সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভীড়

কামাল হাসান রনি:
বঙ্গোসাগরের তীর ঘেঁষে অবস্থিত সাগরকন্যা খ্যাত কুয়াকাটা।যেখানে দাড়িয়ে সূর্যউদয় এবং সূর্যঅস্ত দেখা যায়।ভ্রমনার্থীদের পছন্দের শীর্ষে কুয়াকাটায় রয়েছে দর্শনীয় অনেক স্থান।মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির,লাল কাকড়ার চর,লেম্বুর চর,হাজার বছরের পুরনো নৌকা,সুন্দরবনের একাংশ,শীতের অতিথি পাখি,প্রকৃতির বরপুত্র গঙ্গামতি।গঙ্গামতির পরিছন্ন বিচ সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়।বিচের পাশে দীর্ঘ ঝাউবনের সারি সারি গাছ।কুয়াকাটাতে ফ্রেশ মাছের ফ্রাই,কাকড়া ফ্রাই পর্যটকদের জন্য বিশেষ আয়োজন।পর্যটকদের সকল সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।টোয়াকের প্রতিনিধি রুমান ইমতিয়াজ তুষার বলেন,দেশী বিদেশি পর্যটকদের সব রকম সহযোগিতায় পাশে রয়েছে টোয়াক।পর্যটকদের জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।কুয়াকাটা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে দিনরাত।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে পর্যটকদের চাপ।আজ বিকালে সূর্যঅস্ত দেখার জন্য সাগরপাড়ে ছিল হাজার হাজার পর্যটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *