পিরোজপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি

পিরোজপুর জেলার ৭টি উপজেলার মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে আশা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় একটি সভাকক্ষে শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুরের ৭ টি উপজেলার সুবিধা বঞ্চিত আশার সদস্য’র ছেলে – মেয়েদের ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন প্রত্যেককে ১১,০০০হাাজার টাকা বৃত্তি করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন , আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল আশা’র ইভিপি (অপারেশন) সুমন আহমেদ,ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান প্রমূখ। এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

বক্তারা বলেন, আশা’র এমন ভালো উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই। মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সবাই একটু সহযোগিতার হাত বাড়ালেই তাদের ধারা ভালো ফলাফল সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *