তারুন্যের সংগঠন ঝালকাঠী ব্লাড সংস্থা

মো: ইয়াছিন আলম অভি: “Give Blood Save Life” এই স্লোগান নিয়ে ২০১৫ থেকে আজ পর্যন্ত নিরালস ভাবে কাজ করে যাচ্ছে ঝালকাঠী ব্লাড সংস্থা এরই ধারাবাহিকতা ধরে রাখতে মানুষের জীবন বাঁচাতে রক্ত দান করে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নায় নিজেদের অর্থয়নে তাদের এই জনসেবা মূলক সংগঠনটি পরিচালনা করে যাচ্ছে। এই সংস্থার সংগঠনিক সম্পাদক জনাব মো: ইমতিয়াজ আহমদ (সজল) বলেন আমাদের এই সংগঠনটি বন্ধুদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনসেবা মুলক সংগঠন, ঝালকাঠী ব্লাড সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মানবতার সেবা দিয়েই মানুষের পাশে থাকা । এক নজরে ঝালকাঠী ব্লাড সংস্থা সংগঠনের নাম : ঝালকাঠী ব্লাড সংস্থা (Give Blood Save Life)। প্রতিষ্ঠাকাল : ১৫ মার্চ ২০১৫ মূলমন্ত্র : Give Blood Save Life বৈশিষ্ট্য :বন্ধুদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনসেবা মুলক সংগঠন। কেন স্বেচ্ছায় রক্তদান করবেন: আমাদের দেশে প্রতি বছর প্রায় ১০/১২ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের তুলনায় সরবরাহ হয় খুবই সামান্য। আর যতটুকু সরবরাহের ব্যাবস্থা হয় তার ৬০ ভাগই পুরণ হয় পেশাদার রক্তদাতাদের কাছ থেকে। পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত গ্রহণ একদিকে যেমন ঝুঁকিপূর্ণ অন্যদিকে তেমনি অস্বাস্থ্যকর। কারণ পেশাদার রক্তদাতারা গ্রহণ করে বিভিন্ন ড্রাগ এবং শরীরে বহন করে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, সিফিলিস এর মত জীবন ধ্বংশকারী বিভিন্ন রোগের জীবাণু। যে কারণে আমাদের দেশে রক্তের অভাবে প্রতিনিয়ত অসংখ্য রোগী মৃত্যুবরণ করে। একবার ভেবে দেখুন আজ যে রোগীটা মারা যাচ্ছে সে যদি আমার মা হত বা বাবা হত তাহলে রক্তদানের যোগ্যতা: ১. বয়স ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে (নারী ও পুরুষ)। ২. ওজন ৪৮ কেজি (পুরুষ) ৪৫ কেজি (নারী)। ৩. সময় ১২০ দিন পর পর অর্থ্যাৎ ৪ মাস পর পর। ৪. শারিরীকভাবে সুস্থ্য থাকতে হবে। রক্তদান সম্পর্কে আমাদের প্রচলিত কিছু ভূল ধারণা: রক্তদান করলে শারিরীকভাবে অসুস্থ্য হওয়া, শরীর মুটিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরণের ভূল ধারণা মানুষের মধ্যে কাজ করে, যার পুরোটাই আমাদের রক্তদান সম্পর্কে অসচেতনতা ও ভয় থেকে সৃষ্টি। রক্তদান করলে শারিরীকভাবে কোন সমস্যার সৃষ্টি বা অসুস্থ্য হওয়া এর কোনটাই হয় না। বরং রক্তদান করলে শারিরীকভাবে বিভিন্ন উপকার পাওয়া যায়, মানসিক তৃপ্তি পাওয়া যায় যা অন্য কোন ভাবে মানুষের উপকারের মাধ্যমে অর্জণ সম্ভব নয়। রক্তদানের উপকারিতা: ১. প্রতি চার মাস অন্তর রক্ত দিলে দেহে রক্ত কণিকা সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়। ২. নিয়মিত রক্তদানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পায়। ৩. নিয়মিত রক্তদানে উচ্চ রক্তচাপের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। (বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত ১-৩) ৪. রক্তদানে কোন ধর্মীয় বিধিনিষেধ নেই। ৫. রক্তদানের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন রোগের রিপোর্ট পেতে পারেন (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, সিফিলিস, ম্যালেরিয়া) যা আপনাকে শারিরীক সুস্থ্যতার ব্যাপারে সচেতন রাখবে। ঝালকাঠী ব্লাড সংস্থা (Give Blood Save Life) আমরা সেই ১৫মার্চ ২০১৫ সালে থেকে শুরু করে আজ পর্যন্ত মুমূর্ষের জন্য সরবরাহ করছে বছরের প্রয়োজনীয় রক্তের চাহিদা ।এই স্বপ্ন যাত্রায় ঝালকাঠী ব্লাড সংস্থা প্রায় ২৭৫ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করেছে (২০১৫-২০১৮) ফেসবুকে ঝালকাঠী ব্লাড সংস্থা: ঝালকাঠী ব্লাড সংস্থা একটি ফেসবুক পেজের মাধ্যমে Online এ রক্তের চাহিদা পূরণের প্রয়াস চালাচ্ছে। আপনি আপনার প্রয়োজনে এখানে জানাতে পারেন আপনার প্রয়োজনীয় রক্তের গ্রুপ অথবা এগিয়ে আসতে পরেন একজন মুমূর্ষের প্রয়োজনে একব্যাগ রক্তদানের মাধ্যমে। আসুন আমরা সকলে মিলে স্বেচ্ছায় রক্তদাতাদের এমন একটা পেজ গড়ে তুলি যেখান থেকে আমরা দেশের যেকোন স্থানে যে কোন গ্রুপের রক্তের চাহিদা পুরন করতে পারি। রক্তের অভাবে যেন হারাতে না হয় কোন মা, বাবা, ভাই, বোন বা সন্তানকে। ঝালকাঠী ব্লাড সংস্থা এর এই মহৎ প্রয়াসকে সফল করার জন্য সকল ঝালকাঠী ব্লাড সংস্থা বন্ধু, সম্মানিত রক্তদাতা এবং শুভানুধ্যায়ীদের নিকট বিনীত আবেদন, এ পেজের সাথে যুক্ত থেকে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে সহায়তা করুন। “আমাদের অনুভূতিতে মানুষের ভালোবাসা আমরা অনুভব করি এদেশের মাটির ঋণ আমরা কাজ করি আমেদের দায়বদ্ধতায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *