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরপরই শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ, ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ, বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বিইউডিএস, ৭১’র চেতনা, কীর্তনখোলা ফিল্ম সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল ১০:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্ট শাহাদত বরণ করেছেন তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় ট্রেজারার আজকের এইদিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু একজন সাধারন মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারন ব্যক্তিত্বের অধিকারী। তিনি শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বমানের নেতা। আর তাই দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা আঁচ করতে পেরেছিল বঙ্গবন্ধু যদি বেঁেচ থাকেন তাহলে তিনি হবেন বিশ্ব নেতা। তাই ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যার মতো জঘন্য পথকে বেছে নেয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শ ও চেতনাকে মুছে ফেলা যায়নি, তিনি আছেন আমাদের হৃদয় মাঝে আমাদের চেতনায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং অচিরেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখার সভাপতি ড. মো. হাসিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট মো: ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, অফিসার্স এসোসিয়েশনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর, ৩য় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: আবুল কালাম এবং ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: শাহাজাদা খান, শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুস্মিতা বনিক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্ট শাহাদত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শোক দিবসের অনুষ্ঠনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম।