প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ পত্রিকায় ২২ আগষ্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বাংলা, ৫ম বর্ষ ১৮০ সংখ্যায়, বৃহস্পতিবার প্রথম পৃষ্ঠায় কলামে “নলুয়া আবুল কাশেম স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম” শিরোনামে এবং আরও কয়েকটি পত্রিকায় একই সংবাদ ভিন্ন শিরোনামে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যে সকল তথ্য প্রকাশ করা হয়েছে তা ফরমেয়াশী, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে অবস্থিত নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের মুলত প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সাবু মোল্লা ও ফজলুর রহমান মোল্লা। তাদের মৃত্যুর পর থেকে তার ভাই বজলুর রহমান মোল্লা বিদ্যালয়ের দাতা ও সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাইফুর রহমান তপন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নির্যাতন, চাঁদাবাজী, ভুয়া ব্যাংক একাউন্ট করে অর্থ আত্মসাত, উপবৃত্তির টাকার আত্মসাত, বিদ্যুত বিহীন স্কুলে বিদ্যুত বিলের নামে হাজার-হাজার টাকা হাতিয়ে নেয়া, শিক্ষক কর্মচারী নিয়োগে ২০ লক্ষ টাকার বানিজ্য, স্কুলের চেক জালিয়াতির কারনে তার কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিধিমালা অনুযায়ী বর্তমান কমিটি নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহন করে। বর্তমান কমিটি দয়িত্বভার গ্রহন করার পর অতীতের সকল দূর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হলে সাবেক সভাপতি সাইফুর রহমান তপন ক্ষিপ্ত হয়ে তার দূর্ণীতির খতিয়ান অব্যহত রাখতে বরিশাল শিক্ষাবোর্ডে একটি মিথ্যা অভিযোগ দাখিল করেন যা বর্তমানে তদন্তাধীন আছে। একটি তদন্তনাধীন ব্যাপারে কথিত সংবাদকর্মীদের নিয়ে গাড়ী ভাড়া করে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষের আতংক সৃষ্টি করে তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সাইফুর রহমান তপন সভাপতির দায়িত্ব পালন কালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নলুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল আমিনকে ৮ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেন। একই পদে নিয়োগ দেয়ার কথা বলে দুমকি সিনিয়র মাদ্রাসায় কর্মরত মোঃ নাসির উদ্দীন নামে এক শিক্ষকের কাছ থেকে ৭ লক্ষ টাকা ও আবদুল খালেক নামে এক শিক্ষকের কাছ থেকে ৫ লক্ষ টাকা গ্রহন করেন। উৎকোচ নেয়া টাকা ফেরত দেয়ার জন্য ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখার একটি চেক প্রদান করেন। উল্লেখ্য বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির অনুমোদন ছাড়া ন্যাশনাল ব্যাংকের একটি একাউন্ট করেন যার নম্বর ১০১৩০০২৩৭০১১৩ এবং এই একাউন্টের মাধ্যমে জেলা পরিষদ থেকে বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য দেয়া ১ লক্ষ টাকা আত্মসাত করেন। তাছাড়া বিদ্যালয়ের অফি স সহকারী পদে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুর রহমান মোল্লার মেয়েকে নিয়োগ না দিয়ে রিপন চন্দ্র হালদার নামে একজন কে ৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেন। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওর বিলে স্বাক্ষরের আগে প্রতিমাসে ১০% করে অগ্রীম টাকা চাঁদা হিসেবে আদায় করতেন। এসএসসি ও জেএসসি’র কোচিং এর টাকা আত্মসাত, বিদ্যুত বিহীন স্কুলে বিদ্যুত বিলের বাবদ হাজার হাজার টাকা আত্মসাত করে দূর্ণীতি ও অনিয়মের পাহাড় গড়েছেন এবং এসব অপকর্ম ঢাকতে তিনি বিভ্রান্তিকরর তথ্য দিয়েছেন যা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। মোঃ মাহমুদুল ইসলাম সভাপতি নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় নলুয়া, বাকেরগঞ্জ, বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *