সরকারি বিএম কলেজে পিএসডিএ সংলাপ অনুষ্ঠিত

আকিব মাহমুদ:

“Logic is strength “এই শ্লোগানে “ফুটুক আলো যুক্তি দিয়ে, ফিরবো ঘরে মুক্তিনিয়ে”এই প্রত্যয়ে যুক্তিবাদী সমাজ তথা নাগরিক বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন Political Science Debating Assembly(PSDA) ।

তারই ধারাবাহিকতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে (২০১৯-২০ শিক্ষাবর্ষ) বিতর্ক শিল্পকে ছড়িয়ে দেয়ার জন্য আয়োজন করা হয় ১ম বর্ষ ২০১৯-২০ ও পিএসডিএ সংলাপ। Political Science Debating Assembly(PSDA) এর সভাপতি মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে সকাল ১১.০টায় কলা ভবন ২ এর ২০২ নং কক্ষে শুরু হয়ে চলে বিকেল ৩.০০ টা পর্যন্ত।

 

বিতর্ক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মামুন-উর-রশিদ খান, সহকারী অধ্যাপক কানিজ ফাতিমা, সহকারী অধ্যাপক বিদিতা বেগ,সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, সহ PSDA এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *