প্রেমে ব্যর্থ হয়ে সরকারি বিএম কলেজ ছাত্রের আত্মহত্যার চেষ্টা!

ক্যাম্পাস প্রতিনিধি : সরকারি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মোঃ টিপু সুলতান নামে এক শিক্ষার্থী মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আজ রাত আটটায় দিকে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটে। মোঃ টিপু সুলতান ছাত্রাবাসের সি ব্লকের ১৩৩ নং কক্ষের আবাসিক ছাত্র। সে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিয়ারহাট গ্রামের নজরুল ইসলামের পুত্র, কলেজের অশ্বিনী কুমার হলে থেকে সে লেখাপড়া করে। আবাসিক হলের ছাত্ররা জানিয়েছে টিপু সুলতান রাত আটটার দিকে ক্যাম্পাস থেকে তার রুমে ফিরে আসার কিছুক্ষন পরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবাসিক ছাত্ররা তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করে এবং কলেজ প্রশাসনকে জানালে হলের সহকারী প্রভোস্ট সঞ্জয় কুমার দাস হাসপাতালে ছুটে যান। প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষার পর কতৃব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনের ফলে তার এমন অবস্হা হয়েছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার চিকিৎসা চলছে। শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ৪ এর কতৃব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শারিরীক অবস্থা স্হিতিশীল আছে আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করার পর পরবর্তী অবস্হা বলা যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সহকারী প্রভোস্ট সহ সিনিয়র শিক্ষার্থীরা হাসপাতালে অবস্থান করছেন। এদিকে তার ফেসবুক আইডি ঘেঁটে সর্বশেষ স্টাটাস ” got married  “এরকম একটি স্টাটাস আমি দিব ” ইহা থেকে বোঝা যায় কোন মেয়ের প্রেমে ব্যর্থ হয়ে সে এমনটি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *