জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রক্রিয়ায় সুবিধাভোগীরা ঘরে বসেই মোবাইলে ভাতা পাবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি এ কার্যক্রমের ‍শুভ সূচনা ঘোষণা করেন।

এ সময় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সঠিক মানুষদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর পর চাঁদপুর, পিরোজপুরসহ চারটি জেলা থেকে সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সে যোগ নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তারা এ কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর নিকট প্রেরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’-কে নির্বাচনের কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *