বরিশালের সড়কে জীবাণুনাশক স্প্রে করছে বিসিসি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশাল নগরের বিভিন্ন সড়কে প্রতিদিন ৪০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

আর ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে এই কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল এবং করোনা ডেটিকেটেড শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সড়কসহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে জীবাণুনাশক মিশ্রিত পানির মাধ্যমে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে মশক নিধন কার্যক্রমও চলমান রাখা হয়েছে। যার আওতায় ফগার মেশিনের পাশাপাশি ড্রেন ও নালায় তরল ওষুধ প্রতিনিয়ত ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *