তীব্র শীতে নাকাল ভোলাবাসী

ভোলা প্রতিনিধি:

দিনের তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি হলেও শীতে কাঁপছে ভোলার মানুষ। ঘন কুয়াশার কারণে কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সুর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে মোড়ানো যেন পুরো জেলা। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীত থেকে রক্ষা পেতে গায়ে গরম কাপড় জড়িয়েছেন কেউবা আগুন পোহাচ্ছেন। তারপরেও যেন শীতে কাঁপছে মানুষ।

এদিকে শীতের কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন উপকূলের ছিন্নমূল মানুষ। দিনমজুরদের অনেকেই ক্ষেত-খামারে কাজে বের হতে পারেননি।

এদিকে নিউমোনিয়া ও শ্বাসজনিত সমস্যাসহ শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। জেলা সদর হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীদের ভিড়।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার মো. মাহাবুব রহমান জানান, কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কমে গেছে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা বাড়ছে, এ অবস্থা আরও তিন দিন থাকতে পারে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *