অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিল নলছিটি সিটিজেন ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার টিঅ্যান্ডটি সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চা
বিক্রেতা নাসির সরদারের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন(এনসিএফ)। বুধবার
(৪ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে হাড়ি-পাতিলসহ
বিভিন্ন গৃহসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। পাশাপাশি পরিবারের
স্কুল পড়ুয়া সন্তানদের হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণও তুলে দেওয়া
হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস,
সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার,
মিরাজ হাসান প্রিন্স, মো. সাইদুল ইসলাম, এস.আর সোহেল, মো. বশির হাওলাদার,
সদস্য মো. সালমান, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন
প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, আগুনে পুড়ে যাওয়া আসলে একটি
অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের সাধ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু
সহযোগিতা করতে হাত বাড়িয়েছি। আমরা মনে করি এতে তারা একটু হলেও সান্ত্বনা
পাবে।

প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি
সড়কে চা বিক্রেতা নাসির সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে
বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *