কয়রায় বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণে সাংসদ বাবু

ওবায়দুল কবির সম্রাট,কয়রা:
মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত অসহায়, বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের বয়স্ক ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার  ১৫ জানুয়ারী বিকাল ৪ টায় কয়রা কালনা আমিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাতা ভোগীদের বই ও শীতবস্ত্র বিতরণ করেন খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে দেশের মানুষ সামাজিক নিরাপত্তার এমন সুযোগ পেতো না। শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পরে এ সকল কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন।

দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে ভাতা ভোগীদের সংখ্যা ও ভাতার অর্থের পরিমান বৃদ্ধি পেয়েছে। নিজের সন্তান পিতামাতার খোঁজ না নিলেও সরকার ঠিকই তাদের খোঁজ নেয়। সততার সাথে সামাজিক নিরাপত্তার ভাতাভোগী নির্বাচনে সরকারি দপ্তরকে সহায়তা করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়ে  এমপি আরও বলেন, জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। স্বজনপ্রীতির মাধ্যমে প্রাপ্য মানুষকে বঞ্চিত করা যাবে না।

মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন,উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু,কয়রা মহিলা কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম,বালাগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ গাজী,ওলামালীগ নেতা মাঃ মাসুদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জি এম মেজবাহ উদ্দিন মাসুম, ডি এম ইখতিয়ার  উদ্দিন হিরো, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

এর আগে একই স্থানে  কয়রায় কালনা আমিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে নির্বাচিত সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চার তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা ০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *