অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল,বনশ্রী ক্যাম্পাসের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

দেশের অন্যতম স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বনশ্রী ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে ২০১৯-২০ সেশনের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।২১ নভেম্বর সকাল ৯ঃ০০ঘটিকায় বেলুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করা হয় এবং ২২ নভেম্বর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার প্রদানের মাধ্যমে তা শেষ হয়।রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এল ব্লকের ফুটবল মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সিইও জনাব আবু কায়েস জেহাদী কুন্তল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল,বনশ্রী ক্যাম্পাস পরিচালনাকারী কোম্পানীর চেয়ারম্যান আকতার হোসেন শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মোঃকাওসার হোসাইন,ভাইস চেয়ারম্যান আবু নাসের ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পাসের পরিচালক কামরুজ্জামান নাঈম,খাদেমুল ইসলাম নিজাম,ফখরউদ্দীন রিমন,মনির হোসেন পাটোয়ারী ও ভাইস- প্রিন্সিপাল রেহানা পারভীনসহ ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকাসহ বিপুলসংখ্যক ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ। স্কুলের বিভিন্ন ক্লাশের ছয়টি টিম বাছাইপর্বের খেলায় অংশগ্রহন করে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হিসেবে স্ট্যান্ডার্ড সিক্স ও স্ট্যান্ডার্ড সেভেন দল ফাইনাল খেলায় অংশগ্রহন করে।উৎসবমুখর পরিবেশে উক্তখেলাগুলো অনুষ্ঠিত হয়।উক্তখেলাকে কেন্দ্র করে আফতাবনগরের এল ব্লকের মাঠে হর্স রাইডিং,বিভিন্নধরনের আকর্ষনীয় দোকানসহ নানাবিধ ক্রীড়াবিনোদনের আয়োজন ছিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি আবু কায়েস জেহাদী কুন্তল তার বক্তব্যে বলেন-শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ন,উক্ত বিষয়টিকে বিবেচনায় নিয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল বছরজুড়ে নানাবিধ খেলাধুলার প্রতিযোগীতার আয়োজন করে থাকে,এরই ধারাবাহিকতায় বনশ্রী ক্যাম্পাসে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ কাওসার হোসাইন বলেন এ জাতীয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের শিক্ষা,সংস্কৃতি ও খেলাধুলাসহ সার্বিক সকল ক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক।ফাইনাল খেলায় স্ট্যান্ডার্ড সেভন দল স্ট্যান্ডার্ড সিক্স দলকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়।ম্যাচগুলোতে রেফারীর দায়িত্বপালন করেন বনশ্রী ক্যাম্পাসের শিক্ষক হাসিবুল ইসলাম,ফয়সাল ওয়াদুদ মজুমদার,ইলিয়াস কাঞ্চন,বায়েজিদ আহম্মেদ সনেট ও সাবিহা ফেরদৌসি পান্না এবং ধারাভাষ্যে ছিলেন ফাহমিদা ইসলাম,মহসিনা শারমিন নিশাদ ও মাসুমা শারমিন সুমি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *