আজ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কামাল হাসান রনি:

বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ২৭ নভেম্বর সকাল ১০ টায় কলাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ২৭ নভেম্বর সম্মেলনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ। সম্মেলনে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি
 আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া (এমপি)সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ,আলহাজ্ব কাজী আলমগীর সাধারণ সম্পাদক পটুখালী জেলা আওয়ামী লীগ। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। সম্মেলন সঞ্চালনায় থাকবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন সুলতান মাহমুদ ভারপ্রাপ্ত সভাপতি, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কলাপাড়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে। এতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান  মহিব এবং সাবেক সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান তালুকদার প্রার্থীতা কথা শোনা যাচ্ছে   কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান এর পাশাপাশি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক সংসদ সদস্য  আনোয়ারুল ইসলাম এর ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন এর নাম শোনা যাচ্ছে। ইতোমধ্যে কলাপাড়া উপজেলার বেশিরভাগ ইউনিয়ন এবং দুটি পৌরসভার আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ।আগামী কালকের ত্রি-বার্ষিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে  কলাপাড়া উপজেলার সাধারণ কর্মীরা। কে হবেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সেই অপেক্ষার প্রহর গুনছেন কলাপাড়ার নেতাকর্মীরা।আগামীকালকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন  সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এমপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *