ইতালীতে মঈন উদ্দিন খান বাদল স্মরনে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদলের স্মরনে রোমে সার্বজনীন স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ নভেম্বর সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার রেষ্টুরেন্টে বাংলাদেশ জাসদ ইতালী শাখার আয়োজনে এ শোক সভায় সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আনিচুজ্জামানের সভাপতিত্বে ওবাংলাদেশ জাসদ ইতালীর সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান ভুট্টোর পরিচালানায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, ইতালী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ. রব মিন্টু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বরিশাল বিভাগ সমিতির উপদেষ্টা ফয়সাল আহমেদ, সহ সভাপতি সুরদার লুৎফর রহমান, জামান মোক্তার, কামরুল আহসান মন্টু, নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, বিশিষ্ট সামাজিক ব্যবসায়ি ও ব্যক্তিত্ব এমডি তারা মিয়া, আমরা মুক্তযোদ্ধার সন্তান ইতালী শাখার সাধারন সম্পাদক খান রিপন, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ডি রিয়াজ হোসেন সর্ব ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জমির হোসেন.ইতালী বংগবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুরুল কবির.ইতালী যুবলীগ নেতা স্বপন দাস.জাসদ নেতা আব্দুল ওহাব সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শোক সভায় আলোচকবৃন্দ জনাব মঈন উদ্দিন খানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। তারা বলেন মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে বাংলাদেশ একজন খাটি দেশপ্রেমিক ও সুর্য সন্তানকে হারালো।বাংলাদেশ জাতীয় সংসদে তার জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আমাদের অনেক ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে।
শোক সভা শেষে স্থানীয় মক্কি মসজিদে মরহুমের স্মরনে দোয়া মোনাজাতের আয়োজন করা হেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *